নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মিয়া শেম বলেছে, "গাজার সব মানুষই অমানুষ"

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯



নীচের ছবিটি হচ্ছে ইসরায়েলের নাগরিক, মিয়া শেমের; ৭ই অক্টোবর মিয়া শেমকে ধরে নিয়ে গিয়েছিলো হামাসের লোকজন; তাকে ৫৫ দিন পর মুক্তি দেয়া হয় ( যুদ্ধবিরতির সময় )। তাকে মোসাদের হাতে তুলে দেয়ার ১ মিনিট আগে, ১ জন হামাস সদস্য ভিডিও করে, সেই ভিডিওতে মিয়া শেম বলেছিলো যে, হামাসেরা তার প্রতি দয়ালু ছিলো, তাকে চিকিৎসা দেয়া হয়েছে, তার প্রতি কোনভাবে অন্যায় করা হয়নি।



হামাসের লোকজন তাকে ১টি মিউজিক ফেষ্টিবল থেকে ধরে নিয়ে যায়; সেই সময় তার ডান হাত ভেংগে যায়; তাকে গাজায় চিকিৎসা দেয়া হয়েছিলো, সে প্রাণে বেঁচেছিলো। ৫৫ দিন পর সে মুক্ত হয়ে ইসরায়েল যায়; এই সপ্তাহে একটি ইসরায়েলী টেলিভিশন তার ইন্টারভিউ নিয়েছে; সে সারমর্মে বলেছে যে, গাজার সব মানুষই অমানুষ।

সব মানুষই যদি অমানুষ হয়ে থাকে, এবং তাদেরকে যদি মশামাছির মত ইসরায়েলী বানিনী হত্যা করে, মিয়া শেম তাতে দু:খ পাবে? ঠিক মিয়া শেমের মতো একান্তই নিরস্ত্র, নির্দোষ ১৮/১৯ হাজার ফিলিস্তিনী নারী/শিশু ইসরায়েলের হাতে প্রাণ হারায়েছে; এদের ধরে নিয়ে যায়নি আইডিএফ।

এখন হামাসের হয়ে কাতার ও মিশর নেতানিয়াহুর সাথে যুদ্ধবিরতীর চেষ্টা করছে; সারা পৃথিবীর সাধারণ মানুষ যুদ্ধবিরতি চাচ্ছে; কিন্তু নেতানিয়াহু কিছুতেই সেই সুযোগ দিচ্ছে না; সে বলছে যুদ্ধ আরো দীর্ঘ সময় চলবে ও হামাসকে নিশ্চিহ্ন করা অবধি যুদ্ধ থামানো হবে না।

তবে মনে হচ্ছে, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, এমন কি সৌদীও ভয়ে আছে যে, এই যুদ্ধ চলতে থাকলে, গাজায় হামাস কমবে; কিন্তু নতুন হামাস, ইসলামিক জ্বিহাদ, হেজবুল্লাহ, হুতি ও শিয়া মিলিশিয়া বাহিনী বিশালভাবে বেড়ে যাবে ও এইসব আরব দেশের অবস্হা লেবাননের মতো হয়ে যাবে। তবে, ইসরায়েল চাচ্ছে, সব আরবেরা যেন লেবানন ও ইয়েমেনের মতো হয়ে যায়।

ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, সিরিয়া, ইরাক, মিশরে আরবী জংগীদের জন্য পরিবেশ ইসরায়েলই সৃষ্টি করেছে সুক্ষ্ম প্ল্যানের মাধ্যমে; ইসরায়েলীরা ভয়ংকর যড়যন্ত্রকারী জাতি, তারা ১৯৪৮ সালের যুদ্ধের পর থেকে কাজ করে যাচ্ছে যাতে সব আরবদেশ লেবানন ও ইয়েমেনের মতো হয়ে যায়।


মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

জুন বলেছেন: অমানুষের হাতে বন্দী থেকে মিয়া শেম ৫৫ দিন পর্যন্ত বাচলো কি করে এটা কোন সাংবাদিক জিজ্ঞেস করে নাই!

