নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কথার কথা, জ্বীনপরীতে বিশ্বাসী ব্লগার, সাড়ে চুয়াত্তর প্রধানমন্ত্রীত্ব পেলে কি কি করতেন?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৩



অনেক বড় আশা নিয়ে, সাধারণ মানুষ অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন; ৫২ বছরে আশানুরুপ ভালো কিছু ঘটেনি; দেশের অবস্হা কত খারাপ হলে, বেগম জিয়ার মতো মানুষও ৩ বার প্রাইম মিনিষ্টার হতে পারেন? বেগম জিয়া থেকে আমাদের ব্লগার না'হল তরকারী অবশ্যই ভালো করতেন; তিনি পলিটিক্যাল সায়েন্সে মাষ্টার্স করেছেন।

ব্লগারেরা সমাসাময়িক বিষয়ে অনেক কিছু জানেন, সেই জানার ভিত্তিতে, কিছু ব্লগার দেশের সর্বোচ্চ পদটি পেলে, কিভাবে জাতিকে উন্নত করার চেষ্টা করতেন, সেই সব বিষয়ে আলোচনা ( ফ্যান্টাসী ) করেছেন সময়ে সময়ে। আজকে সেই ধরণের ১ টি পোষ্ট দিয়েছেন ব্লগার সাড়ে চুয়াত্তর; তিনি ২৪ পয়েন্ট ( দফা ) কার্যকরী করে জাতিকে ভালোর দিকে নেয়ার কথা বলেছেন।

যদিও ইহা ১টি আলোচনার জন্য আলোচনা, ১টা ফ্যান্টাসী; তবুও আমি উনার কাছে জানতে চাই, তিনি যেভাবে "জ্বীনপরীতে বিশ্বাস" করেন, উনাকে ১ জন আধুনিক যুগের আধুনিক মানুষ হিসেবে মেনে নিয়ে, এত বড় পদে যেতে দিবেন মানুষজন? যাহা নেই, তাহা যারা বিশ্বাস করেন, তাঁদের কি শিক্ষিত হিসেবে মেনে নেয়া যায়?

পৃথিবী চালাচ্ছেন রাজনীতিবিদরা; রাজনীতি কঠিন সাবজেক্ট: ইহাতে আছে, পলিটিক্যাল সায়েন্স, সোস্যালষটাডি, ইকোনমি, পলিট ইকোনমি, লজিক, ইতিহাস, অংক, সায়েন্স, টেকনোলোজী, ফিলোসফি! এর মাঝে কি জ্বীনপরীর কোন কিসসা কাহিনীর যায়গা আছে?

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:১০

বাকপ্রবাস বলেছেন: ও‌দের দোষ কী, আমারাই‌তো ধ‌রে এ‌নে ও‌দের‌কে রাজনী‌তি‌তে এ‌নে‌ছি, দেশ চালা‌নোর হিম্মত নাই ব‌লেই ও‌দের ধ‌রে এ‌নে ক্ষমতায় ব‌সি‌য়ে‌ছি, মু‌খে ব‌লি গণতন্ত্র, লালন ক‌রি পা‌রিবা‌রিক রাজতন্ত্র

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে পারিবারিকতন্ত্র কার সময়ে চালু হয়েছিলো?

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে অ্যামেরিকার অনেক বিখ্যাত প্রেসিডেন্ট ভুত প্রেতে বিশ্বাস করতেন। আমি নীচে বিস্তারিত দিলাম ইন্টারনেট থেকে। সময় পেলে এই ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে কালকে। আপাতত এটা পড়েন। Is the White House haunted? A history of spooked presidents, prime ministers and pets.

https://www.washingtonpost.com/news/retropolis/wp/2017/10/30/is-the-white-house-haunted-a-history-of-spooked-presidents-prime-ministers-and-pets/

এছাড়া কোরা থেকে একজনের মন্তব্য তুলে দিলাম যারা বলছেন যে অ্যামেরিকার কয়েকজন রাষ্ট্রপতি জীন ভুতে, জ্যোতিষ শাস্ত্রে, সাইকিক পাওয়ার ইত্যাদি বিশ্বাস করতেন।

It’s well-known that Ronald Reagan and his wife Nancy frequently consulted the astrologist Joan Quigley during his two terms as president.

