নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররা ফিরে আসুন

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮



খুব দুঃখ নিয়ে লিখছি। ব্লগে যোগ দেয়ার পর থেকে জানামতে কারো সাথে মনোমালিন্য হয়নি। একআধটু ঠোকাঠুকি হয়ত হয়ে থাকতে পারে তবে সেটা কোনভাবেই বিচলিত হবার মত নয়। সুদীর্ঘ চার বছর আগে নিক খুললেও নিয়মিত হয়েছি ছয়/সাত মাস আগে। এর মধ্যে সবাইকে বন্ধু হিসেবেই পেয়েছি। সবাই উৎসাহ দিয়েছেন, লেখার প্রশংসা করেছেন। কেউ কেউ গঠনমূলক সমালোচনাও করেছেন। ব্লগারদের এই সৌহার্দ্যমূলক সহাবস্থান আমাকে একাধারে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। কিন্তু আজ লিখতে বসে একটু কষ্টের দীর্ঘশ্বাসও কি বেরিয়ে আসছে না?

আমি জেনেছি এই ব্লগে পূর্বে কোন একসময় পাঁচ-ছয়শো ব্লগারকেও একসাথে দেখা যেত। কিছু জটিলতা ও আনুষঙ্গিক কারণে ব্লগ অনেক সংকুচিত হয়ে এসেছে। এখন শতাধিক ব্লগারকে একসাথে পাওয়া খুবই মুশকিল। তারপরও কিন্তু বর্তমান অবস্থাকে একেবারে খারাপ বলার উপায় নেই। যাঁরা আছেন তাঁরাও প্রায় সবাই খুব ভালোমানের লেখক। কিন্তু একটা ব্যাপার বেশ কিছুদিন যাবত মনকে পীড়া দিয়ে যাচ্ছিল। মতের মিল না হওয়ার কারণে এখানে কারো কারো সাথে কারো কারো মনোমালিন্যের মত ঘটনাও ঘটে। আর এই মনোমালিন্যকে কেন্দ্র করে কেউ কেউ অভিমান করে ব্লগ ছেড়েও চলে গেছেন, যাচ্ছেন হয়ত ভবিষ্যতেও যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে- এমন কী মনোমালিন্য হচ্ছে যার কারণে ব্লগাররা ব্লগই ছেড়ে দিচ্ছেন? তাহলে একথা কি ভেবে নেয়া যুক্তিসঙ্গত নয় যে কারো লেখার সমালোচনা করতে গিয়ে আমরা সীমা অতিক্রম করে ফেলছি? গঠনমূলক সমালোচনাকে কেউ যদি নিজের জন্য ক্ষতিকর মনে করে তবে তার ব্লগ ছেড়ে চলে যাওয়াই উচিত। কিন্তু গঠনমূলক সমালোচনার পরিবর্তে যদি কেউ ব্যক্তিগত আক্রমণের শিকার হয় বা তাচ্ছিল্যের শিকার হয় বা কারো লেখা নিয়ে উপহাস করা হয় তাহলে সে অভিমানে বা ক্ষুব্ধ হয়ে ব্লগে আসা ছেড়ে দিলে কি তাকে দোষ দেয়া যায়?

বর্তমানে এমন অনেক ব্লগারকে মিস করছি যারা কিছুদিন আগেও নিয়মিত ছিলেন। কেউ কেউ হয়ত ব্যস্ত আছেন, সময় পাচ্ছেন না বা ছোটাছুটির মধ্যে আছেন তাই অনিয়মিত। কিন্তু আমার জানামতে অনেকেই অভিমান করে ঘোষণা দিয়ে ব্লগ ছেড়েছেন। তাদের অভিমান কি যৌক্তিক ছিল নাকি অযৌক্তিক ছিল সেটা আমি বলতে পারব না। হয়ত তারা কাউকে অযথা ভুল বুঝেছেন বা কারো কথায় দুঃখ পেয়েছেন বা ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। তবে তাদেরকে ব্লগে ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু আমাদেরই।

আমাদের সকলের উচিত হবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করা। কারো কারো সাথে কারো কারো ফেসবুকে বা অন্য কোন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও যোগাযোগ আছে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি বুঝিয়ে শুনিয়ে তাদেরকে কিভাবে আবার ব্লগে আনা যায় আর ব্লগের হৃত গৌরবকে কিছুটা হলেও পুনরুদ্ধার করা যায়।

নিয়মিত যাদেরকে বেশ অনেকদিন যাবত দেখছি না তাদের ব্যাপারে আপনারা হয়ত কেউ কেউ জানেন এবং অনুভব করছেন। তাদের কারো জন্য কিছু বলার থাকলে বলতে পারেন। আসলে এমন একটি পোস্ট দেব বলে বেশ কিছুদিন থেকে চিন্তাভাবনা করছিলাম। এই পোস্টটা আমার পক্ষ থেকে না হয়ে আরও কোন হেভিওয়েট ব্লগারের পক্ষ হতে হলে অনেক ভালো হত এবং আরও বেশি সাড়া ফেলতে পারত। কিন্তু আমাকে নিজাম (মন্ডল) ভাই গতরাতে এ ব্যাপারে একটা পোস্ট দিতে বলেছিলেন আর আমারও চিন্তাভাবনা ছিল, তাই এই লেখা। আশা করি আপনারা এ ব্যাপারে যথাযথ মতামত ব্যক্ত করবেন? উপরের ব্লগারদের মধ্যে কমপক্ষে দু'জন অভিমান করে চলে গেছেন। আরও অনেকে যাওয়া-আসার মধ্যে আছেন। বাকীদের কথা বলতে পারছি না।

সবার জন্য শুভকামনা।


বিলি ভাইয়ের ব্লগঃ http://www.somewhereinblog.net/blog/Biliar

ভ্রমরের ডানা ভাইয়ের ব্লগঃ Click This Link

মলাসইলমুইনা ব্লগঃ Click This Link

নূর-ই-হাফসা ব্লগঃ http://www.somewhereinblog.net/blog/hafsablog

মন্তব্য ১৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সৈয়দ তাজুল বলেছেন: বিলিয়ান রহমান ভাই কী এক অভিমানে চলে গেলেন। এমনকি প্রো পিক থেকে উনার ছবিটাও সরিয়ে নিলেন; যা আমাদের দুঃখ দিল!

ভ্রমরের ডানা, মলাসইলমুইনা ও হাফসা আপুরা হঠাৎ কোথায় হারিয়ে যায়, কেই বুঝতে পারে না!


ফিরে আসুক সকল পুরাতন ব্লগার
আড্ডা জমুক পূর্বের ন্যায় আবার

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিলি ভাই ঘোষণা দিয়েই চলে গেছেন। প্রোপিক চেঞ্জ করার ব্যাপারটা শিওর বলতে পারছি না। আর ডানা ভাইয়ের ব্লগই খুঁজে পেলাম না। মলাসইলমুইনার কোন পোস্ট নেই। মুছে দিয়েছেন নাকি ড্রাফটে রেখেছেন বলতে পারছি না। নূর-ই-হাফসা কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নীল মনি বলেছেন: বুকিং দিয়ে গেলেম,ফ্রী হয়ে কমেন্ট করব।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে। ফ্রি হয়ে আসুন।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


বিলি, ভ্রমরের ডানা, মলাসইলমুইনা কি রেগেমেগে চলে গেছেন? নাকি আসা যাওয়াতে আছেন?

সচেতন হ্যাপী, বিজয় রয়কেও দেখছি না, ড: আলীও কম আসেন! মনোমালিন্যই কি কারণ?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তারা নিষ্ক্রিয় আছেন। আসা যাওয়াতেও নেই।
বিলি ভাই ঘোষণা দিয়েই চলে গেছেন। আর ডানা ভাইয়ের ব্লগই খুঁজে পেলাম না। উনি কি অভিমান করেছেন নাকি অন্য কোন কারণ আছে তা-ও বলতে পারছি না। মলাসইলমুইনার কোন পোস্ট নেই। মুছে দিয়েছেন নাকি ড্রাফটে রেখেছেন বলতে পারছি না। তিনিও অভিমান করে থাকতে পারেন। নূর-ই-হাফসা কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন। এখন দেখা যাচ্ছে না।

সচেতন হ্যাপী, বিজয় রয়কেও দেখছি না, ড: আলীও কম আসেন! মনোমালিন্যই কি কারণ?

