নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

রাতের আগন্তুক

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯




ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একটি ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি প্রায় বিশ মিনিট ধরে। লম্বা রেইনকোট আর চওড়া কার্নিসের হ্যাট পরা থাকায় ভিজে চুপচুপে হওয়ার হাত থেকে রেহাই পেলেও শরীরের পুরোটা শুকনো নেই। ফাঁকফোকর দিয়ে এক-দু'ফোঁটা পানি চুঁইয়ে চুঁইয়ে ভেতরে ঢুকে অস্বস্তির সৃষ্টি করছে।

আরও কিছুক্ষণ অপেক্ষা করতে চাই। একঘন্টার লোডশেডিংয়ের সময় প্রায় হয়ে এসেছে। যদিও লোডশেডিং হলেও এলাকাটায় একেবারে ঘুটঘুটে অন্ধকার হবে না। সিটি কর্পোরেশনের ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলতেই থাকবে; তবে আমার কাজের জন্য কিছুটা সুবিধা অবশ্যই পাব। পকেটে হাত দিয়ে ছোট্ট লেদারব্যাগটার স্পর্শ নিলাম। এই ছোট্ট ব্যাগে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে যা আমার পেশায় খুবই দরকারি জিনিস।

রাত ঠিক একটায় বিদ্যুৎ চলে গেল। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। এই আবাসিক এলাকাটা এখনও তেমন ঘিঞ্জি হয়ে ওঠেনি। ছড়িয়ে-ছিটিয়ে বাড়িঘর উঠছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুটি বাড়ির মাঝামাঝি জায়গা ফাঁকা রয়ে গেছে। আমার জন্য এটাও একটা সুবিধা। অবশ্য আমাকে এ কাজের জন্য ভাড়া করা লোকটা মোটামুটি আরও কিছু সুবিধার কথা আগেই জানিয়ে দিয়েছে।

গেট ভেতর থেকে বন্ধ। বাড়ির পেছনে চলে এলাম। দেয়ালের সামনে দাঁড়িয়ে একটু আন্দাজ করার চেষ্টা করলাম কতটুকু উঁচু। ফুট সাতেক হতে পারে। সাত ফুট উঁচু দেয়াল টপকানো আমার জন্য কোন ব্যাপারই নয়। হাতে শক্ত আর মোটা চামড়ার গ্লাভস পরে নিয়ে ছোট্ট একটা লাফ দিলাম। উপরে কাচ গাঁথা থাকলেও হাতে তেমন কিছু অনুভব করলাম না। দোল খেয়ে দেয়ালের উপর উঠে আবছা অন্ধকারেই চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম।

কেউ থাকার কথা নয়, তারপরও অভ্যাসবশত তীক্ষ্ণ চোখে এদিকওদিক চেয়ে নিশ্চিত হয়ে নিলাম। এ পেশায় সাবধানতার মার নেই। এতদিন ধরে সাবধানে কাজ করার কারণেই পুলিশ আমার টিকিটিও ছুঁতে পারেনি।

মাটিতে নেমে নিঃশব্দ পায়ে পুরো বাড়িটা চক্কর দিলাম। তারপর আস্তে আস্তে কিচেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। জানি এটায় তালা দেয়া নেই, শুধু ছিটকিনি মারা। এ ব্যাপারটা বাড়ির মালিকই আমাকে জানিয়ে রেখেছে।

ছোট্ট লেদার ব্যাগটা থেকে অত্যন্ত খাটো একটা শাবল বের করে ছিটকিনির পাশের ফ্রেম এবং দরজার সরু ফাঁকে স্থাপন করলাম। ফাঁকটা খুবই সরু, শাবলের মাথা ঢুকতে চাইছে না। গায়ের জোরে চেপে ঢুকিয়ে দিলাম মাথাটা। তারপর গায়ের সর্বশক্তি দিয়ে চাপ দিলাম।

