নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

রাতের আগন্তুক

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৩



প্রথম পর্বঃ Click This Link


আবছা অন্ধকারে বিছানাটা দেখা যাচ্ছে। কেউ শুয়ে আছে ওদিকে পাশ ফিরে। আরেকটু কাছে গিয়ে নিশ্চিত হতে চাইলাম। এগিয়ে গিয়ে ঠাহর করার চেষ্টা করলাম। লম্বা চুল বালিশের উপর এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে দেখে শিওর হলাম, আমার টার্গেট এই মেয়েটিই। আমাকে দেয়া বর্ণনার সাথে সবকিছু খাপেখাপে মিলে যাচ্ছে। মেয়েটা প্রতিদিন স্লিপিং পিল খেয়ে ঘুমায় এটা আমাকে আগেই জানানো হয়েছে।

কাজ সারার আমার নিজস্ব দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে চামড়ার চওড়া বেল্ট গলায় এঁটে দিয়ে যতক্ষণ পর্যন্ত ভিকটিম নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে স্থির না হচ্ছে ততক্ষণ দুপাশ থেকে চেপে ধরে রাখা, আরেকটা হচ্ছে নাকেমুখে বালিশ চাপা দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দিয়ে পরপারে পাঠিয়ে দেয়া। এটাকে শেষ করতে আমি আজ দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করব।

পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে আস্তে করে মেয়েটার নাকেমুখে চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ছটফট করে উঠে দুহাত দিয়ে নাকমুখ থেকে বালিশ সরানোর জন্য জোরাজুরি করতে লাগল। আমি আরো শক্ত করে বালিশটা চেপে রাখলাম। হাত-পা নাড়িয়ে কিছুক্ষণ চেষ্টা করার পর মেয়েটা নেতিয়ে পড়ল। নিশ্চিত হওয়ার জন্য প্রায় মিনিট পাঁচেক আমি বালিশটা চেপে ধরে রাখলাম। তারপর বালিশটা আস্তে আস্তে সরিয়ে নিলাম। ব্যস, আমার কাজ শেষ।

এতক্ষণ শক্তি খাটানোর ফলে কিছুটা হাঁপিয়ে গেছি। পাশেই একটা সোফা দেখে ধপ করে বসে পড়লাম। সিগারেটের তেষ্টা পেয়ে গেছে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলাম। সিগারেট ঠোঁটে চেপে ফস করে লাইটার জ্বাললাম। মুখটা সামনে লাইটারের দিকে এগিয়ে নিতে গিয়ে হঠাৎই চোখ চলে গেল মেয়েটার স্থির নিষ্কম্প মুখের দিকে।

বিদ্যুৎপৃষ্টের মত কেঁপে উঠে স্থির হয়ে গেলাম। কড়কড় করে কোথাও বাজ পড়ল। হাত আর মুখ থেকে লাইটার-সিগারেট খসে পড়ল আমার। সারা শরীর যেন এক নিমিষে অবশ হয়ে গেল। বিস্ফারিত চোখে অন্ধকারেই চেয়ে রইলাম অনেকক্ষণ।

স্থাণুর মত নিশ্চুপ হয়ে কতক্ষণ বসে ছিলাম জানি না। হঠাৎ টেলিফোনের শব্দে সম্বিত ফিরে পেলাম। কোথাও ফোন বাজছে। টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলাম।

ড্রইংরূমে টেলিফোনটা যেন আর্তনাদ করে চলেছে। টেবিলের কাছে গিয়ে ছোঁ মেরে রিসিভারটা তুলে নিয়ে কানে ঠেকালাম। কিছু শব্দজটের পর অপরপ্রান্ত থেকে ভেসে এল সেই লোকটার গলা-
"কাজ শেষ করেছ?"

"ইউ বাস্টার্ড" আমি দাঁতে দাঁত ঘষে উচ্চারণ করলাম।

হা হা হা করে অট্টহাসিতে ফেটে পড়ল লোকটা। "সারপ্রাইজটা কেমন হল মিঃ প্রেমিক?"