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:


ইনটারভিউ অনেক লম্বা, আমি সারমর্মটা নিয়েছি। এরা শক্ত জাতি, এরা টিকে থাকার মতো বুদ্ধিমান।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হামাস বন্দীদের প্রতি দয়ালু ছিল; এ কথা কি আসলেই সত্যি? না কি এদেরকে জোর করে বলানো হয়েছে? হামাস যদি এতই দয়ালু হয় ইসরায়েলে ঢুকে নিরীহ লোক মারল কেন? ওদের জেদ থাকতে পারে সেনাদের প্রতি বড়জোর।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



হামাসেরা অনেক আরবকেও হত্যা করেছে।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



২০২৪ সালটা আরো খারাপ যাবে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



শি জিনপিং, নেতানিয়াহু, মোদী, ট্রাম্প, কিম জং, পুটিন, বাইডেন, এরদেগান, জিলেনস্কি, এসব লোকজন বিশ্বের জন্য ভয়ংকর।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: আরো দীর্ঘ সময় অবধি টিকে থাকার সামর্থ এই জাতির রয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



তবে, এবার তাদের অপরাধী ও জল্লাদ মনোভাব প্রকাশিত হয়ে গেছে; ওদের ভবিষ্যত হবে ভয়ংকর।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: যে দেশে মানুষের অধিকার নেই সে অর্থে অমানুষ সবা্ই ।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



মিয়া সেটা বুঝাতে চাহেনী; তাকে যখন হামাস ধরে নিয়েছিলো, তাকে সাধারণ মানুষ চুল ধরে টেনেছে, তার উপর থু থু মেরেছে! সাধারণ ফিলিস্তিনীরা এসব করা উচিত হয়নি।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


মিয়া শেম এযুদ্ধের শেষ কোথায় দেখতে চায়?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলের ৩০ ভাগ মানুষ এখনো চায় যে, ফিলিস্তিন দেশ হোক; আরবেরাও ভালো থাকুক।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



সময়ের ব্যবধানে আরব মগজ কতটুকু কাজ করার সম্ভাবনা?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



ওরা রাজতন্ত্র ও সামন্তবাদে আটকা পড়েছে; স হসা বের হতে পারবে না।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

মিরোরডডল বলেছেন:




যেখানে হাজার হাজার নিরীহ মানুষ গাজাতে মারা গেছে, সেখানে ৫৫ দিন পর সে মুক্ত হয়ে ইসরায়েল ব্যাক করেছে, এটা থেকেই বোঝা যায় তার প্রতি কতটা সদয় হয়েছিল।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



প্রথমত: ১টি সাধারণ নারী নাগরিককে এইভাবে অপহরণ করা কি ঠিক ছিলো, ইহা কি কোনভাবে সাহায্য করেছে? সেই অপহরণই তো এই ভয়ংকর হত্যাকান্ডের দরজা খুললো

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

মিরোরডডল বলেছেন:




অপহরণ কখনোই সমর্থনযোগ্য না।
এই এক যুদ্ধে কি পরিমান মানুষ যে ভুক্তভোগী!!!

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



ধর্মই আরবদের জীবনকে বিষুয়ে তুলেছে।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ইজরায়েল আসলে চাচ্ছে কিনা সারাজীবন যুদ্ধই লেগে থাকুক। এটা তো কোন সমাধান নয়।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলের শুরুতে আরবা তাদের তাদেকে আক্রমণ করায়, তারা আরবদের শান্তিতে থাকতে দিচ্ছে না। এদিকে আরবরাও বর্তামান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলটে পারছে না।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ফিলিস্তিনের মানুষদের সাধারণ বলার সুযোগ নেই । সেখানে যুদ্ধাবস্থা বিরাজমান। ইসরাইলীরা তাদের সীমাহীন শোষণ নিপীড়ণ করছে দীর্ঘদিন ধরে। তারা মৃত্যুকে আলীঙ্গন করছে প্রতিনিয়ত। তারা যদি ভদ্র মহীলাকে কাচা খেয়েও ফেলতেন সেটাও অস্বাভাবিক হতো না। যুদ্ধের সময় মানুষ হত্যা করা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের ক্ষোভ থাকে বেশি। তারা সামরিক বাহিনীর মত আবেগ নিয়ন্ত্রণ করতে পারার কথা নয়।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১:০২