একসময় ছিটকিনি থেকে আলগা হয়ে খুলে এল দরজাটা। নিঃশব্দে ঢুকে পড়লাম কিচেনের ভেতর। দরজা ভেজিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখে অন্ধকার সইয়ে নিলাম। রেইনকোট আর জুতো জোড়া খুলে নিয়ে রেইনকোটটা একটা হুকে আটকে তারপর আস্তে আস্তে পা বাড়ালাম। বেডরুম বাদ দিয়ে গোটা বাড়িটা সার্চ করলাম নিঃশব্দ পায়ে। তারপর বেডরুমের দরজায় কান পাতলাম। কোন শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে করে হাতলে মোচড় দিলাম। ভেতর থেকে তালা লাগানো। অবশ্য এমনই থাকার কথা।

ব্যাগের পকেট থেকে সরু একটা তামার তারের টুকরো বের করে তালায় ঢুকিয়ে দিলাম। আস্তে আস্তে অনেকক্ষণ কসরত করার পর মৃদু ক্লিক শব্দ করে খুলে গেল লক। ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলতো মোচড় দিতেই খুলে গেল দরজা। নিঃশব্দে ভেতরে প্রবেশ করে দরজা ভেজিয়ে দিলাম।

আগামী পর্বে সমাপ্য।

ছবিঃ গুগল।

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সৈয়দ তাজুল বলেছেন:
আগামী পর্ব ননা পপড়ে আপনাকে অভিজ্ঞ চুর উপাধি দেয়া যাচ্ছে! ;)

কাহিনীর ভিলেনটা কী আপনি? মানে ইয়ে, মানে ইয়ে, ইয়ে মানে, এই মহৎ চুর বেটা কেটা?
সাফ সাফ কইয়েন! বেজাল মিক্সড কইরেন না! তয় বাড়িয়ালারে জাগাইয়া দিমু কইতাছি।



একটানে পুরাটা পড়ে নিলাম। আগামী পর্বের অপেক্ষায়!
ভাল হয়েছে বেশ।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষা করুন। আগামী পর্বে সব জানতে পারবেন। :)

২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ তাজুল বলেছেন:

এই রাত্রি বেলা আপনি এইসব কী বলেন? মাথামুণ্ডু ঠিক আছে! নাকি ডালপানি কিছু =p~ =p~
ডালপানির ব্যবস্থা করতে পারলে আমাকে একটু খবর দিয়েন। চেখে দেখবো একসাথে :P

ও হ্যা, আমি কিন্তু খুব একটা লুঙ্গি পরি না। সুতরাং খোলার কোন প্রশ্নই আসে না :-B


বেসম্ভব মজা দিলেন, লন এটা আপনার জন্য

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেসম্ভব মজা আপনার কাছ থেকেও কি কম পেলাম? সব জানতে পারবেন। সবুরে মেওয়া ফলে মেয়াবাই। :)

৩| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সৈয়দ তাজুল বলেছেন:
এ কথা কই দিলেন কেরে ভাই! যান আপনার সাথে কথা নাই! :(

সব রস মাটি করে দিলেন।

২ নং প্রতিমন্তব্য মুছে ঠিক করে দেন। তয় কথা কমু! B:-/

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই। আপনার কথা ফেলতে পারলাম না। আশা করি সঙ্গেই থাকবেন। ;)

৪| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: পড়লাম। লেখায় মুন্সীয়ানা আছে।
ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভাল লেগে থাকলে মনে হয় খারাপ হয়নি। পড়ার জন্য ধন্যবাদ ভাই।

৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৪

সৈয়দ তাজুল বলেছেন:
সম্রাট সাহেব, আমার ব্লগে আপনি আমন্ত্রিত!