"হু আর ইউ অ্যান্ড হোয়াই?"

"এখনও বুঝতে পারনি?" চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল ও। "আমি তোমার এককালের বেঁচে থাকার অবলম্বন, তোমার ধ্যান-জ্ঞান, জানের জান, তোমার প্রাণপ্রিয় প্রেয়সীর আদি ও অকৃত্রিম স্বামীপ্রবর।"

"কিন্তু কেন, আর আমাকে দিয়েই কেন?"

"সে অনেক লম্বা কাহিনী। তোমার শোনার ধৈর্য্য হবে না" কৌতুকের সুরে বলল লোকটা।

"আমি শুনতে চাই" দাঁতে দাঁত চেপে বললাম আমি।

"ঠিক আছে। তাহলে শোনো" বলে শুরু করল লোকটা-

"ওকে প্রথমবার দেখেই আমি ওর রূপে পাগল হয়ে যাই। দেখেছিলাম তোমাদের এলাকাতেই। আমি তখন নতুন নতুন ঠিকাদারি শুরু করেছি। তোমাদের এলাকার একটি রাস্তার কাজ করতে গিয়ে একদিন ওকে দেখি। সম্ভবত কলেজে যাচ্ছিল। কী বলব? মেয়েটার রূপে যেন সম্মোহনী শক্তি ছিল। দেখামাত্রই আমি ওকে পাবার জন্য পাগল হয়ে গেলাম। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম- এই মেয়েটাকে যেভাবেই হোক আমাকে পেতেই হবে। তারপর খোঁজখবর করা শুরু করলাম। আমার জন্য সোনায়-সোহাগা হল যখন শুনলাম মেয়েটার বাবা সামান্য একজন প্রাইমারি স্কুলমাস্টার। আমার এক কাছের লোককে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম। বাবা রাজি হলেও মেয়েটা প্রথমে কিছুতেই রাজি হয়নি। কিন্তু ওর বাবা সাংঘাতিক চাপ প্রয়োগ করে ওকে বিয়েতে রাজি করায়। তারপর ওকে বিয়ে করে নিয়ে চলে আসি ঢাকায়। কেমন লাগছে মিঃ ব্যর্থ প্রেমিক?"

"বলে যাও" বিড়বিড় করে বললাম আমি।

"বিয়ের রাতেই জানতে পারলাম আমি একটি জীবন্ত লাশকে ঘরে এনেছি। সে আমাকে স্বামী হিসেবে মনপ্রাণ দিয়ে কোনদিনও গ্রহণ করতে পারবে না। ওর বাবা আত্মহত্যার ভয় দেখিয়ে ওকে বিয়েতে রাজি করায়। ও তোমার ব্যাপারে সবকিছুই ওর বাবাকে খুলে বলে। তুমি মেধাবি ছাত্র, বিশ্ববিদ্যালয়ে পড়ছ, তোমার জন্য ও অপেক্ষা করার অঙ্গীকার করেছে ইত্যাদি শোনার পরও ওর বাবা কোনভাবেই আমার মত ছেলেকে হাতছাড়া করতে রাজি হয়নি। অসম্ভব সুন্দরী মেয়ের বিয়ের চিন্তায় নাকি ওর বাবার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। অত সুন্দরী মেয়ে কখন কী ঘটে যায় এ চিন্তায় আর বিয়ের ব্যাপারে দেরী করার পক্ষপাতি ছিল না।
তোমার ব্যাপারে আমাকেও সবকিছু খুলে বলে ও। ওর কাছে তোমার ছবিও দেখতে পাই। তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি এর এমন প্রতিশোধ নেব যেন তোমাদের দু'জনেরই জীবন নরকের চেয়েও ভয়ানক যন্ত্রণাময় হয়ে যায়। তারপর আমি ওকে আর ছুঁয়ে দেখিনি।"

