নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

আরও একটু সময় দাও

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪




তুমি চাও আমি তোমাকে শব্দের মূর্ছনায়
বিবশ করে রোমাঞ্চিত ও শিহরিত করি,
মগজের কোষে ছড়িয়ে ছিটিয়ে থাকা
শব্দগুলোকে একসূতোয় গেঁথে তা দিয়ে
মায়াজাল বুনে তোমায় আটকে রাখি সেই জালে?
কিন্তু এলোমেলো আর বাউন্ডুলে শব্দরা
ছুটি নিয়েছে অনির্দিষ্টকালের জন্য,
তাদেরকে একস্থানে জড়ো করার প্রয়াস
ক্রমশ ব্যর্থ হচ্ছে; তাই হয়ত তোমার আকাঙ্ক্ষিত
শব্দের কারুকার্যময় উপাখ্যানটা এখনও পূর্ণতা পাচ্ছে না।
আমাকে আরও একটু সময় দাও,
তোমার জন্য সাগর সেঁচে সবচেয়ে
দামি মুক্তোটা তুলে আনব দেখো....
মোহময় শব্দের গাঁথুনিতে তোমাকে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বন্দি করে নেব সযত্নে।
তোমার চোখে মুগ্ধতাপূর্ণ দৃষ্টি দেখে
আবারও শব্দের পৃথিবীতে হারাব
বিমুগ্ধচিত্তে, অস্তিত্বহীন হয়ে,
পরম নিশ্চিন্তে।


ছবিঃ গুগল থেকে।

মন্তব্য ৮৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নাহ্, কবিতা বোঝা??? সে আমার কম্ম নয় :(

#বিবশ কী???

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কঠিন কিছু তো লেখা হয়নি? একটু চেষ্টা করুন বুঝতে পারবেন।

বিবশ-অবশ, বিহবল।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা ছুঁয়ে গেল!

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসায় কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।+++

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। ভালোলাগায় আনন্দিত ও অনুপ্রাণিত। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অসাধারণ প্রেমের কবিতা। বেশ ভালো লাগল!!

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য একরাশ শুভেচ্ছা! ভালো থাকুন সবসময়।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে ।।।


আশা করি সময় দুজনের হৃদয়ের কথা একই কথা বলবে ।। :)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ ভাই সম্রাট ইজ বেস্ট।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আগমনে ধন্য আমি। আর কিছু বলার নেই।
আপনার জন্য স্পেশাল ধন্যবাদ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

নীল মনি বলেছেন: এলোমেলো যদি এই হয় গোছানো তবে কী হবে! কবিতাটা অনেক অনেক অনেক বেশি সুন্দর। অনেক বেশি কোমল। অনেক বেশি প্রেমময়।অনেক বেশি দরদী।কবির লেখা যেন না থামে। সময় পেলে যেন লিখে ফেলে।
আমরা একটু মুগ্ধ হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে?

কবিতায় এ প্লাস।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এলোমেলো আর খাপছাড়া লাইনগুলোর যদি কেউ খুব বেশি প্রশংসা করে তাহলে বুঝতে হবে, যে প্রশংসা করছে তার মনটাই সুন্দর ও উদার। তাই এলোমেলো লেখা কবির কাছে সার্থক মনে হওয়াটা বিচিত্র নয়।

মন্তব্যে গোল্ডেন এ প্লাস। :)

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

নীল মনি বলেছেন: আমি প্রথম নই যে ভালোলাগার কথা জানালাম।দরদ দিয়ে লেখা কোন কিছু এলোমেলো হলেও ঠিক সঠিক মনে হয় অন্য কারো কাছে। শুভ কামনা রইল।।

:)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনুপ্রাণিত হলাম। খোলাখুলি প্রশংসায় অভ্যস্ত নই। তারপরও আপনার প্রশংসাকে হৃদয়ের মনিকোঠায় ঠাঁই দিলাম। আপনার জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও শুভকামনা। সুন্দর ও ভালো থাকুন সবসময়।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩

নীল মনি বলেছেন: আচ্ছা ছড়িয়ে ছিটিয়ে আলাদা হবে নাকি একসাথে! আমিও প্রশংসায় অভ্যস্ত নই কিন্তু কেউ কেউ করে দেখি।আলহামদুলিল্লাহ্‌। আপনিও ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই দেখুন! মারাত্মক অমনোযোগিতা!! ধরিয়ে দেয়ার জন্য আবারও থ্যাংকস্!!! ঠিক করে দিয়েছি।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া।আমার আলহামদুলিল্লাহ্‌ আর কৃতজ্ঞতা পেতে পেতে বিরক্ত হয়ে যাবেন না প্লিজ।আলহামদুলিল্লাহ্‌, শুকরিয়া না দিলে শান্তি লাগে না। আবারো ফিরে এলাম। :)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে আবারও স্বাগতম! আলহামদুলিল্লাহ্‌ শব্দটা আল্লাহর জন্য প্রশংসাসূচক আর শুকরিয়া শব্দটা কাউকে ধন্যবাদার্থে তাই না?