কারণটা আমিও বলতে পারছি না। কেন তারা অনিয়মিত সেটা আমারও জানা নেই।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মিথী_মারজান বলেছেন: সুন্দর পোস্ট।
আমিতো মলাসইলমুইনা ভাইয়াকে অনেক অনেক মিস্ করি।
উনার মত এমন পারফেক্ট জেন্টলম্যান একজন সহ ব্লগার পাওয়া সবার জন্যই খুব আনন্দের বলে আমি মনেকরি।
কেনো যে সব পোস্ট তিনি ড্রাফ্ট করলেন আমি জানিনা তবে আমরা অবশ্যই একজন আন্তরিক এবং স্বচ্ছ ব্লগার হারিয়েছি।
যদিও উনি শুনবেনা জানি তবুও উনাকে আমি খুব করে অনুরোধ করবো - প্লিজ প্লিজ প্লিজ ফিরে আসুন আপনি!

আর নূর-ই-হাফসা আপুও কি ব্লগে আর নেই!
ওহ্ মাই গড!
আপুকেতো খুবই নিয়মিত পেতাম এবং খুব সুন্দর ইন্টারএ্যাকশন দেখতাম সবার সাথে!

বিলিয়ার ভাইয়ার ব্লগে একটা ঝামেলা দেখেছিলাম অবশ্য আর ভ্রমরের ডানা ভাইয়াও তো কত সুন্দর সুন্দর কবিতা লিখতো!

যাইহোক, ব্লগ থেকে কেউ অভিমান করে চলে যাবে এমনটা আমাদের কারোরই কাম্য নয়।
পরিচিত অপরিচিত সকল ব্লগার ব্লগে ফিরে আসুক অবশ্যই এমনটা চাই।
ব্লগিং পরিবেশ আর সহব্লগারদের সম্পর্ক হোক নির্মল ও সুন্দর।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মলাসইলমুইনা একজন পারফেক্ট ভদ্রলোক ছিলেন। তাঁকে আমিও মিস করি। তাঁর কোন পোস্ট নেই। মুছে দিয়েছেন নাকি ড্রাফটে রেখেছেন বলতে পারছি না। তিনিও অভিমান করে থাকতে পারেন।
বিলি ভাই ঘোষণা দিয়েই চলে গেছেন। আর ডানা ভাইয়ের ব্লগই খুঁজে পেলাম না। উনি কি অভিমান করেছেন নাকি অন্য কোন কারণ আছে তা-ও বলতে পারছি না। নূর-ই-হাফসা কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন। এখন দেখা যাচ্ছে না।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: ভ্রমরের ডানা, মলাসইলমুইনা ও হাফসা এই তিনজনও কি অভিমান করেছেন?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও জানতে চাই। তাঁরা কি অভিমান করেছেন নাকি ব্যস্ততার কারণে আসছেন না এটা বলা সম্ভব হচ্ছে না।
বিলি ভাই ঘোষণা দিয়েই চলে গেছেন। ডানা ভাইয়ের ব্লগই খুঁজে পেলাম না। উনি কি অভিমান করেছেন নাকি অন্য কোন কারণ আছে তা-ও বলতে পারছি না। মলাসইলমুইনার কোন পোস্ট নেই। মুছে দিয়েছেন নাকি ড্রাফটে রেখেছেন বলতে পারছি না। তিনিও অভিমান করে থাকতে পারেন। নূর-ই-হাফসা কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন। এখন দেখা যাচ্ছে না।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আটলান্টিক নামের একটি আইডি ছিল, দুটি ভুতের গল্প লিখে খুব হিট করেছিল। উনার আইডিতে দেখলাম একটি ও পোষ্ট নেই

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে আরেকজন যোগ হল। আমি তো আটলান্টিক ভাইয়ের অনুপস্থিতির ব্যাপারে জানতামই না।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: আমার মনে পড়ে বিলি তার শেষ কয়েকটা মন্তব্যে এবং পোস্টে জানিয়েছিলেন যে তিনি সামনে ব্যস্ত হয়্রে পড়বেন। বেশ কিছুদিন ধরেই তিনি মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়েন এবং ব্লগে অনুপস্থিত থাকেন, আবার কিছুদিন পর ফিরেও আসেন। আমার মনে হয়না কোন মনোমালিন্যের কারণে তিনি অনুপস্থিত আছেন। আশাকরি, তিনি নিজের সুযোগ সুবিধেমত অনতিবিলম্বে ব্লগে প্রত্যাবর্তন করবেন।
মলাসইলমুইনাও বেশ কিছুদিন ধরে যাবো যাবো করছিলেন। তিনি একজন ভদ্র, বিনয়ী এবং মেধাবী ব্লগার ছিলেন। স্বল্পকালীন সময়ে তিনি ব্লগে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন।
ভ্রমরের ডানা একজন ভাল কবি এবং সুলেখক ছিলেন। ব্লগ থেকে লেখা চুরির ব্যাপারে বেশ কিছুদিন তিনি আর বিলি মিলে উচ্চকন্ঠে প্রতিবাদ করেছিলেন এবং কুম্ভীলকদের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা রেখেছিলেন। হয়তো তিনি পেশাগতকাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার আন্তরিক আশা, তিনিও অচিরেই ফিরে আসবেন।
সচেতনহ্যাপী এবং বিজন রয় এর অনুপস্থিতি আমিও লক্ষ্য্ করেছি। তাদের কাছ থেকে এ ব্যাপারে কিছু শোনার আশা রাখছি। ডঃ এম এ আলী কোমর ব্যথায় ভুগছেন, একথা তিনি কয়েকবার জানিয়েছিলেন। তিনি একজন প্রাজ্ঞ ব্লগার। তার আশু রোগমুক্তি এবং কষ্টলাঘব কামনা করছি।
সকল ব্লগারগণ সুস্থ থাকুন, সৌহার্দ্য আর সম্প্রীতি বজায় রেখে শান্তিতে ব্লগিং করে চলুন, এটাই একান্ত কাম্য।
তবে আমি মনে করি, ব্লগের কিছু সাম্প্রতিক ঘটনাবলীর কারণে কারো ব্যথিত হয়ে ব্লগ ত্যাগ করার ঘটনাকে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত মনে করার কারণ নেই।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিলি ভাইয়ের ব্যাপারটা মনে হয় অন্যরকম।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মলাসইলমুইনা ভাইয়ের কোন পোস্ট নেই। ডানা ভাইয়ের ব্লগই উধাও। বাকীদের ব্যাপারে হয়ত আপনার কথাই ঠিক। তবে আমি শিওর নই।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেউ আসবেন কেউ যাবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া।
যারা ব্লগে কিছু রেখে গেছেন তাদের জন্য খারাপ লাগাও স্বাভাবিক ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেউ আসবেন কেউ যাবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া।

জ্বী ভাই। আপনি ঠিকই বলেছেন। তবে কারো কারো যাওয়ার মধ্যে অভিমানের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আমার অনুরোধ থাকবে তাঁরা অভিমান ভুলে গিয়ে আবার ফিরে আসুন।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: ভ্রমরের ডানা

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ আলো ভাই। আমি ব্লগ অনুসন্ধানে সার্চ দিয়ে পাইনি। এড করে দিলাম।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