"তারপর শুরু হল আমার প্রতিশোধের পালা। তোমাকে খুঁজে বের করার জন্য আমি বিভিন্ন দিকে লোক লাগিয়ে দিলাম। এদিকে এক রাতে তোমার প্রেমিকাকে খাবারের সাথে নেশাদ্রব্য খাইয়ে আমার এক রাজনৈতিক বসের মনোরঞ্জনের ব্যবস্থা করে দিলাম। পুরো ঘটনা ভিডিও করে রাখলাম যাতে পরে ওকে ব্ল্যাকমেইল করতে পারি" বলে আবারও অট্টহাসি দিল লোকটা।

আমি রিসিভারের মাউথপিসটা মুখের কাছে নিয়ে লোকটাকে অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিলাম।

(বেশি লম্বা হয়ে যাচ্ছে। পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটার সমূহ আশঙ্কা রয়েছে। তাই এই পর্বে শেষ করার ওয়াদা করা সত্ত্বেও তিন পর্ব করতে বাধ্য হলাম। আশা করি সবাই সঙ্গেই থাকবেন?)

মন্তব্য ৬৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভাল লিখেছেন দাদা।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ দাদা। :) আশা করি পরের পর্বেও সাথেই থাকবেন?

২| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: লেখাটা ভালো।
আকর্ষণ করার মতো উপাদান আছে।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। আশা করি সাথেই থাকবেন?

৩| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

শায়মা বলেছেন: কি শয়তানী!

হাসব্যান্ডটার ঠিকানা দাও ওকেও বউটার কাছে পাঠাবার ব্যবস্থা করি! X(

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওর ঠিকানা আপাতত আমার কাছে নেই। পেলেই আপনার কাছে পাঠিয়ে দেব। :P

৪| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

খালেদা শাম্মী বলেছেন: ভাল যে লিখেছেন তাতে সন্দেহ নেই। :)

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লেগে থাকলে আমি সার্থক। পড়া ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

খালেদা শাম্মী বলেছেন: ভাল যে লিখেছেন তাতে সন্দেহ নেই। :)

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লেগে থাকলে আমি সার্থক। পড়া ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাট জ্বী! তুখোড় লেখা। চালিয়ে যান।

সুন্দরী মেয়ে বিয়া করমু না:(

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন রে ভাই? দুনিয়ার সব সুন্দরী মেয়েই তো আর খারাপ নয়? আপনার ভাগ্যে যে কেমন মেয়ে আছে আল্লাহই জানেন। :)

৭| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শায়মাপুর মন্তব্য। :P

হা...... হা... হা... হে....:D

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শায়মাপুকে বাস্টার্ডটার পেছনে লেলিয়ে দেব? :P

৮| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

কালীদাস বলেছেন: কঠিন সাসপেন্স, সম্রাট :) শেষপর্যন্ত সাইকো থ্রিলারে রুপ নিচ্ছে গল্পটা। চমৎকার :)

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার প্রশংসায় অনুপ্রাণিত হলাম। আসলে বড় গল্প কেউ পড়তে চায় না। তাই একান্ত অনিচ্ছাসত্ত্বেও তিন পর্বেই শেষ করার ইচ্ছে রাখি। আশা করি মূল্যবান পরামর্শ দিয়ে সঙ্গেই থাকবেন। শুভকামনা।

৯| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


পড়লাম, আমার এলাকা নয়

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার এলাকাই এটা। করাপ্টেড পলিটিশিয়ানদের কাহিনী।

১০| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ভুয়া মফিজ বলেছেন: সম্রাট আসলেই ইজ দ্য বেস্ট!!!
এ ধরনের লেখা ব্লগে আজকাল খুব কমই পাওয়া যায়। এতোদিন লিখেন নাই কেন?
এনিওয়ে, তৃতীয় পর্বের অপেক্ষায় থাকলাম।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি মনে হয় একটু বেশি প্রশংসা করে ফেললেন! ব্লগে এমন গল্পের পাঠক আসলেই কম। তাই মনে হয় এমন লেখাও কম। আমি চেষ্টা করছি লেখার জন্য। দেখি কেমন সাড়া পাওয়া যায়। ভাল সাড়া পেলে ধারাবাহিকভাবে লেখার ইচ্ছে আছে।

সুন্দর মন্তব্য আর উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

১১| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ভুয়া মফিজ বলেছেন: না না, বেশি না। যার যা প্রাপ্য তাকে তা দেয়া উচিত। তা দেই না বলেই তো আমাদের এতো সমস্যা।
ব্লগে এমন গল্পের পাঠক আসলেই কম। তাই মনে হয় এমন লেখাও কম। এটা যতোটা না ডিমান্ড এন্ড সাপ্লাই এর ব্যাপার, তার চেয়েও বেশি এবিলিটির ব্যাপার। কিপ রাইটিং!!!

