নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

ক্ষতগুলো স্মৃতি হয়ে থাক

২৫ শে মে, ২০১৮ রাত ৮:২৪

গলার একটু নিচে বাঁ দিকে কিছুটা গভীরে,
জমা আছে অগণিত উপলব্ধি স্তরে স্তরে;
সেথায় খুঁড়ে দেখার জন্য কৃত্রিম হাসিমুখ আছে কারো....

কুহকের ডাকা প্রণয়ের আহবানে চমক আর নেই,
সেখানে জমা স্মৃতিগুলোয় ক্ষুরধার সুতীক্ষ্ণ ফলার
শত শত খোঁচা আছে; চাইলে আরও দিতে পারো।

কখনও তো ক্ষরণ হয়ে ঝরনা হয়ে যায় খরস্রোতা,
তোমাদের ভেতরের ঝরনায় স্বচ্ছ জল নেই, আছে
ঘোলাটে কাদার মত মেটে রঙের ঘূর্ণাবর্ত; আছে পাঁক...

ধীরে ধীরে টেনে নাও তাতে বুকের ছ’ইঞ্চি গভীরে থাকা
নিষ্কলুষ আবেগ, জমে থাকা কবিতার উষ্ণ উপাদান;
সে টানে বিলীন হোক সব চাওয়া, ক্ষতগুলো স্মৃতি হয়ে থাক।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় যে চিত্রকল্প এঁকেছেন তা আমাকে আপ্লুত করেছে।
ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কথাগুলো আমাকেও আপ্লুত করল! প্রশংসার জন্য ধন্যবাদ নিন। আপনার জন্য শুভকামনা।

২| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: দশে সাত দিলাম। ভালো হয়েছে।

২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভাই! সাতের জায়গায় শূন্য দিলেও সমস্যা ছিল না। পড়েছেন এবং মন্তব্য করেছেন এটাই যথেষ্ট। ভালো থাকুন।

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন:
কবিতার প্রকাশভঙ্গী প্রশংসার দাবী রাখে।
ভাল লেগেছে খুব।
প্লাস++++

২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার ব্লগবাড়িতে স্বাগতম! আপনার আগমনে প্রীত হলাম! আপনার প্রশংসা অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করলাম। পড়ে লাইক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ! আপনার জন্য অফুরান শুভকামনা! ভালো থাকুন সবসময়।

৪| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৯

মিথী_মারজান বলেছেন: ওয়াও!!!
কি দারুন একটা কবিতা লিখেছেন মাননীয় সম্রাট!
প্রতিটা স্মৃতিই আসলে একেকটা ক্ষত।
যত গভীর কষ্ট, ঠিক তত গভীর ক্ষত।
পরপর কয়েকবার পড়লাম।
চমৎকার লাগলো!:)

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাননীয় চন্দ্রমোহিয়ান ও পুষ্পমোহিয়ান! আপনার প্রশংসাটা কি সীমা কিঞ্চিৎ অতিক্রম করে গেল? :)
খুব সুন্দর করে প্রশংসায় ভাসিয়েছেন! আসলে তেমন কোন কবিতা হয়নি এটা। মনের এলোমেলো অবস্থায় কিছু লিখছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। কয়েকবার পড়েছেন জেনে ভালো লাগল। আপনার লেখার হাত এরচেয়ে অনেক অনেক ভালো!
আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ধন্যবাদান্তে শেষ করছি। ভালো থাকুন সবসময়।

৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২১

নীহার দত্ত বলেছেন:

চমৎকার কবিতা

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি মন্তব্যটাও করেছেন খুবই চমৎকারভাবে! আপনার ভালোলাগায় প্রীত হলাম। ভালো থাকুন।

৬| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:২০

জাহিদ অনিক বলেছেন:

কবিতা খুব খুব ভালো লাগলো মিঃ বেস্ট !

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি ভাই অনেক ভালো কবিতা লিখেন! আপনারগুলো তো একেকটা দ্য মাস্টারপিস! মন্তব্য পেয়ে খুব ভালো লাগল ভাই! শুভকামনা সবসময়।

৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১:৪১

অলিভিয়া আভা বলেছেন: গলার একটু নিচে বাঁ দিকে কিছুটা গভীরে,
জমা আছে অগণিত উপলব্ধি স্তরে স্তরে;
প্রথম দুই লাইনেই কবিতা তার পাঠক পেয়ে যাবে। আমাদের আবেগ চলে আসলে আমাদের গলা তথা কণ্ঠনালী ভারী হয়ে আসে। সেই কথাটাই কি শুরুর দুই লাইনে বুঝিয়েছেন ?
পুরো কবিতাটাই বেশ সুন্দর।

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হচ্ছে ব্লগে আপনি নতুন! আপনার কমেন্ট পড়ে বোঝা গেল আপনি ব্লগে খুব তাড়াতাড়ি সবার নজর কাড়তে সক্ষম হবেন। খুব সুন্দর করে কমেন্ট করেছেন! আপনার জন্য শুভকামনা রইল। হ্যাপি ব্লগিং!