During the wartime presidency of Abraham Lincoln, the White House held quite a few séances organized by First Lady Mary Todd Lincoln. While Abraham was skeptical about these gatherings, he indulged his wife’s interest.

There is a story that one of the mediums who held a séance at the White House did attempt to warn the president of his coming assassination. A popular spiritualist was Charles Cholchester who had struck up a friendship with the well-known actor John Wilkes Booth during his stay at the National Hotel. It is believed that Colchester attempted to warn the president of Booth’s plan, but after being exposed at as a charlatan at one of his White House séances, his warning was ignored.

Jimmy Carter spoke of his own UFO sighting that occurred in 1969. He chose to remain quiet, though, on the issue of UFOs due to “defense implications.”

There’s a story out there about Carter and a psychic. During the height of the Cold War, the US intelligence community became interested in rumors of a Russian psychic spy agency and, with help from the Stanford Research Institute, decided to perform their own research and experiments on ESP. Many years after his presidency, Carter disclosed an instance when this psychic “remote viewing” was used to locate a downed plane in Africa. The woman involved in the experiment delivered the exact coordinates of the plane, astounding Carter and challenging his own reasoning.

The 14th president Franklin Pierce and his family were involved in a train accident that claimed the life of their only remaining son, sending his already depressed wife into a tailspin of grief. In her desperation, she contacted the famous spiritualists, the Fox Sisters, who conducted a séance at the White House, but it was only a temporary comfort for the mourning first lady. Pierce did all he could to help his wife overcome the loss, but to no avail. The president turned to alcohol to numb his pain, neglecting his duties as Commander-in-Chief and, after he left office, watching helplessly as his country descended into the Civil War.

Marsha England

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা খ্রিষ্টান ধর্মের অনুসারী। এদের অনেকেই ভুত এবং জীন বিশ্বাস করে তাদের ধর্মের কারণে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৬

সোনাগাজী বলেছেন:



UFO কথা টা চালু করেছিলো সিআইএ, আসলে ইহা ছিলো আমেরিকার যুদ্ধবিমান পরীক্ষাকে রূপকথা বলে চালিয়ে দেয়ার প্রচেষ্টা। আমেরিকান প্রেসিডেন্টদের নিয়ে অনেক রূপকথা ( টেবলয়েড ) চালু করেছে অনেক মানুষ; আসলে, একমাত্র ট্রাম্প ব্যতিত সব প্রেসিডেন্টের অনেক অবদান আছে।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: Click This Link

57 Percent of Americans Believe in Ghosts — and Many Think There's Paranormal Activity in Their Home

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



আমেরিকানরা ৯/১০ বিলিয়ন ডলার খরচ করে ( বছরে ২টি পদ্মাসেতু ) Halloween পালন করে, আনন্দ করে; কিন্তু ১টা ছোট বাচ্ছাও ইহাকে বিশ্বাস করে না। যদি ওরা জনাে যে, পাবলিক অফিসে যেতে কেহ ভোট চায় ও একই সা্থে জ্বীনপরীতে বিশ্বাস করে, কেহ তাকে ১টি ভোটও দেবে না।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



sb]আফসোস!

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতি এখনো অনুভব করছে না যে, আধুনিক বিশ্ব ঠিক বাংলাদেশের মত কিছু না, ওদের ভাবনাচিন্তা আলাদা


৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস!