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ও কে। আপনার অনুপ্রেরণামূলক কথায় সাহস পেলাম। ইচ্ছে আছে। আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ লিখব। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।

১২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

কালীদাস বলেছেন: ভুয়া মফিজ আমার মনের কথাগুলোই বলেছেন। যার যেটা প্রাপ্য সেটা আমরা দেই না বলেই যত ক্যাঁচাল /:) প্রোপার ফিডব্যাক দেবার মত পাঠক অনেক কমে গেছে ব্লগে।
আপাতত গল্পটার নেচারাল এন্ডিং দেখার অপেক্ষাতেই রইলাম লাস্ট পর্বে :)

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে এ যে দেখি না চাইতেই এক কাদি! অনেক ধন্যবাদ ভাই। আপনাদে উৎসাহ আমার সাহস বাড়িয়ে দিল। পাশে থাকলে এমন লেখা আরও লেখার চেষ্টা করব। আপনাদের দুজনকেই অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা। ভাল থাকুন।

১৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ভুয়া মফিজ বলেছেন: @কালীদাস, ধন্যবাদ ভাই। এটা আসলে আমাদের জাতীগত সমস্যা। অন্যের গুণের চেয়ে দোষের ব্যাপারে আমাদের আগ্রহ সত্যিই দেখার মতো!!
আর ব্লগ তো আমাদের সমাজেরই একটা রিফ্লেকশান!!!

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথাটা ঠিক বলেছেন। যদিও আমার ব্যাপারে আপনাদের প্রশংসাটা একটু বেশিই মনে হচ্ছে।

১৪| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ভুয়া মফিজ বলেছেন: কোন ব্যাপার না। বিনয় একটা ভালো গুন, সবার মধ্যে দেখা যায় না... :) :) :)

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ ভাই। বিনয় অবশ্যই একটা ভাল গুণ। আপনাদের মধ্যেও ভাল গুণ আছে। যার যেটা প্রাপ্য অকৃপণভাবে সেটা তাকে দিয়ে দেয়া। খুব ভাল লাগল ভাই।

১৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: সাসপেন্সে ভরপুর !! বর্ণনা ভালো হচ্ছে..............

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ সুমনদা। সাথে থাকবেন আশা করি।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০২

সামিয়া বলেছেন: ভালো লাগলো

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকুন।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
গল্পতো গল্পই তাই না। বাস্তবতা না। উফ! বাচলাম বাবা...

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ ভাই। নিছক গল্প। ভয় পেয়েছেন নাকি?

১৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৫

সৈয়দ তাজুল বলেছেন:
আসতে দেরি হয়ে গেল।
সঙ্গে না থেকে উপায় আছে?
দেখা যাক কোন দিকের পানি কোন দিকে গড়ায়...

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দেরীতে আসলেও ধন্যবাদ পেতেই পারেন। আপনি যে ভাই লুঙ্গি পরেন না সেটা জানা ছিল না। তাই লুঙ্গির ব্যাপারে সরি। :)

১৯| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরাণের বান্ধরে!! কই থেইক্যা কই লইয়া যায় ;)

হা হাহা

মুগ্ধ পাঠ! দারুন লেখনি ভায়া :)

এমন চমকই দিলেন পুরা টাশকিত :P
দেখা যাক সামনে আর কি কি অপেক্ষা করছে - - -

+++++++++

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কমেন্টটাও দারুণ ভৃগু ভাই! একদম মনটা ভাল করে দেয়। সামনের পর্বে আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। ভাল থাকুন।

২০| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ চমক দিলেনতো।

চালিয়ে যান।

++++++

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটু চমক তো ছিলই। পড়েছেন জেনে ভাল লাগল। আশা করি সঙ্গেই থাকবেন?