নীল মনি বলেছেন: উনাদের ব্যক্তিগত ফেসবুক আইডি আমি চিনি না।আমার মনে হয় যারা চেনেন তারা ফেসবুকে নক করে দেখতে পারেন।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, আমারও একই বক্তব্য। তাঁদেরকে নক করে দেখা উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে কি সাম্প্রতিক সময়ে, কারো সাথে কারো মনোমালিন্য হওয়ার মতো ঘটনা ঘটেছে? আমার চোখে পড়েনি, আমি কি কিছু মিস করছি!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ৭ নং মন্তব্যের প্রতিউত্তর দেখুন।

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

কাওসার চৌধুরী বলেছেন:


পুরোনোর ফিরে আসলে ব্লগটি আরো জমজমাট হবে। আর নতুনদের কথা কি আর বলবো। কেউ চেনে না, এমনকী মডুরা নতুনদের দেখলে খুব বিরক্ত হয়। এমন অবস্থা চলতে থাকলে ভাল মানের নতুন লেখকরা ব্লগে আসবে না, উৎসাহ হারিয়ে ফেলবে।
অনেক সময় নিয়ে লেখে কী লাভ? প্রথম পেইজেও যায় না, ভুলেও কেউ পড়ে না।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই আপনার ব্যাপারটা বুঝতে পারছি। নতুনদের ক্ষেত্রে সামুর কিছু গাফিলতি আছে। আসলে শুধু নতুনদের ব্যাপারে নয় ব্লগের নীতির ব্যাপারেই সামুর কিছু খামখেয়ালি আছে। অনেকেই খুব তাড়াতাড়ি সেফ হয়ে যাচ্ছে আবার অনেকেই দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেও সেফ হচ্ছে না। এসব নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ কোন নীতিতে চলছে তা বোঝা দায়। নতুনদের জন্য নীতি আরও কিছুটা শিথিল করা উচিত। অপেক্ষা করতে করতে অনেকেই বিরক্ত হয়ে ব্লগই ছেড়ে দিচ্ছে। এটা সামুর জন্য মাইনাস পয়েন্ট। আমি আশা করব সামু এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে?

আপনি আরেকটু ধৈর্য ধরুন। আশা করি খুব তাড়াতাড়ি সেফ হবেন। শুভকামনা।


১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

সুমন কর বলেছেন: গত সাত দিন ধরে (প্রায়), ব্লগে ব্লগার উপস্থিতি খুবই কম !!!! চিন্তামূলক...

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ সুমনদা, খুবই চিন্তার ব্যাপার।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমার ধারনা তারা কেউই যান নি।
সবাইই আছেন। হয়তো ব্যস্ততার কারনে ব্লগে আসতে পারছেন না।

যারা ব্লগে নিয়মিত আসতে পারছেন না, তাদের বলি- ''দেরী হোক যায়নি সময়''।

ভালোবাসা নিরন্তর।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ''দেরী হোক যায়নি সময়''।
আমিও চাই সবাই ফিরে আসুন।
আপনাকে অশেষ ধন্যবাদ।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটা পোষ্টের জন্য !!!
ব্লগের নিয়মেই ব্লগার রা প্রায়শ অনুপস্থিত থাকেন,আবার নিয়মিত হন।কিন্তু বিলিয়ার তো এভাবে অভিমান করেই চলে গেলো।
ডঃ এম এ আলীআলী ভাই কে অনেকদিন এক্টিভ দেখছি না।আশা করছি সুস্থ্য হয়ে আগের মত আমাদের মাঝে ফিরে আসবেন।
মলাসইলমুইনা আপনার মত দারুন একজন সহ ব্লগার কে খুব ভালোভাবেই মিস করছি।আপনার লেখগুলো ও নেই :(
বিলিয়ার রহমান ভাই আপনার চমৎকার রসিকতার পূর্ণ মন্তব্য বেশ মিস করি।আপনার কবিতা , ব্লগারদের সাথে আপনার মিথস্ক্রিয়া।এসব কিছুই।
ভ্রমরের ডানা
বেশ কিছুদিন থেকেই ব্লগে দেখছি না।ভ্রমরের ডানার চমৎকার সব কবিতা সাথে আমার নিজের লেখায় উনার মন্তব্য খুব মিস করি।
নূর ই হাফসা
আপু আপনাকে ও অনেক মিস করছি,যদিও আমি নিজেও অনেক অনিয়মিত।
বিজন রয়
সচেতন হ্যাপী ভাইয়া আপনাদের মত দারুন ব্লগারদের ও সবাই অনেক মিস করে।
ফিরে আসবেন নিজেদের সকল ব্যস্ততা এবং কাজের পাশাপাশি আশা করছি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কমেন্টে সবকিছুর সুন্দর বিশ্লেষণ করেছেন। তাই প্রতিমন্তব্যে আর বেশি কিছু বলার নেই। সবাইকে মিস করছি। সবাই ফিরে আসুন।

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আমি জেনেছি এই ব্লগে পূর্বে কোন একসময় পাঁচ-ছয়শো ব্লগারকেও একসাথে দেখা যেত।"
--- ওটা ব্লগের টেকনিক্যাল সমস্যার কারনে হত। তবে এখনকার অবস্থা আগের চাইতে সুবিধার নয়।:(


নুর ই হাফসা ব্লগেই আছে। বিলি বড় রকম অভিমান করেছে।


নেটে সমস্যা:(

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: টেকনিক্যাল কারণে! কিন্তু পুরোনোদের মধ্যে কেউ তো এমন বলেননি?

নূর-ই-হাফসা ব্লগেই আছে তাহলে দেখা যাচ্ছে না কেন?

হ্যাঁ, বিলি ভাই অভিমানই করেছেন। তাঁকে বলব অভিমান ভুলে গিয়ে ব্লগে ফিরে আসতে। বাকী সবাইও ফিরে আসুন।

আপনাকে ধন্যবাদ।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

জাহিদ অনিক বলেছেন:


উনারা ফিরে আসুন-- কেউ যেন চলে না যান !

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেউ যেন চলে না যান। আপনিও কিন্তু মাঝেমধ্যেই কোথায় যেন ডুব দেন। আশা করি নিয়মিত হবেন?
ভালো থাকুন।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও যে কবে হারিয়ে যাই ।। :)

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে কুপি দিয়ে খুঁজে বের করে ফেলব। অতএব কোন চিন্তা নেই। :)

১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: টেকনিক্যাল কারণে! কিন্তু পুরোনোদের মধ্যে কেউ তোএমন বলেননি?"

-- ওটা (৫০০-৬০০জন ব্লগার) ধরার মত ঘিলু মডুদেরও নাই।

তখন লগআউট না করলে কয়েক ঘন্টা ঝুলে থাকতো। এখন অটোমেটিক লগআউট হয়। (এক ঘন্টায় মিনিমাম ৪-৫ বার লগইন করলাম)X(

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা! তাহলে এই ব্যাপার? অথচ আমি ভেবেছিলাম আসলেই পাঁচ-ছয়শো ব্লগার একসাথে লগইন অবস্থায় থাকতেন। তারমানে ব্লগের অবস্থার খুব একটা হেরফের হয়নি? আগের চেয়ে খারাপ তো তাহলে বলা যাচ্ছে না?

২০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না, হেরফের হয়েছে।

তখন ৭০-৮০হাজার নিক ছিল। এখন নিক ২,১৭,০৯১!!! কিন্তু রেগুলার ব্লগার আগের চাইতে কম। এখন ক্যাচাল/প্যাচাল কম, সমালোচনাও কম, মন্তব্য কম, আড্ডা কম। বেশী শুধু ভিজিটরস, আর পোস্ট।।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! এসব কিছুই জানা ছিল না। এখন আসলেই ব্লগারের চেয়ে ভিজিটর বেশি।

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা জুন আপুও অনেক দিন থেকে নেই !!
আপু'র মন্তব্য ও মিস করি।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জুন আপু তো মনে হয় ভ্রমণবিলাসী? তিনি কোন ভ্রমণে নেই তো?

