নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

"ব্যবহারে বংশের পরিচয়", ইহা এখন ভুল প্রবাদ

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩০



গত ২ সপ্তাহের মাঝে, ব্লগে একটি ভুল প্রবাদ, "ব্যবহারে বংশের পরিচয়" আমার চোখে পড়েছে বেশ কয়েকবার; ইহা যদি বাসের ভেতরে, কিংবা রিক্সার পেছনে লেখা থাকে, উহা চলে; কিন্তু ব্লগারদের মুখে ইহা সাজে না। যথাসম্ভব, বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের সময় এই ধরণের ভুল প্রবাদের প্রসার ঘটেছে।

এই ভুল প্রবাদের শুদ্ধ ভার্সন হবে, "ব্যবহারে শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির পরিচয়"। বাসে একটি দুস্হ, বয়স্কা মহিলাকে যদি কোন তরুণ ছাত্র সীট ছেড়ে দেয়, আমরা জানবো না, ছেলেটি কি নবাব সিরাজ উদদৌলা কিংবা বারোভুঁইয়া বংশের কেহ, নাকি ফেনীর হাজারী বংশের, নাকি নারায়নগন্জের শামীম ওসমানদের বংশর কেহ একজন; কিন্তু বুঝা যাবে, ছেলেটা শিক্ষত, জ্ঞানী, সংস্কৃতিমনা।

রাস্তায় যদি কেহ আপনার সাথে ঝগড়া লাগে, কিংবা ব্লগে যদি ব্লগার চাঁদগাজী আপনার কবিতাকে গার্বেজ বলে, আপনি এক মহুর্তে ঝগড়াকারীর বংশ, কিংবা ব্লগার চাঁদগাজীর বংশ পরিচয় বের করে ফেলতে পারবেন না, এগুলো গুগলে নেই; গুগলে সাকা চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী সম্পর্কে হয়তো কিছু তথ্য পাবেন, এমন কি জয়নাল হাজারী ও হাজারী বংশ সম্পর্কে কিছু পেতে পারেন।

জয়নাল হাজারীকে যারা সামনাসামনি দেখেছে, তারা মনে করেছে যে, পুরো জাপানে এমন ভদ্রলোক খুব একটা বেশী নেই; মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত চট্টগ্রামের লোকজন জানতো যে, ফজলুল কাদের সাহেব হলেন আসল চৌধুরী; কিন্তু যুদ্ধে উনার আসল পরিচয় পাওয়া গেছে: উনার লেখাপড়া কম ছিলো, জ্ঞানও বেশী ছিলো না, সংস্কৃতির দিক থেকে একটা দিক হলো, উনি বাংলার চেয়ে উর্দুতে কথা বলতে, কিংবা চিটাগাইংগা ভাষায় গালি দিতে বেশী পছন্দ করতেন।

বাংলায় ও ভারতের ধনীদের অনেক উপাধী দিয়েছে বৃটিশ কলোনিয়েল সরকার; সেখান থেকে বাংলা অন্চলে বংশ পরিচয় বেশ চালু হয়েছে। বৃটিশ যাদের জমিদারী দিয়েছে, বড় চাকুরী দিয়েছে, তাদেরকে উপাধী দিয়েছে, খেতাব দিয়েছে; সেখান থেকে কিছু বংশের সৃষ্টি হয়েছে; বাকী বাংগালীরা এক বংশের লোকজন, "বাংগালী"; চৌধুরী, মির্জা, ভুঁইয়া, সৈয়দ, এদের সব মিলে শতকরা হার মাত্র ২ থেকে ৩ ভাগ হতে পারে, বাকীরা বাংগালী, মেজোরিটি বাংগালী। এই মেজোরিটির সদস্যদের কোন বংশ পরিচয়ে একের থেকে অন্যজনকে আলাদা করবো?