২১| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১

নীল মনি বলেছেন: সবাই তো সব কিছু বলে দিয়েছে, পাঠক চিৎপটাং হয়ে গেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা :)। কাল নেট ছিল না তাই পড়তে দেরি হল :(

০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও মাঝেমধ্যেই লোডশেডিংয়ের কবলে পড়ে যাই। তাই মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যাই।
দেরী হওয়াতে কোন সমস্যা নেই। পড়েছেন তারপর মন্তব্য করেছেন এটাই তো আমার জন্য অনেক। আশা করি ভাল আছেন?

২২| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নীল মনি বলেছেন: আপনি কিন্তু দারুণ লিখেন।☺ আছি আলহামদুলিল্লাহ্‌ ভালো

০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছ থেকে ভাল লেখার সার্টিফিকেট পেলাম সেটা আমার পরম সৌভাগ্য! আমি কিন্তু এখনও আপনার ভক্ত! আশা করি ভক্তকে ভুলে যাবেন না? 8-|

২৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

ধ্রুবক আলো বলেছেন: এই পর্বও ভালো লেগেছে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আশা করি পরের পর্বেও থাকবেন।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

নীল মনি বলেছেন: আমিও তো আপনার ভক্ত হয়ে যাচ্ছি

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুনে ধন্য হলাম। তা এই অধমের কোন গুণটা আপনার চোখে পড়ল? :)

২৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

নীল মনি বলেছেন: প্রথমত বিনয় বাকিগুলো উহ্য রইল

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার প্রশংসায় লজ্জিত হলাম। জানি না আমার ভেতর বিনয় নামের কোন গুণ আদৌ আছে কিনা। আপনার দৃষ্টিতে যদি থেকেই থাকে তাহলে বলব হয়ত ওটা আমার চরিত্রের অনেকগুলো খারাপ দিকের মধ্যে একটা ভাল দিক। নিজেকে আমি কখনও বড় কিছু মনে করি না। আর সেজন্যই আমার ভাবনাটা আমি এভাবেই প্রকাশ করেছিঃ “এই বিশাল ব্রহ্মান্ডের তুলনায় নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়।”

২৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

নীল মনি বলেছেন: থাক লজ্জিত হতে হবে না।
নিজেকে আমিও বড় কিছু মনে করি না।নগন্য মানুষ।
:)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেটা আপনার আচরণ দেখলেই বোঝা যায়। আপনি নিজেকে বড় মনে করলে আমার মত নগণ্য একজনকে কোনভাবেই বন্ধুর লিস্টে রাখতেন না। নাকি মিথ্যে বললাম? :)

২৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

নীল মনি বলেছেন: আপনার মাথায় বেশি বুদ্ধি।এই সুযোগে নিজেকে নগণ্য বানাও হচ্ছে

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আসলে রামবোকা। বুদ্ধিমানদের কাতারে আমি কোনকালেই ছিলাম না। ছোটবেলায় আমাকে নিয়ে সবাই চিন্তিত ছিল। এই ভেবে যে, এই বোকা ছেলেটা ভবিষ্যতে কিভাবে চলবে, কিভাবে যুগের সাথে অ্যাডজাস্ট করবে। বোকারা তো সব জায়গায় শুধুই দুঃখ আর কষ্ট পায়। তাই আমাকে নিয়েও কারও চিন্তার শেষ ছিল না। কিন্তু আলহামদু লিল্লাহ, এখন দেখা যাচ্ছে বোকা হওয়াটা একদিক দিয়ে আমার জন্য শাপেবর হয়েছে। আমি খুব ভাল আছি।
আপনাকেও আমার খুবই সহজসরল মনে হয়। কী জানি আমার ধারণা সত্য নাকি মিথ্যা? :)

২৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১

নীল মনি বলেছেন: বোকাদের পাশে সব সময়ই স্রষ্টা থাকেন। :) আলহামদুলিল্লাহ্‌। আরো দিন যাক তখন আরো বুঝে যাবেন।
আমার ধারণা আপনার ধারণা পুরোমাত্রায় সত্য কিন্তু কথা হল যদি মিথ্যা প্রমাণিত হয় তখন কী হবে???