২২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আহমের জী এস ভাইয়া ও জুন আপুকে মিস করছি।
হয়তো ব্যস্ততার কারনে তিনারা আসছেন না।খুব শিঘ্রই তিনাদের দেখতে পার এ কামনায় করছি।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জী এস ভাই মন্তব্য করেছেন। তারমানে উনি আছেন। জুন আপু বাইরে থাকেন। হয়তে ভ্রমণে বেরিয়ে পড়েছেন, সময়াভাবে ব্লগে আসতে পারছেন না?

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: লক্ষণ ভাণ্ডারীর অজয় নদীর কাব্য, এবং আলপনা তালুকদার ম্যামকেও মিস করছি। আলপনা আপু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়তো ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারেন না, তবে ফেসবুকেতো নিয়মিতই লিখছেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লক্ষণ ভাণ্ডারীকে বেশ কিছুদিন দেখছি না। তাকে নিয়মিত হবার অনুরোধ জানানো হচ্ছে। আর আলপনা ম্যাডাম হয়ত ব্যস্ত আছেন। আপনার সাথে যোগাযোগ থাকলে ব্লগে আসার অনুরোধ করতে পারেন।

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অভিমান করে ব্লগ ছেড়ে চলে যাওয়া ওয়াইজ ডিসিশন নয়। তবে চলে যাওয়া বা সাময়িক বিরতিতে থাকা ব্লগার বন্ধুদের অধিকাংশই এই কারণে ব্লগ ছেড়েছেন বলে আমার মনে হয় না। তারা নিশ্চয় অন্য কাজে ব্যস্ত আছেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্যস্ত থাকতে পারেন। আমি উপরে বলেছি কমপক্ষে দু'জন অভিমান করেছেন। আর বাকীরা হয়ত ব্যস্ত বেশি। তারপরও একটু সময় ব্লগে দেয়া উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ আবু হেনা ভাই।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: আপনার পোষ্টের জন্য ধন্যবাদ । ওনাদের অভাব বোধ করছি । আশারাখি ওনারা ব্লগে আবার এক্টিভ হবেন ।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও আশা রাখি সবাই আবার ফিরে আসবেন এবং আবারও ব্লগটাকে মাতিয়ে তুলবেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ নীলপরি।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,




ব্লগের বাগানে কোনও ফুল গ্রীষ্ণে ফোটে তো কোনটা বসন্তে । ফুলের গাছগুলো কিন্তু আছে , ফুল ফুটতে যা দেরী । সেটুকুতে-ও যে মন মানেনা তা কি , ফুলগাছেরা বোঝে ? বুঝলে ব্লগবাগানে চিরকাল বসন্তের বাতাসই বইতো ।

ব্লগে কেন যে বসন্ত বাতাস দিনরাত বয়ে যায়না , তা নিয়ে আপনার যে উৎকন্ঠা ; সে উৎকন্ঠাই হয়তো প্রবল বসন্তকে টেনে নিয়ে আসবে এখানে । সে আশা করতে দোষ কি !!!!!!!!!!!!!

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগে কেন যে বসন্ত বাতাস দিনরাত বয়ে যায়না , তা নিয়ে আপনার যে উৎকন্ঠা ; সে উৎকন্ঠাই হয়তো প্রবল বসন্তকে টেনে নিয়ে আসবে এখানে । সে আশা করতে দোষ কি !!!!!!!!!!!!!

আপনাকে পেয়ে ভালো লাগছে। আশা করি দিনে একবার হলেও ব্লগে উঁকি দিয়ে যাবেন?
আপনার সাথে আমাদেরও আশা- সবাই ফিরে আসুক। ব্লগে দিনরাত বসন্তের বাতাস বয়ে যাক। সবার পদচারণায় ব্লগ আবারও সরগরম হয়ে উঠুক।
ধন্যবাদ আপনাকে।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: @আহমেদ জী এস, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে 'লাইক' + ।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: উনার মন্তব্যের পাশাপাশি আপনার মন্তব্যগুলোও লাইকের উপযুক্ত। আপনাকেও ধন্যবাদ এবং মন্তব্যে প্লাস।

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: আপনাকে ধন্যবাদ। তবে আমার ৭ নং মন্তব্যটিতে, যদিও ওটাই এখানে আমার মূল মন্তব্য, এখনও কেউ 'লাইক' দেয় নাই। আপনার মত আমিও এসব ব্লগারদের মিস করি, তাই তাদের নাম নিয়ে মন্তব্য করেছি। জুন এর কথাও মনে ছিল, কিন্তু লেখার সময় তাড়াহুড়োয় তার নামটা আমার মন্তব্যে বাদ পড়ে গেছে। পরে অবশ্য মনিরা সুলতানা তারও নামোল্লেখ করেছেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই। আপনার মন্তব্যে লাইক দিতে খেয়াল ছিল না। এখন দিয়ে দিলাম। আর জুন আপুর ব্যাপারে আসলে আমি তেমন কিছু জানি না। আপনাদের কারো কারো মন্তব্যের মাধ্যমেই জেনেছি যে উনি দেশের বাইরে থাকেন আর খুব ভ্রমণপ্রিয়। তাই আমার মনে হয়েছে উনি হয়ত ভ্রমণ নিয়ে ব্যস্ত তাই সময়াভাবে ব্লগে আসতে পারছেন না?

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো একটা বিষয় সামনে এনেছেন ভাই।

ফিরে আসুক সবাই প্রত্যাশা আমারও,

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। সবাই ফিরে আসুক। আবার ব্লগ জমজমাট হয়ে উঠুক।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

তারেক ফাহিম বলেছেন: গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখলনে।

সবাই ফিরে আসুক কামনা করি।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ তারেক ভাই। সবাই ফিরে আসুক। আবার ব্লগ জমজমাট হয়ে উঠুক।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



একে একে সকলেই ফিরে আসুন ব্লগে। আমরা কাউকে হারাতে চাই না।

অনেক সুন্দর পোস্টটিতে আন্তরিক অভিনন্দন।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ নকিব ভাই। সবাই ফিরে আসুক। ব্লগ আবার জমজমাট হয়ে উঠুক।
ভালো থাকুন।

৩২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমাদের ব্রিলিয়ান্ট গেমু এন্ড লেডি বতুতা কামরুন নাহার বীথির কথা সবাই ভুলেই গেছে.............!!! B:-)

আর উড়োজাহাজকে ভীষন মিস করি, শক্তিমান একজন ব্লগার ছিলেন..........উনার প্রস্থানের একমাত্র কারণ প্রিয় কাকু :(

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মোটামুটি নতুন হিসেবে এঁদের সাথে আমার তেমন পরিচয় নেই। আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই তাঁরা ব্লগের একেকজন স্টার ছিলেন? তাঁদেরকে ফিরিয়ে আনার উপায় কী?

আমার এই লেখা যদি তাঁদের চোখে পড়ে তাহলে তাঁদেরকে বলব- আপনারা আবার ফিরে আসুন। আপনাদেরকে সবাই মিস করছে।

৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেরদৌসা রুহী, গুলশান কিবরিয়া আপুরাও অনিয়মিত

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার এই লেখা যদি তাঁদের চোখে পড়ে তাহলে তাঁদেরকে বলব- আপনারা আবার ফিরে আসুন। আপনাদেরকে সবাই মিস করছে।

৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় সখা কলাবাগানকেও দেখিনা অনেকদিন।
তার দলের দূর্নীতি আর অপরাজনীতি নিয়ে কিছু না কইলে তিনি একূল মাড়ান না সহজে, :P ;) :D
আহা যদি দেশপ্রেমও এত গভীর হতো.............. B:-/

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাঁকে মনে হয় মাঝেমধ্যে দেখি।

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''লেখক বলেছেন: মোটামুটি নতুন হিসেবে এঁদের সাথে আমার তেমন পরিচয় নেই। আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই তাঁরা ব্লগের একেকজন স্টার ছিলেন? তাঁদেরকে ফিরিয়ে আনার উপায় কী? ''

ওকিলো !!
৫বছর ব্লগিং করে নিজেকে নয়া বলছেন না প্রায় ৩বছরের পুরনো তাদেরকে? উড়োজাহাজতো আরো পুরনো !!