আপনারা যারা শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানে আস্হা রাখেন, তারা মানুষের ব্যবহার, আচরণকে এগুলোর আলোকে ডিফাইন করতে সমর্থ হবেন, বংশ পরিচয়ে নয়। বংশ পরিচয়ে সহজ হবে গোলাপ ও ধুতরা ফুলের বেলায়, ধুতরার গন্ধ নিলে প্রান যেতে পারে; মানুষের বেলায় বংশ কোন সঠিক তথ্য দিতে পারবে না, মানুষ গোলাপ ও ধুতরার মতো কিছু নয়।


মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪১

কলাবাগান১ বলেছেন:

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৩

সোনাগাজী বলেছেন:



এই ভুল প্রবাদ আমাদের শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতিকে অবমুল্যায়ন করছে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: সংক্ষেপে অনেক সুন্দর একটা নিবন্ধ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৭

সোনাগাজী বলেছেন:




আমাদের অনেক ভাবনাই ভুলে ভর্তি।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৯

সোবুজ বলেছেন: আলোচনায় যথেষ্ট যুক্তি আছে।তাইতো প্রবাদ আছে,’জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’।জন্মের ব্যপারে তার কোন হাত নেই।তার পরিচয় তার কর্মে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে যাদের বংশ বড়, তারা বেশী ভয়ংকর: হাজারীদের নাম শুনলে অনেকে প্যান্টে পেশাব করে দেয়, ফজলুল কাদের চৌধী বংশেরও ঐ অবস্হা। আরকটা বড় বংশের জন্ম হয়েছে , উহার নাম "বসুন্ধরা গ্রুপ"; ইহার মালিক নিউইয়র্ক শহরে ১ রাতে ২০ হাজার ডলারের সুইটে থাকে।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাশ বা বাশের তৈরি দ্রব্যাদি ব্যবহারের পরেই আপনি বুঝবেন বাশটি কেমন, কোন জাতের,কোন বংশের। এজন্যই বলা হয় ব্যবহারে বংশের পরিচয়

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



বাঁশ, গোলাপ, ধুতরার বেলায় বংশ পরিচয় ভালো কাজ করে; কারণ, উহারা স্কুলে যায় না। সোনাগাজির চৌধুরী বাড়িতে বিয়ে করেছেন?

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২

নাহল তরকারি বলেছেন: ভালো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:



আপনি একটি ছোট কোম্পানীতে কইছুদিন বিনা বেতনে "ভলনটিয়ার" হিসেবে কাজ করার চেষ্টা করেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৪

নাহল তরকারি বলেছেন: আমি একটি কনট্রাকশন কম্পনি তে সহকারী সুপারভাইজার হিসেবে কর্মর্ত ছিলাম। প্রজেক্ট শেষ। তাই এসে পড়েছি। তবে আমি বিসিএস এর জন্য ট্রাইকরছি। ১ম শ্রেনী চাকরি না হলেও কেরানী পদে তো চাকরি তো পামু? আমাদের গ্রামে আমেরিকার প্রেন্সিডেন্ট হওয়া থেকে সরকারি কেরনী হবার দাম বেশী।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনি কনষ্ট্রাকশন পারলে আপনার চাকুরী হবে। বিসিএস প্রেপারেশনের সময়, কোথায় সপ্তাহে ১৫/২০ ঘন্টা ম্যানুফেকচারিং ভলনটিয়ার হোন।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

ইমরোজ৭৫ বলেছেন: জমিদারের লোকজন তো অত্যাচারী ছিলেন। যে অত্যাচার করে, ৫ টাকার জন্য যে রিক্সাওয়ালা, বাস ওয়ালার সাথে তর্ক বিতর্ক করে তারা জমিদারের বংশধর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



অনেক জমিদারদের বংশধর পড়ালেখার সুযোগ পায়নি।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০২

জুল ভার্ন বলেছেন: আভিজাত্য/ নীলরক্ত জেনারেশনকে করে অভিশপ্ত।
জেনারেশনেও যে থাকে নীল রক্ত একথা বেমালুম ভুলে যায়, যে দাহনে ভেসে যায় নীলরক্তের আভিজাত্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