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন:


সূরাঃ ৭২ জিন, ১ নং আয়াতের অনুবাদ-
১। বল, আমার প্রতি অহি প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে এবং বলেছে, আমরাতো এক বিস্ময়কর কোরআন শুনেছি।

# যে মুসলিম সে জিন বিশ্বাস করবেই। একটা মুসলিম দেশে কেউ কোন জিন অবিশ্বাসীকে শাসক কেন বানাবে? আফসুস

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০১

সোনাগাজী বলেছেন:



সুরাতে সব আছে, বাইবেল, তোরায় সব আছে, মন্ত্রে সবই আছে; কিন্তু সংবিধানে এসব রূপকাহিনী নেই, আছে জ্ঞানী মানুষদের কথা, মানুষের ইতিহাস।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

সোনাগাজী বলেছেন:




বাংগালীদের সংবিধান ( ড: কামাল ও কমিটি ) ৪ টি নীতিমালার ভিত্তিতে রচিত, ওখানে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়েছে।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৫

রিদওয়ান খান বলেছেন: উনি কি প্রধানমন্ত্রী হবেন সেটা বুঝিয়েছেন নাকি পরিবর্তনের জায়গাগুলো চিহ্নিত করেছেন ? আপনি তো কনটেক্সট-ই বুঝেন নি। শুধুশুধু একটা গার্বেজ পোস্ট করেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগে অনেক গার্বেজ ছাড়ি; আপনি ৭ মাসে কি অমৃত ছাড়লেন? আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ৮৫টি
মন্তব্য পেয়েছি: ২টি
ব্লগ লিখেছি: ৭ মাস ২ সপ্তাহ

**** আমি ৭ মাসে কমপক্ষে ৭০০০ মন্তব্য পেয়ে থাকি।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

নাহল তরকারি বলেছেন: আমার প্রসংশা করার জন্য ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

সোনাগাজী বলেছেন:



আপনি আমাদের জাতীয় ইউনিভার্সিটির তারকা। আপনার লেখা পড়ে আমি জাতির মগজ দেখতে পাই।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

জুন বলেছেন: একরোখা, জেদী, অবাস্তব কল্পনায় আচ্ছন্ন কমেডিয়ান জেলেনেস্কিকে সরানোর জন্য ইউক্রেনে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে আমেরিকা। বিষয়টা কি সত্য? সত্য হলে ইউক্রেনীয়রা জানে বাচবে। পাগল ছাগলের হাতে দেশের শাসন ভার গেলে কি অবস্থা হয় তার প্রমান জেলেনেস্কি। ভিক্ষা করে যুদ্ধ করতেছে বিশ্বের অন্যতম বৃহত পরাশক্তির বিরুদ্ধে। লেইখেন এই বিষয়ে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

সোনাগাজী বলেছেন:



আমি এই ধরণের কিছু শুনিনি; তবে, যুদ্ধ করে ইউক্রেনের মানুষ লাভবান হয়েছে; যারা পশ্চিমে পালাতে চেয়েছে তারা সেখানে চলে গেছে; ভেতরে সবাই শক্তিশালী রাইফেল গলায় ঝুলিয়ে ভিডিও করে।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার এলার্জি থেকে হাসি পায় । চোখ থাকিতে অন্ধ বুঝি আপনাদেরকেই বলে ।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:


আমি চোখে কম দেখি, যদি দেখতে পাই উহা প্রসেস করতে পারি। আপনি দেখার পর, উহা মগজে গেলে আপনার "ধোলাই খালের প্রসেসর" উহা প্রসেস করতে পারে না; পুরাতন ডেস্কটপ থেকে ইনটেলের ১টা প্রসেসর লাগিয়ে দেন।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভূত-প্রেত, জ্বিন-পরি বা রূপকথা অনেকেই বিশ্বাস করে। তবে শিক্ষিতদের জীবনে এগুলোর তেমন প্রভাব নেই। তারা ভালোটাই নেয়৷ব্লগে অনেকে মাদ্রাসা শিক্ষার প্রশংসা করলেও নিজেদের ছেলেমেয়েদের ঠিকই ইংলিশ মিডিয়ামে পড়ায়।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:




আগামী ১০ বছরে গ্রামের শতকরা ১০ ভাগ প্রাইমারী স্কুলে বাচ্চা থাকবে না, মাতাপিতারা বাচ্চাকে মাদ্রাসায় দিবে।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সেখানে দেশের মানুষ বেঁচে থাকার জন্য সামান্য একটা কাজ পায় না । সেখানে একজন ব্লগার যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তাহলে সেটা অত্যন্ত বেমানান একটি স্বপ্ন।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:




এগুলো ফ্যান্টাসী; মানুষ ভাবে কিভাবে জাতি ভালো থাকতে পারে।
তবে, আজকের আধুনিক বিশ্বে, শুধু আধুনিক মানুষই সঠিকভাবে দেশ চালাতে পারবে।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






ঢাকার কদমতলী থানার জাপানি বাজার এলাকার একটি ভবনে মাদ্রাসা ও ইন্টারন্যাশনাল স্কুল একই সাথে জ্ঞান-বিজ্ঞানের আলো।
ছড়াচ্ছে!

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসাও পড়ায়; তবে, তারা যে সংস্কৃতিতে মানুষকে টেনে নেয়, উহা আজকের বিশ্বের জন্য পুরোপুরি অচল।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


সুরা জ্বীন দিয়ে কেউ নামায আদায় করে না,তা নাহলে অনেক কিছুই ঘটতো।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৭

সোনাগাজী বলেছেন:



জ্বীনের রূপকথা তো সামান্য; প্রাচীন গ্রীক, রোমান ও সনাতন ধর্মের সবকিছুই রূপকথা। আরবে সাহিত্যিক কম ছিলো, না'হয় ইসলামে আরো রূপকথা যোগ হতো।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা জ্বীন ভূত বিশ্বাস করার কারনেই পিছিয়ে থাকে।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

সোনাগাজী বলেছেন:



যা নেই, সেটা মাথায় থাকা মানে, মাথায় সমস্যা আছে।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০০

জ্যাক স্মিথ বলেছেন: জীন পরীর অস্তিত্ব না থাকলেও ধর্মীয় কারণে সকল মুসলিমকেই জীন, ফেরেশতা, শয়তান ইত্যাদিতে বিশ্বাস করতে হয়, এগুলো বিশ্বাস না করলে সে আর মুসলিম থাকে না। এগুলো নিছকই ধর্মীয় ব্যাপার। রাজনীতিতে এসবের খুব একটা প্রভাব নেই।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:



এগুলোর প্রভাব আছে আমাদের জাতীয় সংস্কৃতিতে; যারা এসবে বিশ্বাস করে, তারা আধুনিক জীবন, আধুনিক বিশ্ব, ও মানুষের জীবন সম্পর্কে সঠিক ধারণা রাখে না।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১১

জ্যাক স্মিথ বলেছেন: আমার ধারণা আপনি নিজেও কোন না কো অলৌকিক প্রাণী / ক্যারেক্টারে বিশ্বাস করেন, আপনি হয়তো জ্বীন বিশ্বাস করেন না কিন্তু ফেরেশতা অথবা শয়তানে বিশ্বাস করেন আর যদি তাও নাও করেন তাহলে অন্তত আল্লাহ বিশ্বাস করেন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



সৃষ্টিকর্তা নিয়ে কোন সায়েন্টিক ধারণা, কোন মতবাদ নেই; বিশ্ব ( ইউনিভার্স ) এত অসীম যে, ইহাকে সৃষ্টি করা সম্ভব নয়; ইহা কেন আছে, কেন ছিলো, ইহা কখনো মানব মগজের পক্ষে বের করা সম্ভব নয়।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৪

জ্যাক স্মিথ বলেছেন: আসলে শিক্ষিত মানুষের ব্যক্তিগত বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস বাস্তব লাইফে খুব একটা প্রভাব পরে না, যতটা পরে মাদ্রাসার ছাত্রদের উপর।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:২৭

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় বিশ্বাস মানুষকে বিবিধ ভাগে বিভক্ত করে, বিশ্বব্যাপী ভয়ানক সমস্যার সৃষ্টি করেছে সম্পুর্ণ অহেতুকভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.