গেমুর পোষ্টে আপনার না হলেও ৫৩৪টা কমেন্ট দেখেছি.................

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হয় ভুল করছেন। আমি পুরোনো হলেও নিয়মিত হয়েছি সাত-আট মাস আগে। আর আমি গেমুর (সম্ভবত গেম চেঞ্জার) কোন পোস্টে ৫৩৪টা কমেন্ট করেছি এটা স্রেফ অবিশ্বাস্য!

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপু নেই আজ কত্তদিন ভেবেছেন একবারো !!!

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শায়মাপুকে লগইন অবস্থায় দেখি কিন্তু পোস্ট নেই অনেকদিন থেকে। আমি কিন্তু তাঁকে পোস্ট দেয়ার জন্য অনুরোধও করেছিলাম কিন্তু উনি বলেছিলেন ব্যস্ত আছেন।

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ্রমন ব্লগের দুই কিংবদন্তিও বেমালুম হাওয়া,
১। সাদা মনের মানুষ
২। বোকা মানুষ বলতে চায়

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সাদা ভাই তো পরশুও পোস্ট দিয়েছেন?

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোকা মানুষ ভাইকে দেখি না অনেকদিন। তাঁকে নিয়মিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিমান ভেঙ্গে ফিরে আসুন সবাই।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার এই লেখা যদি তাঁদের চোখে পড়ে তাহলে তাঁদেরকে বলব- আপনারা আবার ফিরে আসুন। আপনাদেরকে সবাই মিস করছে।

৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

কাছের-মানুষ বলেছেন: ব্লগে অনেক উত্থান পতন দেখলাম, অনেককেই দেখেছি খুবই নিয়মিত ব্লগিং করত কিন্তু একসময়য় হারিয়েও গিয়েছে।
সাম্প্রতিক সময়ে আমারও মনে হয়েছে অনেককেই আর দেখছি।

ড এম এ আলী খুবই বিজ্ঞ ব্লগার। তাকে ইদানীং দেখা যাচ্ছে না। তিনি মনে হয় কারো সাথে অভিমান করে যাননি, ফিরে আসবেন হয়তবা।

মলাইসইলমুইনা , তার সাথে আমার মন্তব্যের আদান প্রদান খুব একটা হয়নি, তবে তার কিছু পোষ্ট পড়েছিলাম, তিনি আমার দেখা একজন প্রতিভাবান এবং মেধাবী ব্লগাদের মধ্যে অন্যতম! এই ধরনের ব্লগাররা কেন হারিয়ে যায় সেটা আমার বোধগম্য নয়।

ভ্রমরের ডানা এবং বিজন রয়, ভাল কবিতা লেখে ব্লগে, তিনি কেন আসছেন না বুঝতে পারছি না।

ব্লগার বিলি, মনে হয় অভিমান করে ব্লগ ছেড়েছে।

ব্লগার নূর-ই-হাফসা এবং আরও অনেকের কথাই এই মুহুত্যে মনে পরছে যারা এক সময় খুব নিয়মিত ছিল কিন্তু এখন তাদের দেখা পাওয়া যায় না।

যারা হারিয়ে গিয়েছে তারা আবার ফিরে আসুক এই প্রত্যাশা করছি।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ডঃ এম এ আলী সম্ভবত অসুস্থ। খায়রুল আহসান ভাইয়ের বক্তব্য অনুযায়ী ডঃ এম এ আলী কোমর ব্যথায় ভুগছেন, একথা তিনি কয়েকবার জানিয়েছিলেন। তিনি একজন প্রাজ্ঞ ব্লগার। তার আশু রোগমুক্তি এবং কষ্টলাঘব কামনা করছি।

মলাইসইলমুইনা ভাইয়ের ব্যাপারে জানি না কিন্তু কেন যেন মনে হচ্ছে উনিও অভিমানই করেছেন। বিলি ভাই তো অভিমান করে ঘোষণা দিয়েই চলে গেছেন। ডানা ভাই, বিজন রয় এই দু'জন কী কারণে আসছেন না তা জানার উপায় দেখছি না।
নূর-ই-হাফসার ব্যাপারটাও অস্পষ্ট।

আমার এই লেখা যদি তাঁদের চোখে পড়ে তাহলে তাঁদেরকে বলব- আপনারা আবার ফিরে আসুন। আপনাদেরকে সবাই মিস করছে।

৪০| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগার সোহানীর আশু আরোগ্য কামনা করছি,
কি এক ইউনিভার্সাল শো দেখতে গিয়ে তিনি লিখালিখিই ভুলে গেছেন B:-/

আর ইয়ে, মনিরা'পু আর লিটনদা'রে দেখলে চুপে জানান দিয়েন,
লেনদেনের ব্যপারস্যপার.............. /:)

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সোহানীপুর কী হয়েছে?
মনিরাপু আর লিটন ভাই তো কমেন্ট করে গেছেন? :)

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: সাদা ভাই তো পরশুও পোস্ট দিয়েছেন?

আরে তাইতো!!!
আমি যে নিজেই অনিয়মিত ছাই |-)

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা।

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯

এম আর তালুকদার বলেছেন: যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেবো না...
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে না...

কাটলো না হয় কটা দিন
শুন্যতায় তুমি হীন
জমবে ভালবাসা ফিরে আসো না...

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর করে বলেছেন। ফিরে এলে ভালোবাসা জমবে। সবাই ফিরে আসুন।

৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: আমি ব্লগে চোখ রাখছি, তারা এখনও আসেনি। অপেক্ষায় আছি।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, ঠিক আছে। আপনি চোখ রাখুন। এলে তাদেরকে স্বাগত জানাতে হবে।

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মৌরি হক দোলা বলেছেন: নতুন এসেছি তা প্রায় মনে হয় এক মাসের বেশি হয়ে গেল। কিন্তু আমিও সময় কম দেই। :P এখন থেকে ভাবছি নিয়মিত হয়ে যাব। একটু একটু করে সবার লেখাই পড়ব।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন হিসেবে আপনাকে স্বাগতম! আপনি কি প্রথম পাতায় অ্যাকসেস পেয়েছেন?
নিয়মিত হয়ে সবার লেখা পড়ুন এবং গঠনমূলক মন্তব্য করুন।
আপনার জন্য শুভকামনা।

৪৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের নীচে যাদের লিংক দিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অনুপস্থিত, এটা বোঝাতে চাইছেন? আমার মনে হয়, তারা কোনো কাজে ব্যস্ত রয়েছেন বলে তারা সাময়িকভাবে অ্যাবসেন্ট। বিলিয়ার রহমানকে এর আগেও একবার দেখেছিলাম দীর্ঘদিন পর ব্লগে ফিরতে। তবে, এদের তো কিছুদিন আগেও আমার পোস্টে পেয়েছি।

এরা ভালো ব্লগার। অভিমান করে চলে যাবেন না, এটাই প্রত্যাশা। কেউ অভিমান করলে তার লাভ হয় না, শেষমেষ সবাই তাকে ভুলে যায়। কাজেই কোনো অভিমান নয়, ব্লগকে ভালোবেসে ব্লগেই থাকুন।

এ দেশে যখন একমাত্র বিটিভি ছিল, তখন টিভি একটা ক্রেজ ছিল। এখন শত শত চ্যানলে, টিভি দেখার সময় নাই।

কোনো এক সময় বাংলা ব্লগও ছিল একটা ক্রেজ। এরপর ফেইসবুক প্রসার লাভ করলো। ফেইসবুক ব্লগকে গ্রাস করে ফেললো। এখন ইউ-টিউব আরেকটা ক্রেজ। ব্লগ বেশ ম্লান হয়ে গেছে।