সাথে রসগোল্লা নিয়ে আসবেন কিন্তু :|

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম। আসছি ভাই। তবে রসগোল্লা নিয়ে আসার ব্যাপারে গ্যারান্টি দিতে পারছি না। কোন একসময় একজন আমাকে মিষ্টি নিয়ে আসতে বলেছিল কিন্তু তার কাছে মিষ্টি পৌঁছানোর আর চান্সই পেলাম না। :)

৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৫

সৈয়দ তাজুল বলেছেন:
হা হা হা হা হা হা

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হো হো হো। =p~

৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাসপেন্সের ঠিক চরম মুহুর্তে - বলে কিনা - -

আগামী পর্বে :-/

সিরিয়াল কিলার কি? দেখা যাক আগামী পর্বেই ;)

লেখনি একটানে পড়িয়েছে- ভাল লাগা রইল :)

+++

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সাসপেন্সের ঠিক চরম মুহুর্তে - বলে কিনা - -

আগামী পর্বে :-/

হা হা হা। ছোটবেলায় রোমেনা আফাজ কেমন নাকে দড়ি দিয়ে ঘোরাতেন সেটা আপনার অজানা থাকার কথা নয় নিশ্চয়ই? অনেকটা সেই সিস্টেমে পাঠককে চরম উৎকন্ঠায় রেখে প্রথম পর্ব শেষ করে দিলাম। =p~
সামনের পর্ব পড়ার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আশা করি সঙ্গেই থাকবেন ভৃগু ভাই।

৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

অশুভ. বলেছেন: সম্রাট ভাই,
ভাবি মনে হয় বাসায় ডোকায় নিষেধাজ্ঞা দিয়েছে, তাই এত কাহিনী ;)

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আগামী পর্বে সবকিছুর উত্তর পাবেন। আশা করি সঙ্গেই থাকবেন? পড়ার জন্য ধন্যবাদ।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গল্প রহস্যের দিকে ধাবিত হচ্ছে। আগামী পর্বের আশায় রইলাম।.

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, একটু রহস্য তো অবশ্যই আছে। আশা করি আগামী পর্বে উত্তর পাবেন? সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: ছোট রহস্য আছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রহস্য না থাকলে এই গল্প কেউ পড়বে না। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আলো ভাই।



১১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: বর্ণনা ভালো হয়েছে। কি বাড়ির কর্তা, আপনাকে নিয়োগ দিয়েছে..........রহস্যই থাক !!
+।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রহস্যের অবগুন্ঠন খুলে যাবে। আশা করি পরের পর্বেও সাথে থাকবেন? অসংখ্য ধন্যবাদ সুমনদা।

১২| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৭

কালীদাস বলেছেন: লেখাটা ভাল, আপনের স্কিল আছে। ট্রাই করেন আরও।

কিন্তু পজ নেয়ার ধরণে আগেকার জমানার নাটকের কথা মনে পৈড়া গেল। "প্যাকেট" মেগাসিরিয়ালে এরকম জগের থিক্যা গ্লাসে পানি ঢাইলা পাশের ঘরে নিয়া খাওয়া নিয়াই এক পর্ব বানায়া ফালাইত :((

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে বুঝেছি ব্লগের বেশিরভাগ পাঠকেরই বড় লেখা পড়ার ধৈর্য্য নেই। তাই একটু পজ করলাম। পরের পর্বটাও একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। দেখি, ভাল সাড়া পেলে সামনে আরও লিখব। তবে যতটুকু বুঝছি বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে লুতুপুতু মার্কা প্রেমের গল্পই বেশি উপাদেয়। থ্রিল আর সাসপেন্স তাদেরকে খুব একটা টানে না। আপনার মত বোদ্ধা পাঠক পেলে চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।
কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার অনুরোধ রইল।

১৩| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

দিবা রুমি বলেছেন: লেখার ভঙ্গিমা আপনার অনেক ভাল।
গল্পটাও ভাল লেগেছে।
অপেক্ষা আগামী পর্বের।

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: থ্যাংকস্। প্রশংসায় অনুপ্রাণিত হলাম। আশা করি সাথেই থাকবেন?

১৪| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

তারেক ফাহিম বলেছেন: পরের অংশের কিছুটা ধারনা করছি।
রহস্যই থাক মিলেকিনা দেখি।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও দেখি আপনার ধারণা মেলে কিনা? পড়ার জন্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন?