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

নীল মনি বলেছেন: জ্বী একদম তাই। :)

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানলাম। আপনি আবারও ফিরে আসায় আবারও ধন্যবাদ। আশা করি আবারও ফিরে আসবেন? :)

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

জাহিদ অনিক বলেছেন:


দারুণ কাব্য

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকে দেখে ভালো লাগছে। শুভকামনা সবসময়।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০

নীল মনি বলেছেন: ফিরে এসে আশা রাখলাম।টুকি :)

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: টুকি? :( কী জিনিস? বুঝতে পারিনি। :(

১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: বিমুগ্ধ চিত্তে চোখ মুদে শব্দের মহাসাগরে পাড়ি দিলাম পরম নিশ্চিন্তে।

শুভ কামনা নিয়েন।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য বিমুগ্ধ ভালোবাসা। এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি সুন্দর করে স্বপ্ন সাজানোর পাশাপাশি শব্দগুলো সাজিয়ে একটা কবিতাও হয়ে গেলো!
দারুণ কবিতা মাননীয় সম্রাট!
ছোট-বড় সব স্বপ্ন পূরণ হোক।:)

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চন্দ্রে বিমোহিত রাজকন্যার প্রশংসাটাও হয়েছে রাজকন্যার মত রাজকীয় ঢংয়ে! :)

দারুণ মন্তব্য চন্দ্রমোহিয়ান!! সত্যিই আনন্দিত হলাম!!!

১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্ন কুহক বলেছেন: প্রেমিকের মুখের কথা পৃথিবীর সবচেয়ে সুন্দর বুলি ।

উপমা ভালো লেগেছে

ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রেম নয় ভাই, কুহক! :)

আপনার মন্তব্যটাও সুন্দর হয়েছে! ভালো থাকুন।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

কিন্তু সমুদ্র সেচে ফেলা যায় যা। সমুদ্র তন্ন তন্ন করে মুক্ত খুঁজে বের করা যায়।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। ভালো বলেছেন। রূপক অর্থে বলা হয়েছে। সর্বোচ্চ চেষ্টাকেই সেঁচার সাথে তুলনা করা হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ আলো ভাই।

২০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় দেয়া হল ;) হা হা হা

সেই বিমুগ্ধ চিত্তে অস্তিত্বহীন হবার কাব্য কথার অপেক্ষায় রইলাম :)

+++

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। আপনার দেয়া সময় সাদরে গ্রহণ করা হল ভৃগু ভাই। আমিও চাই অপেক্ষার খুব তাড়াতাড়ি অবসান হোক।
শুভকামনা।

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। +।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা সুমনদা। ভালো থাকুন।

২২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা । ++++

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পরিদের ব্যাপারস্যাপারই আলাদা। একজন পরির এমন প্রশংসা পেয়ে আপ্লুত!
শুভকামনা জানবেন।

২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

নীল মনি বলেছেন: টুকি? লুকোচুরি খেলেন নি ছোটবেলায়?
আমি প্রশংসা করেছিলাম বলে বিশ্বাস হচ্ছিল না ;যাক সার্টিফিকেট অনেকেই দিয়েছে।
আপনাকে খুঁজছিলাম একটু।কেন খুঁজছিলাম সেটা না জানলেও।চলবে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: টুকির ব্যাপারটা আসলে তখন মাথায় খেলেনি। এতক্ষণে বুঝতে পারলাম। :)
আমাকে কেউ খোঁজে নাকি? :)
কেন খুঁজছিলেন সেটা না জানলেও যদি চলে তাহলে মনে করুন খুঁজে পেয়ে গেছেন।পরে নাহয় কারণটা জেনে নেব? :)

২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

নীল মনি বলেছেন: আসলে কেন খুঁজছিলাম আমি জানি না;গল্প করার মত কাউকে না কি। আমি ঠিক জানি না।
তাই কারণ জানাতে পারছি না। আপনার সে গল্প লেখা কত দূর?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসছি।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই,
খুব ভালো লাগলো কথামালা

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ নিন ভাই। আপনার মন্তব্য সবসময়ই মিস করি। প্রশংসায় প্রীত হলাম। শুভকামনা সবসময়।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