তবে, যারা ব্লগে নতুন আসছেন, তারা অনেক আগ্রহ পাচ্ছেন। কিন্তু এই আগ্রহ তাদের বেশিদিন থাকে না, যেহেতু মনের ভাব প্রকাশ বা রিক্রিয়েশনের জন্য আরো অনেক মিডিয়া রয়েছে।

ব্লগে যারা আসবার/থাকবার তারা থাকবেই।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিলি ভাই অভিমান করেছেন এটা জানি। বাকীদের ব্যাপারে নিশ্চিত নই। যদি তাঁরা অভিমান না-ও করে থাকেন তবুও তাঁদেরকে আমরা মিস করছি। তাঁরা আবার নিয়মিত হোন এটাই প্রত্যাশা।

আপনার সুদীর্ঘ ও সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

৪৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মৌরি হক দোলা বলেছেন: না, ভাইয়া। এখনো প্রথম পাতায় স্থান আমার হয় নি।

আসবেন আমার ব্লগে। টুকটাক গল্প লিখতে চেষ্টা করি। পড়লে আমার ভালো লাগবে। শুভকামনা রইল আপনার প্রতিও।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিছু ভালো পোস্ট দিতে চেষ্টা করুন। নতুনদের জন্য প্রথম পাতায় অ্যাকসেস না পাওয়াটা খুবই পীড়াদায়ক।

অবশ্যই আপনার পোস্টে যাব। আপনি ধৈর্য ধরে লিখতে থাকুন। শুভকামনা সবসময়।

৪৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

করুণাধারা বলেছেন: আমি অনেককেই খুব মিস করি, সবচেয়ে বেশি মিস করি "মানবী"কে।
আপনি যাদের কথা উল্লেখ করেছেন আমি আশা করি তাদের অনুপস্থিতি সাময়িক- হয়তো জীবনের কোনো নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, এজন্য হয়তো কিছু বিরতি নিচ্ছেন। আশা করি তারা আবার ফিরে আসবেন।

পোস্টে ++++

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানবী কোথায় আছেন? কী অবস্থায় আছেন? তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব কি না? সম্ভব হলে তাঁকে ফিরে আসার আহবান জানানো যেতে পারে।

হ্যাঁ, আশা করি সবাই আবার ফিরে আসবেন?
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: @করুণাধারা, আপনার মত আমিও মানবীকে ব্লগে মিস করি। ওনার অনেক সমাজ সচেতনতামূলক পোস্ট আছে। উনি স্পষ্টবাদী ছিলেন, কিন্তু কথাবার্তায় কখনো অসৌজন্য প্রকাশ পায়নি। সামাজিক বিষয়ের বাইরে উনি যেসব পোস্ট লিখেছেন, সেগুলোও উচ্চ মানের ছিল। ওনার লেখায় এবং মন্তব্যে প্রজ্ঞা প্রকাশ পেত।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাঁকে ফিরিয়ে আনার কোন উপায় আছে কি?

৪৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সৈয়দ তাজুল বলেছেন: ক'দিন পূর্বে ওমেরা আপুর টাইমলাইনে নক করে দেখি কোন লেখা নাই! এখন অবশ্য লেখা আসছে। হয়ত মলাসইলমুইনাও লেখাগুলো ড্রাফট করে রাখছেন। আমরা আশাকরি উনি ভাল আছেন।

বিদ্রোহী ভৃগু ভাইকেও ইদানীং দেখা যাচ্ছে না।

কিছু দিন আগে আমাদের বাবু ভাইয়ের মোবাইল হারিয়ে যাওয়ায় উনি ব্লগে আসতে পারেননি! আশাকরি উনি আবারো সমস্যা কাটিয়ে উঠবেন, ফিরে আসবেন আমাদের মাঝে।

উপরের মন্তব্যগুলোতে যারা সাময়িক আনেক্টিভ ব্লগারদের স্মরণ করছেন তারা আসলে এসকল সহব্লগারদের খুব ভালবাসেন সেটা প্রতিমুহূর্তের ন্যায় আবারো প্রমাণিত হল!

ভাল থাকুন সকল ব্লগারবৃন্দ,
ব্লগে লেগে থাকুক আনন্দঘন মুহূর্ত।।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছ থেকে কিছু জিনিস জানা গেল। আমরা সবাই একে অপরকে ভালোবাসি। তাই সবাই ফিরে আসুক এটাই চাই।

দ্বিতীয়বার মন্তব্য করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

৫০| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

সৈয়দ তাজুল বলেছেন: কালিদাস ভাই তো শনি রবি ফ্রী থাকেন। কিন্ত এ সাপ্তাহ সহ গত দু'তিন সাপ্তাহ যাবত উনারো কোন খবর না!

আল্লাহ ভাইকে সুস্থ রাখুন, ব্লগকে সজীব রাখুন।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আল্লাহ ভাইকে সুস্থ রাখুন, ব্লগকে সজীব রাখুন।
আমীন।

৫১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ব্লগার দের স্মরণ করে এতো সুন্দর করে পোষ্ট দেওয়ার জন‍্য ।
যারা চলে গেছেন দ্রূত ফিরে আসুন সেই কামনাই করি ।
আমি পড়াশোনা আর ডিউটি নিয়ে একটু ব‍্যস্ত হয়ে পড়েছি , তাই আশা হচ্ছে না । চলে যায়নি ।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঝেমধ্যে একটু উঁকি দিলে আর সমস্যা থাকে না। আপনি আছেন দেখে ভালো লাগল।
শুভকামনা। ভালো থাকুন।

৫২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

করুণাধারা বলেছেন:
 

সম্রাট ইজ বেস্ট, ব্লগে অনেকের লেখা পড়তে খুব ভালো লাগে, আমি চাই সব সময় তারা ব্লগে উপস্থিত থাকুন। আর যারা এখন নেই, ব্লগে আগে ছিলেন তারাও আবার ফিরে আসুন, ব্লগ ভরিয়ে তুলুন প্রাণপ্রাচুর্যে। ৪৮ নাম্বার মন্তব্যে ব্লগার খায়রুল আহসান আমার প্রিয় ব্লগার মানবীকে যথাযথভাবে বর্ননা করেছেন। সে জন্য তাকে ধন্যবাদ ও প্লাস।

আমার মনে হয়, আপনি ব্লগে আসার আগে থেকেই মানবী ব্লগে নেই। তাই আপনার জন্য মানবীর একটি লেখার লিংক এখানে Click This Link

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার কেন যেন সব সময় মনে হয়, উনারা আমাদের আশে-পাশেই আছেন। লিখতে গেলেই উনাদের উপস্থিতির কথা অনুভব করি। অনেক নতুন ব্লগারদের মাঝে তাঁদের ছায়া খুঁজে পাই, যেমন পাই নিজের মাঝে। উনারা হয়তো নেই, কিন্তু তাঁদের পথ অনুসরণ করেই না এক ঝাঁক নতুনের আগমন!

জানা আপা, কাল্পনিক_ভালোবাসা ভাই, গুরুজন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই, গুরুজন প্রামানিক ভাই, ব্লগার মানবী, ব্লগার জুন, ডঃ এম,এ, আলী ভাইসহ অন্যান্যরা আবার নিয়মিত হয়ে উঠুন, এই আশা রাখি।

আপনাকে ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

৫৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

শামচুল হক বলেছেন: কেউ যায় কেউ আসে এটা যেমন সত্য, আবার গঠনমূলক মন্তব্য না করে কারো কারো খামাখা খোঁচামারা মন্তব্য অনেকের মনোকষ্টের কারণ হয়। তবে নিয়মিত ব্লগার কমে গেছে এটা উপলব্ধি করে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

৫৫| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:০৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আহমেদ জি এস ভায়ের মন্তব্যের সাথে একমত।

বসন্ত বাতাসে ভরে থাকুক ব্লগ পুরোটা বছর জুড়ে।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনিও মিসিং ছিলেন। কিন্তু মাঝেমধ্যে উঁকি দিতেন। তাই আপনাকে মিসিং লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি।

বসন্ত বাতাসে ভরে থাকুক ব্লগ পুরোটা বছর জুড়ে। আমিও এ ব্যাপারে একমত। আপনিও আবার মিসিং লিস্টের শোভাবর্ধন করবেন না যেন? ভালো থাকুন আর নিয়মিত ব্লগিং করুন। শুভকামনা!