আমরা দরিদ্র জাতি ছিলাম অনেক শতক ধরে, লেখাপড়া ছিলো না; আগে যারা লেখাপড়া জানতেন, তাদের বড় অংশ বাকীদের সব সুযোগ কেড়ে নিতেন, এই হলো আমাদের আভিজাত্য।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যবহার থেকে বংশ যাচাই করবে ৫-১০ ভাগ মানুষ,যারা বংশ নিয়ে সমাজে বড় হচ্ছে; সাধারণ মানুষ সেই বংশীয় ব্যবহার থেকে অনেক দূরেই থাকে।

ভূল ধারণা মানুষের মগজ থেকে কেন সহজে দূর হয় না?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:


কিছু কিছু লোকজন এখনো বংশের কথা বলেন, কিন্তু শিক্ষা ও জ্ঞান না থাকলে মানুষের আচরণ ভালো হবে না।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু ব্লগার নিজের পোস্টের সাথে সহমত না জানালে গোস্বা করছে ইদানীং।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



ওগুলো ক্যচাল স্পেশালিষ্ট।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছবি হিসাবে বাঁশের ছবি দিলে ভাল হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:



বাঁশ ছিলো বাংগালীর ঘরের মুল অংশ, উহা আমাদের অর্থনীতির সাথে জড়িত; ভালুক হচ্ছে শক্তির প্রতীক।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তিন পুরুষে একটি বংশ তৈরী হয় বলে শুনেছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



সম্ভব।

আমাদের একটা শক্তিশালী শেখ বংশ আছে!

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালুক দেখতে সুন্দর নয়। আর বার বার একই ছবি বে-মানান। মানুষ আপনার ব্লগ দেখতে আসলে একই ছবি বার বার দেখে বিরক্ত হতে পারে। এখন তো গুগুল চার্স দিলেই হরেক রকম ছবি পাওয়া যায়। তাহলে একই ছবি বার বার দিতে হবে কেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:



একই ছবি দিলে ব্লগারেরা বুঝতে পারেন, ইহা কার পোষ্ট!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগাররা নাম দেখেই বেশ বুঝতে পারে। এর জন্য একই ছবি বার বার দেওয়ার প্রয়োজন নেই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

ফরেইনার আতিথেওতায় বাঙালী উপরের দিকে থাকতে পারে সম্ভবত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



শিক্ষিত বাংগালীরা বিদেশে মোটামুটি ভালোই করছে, দেশের ভেতরের অবস্হা আমি জানি না; তবে, লন্ডনের বাংগালীদের নিয়ে সমস্যা আছে, ইংরেজরা এদের খুব একটা পছন্দ করে না।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৪

সাসুম বলেছেন: একমাত্র ৪ নাম্বার কমেন্টের ব্লগার গিয়াস লিটন এর উত্তর সঠিক।

আদি কালে বাশের ইউজ বেশি হয়, কোন ধরনের বাশ মুলি বাশ, না ঢোলা বাশ না বাংলা বাশ- এর উপর নির্ভর করে দাম নির্ভর করত সেই বাশের প্রোডাক্ট এর। এখান থেকেই উঠে আসে এই প্রবাদ- যার মানে হল অনেক দিন ধরে ইউজ করার পর বুঝা যাবে কোন ধরনের বাশ দিয়ে তৈরি করা হয়েছে এই মাল।


এটাকে বাংগাল অশিক্ষিত সমাজ পিপল পারস্পেক্টিভে ইউজ করে।। আর ব্রিটিশ রা যেহেতু সমাজের উচু বংশকে পাত্তা দিয়ে স্টাব্লিশ্ করার একটা নকশা করেছিল, সেখান থেকেই বংশ মানে পূর্ব পুরুষ দের ইতিহাস কে পাত্তা দেয়া শুরু হল। আর কেউ যখন শিক্ষিত ও সভ্য হত তখন তার বিহেভ ও ভাল হত। তখন দুইয়ে দুইয়ে মিলিয়ে বলা হত- বিহেভ দেখেই বংশ পরিচয় চেনা যায়। এটা একটা ব্রিটিশ দের রেসিজম ভিত্তিক আলাপন ছিল