৮| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কতিার জবাব নাই


দারুণ লিখছেন ।।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কবিতারও জবাব নাই ভাই। কেমন আছেন?

৯| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি


আপনি ???

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আলহামদুলিল্লাহ! আমিও ভালো আছি।

১০| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো ;)



শুভ সকাল ।।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ অপরাহ্ন! :) আপনিও ভালো থাকুন।

১১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাট ভাই!!:)
ভালো আছেন?

আপনাকে পাওয়া যাচ্ছে না কেন?
সব ঠিক আছে তো??:(

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আলহামদুলিল্লাহ্! খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো? একটু অনিয়মিত হলেও মাঝেমধ্যেই কিন্তু ঢুঁ মেরে যাচ্ছি। আশা করি এখন থেকে আবার নিয়মিত হব! খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ! ভালো থাকবেন।

১২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!

কি খবরর!!!!!

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খবর ভালো আপু! তোমাদের ছেড়ে কি বেশিদিন দূরে থাকা যায়? আবার ফিরে আসছি। খুব খুশি হলাম ছোট ভাইটাকে মনে রেখেছ দেখে। মেনি মেনি থ্যাংকস্! ভালো থাকো সবসময়।

১৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫২

জোকস বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জোকস্ কিন্তু আমার খুবই প্রিয়! আপনার কাছ থেকে আশা করি ভালো ভালো জোকস্ উপহার পাবো?
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ নিন!

১৪| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,




আমাদের চারিধারে কতো যে জটিলতা ! ঘোলাটে জলে কাদার মতো তা চক্রাকারে ঘুরপাক খেয়ে যায় । এখানে ঝর্ণা জলের স্বচ্ছতা নেই , জলের ভেতর ফুটে থাকে শুধু কৃত্রিম মুখের হাসি । কেবল বুকের ছ'ইঞ্চি গভীরে সেই জটিলতার যেটুকু স্মৃতি জমা হয় তাই-ই নিখাদ । সেটুকুই গলার একটু নীচে বা'ধারে কষ্টের সুর তোলে ........................

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলেছেন: খুব সুন্দর করে মন্তব্য করেছেন জী এস ভাই! আপনার মন্তব্যগুলো একেকটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মত! খুব খুশি হলাম! আপনার জন্য শুভকামনা সবসময়! অনেক ভালো থাকুন!

১৫| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:২৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, স্বচ্ছ ঝরনার মতই যেন বয়ে গেলো! + +

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ খায়রুল ভাই! আপনার প্রশংসা পাওয়া মানে অনেক পাওয়া! ভালো থাকুন। শুভকামনা!

১৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:১১

উদাস মাঝি বলেছেন: আপনার কবিতা প্রথম পড়লাম । ভাল লিখেন আপনি ।
ভাল লেগেছে ।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ! আশা করি অন্যগুলোও আপনার কাছে ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা!

১৭| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধীরে ধীরে টেনে নাও তাতে বুকের ছ’ইঞ্চি গভীরে থাকা
নিষ্কলুষ আবেগ, জমে থাকা কবিতার উষ্ণ উপাদান;
সে টানে বিলীন হোক সব চাওয়া, ক্ষতগুলো স্মৃতি হয়ে থাক।


আহা !! চমৎকার লেগেছে মিঃবেস্ট।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্যবাদ আপু! আশা করি ভালো আছেন?

১৮| ০৭ ই জুন, ২০১৮ রাত ২:০০

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি!!
বেশ একটা রমজান কাটছে,আপনি ও আশা করি ভালো আছেন!!

শুভ কামনা।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি ভালোই আছি আপু! বেশ একটা রমজান কাটছে শুনে ভালো লাগল। কামনা করি জীবনের সবটা সময়ই ভালো কাটুক!

১৯| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর লিখেছেন ।

২৬ শে জুন, ২০১৮ ভোর ৫:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! শুভকামনা জানবেন।

২০| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার!

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে ভাই! আপনি কোথায় ছিলেন এতদিন? এত লম্বা সময় অনুপস্থিতি খুবই আশ্চর্যজনক আর একটু উৎকন্ঠার ছিল। যাক, ফিরে এসেছেন দেখে ভালো লাগছে। আশা করি নিয়মিত হবেন? শুভকামনা জানবেন!

২১| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও দুর্দান্ত
ঝর্নার জলের মত রিনিঝিনি ।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ ভাই। আপনার কবিতাগুলোও দুর্দান্ত হয়। সময় পেলে অবশ্যই পড়ার চেষ্টা করি।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.