৫৬| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:৩৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হা হা না মিসিং লিস্টে শোভা বাড়াবোনা তবে মাঝে মাঝে মিসিং থাকতেই হয় অনিচ্ছাসত্বেও।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমরাও কিন্তু মাঝেমধ্যে মিসিং থাকি কিন্তু এত লম্বা সময় ধরে নয়। আপনি হয়ত ব্যস্ততায় থাকেন তবে দিনে-দুদিনে একবার হলেও ব্লগে উঁকি দিতে পারেন, এতে আপনার পাঠকরা অন্তত সান্ত্বনা পাবে।

৫৭| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনারাও দেখি ইরেগুলার হয়ে গেছেন ভাই ।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, আমি রেগুলারই আছি। প্রতিদিনই উপস্থিত। আপনারাই বরং ইররেগুলার হয়ে গেছেন। মাঝেমধ্যেই ডুব দিচ্ছেন। আশা করি সামনে থেকে নিয়মিত হবেন?

৫৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৩

নূর-ই-হাফসা বলেছেন: না ভাই অনিয়মিত হবার প্রচেষ্টায় আছি । আপনারা নিয়মিত থাকুন ।
নতুন কবিতা লিখে ব্লগ রাঙ্গিয়ে রাখুন । অনেক শুভকামনা ।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনিয়মিত হবার প্রচেষ্টা কেন? পড়ালেখার চাপ? ব্যস্ততা বেশি না হলে দিনে একবার লগইন করে উঁকি দিতে সমস্যা হওয়ার কথা নয়।

৫৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:২৬

নূর-ই-হাফসা বলেছেন: একবার ডুকলেই ঘন্টা খানিক এর বেশি সময় পার হয়ে যায় , পড়াশোনা চুলোয় উঠেছে ।
মাঝে মাঝে আসবো । আপনারা থাকুন আর মজা করুন । আর কবিতা লিখুন ।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারা পুরনোরা না থাকলে ব্লগ কেমন যেন পানসে পানসে লাগে। আরো অনেকেই অনিয়মিত হয়ে গেছেন। কেউ কেউ মাঝেমধ্যে দেখা দিচ্ছেন আবার মিলিয়ে যাচ্ছেন। আপনার পড়ালেখার ক্ষতি হোক এটা অবশ্যই কাম্য নয় তবে বেশি ক্ষতি না হলে দিনে একবার হলেও ঢুঁ মেরে যেতে পারেন।
মজা করা আর কবিতা লেখার জন্য সময় তো আছেই। আশা করি তাড়াতাড়িই দেখতে পাবেন।

৬০| ০৫ ই মে, ২০১৮ রাত ২:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি নিজে আহত হয়েছি বেশ কয়েকবার, আমার বেশ কিছু রম্য তবে যথার্থ সত্য ঘটনা আমি মুছে দিতে বাধ্য হয়েছি - শুধু মাত্র ব্যাক্তিগত আক্রমনের কারনে, নোংরা অশালিন ভাষা কমেন্টের কারণে ।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ব্যাপারটা শুনে খুব খারাপ লাগল। আসলে সবার মনমানসিকতা এক নয়। এখানে আমরা নিজেদের মনের সুপ্ত আবেগগুলোকে প্রকাশ করার জন্য এসেছি। আমাদের লেখায় অনাকাঙ্ক্ষিত ভুলভ্রান্তি থাকাটা অস্বাভাবিক কিছু তো নয়। তাই বলে ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা ব্যবহার, কাউকে উপহাস করা মোটেও কাম্য নয়। যারা এসব করে তারা আসলে ব্লগিংয়ের মূল উদ্দেশ্যই বোঝে না। তাদের জন্য যে অনেকেই বিব্রত হচ্ছে বা কষ্ট পাচ্ছে এটা তারা আমলেই নিতে চায় না।
যাকগে, আপনার কাজ আপনি করতে থাকুন আর এসব লোকদেরকে ইগনোর করুন। এরা একদিন এমনিতেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

৬১| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: ব্লগার কমে যাওয়াটা কারো কাছেই কাম্য নয়। যারা ব্লগের সাথে অভিমান করে চলে গেছে বা অন্য কোন কারণে চলে গেছে তারা আবার ফিরে আসুক এই কামনা করি।

০৫ ই মে, ২০১৮ রাত ১১:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন প্রামানিক ভাই। যারা চলে গেছেন তারা যে কারণেই চলে গিয়ে থাকুন সব ভুলে আবার ফিরে আসুন আমাদের প্রিয় ব্লগে। সবাইকে ফিরে আসার আহবান জানাচ্ছি।

৬২| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এমন তাগাদা পোস্ট আগেও হয়েছে এখনও হলো, ভবিষ্যতেও হবে। যারা অভিমান করে চলে যান, তারা হয়তো একেবারেই যান। কাজেই তাদের ডাকাডাকি করে লাভা নেই। আমি যেমন চিকন আলি নামের একটি নিককে মিস করি। যদিও তার অনেক পোস্টে কখনো মন্তব্য করিনি। শুধু নিকের কারণেই হয়তো। এমন অনেকেই যায় আবার ফিরে আসেন কেউ কেউ। এমনই সামুর অবস্থা।

আমি মনে করি যারা আছেন (অনিয়মিত হলেও) তবু তো আছেন। আর যারা নতুন আসছেন তারা তারা তো কিছুদিন হলেও থাকবেন। তারা যেতে যেতে আরো নতুন চলে আসবেন। কাজেই হাহাকার বা অভিমানীদের ডাকাডাকি নয়। সূর্য ডুবে গেলে ডাকলেও সে সেদিন ফেরে না। নতুন সূর্য আসে পরের দিন। তেমনই ব্লগাররাও। কেউ কেউ মুখ লুকালে ইচ্ছে করেই হয়তো সেই মুখ দেখান না। কেউ হয়তো নতুন নামে আসেন, আমরা বুঝি না।

সবচেয়ে বড় কথা হচ্ছে সময়। সময় বেশি দিতে না পারলে ব্লগে আসার আগ্রহ হয় না। এই যেমন আজ আমার হাতে অনেকটা সময় আছে। আমার পোস্টে মন্তব্যগুলোর উত্তর দিতে পারলাম। আপনার পোস্টেও নাক দেখিয়ে যেতে পারলাম। তেমনই যারা আসছেন না, তাদের হয়তো ততটা সময় নেই, কিন্তু সামুর প্রতি ভালোবাসা আছে বলে অফলাইনে চোখ বুলিয়ে যাচ্ছেন। মন্তব্য করা জরুরি মনে করলে লগিন করছেন। কেউ বা পোস্ট করবার মতো লেখা গুছিয়ে উঠতে পারছেন না বলে আসছেন না। এমন হতে পারে তো, নাকি?