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ ক্যদি করতেই হয়, সেটার জন্য প্ল্যান করে, শক্তি সন্চয় করে, সুবিধাজনক অবস্হান থেকে করতে হয়; নিশ্চিত পরাজয় জেনে যুদ্ধ শুরু করে ইডিয়টরা।

১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

কামাল১৮ বলেছেন: তাদের বন্দী করাটাইতো বেআইনি ছিলো।তারা যুদ্ধ করতে যায় নাই যে তাদের বন্দী করতে হবে।গাজাবাসীর সমর্থন ছাড়া এটা সম্ভব ছিলো না।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

সোনাগাজী বলেছেন:



একজন গাজাবাসীও ইহুদী সিভিলিয়ানদের হত্যা ও বন্দী করার ( অন্যায়ের ) বিপক্ষে কথা বলেনি।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২৭

শ্রাবণধারা বলেছেন: প্রথমদিকের একজন হামাসের হাতে বন্দি বৃদ্ধা যিনি মুক্তি পেয়েছিলেন তিনি কিন্তু বলেছেন যে হামাস তার সাথে ভাল আচরণ করেছে।

মিয়া শেমের নিউজগুলো পড়ে আমার মনে হলো যে এগুলো খুব সম্ভব শিখিয়ে দেওয়া। কেউ অত্যাচার করলে কি আত্যাচার করা হয়েছে সেটা বলার কথা। কিন্তু সব গাজাবাসী অমানুষ একথাটা নিকৃষ্ট রেসিজম ছাড়া আর কোন অর্থই বহন করেনা।


০১ লা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:



সব মানুষ কখনো অমানুষ হয় না; কিন্তু হামাস, হেজবুল্লাহ'র মতো জংগিদের হাতে পড়ার পর, ১ জন ইহুদী মেয়ে কিভাবে বেঁচেছিলো, সে সম্ভবত: বুঝতে পারছিলো না।

এখন ফলাফল কি হলো? যেই ফিলিস্তিনী মেয়ে পা হারিয়ে বেঁচে ছিলো ( দুনিয়া ) শেষে তার প্রাণটাও গেলো।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৯৪৮ সালের যুদ্ধের পর থেকে কাজ করে যাচ্ছে যাতে
সব আরবদেশ লেবানন ও ইয়েমেনের মতো হয়ে যায়।

.............................................................................
আরবরা দুম্বা আর উট খেয়ে ও বুদ্ধিতে পারছে না
নাকি তার অস্ত্র বিদ্যা অর্জন করতে চায়না ???
ইরানের মতো বেকায়দায় পড়লে
তারাও শিখে নিবে ।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



ভবিষ্যতে শিখবে! এখন পেছনে আছে। আমরাও পেছনে আছি; তবে, আমাদের দেশটা কিন্তু "স্মার্ট"!