তারেক ফাহিম বলেছেন: কত কত আহাল্লাদ ফুঁটে উঠেছে কবিতায়। ;)

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা আহলাদেরই কবিতা। পড়েছেন জেনে ভালো লাগল। শুভকামনা থাকল।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

নীল মনি বলেছেন: আপনার বাড়িতে এলাম, একটু চা তো খাওয়াতেই পারেন। নাকি ঘুমান

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা তো আপনি খাওয়াবেন। আমি শুধু খাই, কাউকে খাওয়াই না। :P

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

নীল মনি বলেছেন: ইহহহহ বললেইই হল না :) আমি শুধু খাই, কাউকে খাওয়ায় না। চা বসান।তারপর বাকিটা দেখছি খাওয়ান কি খাওয়ান না X((

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। :)

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

নীল মনি বলেছেন: আল্লাহ আপনারে বাঁচায় রাখুক :)। ভালো থাকুন।
আসি

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমীন।
আবার আসবেন।

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫

নীল মনি বলেছেন: আবার এলাম।হারিয়ে গেলেন নাকি! দেখছি না।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আছি তো।

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওয়ে সম্রাটজ্বী??? ব্লগে পাচ্ছি না কেন???

এটা কি বিরহ? পাখি কই?? :P

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। আপনি তো দেখি সিরিয়াসলি নিচ্ছেন? :P

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০

শিখা রহমান বলেছেন: কবি সম্রাট খুব বেশী সময় দিতে রাজী নই। এমন সুন্দর সব শব্দমালা অপেক্ষাদের তীব্র করে দেয়। তাড়াতাড়ি কবিতা চাই।

মুগ্ধতা আর মুগ্ধতা!! শুভকামনা আর অপেক্ষায় থাকলাম নতুন কবিতার।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ! আপনার মন্তব্যগুলো সবসময়ই প্রশংসায় টইটম্বুর থাকে। মাঝেমধ্যে একেবারে বিব্রত হয়ে যাই।
অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারেন। আমাকে তখন দোষ দেবেন না যেন?
শুভকামনা সমসময়। ভালো থাকুন।

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী ক্যাচাল শুরু করলাম। কন্টিনিউ করবো????

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ক্যাচাল কী?

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কিচ্ছু না।X(

ওরে! কে কোথায় আছিস??? একটা ফিডার এনে দে???

সামনের মাসে পাঠক ফুড়ুৎ!!!

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি ফিডার খাবেন? :P
কেন ভাই? পাখির খবর কী? :)
আপনিও ফুড়ুৎ!!!
কেন ভাই?

৩৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী? ফিডার কি একাই শেষ করে দিলেন????:P

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারটা আমি খাবো কেন?

৩৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন।। আজকে আপনার বিচক্ষণ জবাব পাচ্ছি।

নীল মনিকে দেখছি না। তার খবর কি???

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার খবর কি আমার কাছে থাকার কথা ছিল?

৩৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাকেই উল্টো প্রশ্ন???? :(:(

নাহ্, দিনটা আজ ভাল গেল না। :(
আড্ডা চলবে? নাকি প্রস্থান করবো???

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুই কর্কশ জিনিসে কি আড্ডা চলে? নরম আর কোমল কিছু না থাকলে কিভাবে?

৩৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):) সুপার।♥♥♥

আমার সমস্যা নাই। আমি সবার সাথেই আড্ডা দিতে পারি। কিন্তু কারো যদি সমস্যা থাকে, তাহলে সে একটা নরম কোলবালিশ নিয়ে বসুক-------:P

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোলবালিশ স্টকে নেই।

৩৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 00:00 ঘুমাবো।।

৪০| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


আকাশে উড়ে পাখিটা, পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে------

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাখি তার নিজের জগতে ফিরে গেলেই কি ভালো নয়?

৪১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী?

কী খবর??:)

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খবর ভালো। আপনার খবর কী? শুনলাম দেশের বাইরে যাচ্ছেন? চলে গেছেন না আছেন?

৪২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অনেক দুরে আছি।

এসেই সর্দি-জ্বরে পড়েছি।:) তা আপনাকে নিয়মিত দেখছিনা কেন?

কাজ না থাকলে লগইন করে রাখবেন। আপনাদের দেখলেই মনটা ভাল হয়ে যায়।:)

০৫ ই মে, ২০১৮ রাত ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দূরে গিয়েই অসুখ বাধিয়ে বসলেন?
আমি তো নিয়মিতই লগইন অবস্থায় আছি। গ্যাপ নেই। প্রতিদিনই উপস্থিত।
খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.