তারপরও মনে করি সামু অনেকাংশে ভালো আছে। আপনারাও ভালো আছেন। ভালো থাকতে চেষ্টা করছি আমিও।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলে একসাথে কিছুদিন ব্লগিং করার পর অনেকের সাথেই কেমন যেন একটা হৃদ্যতা মত হয়ে যায়। তাই তেমন কেউ দীর্ঘদিন অনুপস্থিত থাকলে একটু খারাপ লাগাটা স্বাভাবিক। আপনারও এমন লাগতে পারে। তারপরও আপনার কথাগুলো খুবই যুক্তিসঙ্গত। আপনার সাথে দ্বিমত করার অবকাশ নেই।
সামু ভালো থাক, আমরা ভালো থাকি সর্বোপরি সবাই ভালো থাকুক এই কামনাই করি।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

৬৩| ০৬ ই মে, ২০১৮ সকাল ৭:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: সম্রাট ভাই, শুভেচ্ছা নেবেন। আপনার লেখাটি ২২শে এপ্রিলের, আর আমি ব্লগে সেফ হয়েছি তার দুইদিন পর। এই কয়দিনে সিনিওর অনেক সম্মানিত ব্লগার আমাকে আপন করে নিয়েছেন। লেখতে উৎসাহ দিয়েছে। এটা একজন নতুন ব্লগারের জন্য অনেক বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। তবে ব্যতিক্রম যে হয়নি তা কিন্তু নয়। আমার একটা লেখায় একটি শব্দ ভুল হওয়ায় কী বিশ্রভাবে একজন আমাকে আক্রমন করলেন, যা ছিল চরম অপমানের। উনার সাথে আমার কোন পরিচয় নেই।

শুধু এখানেই থামলে কথা ছিল। তিনি এর জন্য একটি পোস্ট পর্যন্ত দিলেন!! যাতে বিষয়টি কারো দৃষ্টগোচর না হয়!!! ভাষাটাও ইতরের মত!!! আমি উনার কমেন্টের কোন উত্তর দেইনি রুচিতে আসেনি বলে।

এখন দেখুন একজন নতুন ব্লগারের সাথে আচরণের নমুনা।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার পোস্টগুলো প্রায় সবই আমি পড়েছি। খুবই সুন্দর, গঠনমূলক আর যুগোপযোগী লেখা। আসলে এত গুরুগম্ভীর পোস্ট ঠিকমত বুঝে মন্তব্য করা আমার সাধ্যের বইরে, তাই কোন মন্তব্য করিনি। সেজন্য ক্ষমাপ্রার্থী।

আপনার দুঃখটা আমি বুঝি। আসলে আপনার আর ঠাকুরমাহমুদ ভাইয়ের অবস্থা প্রায় একই। তাই তাঁর মন্তব্যের প্রতিউত্তরে যা বলেছি আপনাকেও তাই বলতে চাই।
সবার মনমানসিকতা এক নয়। এখানে আমরা নিজেদের মনের উপলব্ধিগুলোকে প্রকাশ করার জন্য এসেছি। আমাদের লেখায় অনাকাঙ্ক্ষিত ভুলভ্রান্তি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তাই বলে ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা ব্যবহার, কাউকে উপহাস করা মোটেও কাম্য নয়। যারা এসব করে তারা আসলে ব্লগিংয়ের মূল উদ্দেশ্যই বোঝে না। তাদের জন্য যে অনেকেই বিব্রত হচ্ছে বা কষ্ট পাচ্ছে এটা তারা আমলেই নিতে চায় না।
যাকগে, আপনার কাজ আপনি করতে থাকুন আর এসব লোকদেরকে ইগনোর করুন। এরা একদিন এমনিতেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
আপনার জন্য সতত শুভকামনা। কারও কথায় কান না দিয়ে লিখতে থাকুন। ধন্যবাদ।

৬৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪০

কাওসার চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি যে আমার লেখাগুলো পড়েন, তা জানতাম না। মাঝে মাঝে সম্ভব হলে কমেন্ট করবেন। শুভ কামনা আপনার জন্য।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই চেষ্টা করব। আপনার জন্যও শুভকামনা। ভালো থাকুন।

৬৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: নূর ই হাফসা এসেছিলেন। বাকীরা অনুপস্থিত । আমিও চা ই তারা আসুক ব্লগে ।

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। আমিও চাই তাঁরা সবাই ফিরে আসুন। শুভকামনা।

৬৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক দিন পর আপনার এই লেখাটা পড়লাম সাথে কিছু কমেন্ট ও পড়লাম।

একটা সময় এমন ছিল যখন ইন্টারনেট কাকে বলে বুঝতাম না কিন্তু ব্লগের ব্যপারে মানুষের মুখে মুখে শোনতাম। তখন খুব ছোট ছিলাম। বলা যায় ব্লগের ব্যপারে তখন থেকেই ইন্টারেস্টেড ছিলাম। আমি ব্লগে আসছি কিছুদিন হল, কিন্তু এই কিছুদিনে যা বুঝলাম ব্লগিং আর আগের মত নেই। সামু কর্তৃপক্ষের উচিত নতুন নতুন ব্লগারদেরকে ব্লগিং করতে উৎসাহিত করা এর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে সিনিয়র ব্লগারদের সাথে সরাসরি আলোচনা করা দরকার।

ব্লগের পরিবেশ খুব অমায়িক হওয়া উচিত। আমি সবসময় গঠনমূলক সমালোচনা করতে ভালবাসি। আমি এই পর্যন্ত যত মন্তব্য করেছি কোনটাতেই শুধুমাত্র, ভালো লেখেছেন, ভালো লাগলো এই ধরণের মন্তব্য করিনি। এখন কথা হল আমার করা গঠনমূলক সমালোচনা করাটাকে কেউ যদি হেয়প্রতিপন্ন করতেছি এমনটা ভেবে নেন তাহলে এর জন্য ওনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোন উপায় নেই। একজনের লেখায় এমন সমালোচিত একটা মন্তব্য করেছিলাম, উনি জবাবে যা বলেছেন, ফেবুর মত অপশন থাকলে উনাকে ব্লক করে দিতাম। এমন দু একজনের লেখা না পরলে আহামরি কিছু হয়ে যাবেনা!

সর্বশেষ এটাই বলিঃ প্রার্থনা করি যাতে ব্লগিং তার আগের অবস্থানে ফিরে যাক।

ব্লগে আমি নতুন। এখনো প্রথম পাতায় লেখার সুযোগ পাইনি। যদি আমার ব্লগে এসে দু একটা লেখা পড়ে মন্তব্য করে যান খুব কৃতার্থ থাকতাম।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ! আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি না। আসলে সামু কর্তৃপক্ষের উচিত নতুনদেরকে আরও তাড়াতাড়ি প্রথম পাতায় সুযোগ দেয়া। আপনি ভালো ভালো পোস্ট দিন আর সবার পোস্টে মন্তব্য করতে থাকুন। আশা করা খুব তাড়াতাড়ি প্রথম পাতায় অ্যাকসেস পেয়ে যাবেন! আপনার জন্য শুভকামনা রইল!

৬৭| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আচ্ছা, য‌দি এমন হয় যে প্রথম আ‌লো ব্ল‌গের ম‌তো আমা‌দের ব্লগটাও য‌দি বন্ধ হ‌য়ে যায়! আ‌মি এটা নি‌য়ে বেশী চি‌ন্তিত। ব্লগ ছে‌ড়ে যারা চ‌লে যায় তারা কেন যায় বুঝ‌তে পা‌রি না। এই ফোরাম‌টি সবার । কেউ যেন চ‌লে না যান। সবাই মুক্ত বু‌দ্ধির চর্চা কর‌তে আসুন এখা‌নেই থা‌কি।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার এই মন্তব্যটা কেমন করে যেন চোখ এড়িয়ে গিয়েছিল। আজ বিলি ভাইয়ের মন্তব্যের নোটিফিকেশন পেয়ে ঢুকে দেখি আপনার মন্তব্যটা অনেক পুরনো। প্রতিউত্তর করতে পারিনি বলে ক্ষমাপ্রার্থী। আশা করি কিছু মনে করবেন না!

আমিও বেশ অনেকদিন মিসিং এর লিস্টে ছিলাম তাই নিজেই লজ্জিত! আশা করি আবার নিয়মিত হতে পারব! দোয়া করবেন। শুভকামনা রইল!

৬৮| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: এতো রীতিমতো লঙ্কাকান্ড মেয়াবাই!!!!!


:)

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জ্বী মেয়াবাই! আপনাকে অভিমান ভেঙে ফিরে আসতে দেখে যারপরনাই আনন্দ লাগছে! আশা করি আর অভিমান করবেন না! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.