১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: মিয়ার বয়স অল্প। তার উপর সে প্রানে বেচে গেছে এতেই সে মহা খুশি।
আপনি কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫

সোনাগাজী বলেছেন:




আপনার পরিবারের জন্য নববর্ষের শুভেচ্ছা।
১২ বছরের ফিলিস্তিনি মেয়ে, দুনিয়া পা হারানোর পর কিছুদিন বেঁচে ছিলো, অবশেষে বোমায় তার মৃ্ত্যু হয়েছে।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

হাসান রাজু বলেছেন: মিয়া যদি একটাও পজেটিভ কথা বলে সেটা এডিট হবে, স্বাভাবিক। তার সাক্ষাৎকারে সে তিক্ত অভিজ্ঞতাই বর্ণনা করবে। এবং সেটাই হয়েছে। যুদ্ধের অভিজ্ঞতা সুন্দর হয় না। হামাস তাকে/তাদেরকে বাঁচিয়ে রেখেছে আলোচনার রাস্তা বাঁচিয়ে রাখতে। হামাসদের শক্তি থাকলে ইসরাইল শূন্য করে দিত এটা বুঝতে টিভি সাক্ষাতকার গবেষণা করতে হয় না।

এইটা নিয়া পোস্ট দেয়া সময় নষ্ট করার সামিল।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭

সোনাগাজী বলেছেন:




আরবরা সঠিক পথে নেই; ওরা সঠিক পথে থাকলে, ওরা ইসরায়েলের কাছাকাছি বা সমকক্ষ হতে পারতো।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

হাসান রাজু বলেছেন: সঠিক পথের সংজ্ঞা কি?
আরবরা আজ কাল আমেরিকা কে শাসিয়ে কথা বলতে পারে। এটা আজ থেকে ১৫-২০ বছর আগে পারত না। ২০-৩০ বছর আগে হুকুমের অপেক্ষায় থাকত। ৪০-৫০ বছর আগে সামনে গিয়ে লেজ নাড়ত ।

একজন সুস্থ মানুষ ইসরাইলের সমকক্ষ আরেকটা দেশ চাইতে পারে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



আরবরা লোক দেখানো অনেক কথা বলছে; সৌদী, জর্ডান, কাতার, কুয়েত ও আমরিরাত আমেরিকা বতিত টিকবে না।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: এই ঘোড়ার ডিমের যুদ্ধ নামের মানুষ হত্যার অবসান চাই । এদের যন্ত্রনায় আমাদের রুহু নাভিশ্বাস।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:




বিশ্বের সাধারণ মানুষ তাই চাচ্ছে, কিন্তু থামাতে পারছে না।

১৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: আরব বিশ্বকে ইসরাইল সুস্থ্য থাকতে দিবে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



আরবরা আমাদের দেশের মানুষের মতো, আমরা আরব বেদুইনদের অনেক বুদ্ধিমান হিসেবে ভেবে থাকি।

২০| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য হামাস যদি এতই দয়ালু হয় ইসরায়েলে ঢুকে নিরীহ লোক মারল কেন?

ইউরোপীয় ই্হুদী শরনার্থী যারা ফিলিস্তিনীদের বাপ দাদার জমি দখল করল তারা কিভাবে নিরীহ হয়?

১২ ঘন্টার নোটিসে এই সব নিরীহ ইসরাইলিরা রিসার্ভিস্ট যোদ্ধায় পরিনত হয় কারন তাদের সবারই অস্ত্র প্রশিক্ষন আছে।

ইসরাইলে বেসমারিক বলে আদতে কিছুই নেই্। যদি থেকে থাকে তবে তা আছে গাজা আর পশ্চিম তীরে।

আর এটা প্রথমেই স্বীকার করে নিতে হবে যে কে দখলদার আর কে দখলদারিত্বের শিকার?

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:




ইসরায়েল একাককা হয়ে গেছে, নাকি জাতিসংঘ ইহাকে স্বীকৃতি দিয়েছিলো?