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিথ্যা প্রমাণিত হবে মানে? কী মিথ্যা প্রমাণিত হবে। সরি, আমি ঠিক বুঝতে পারিনি।

২৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

নীল মনি বলেছেন: আপনি আমায় সহজ সরল ভাবছেন।এটা আপনার ধারণা।আমার ধারণাও আমি সহজ সরল।তাই বললাম সত্য।কিন্তু এরপর আবার যদি আপনি দেখেন আমি সহজ সরল না তখন তো আমার বলা কথাটা মিথ্যা প্রমাণিত হবে(যেহেতু আমি স্বীকার করছি যে সহজ সরল)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি সহজসরল বলেই আমার দৃঢ় বিশ্বাস। যদি না-ও হন তাতেও তো তেমন কোন হেরফের হবে না। আমি মনে করি আমি যেমন আপনিও তেমনি। আমি নিজে ভাল হলে দুনিয়া ভাল। আপনি যদি সহজসরল না-ই হন তাহলে বেশি কিছু আর কী হবে? আমাকে হয়ত বন্ধুর লিস্ট থেকে ছাঁটাই করবেন আর আমাকে বোকা বানিয়ে মজা নেবেন? এর চেয়ে বেশি আর কোন ক্ষতি তো হবে না?

৩০| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

নীল মনি বলেছেন: ওরে কী কঠিন সব কর্মের কথা উল্লেখ করলেন।ভয় পেয়েছি। কাল ঘুমিয়ে পড়েছি

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী আশ্চর্য!! সকাল সকাল আপনার শুভাগমন!!! ধন্য হলাম। :)
ভয় পেলেন আপনি? ভয় তো আমার পাওয়ার কথা। যে কথা আপনি বলেছেন তাতে তো আমারই ভয় পাওয়ার কথা! :)
যাক, দুজনই দুজনকে ভয় পেলে আর বিপদের সম্ভাবনা নেই। বন্ধুত্ব আরও গাঢ় হবে। :)
ঘুমিয়ে পড়েছিলেন সেটা বুঝতে পেরেছিলাম। সকাল সকাল দেখা দিয়ে সেই অপরাধ(!) স্খলন করলেন? :P
অনেক খুশি হলাম। :)

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

নীল মনি বলেছেন: ☺☺☺☺ নতুন পর্ব কইইইইই

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ? :P ভালমত খেয়াল করলে চোখের সামনে না থাকলেও অনেক কিছুই দেখতে পাওয়া যায়। :)

৩২| ১০ ই জুন, ২০১৮ সকাল ৭:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: লেখা পড়ে এত বেশি ঘৃণা অনুভব করেছি স্বামী নামক পশুটির ওপরে! ছি! মেয়েটি সব দিক দিয়েই কষ্ট পেলো। পিতা বিয়ের মতো একটি বিষয় চাপিয়ে দিলেন, স্বামী জানোয়ারের মতো অত্যাচার করল, প্রেমিক না জেনে হলেও খুন করল! পুরুষ জাতটা না! ভালো হলে ভালো কিন্তু খারাপ হলে জানোয়ারেরও অধম!

এসব কথা লেখা পড়ার সময়ে মাথায় ঘুরছিল। শেয়ার করলাম।

আর হ্যাঁ মি: বোকা! আমিও এক বোকামতী! লেটস শেক হ্যান্ডস অন দ্যাট! ;)

পরের পর্বে যাচ্ছি।

২৬ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, মেয়েটা আসলেই দুর্ভাগা! আমাদের সমাজে মেয়েদের এটা কমন চিত্র।

আর হ্যাঁ মি: বোকা! আমিও এক বোকামতী! লেটস শেক হ্যান্ডস অন দ্যাট! ;)


হা হা হা। তাহলে আসুন হাতটা মিলিয়েই ফেলি! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.