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



এখন এই প্রবাদকে বুঝার সময় হয়েছে, ব্লগারেরা যেন ইহাকে সঠিক অর্থ ব্যবহার করতে পারেন, সেটার জন্য আমি উহার অর্থ কিছুটা আধুনিক করার চেষ্টা করেছি।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: জয়নাল হাজারিকে আপনি সামনাসামনি দেখেছেন কখনো। আমার মনে হয় দেখেননি

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



না, আমি দেখনি; আমার বড় ভাই ফেনী কলেজে পড়েছেন ১৯৭০ সালে, উনি ঐ বাড়ীর সবাইকে চিনতেন।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টের কথামালা যৌক্তিক ।
ব্যবহারে প্রথমেই শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির
পরিচয়টিই ফুটে উঠে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৫৮

সোনাগাজী বলেছেন:



আমরা বাংগালী, একই জাতি, একই বংশ; আচরণকে ভালোর দিকে নিচ্ছে আমাদের শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতি

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০০

বঙ্গদুলাল বলেছেন: অবশ্যই বংশের চেয়ে শিক্ষা অগ্রাধিকার পাবে। তবে জিনগত কিছু ব্যাপার থাকে (বাঙালি একই সংস্কৃতির মিশ্র জাতি। আফ্রিকান আর স্ক্যাকেন্ডেনেভিয়ানদের পার্থক্য শিক্ষা, সংস্কৃতিতে?সংস্কৃতি বলতে প্রথা বুঝিয়েছেন আপনি?(সংস্কৃতি অধিকাংশ সময় ভালো অর্থ ইঙ্গিত করে)

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৮

সোনাগাজী বলেছেন:


আমরা একটা পেছনে-পড়া জাতি, আমাদের জাতির মানুষের মাঝে কোন একটা গোষ্ঠী খুব একটা অগ্রগামী হওয়ার কথা নয়; বরং যারা ভালো অবস্হায় ছিলো, তারা অন্যদের সব সুযোগ দখল করে বসে আছে। শিক্ষাই মানুষের আচরণ বদলায়।

সংস্কৃতি হলো শিক্সিত আচরণ।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: একজন নটরডেম থেকে পড়ছে, অন্য জন মফস্বলের একটা অখ্যাত স্কুল থেকে পড়ছে; এখানে কার ভালো করার সম্ভাবনা বেশি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



সাধারণ নিয়মে, নটরডেমে ভালো শিক্ষক ও শিক্ষার পরিবেশের কারণে নটরডেমের ছাত্রের ভালো করার কথা; তবে, বংশ মানে নটরডেম নয়, বড় বড় বংশগুলো মোটামুটি মানুষের জন্য ভালো করে না, ফেনীর হাজারীরা, নারায়ন গন্জের ওসমানেরা, ফজলুল কাদের চৌধুরীর বংশ, বসুন্ধরা, আলম ব্রাদাস'এর বংশরা মানুষের জন্য যমের মতো।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যবহারে বংশের বংশের পরিচয় বলতে শুধু ভালো বংশ থেকে ওঠে এসেছেন বোঝায় না, ওটা রূপক। আপনার আচার--আচরণ, শিক্ষা ও সংস্কৃতিকেও বোঝায়। ব্যবহার ভালো হলে নিচু বংশ থেকে ওঠে এলেও লোকজন ভালো বলবে তখন। এখন ভালো বংশ থেকে ওঠে এলেও আচরণ যদি খারাপ হয় লোকে চামারই বলবে। এই চামার বলতে কিন্তু জুতোর কাজ করা লোক বোঝাবে না। আবার এটাও বুঝতে হবে বাপ-মা ভালো হলে সন্তান ভালো হবে, যদিও ব্যতিক্রম আছে। কিন্তু সেটা তো উদাহরণ নয়। বাপ-মা খারাপ হলেও সন্তান ভালো হওয়ার নজিরও আছে। যেটাকে গোবরে পদ্মফুল বলে। এটাও ব্যতিক্রম।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:





আপনার পৃথিবীটাই রূপক, একটু মাটি পা রাখেন, রূপক ছেড়ে বাস্তবে আসেন।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

নতুন বলেছেন: গত ২ সপ্তাহের মাঝে, ব্লগে একটি ভুল প্রবাদ, "ব্যবহারে বংশের পরিচয়" আমার চোখে পড়েছে বেশ কয়েকবার; ইহা যদি বাসের ভেতরে, কিংবা রিক্সার পেছনে লেখা থাকে, উহা চলে; কিন্তু ব্লগারদের মুখে ইহা সাজে না। যথাসম্ভব, বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের সময় এই ধরণের ভুল প্রবাদের প্রসার ঘটেছে।

:|

প্রবাদ বাক্যের অর্থ যদি আপনি না বোঝেন তবে তো আপনাকে বোঝানো কস্টকর।

আপনার ব্লগের নাম সোনাগাজীর সাথে সামুব্লগ বা আপনার আসল নামের কোন সম্র্পক আছে বলে মনে হয় না। কিন্তু এটা আপনি ব্যবহার করছেন। আবার সোনা + গাজী দুইটা মিলে যে শব্দ সোনাগাজী সেটা কি অর্থ আসে? ঐ এলাকাতে সোনার খনি নাই, ঐ এলকারা মানুষ কি সবাই গাজী কিনা সেটাও ভেবে দেখার মতন.....

এমন প্যাচাল পাড়লে ব্লগের পেজ ভরে প্যাচাল লিখা যাবে।

"ব্যবহারে বংশের পরিচয়", ইহা এখন ভুল প্রবাদ

আগের দিনে ধনী হলে মানুষ বংশের নাম বানিয়ে পরিচয় নিয়ে গর্ব করতো। তখন আরেকটা জিনিস হতো সেটা হলো ধনী বংশের মানুষ তাদের মেয়ে,ছেলেদের শিক্ষা দিতো। সন্ত্রাসী বংশের ছেলেরা সন্ত্রাসী হতো....

সেই রকমের ধারনা থেকে এই কথা এসেছে। প্রবাদ কখনোই আক্ষরিক অর্থ বোঝায় না, আর এর ভাবঅর্থ বাঙ্গালীরা খুবই ভালো জানে।

জাতের মেয়ে কালোও ভালো <<< শিক্ষিত, সুস্থ, সচেতন, কভিড-১৯ ভ্যাকসিনেটেড মেয়ে কালোও ভালো.... এমন বানালে শুনতেও ভালো শোনা যায় না।

কিছু জিনিস খুলে বলতে হয় না মানুষ সবাই বোঝে..... আমাদের প্রবাদগুলি তেমনই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



বংশ নিয়ে প্রবাদ গঠনের পেছনে বংশ ছিলো ও আজো আছে। ব্লগারেদের মাঝে "শরীফ বংশের দাবীদার" আছে।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় সমস্ত বিশ্বেই বংশ ব্যাপারটা কে খুব গুরুত্ব দিয়ে দেয়া হয় ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় কেনেডি পরিবার, বুশ পরিবার, রকফেলাররা সাধারণ মানুষের অনেক ক্ষতি করেছে।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো পোস্ট।
চাষের জমি উর্বর ,চাষ পদ্ধতি ভালো,পরিচর্যা মধ্যম ,ফসল বিক্রয়ে নির্ধারণ হবে -লাভ ক্রেতার/বিক্রেতার

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:


আপনার লেখার মাথামুন্ড বুঝা আমার জন্য এখনো কষ্টকর।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

দেশী পোলা বলেছেন: আপনিই কি ফারমার? ভুমিহীন জমিদার এর সাথে রিসেন্টলি কথাবার্তা বলেছেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:




ব্লগিং'এ ১৫ বছরের অবদানের জন্য অভিনন্দন; আমি ফারমার, ভুমিহীন জমিদার এর সাথে হালে কথাবার্তা হয়নি; আজকে কল দিয়ে দেখবো। আপনি ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.