২১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
হামাস সব সময় জিম্মিদের বাঁচিয়ে রেখেছে, কারন এদের একজনের বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি ফিরিয়ে আনতে পারে।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:


২০০ জনের মতো ফিলিস্তিনী ফিরিয়ে এনেছে বন্দী বিনিময় করে, নতুন করে ৪০০০ আটক হয়েছে; একা ওয়েষ্ট ব্যাংকে ৬০০ ফিলিস্তিনী নিহত হয়েছে যুদ্ধে অংশ না'নিয়েই।

২২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: হামাসের অবস্থা হবে বিএনপির মতোন।
তারা আর সোজা হয়ে দাড়াতে পারবে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:




এখন প্রটিটি ফিলিস্তিনী হামাস হওয়ার পথে

২৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মজার কোন পোস্ট লিখুন। ব্লগ পানসা পানশা লাগে। আপনাকে অপদস্ত করার জন্য আরেক খানা মাল্টি জন্ম নিছে গতকাল। ব্লগে ল্যাদাচ্ছে। ওদের নিয়ে কিছু লিখুন।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



সামু অপরাধীদের চারণভুমি হয়ে গেছে।

২৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫

জাহিদ অনিক বলেছেন: অনেক দিন বিশ্ব খবর থেকে দূরে। জাপানের ভূমিকম্প থেকে শুরু করেছি, বিশ্বের খবর নেয়ার

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:


ব্লগে আসবেন, সবকিছুর খবর সামান্য হলেও পাবেন। দেখলাম, বেশ বড় ভুমিকপ হয়েছে।

২৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: মানুষের ভাব দেখলে মনে হয় ফিলিস্তিনীদের জন্ম যেহেতু দখলদার ইসরাইলিরা দিয়েছে তাই তারা ফিলিস্তিনীদের পৃথিবীর বুক থেকে মুছে দেয়ার ক্ষমতা রাখে।

দখলদার ইসরাইলীদের ফ্রী ফ্রী গোলাবারূদ দেয়া কাল থেকে পশ্চিমারা বন্ধ করলে কার অস্তিত্ত নিয়ে কে দৌড়ায় তখন নিরপেক্ষভাবে বোঝা যাবে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:


জাতি সংঘের সদস্যরা ইসরায়েল সৃষ্টি করেছিলো; তারা ঠিক উহাকে ফেলে দিবে না; তবে, এখন সবাই বুঝতেছে যে, ইসরায়েল অন্যায় করেছে।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৯

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আমি একটা কথা বুঝি না হামাসকে অপহরনকারী বলা হচ্ছে কেনো বারেবার? হামাস ইসরাইলে গিয়ে ওদের ধরে নিয়ে এসেছে এই কারনেই কি? যদি তাই হয় তাহলে সেই সম্পর্কেও তো হামাস বলছে। হামাস বলছে বারেবার ইসরাইলি সেনা পুলিশ যখন তখন আমাদের ফিলিস্তেন থেকে যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে যায় কারাগারে রাখে। ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে ইসরাইলিরা আর ফিলিস্তিনিরা কেউ প্রতিবাদ করলেই তাকে ধরে নিয়ে যায় । এই বিষয়টি হামাসের কাছে চরম অপমানজনক। তাদের নিরীহ জনগনের স্বাধীনতা মূল্যহীন বলেই তারা সিদ্ধান্ত নেয় ইসরাঈলি নিরীহ জনগন ধরে নিয়ে এলে হামাসের কারাগারে বন্দিী করা এবং জিম্মি হিসেবে ব্যবহার করার।
হামাসের এই ঘটনাটাও অন্যায়। কিন্তু তারা অণ্যায়ের বিরুদ্ধে অন্যায় করেছে। আসলে এটা করা ছাড়া হামাসের আর কোন পথ ছিলো না।

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:




বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে, আপনাকে ধরে নিয়ে গেলে ব্যাপারটা আপনার কাছে পরিস্কার হবে।

আপনি হামাস মনে মানুষ হওয়াতে বুঝতে অসুবিধা হচ্ছে! প্রথমত: জাতিসংঘ হামাসকে গাজার প্রশাসনের জন্য স্বীকৃতি দেয়নি; কারণ, তারা জংগি হিসেবে বিশ্বের খাতায় আছে; গাজার শাসনভার ছিলো পিএলও'র হাতে; হামাস ভোটে জয়ী হয়ে, পিএলও'কে উৎখাত করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.