১৫| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ভুয়া মফিজ বলেছেন: মনে হলো সেবা প্রকাশনীর কোন থ্রিলার পড়ছি। সেই রকম লাগলো। আগামী পর্বে সমাপ্য? আরেকটু বড় করা যায় না?

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার লেখালেখির পেছনে পুরো অবদান কিন্তু সেবারই। সেবার বই পড়েই দু’এক কলম লিখছি। পরের পর্ব একটু বড় হতে পারে। আপনার ভালোলাগায় আমি সার্থক। পরের পর্ব পড়ার আমন্ত্রণ রইল।

১৬| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

ভুয়া মফিজ বলেছেন: আমার লেখালেখির পেছনে পুরো অবদান কিন্তু সেবারই। আমারও তাই, চিমটি!!! :)

একসময় রহস্য পত্রিকায় লিখতাম, অনিয়মিত। আর আনোয়ার ভাই এর বড়ভাই কাজী মাহবুব হোসেন ছিলেন আমার প্রিয় দাবাড়ু। অনেক দাবা খেলেছি উনার সাথে, পুরানো অনেক কথা মনে পড়ে গেল :((

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? কাজী মাহবুব হোসেন কি এখনও বেঁচে আছেন? উনার লেখা ওয়েস্টার্নগুলো দুর্দান্ত ছিল। আপনি কি তার ক্লাসমেট, কলিগ, নাকি বন্ধু?

১৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

ভুয়া মফিজ বলেছেন: আপনি কি তার ক্লাসমেট, কলিগ, নাকি বন্ধু? উনি আমার অনেক সিনিয়র, আমরা একসময় একই টিমে লীগে দাবা খেলতাম। বেচে আছেন কিনা জানিনা, দেশ ছাড়ার পর থেকে যোগাযোগ বন্ধ!!! কামনা করি যেন আল্লাহ উনাকে দীর্ঘদিন বাচিয়ে রাখেন!

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমীন।

১৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

আমি সাজিদ বলেছেন: সেবার কাজী মাহবুব হোসেন কয়েক বছর আগে মারা গেছেন। @মফিজ ভাইয়া আর সম্রাট ভাইয়া।

ওয়েস্টার্ন খুব ভালো লাগতো সেবার।


সম্রাট ভাইয়ার ব্লগে প্রথম আসলাম। আসলে অনেকদিন পর ব্লগে সময় দিচ্ছি। বেশ লাগলো। অনুসরন করলাম।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাজী মাহবুব হোসেন মারা গেছেন শুনে খারাপ লাগল। বাংলাদেশে ওয়েস্টার্ন গল্প লেখার পথিকৃত বলা যায় তাঁকে। খুবই শক্তিশালী লেখক ছিলেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
আমার লেখা আপনার ভাল লেগেছে জেনে খুশি লাগছে। অনুসরণ করে মনে হয় তেমন কিছু পাবেন না। আমি এখনও কারও অনুসরণযোগ্য হয়ে উঠতে পারিনি।
পড়া ও মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮

আমি সাজিদ বলেছেন: এত বিনয় কেন সম্রাট ভাইয়া !

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আমার সামর্থ্য সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল। এমন যোগ্যতা এখনও অর্জন করে উঠতে পারিনি যে কেউ আমাকে অনুসরণ করে আমার কাছ থেকে কিছু শিখতে পারবে। তারপরও আপনার মন যদি সায় দেয় তাহলে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করব।

২০| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

নীল মনি বলেছেন: প্রতিটি লাইন গভীর মনোযোগের সাথে পড়েছি যে কী হতে যাচ্ছে।শেষ হয়েও হল না শেষ। অপেক্ষা পরের পর্বের জন্য।
রহস্যের গন্ধ পাচ্ছি :) হিহিহি

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দ্বিতীয় পর্ব লিখছি। প্রায় শেষের পথে। লম্বা হয়ে যাচ্ছে। ভাবছি তিন পর্ব করব কিনা। আশা করি সাথেই থাকবেন? উত্তর দিতে দেরী হল এজন্যই।

২১| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪

নীল মনি বলেছেন: আমি আমার সামর্থ্য সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল। এমন যোগ্যতা এখনও অর্জন করে উঠতে পারিনি যে কেউ আমাকে অনুসরণ করে আমার কাছ থেকে কিছু শিখতে পারবে।

এ কথাটা ডিস লাইক দিলাম।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ডিসলাইককে আমি লাইক দিলাম। :P

২২| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৩

নীল মনি বলেছেন: তিন পর্ব করতে চাইলে করে ফেলেন।
আপনার প্রোফাইলের ছবিটা বড্ড কাঠখোট্টা। সবার আগে চোখে পড়ে সরি, সরি সরি

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষটাও আমি খুব একটা যুতসই নই। মোটামুটি কাঠখোট্টাই। ক্লোজ মাইন্ড খোলার জন্য অপেক্ষায় আছি। কেউ এসে খুলে দিলে আর দেরী করব না। প্রোপিক চেঞ্জ করে ফেলব। :)

২৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ৭:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার লেখা পড়লাম। মন্তব্যগুলোও পড়লাম। আগে মন্তব্য নিয়ে বলি।

তবে যতটুকু বুঝছি বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে লুতুপুতু মার্কা প্রেমের গল্পই বেশি উপাদেয়। থ্রিল আর সাসপেন্স তাদেরকে খুব একটা টানে না। আপনার মত বোদ্ধা পাঠক পেলে চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।
সবার জন্যে ঠিক কিনা জানিনা, আমি হয়ত বর্তমান প্রজন্মের পাঠকের মধ্যেই পড়ি! :`>
এর কারণ হয়ত এটা যে ভালোবাসা এমন একটা সাবজেক্ট বা অনুভূতি যার সাথে সবাই রিলেট করতে পারে। পড়ে মনে হয় আরেহ গল্পের নায়কের মতো তো একটা ছেলে আমাকে প্রপোজ করেছে অথবা আরেহ গল্পের নায়িকার মতো কারো প্রেমে পড়েছিলাম! কিন্তু কতজনের জীবনে সিরিয়াল কিলার আসে বা সেই লেভেলের থ্রিলের দেখা পান? মানুষ আসলে নিজেদের জীবনের গল্পই একটু উলটে পালটে পড়তে চায়।

তবে আমার ক্ষেত্রে আরেকটা ব্যাপারও ঠিক, যদি সরল, সাবলীল হয় লেখা, মানে অতিরিক্ত আঁতেল মার্কা না হয়ে স্বাভাবিক, বাস্তবিক ভাবে চরিত্র, সেটিং নির্মাণ করতে পারেন লেখক, তবে যে বিষয়ই হোক না কেন আমি পড়ি। আপনার লেখাতে উপোরক্ত গুণাবলি বিদ্যমান ছিল বিধায় পড়লাম। যাই পরের পর্বে যাই।

ওহ! পোষ্টে লাইক!

২৬ শে জুন, ২০১৮ ভোর ৫:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আসলে প্রেম-ভালোবাসার গল্পের বিরোধী নই। তবে এই ব্যাপারটা নিয়ে প্রায় সবাই লিখে থাকেন দেখে একটু অন্যরকম ফ্লেভারের সাথে পাঠকদের অভ্যস্ত করার এটি একটি ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। আপনি কষ্ট করে পড়েছেন দেখে যারপরনাই ভালো লাগল! আর আপনার মন্তব্যগুলোও দারুণ! নিমিষেই লেখককে চাঙ্গা করে তোলে! এত সুন্দর আর বিশ্লেষণমূলক সুদীর্ঘ সুখপাঠ্য মন্তব্যের জন্য স্পেশাল থ্যাংকস্! অনেক অনেক শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.