নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রিপাবলিকের শাসনতন্ত্র

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩



রোযার মাঝে চারুকলার ছেলেমেয়েরা গায়ে রং মেখে, আমাদের দেশের সংস্কৃতির বিপক্ষে কাজ করেছে; ইহা নিয়ে ৩/৪টি পোষ্ট এসেছে, মানুষের মনে ক্ষোভ জমেছে। অনেকে এসব উশৃংখল ছেলেমেয়েদের পক্ষেও কথা বলেছেন। ছেলেমেয়েরা দেশের আইন ভাংগেনি, মনে হয়; শুধু সংস্কৃতির বিপক্ষে গেছে।

ইহা তেহরান কিংবা কাবুল ইউনিভার্সিটিতে ঘটলে, ফলাফল হতো ভয়ংকর; ওখানকার ব্লগারেরা ইহার পক্ষে কিংবা বিপক্ষে,কলম ধরার সাহস পেতো না; কারণ, দেশের আইনই উহাকে হ্যান্ডলিং করতো; ওখানে ব্লগিং'কে সহ্য করা হয় না।

আমাদের দেশের আইন/সংবিধান এই সমস্যার সমাধান করেনি বলেই ব্লগার ঢাবিয়ান পোষ্ট দিয়ে প্রতিবাদ করেছেন; এই দেশের আইন নিয়ে ঢাবিয়ান হতাশ। ঢাবিয়ান যদি ইরানী কিংবা কাবুলী হতেন, উনি বসে বসে মিডিয়ায় দেখতেন যে, সরকারই ব্যবস্হা নিচ্ছে। সব দেশের সরকার, সব ধরণের ব্যবস্হা নিয়ে থাকে দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুসারে।

দেশের কতভাগ মানুষ ঢাবিয়ানের মতো সমাধান চান? মনে হয়, ৯০ ভাগ। ইউনিভার্সিটি পুলিশ কিংবা ইউনিভার্সিটির অথরিটি ব্যবস্হা না'নেয়ায়, দেশের ৯০ ভাগ মানুষ হতাশ হয়েছে; অবস্হা দেখে কি মনে হচ্ছে, আমাদের রিপাবলিকান সংবিধানে কি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটছে? নাকি ইহার স্হানে ইরান কিংবা আফগানিষ্তানের সংবিধান মতো কোন সংবিধান হলে ভালো হতো?


মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি বিষয়টি ভুল বুঝছেন। জঙ্গি দের কোরান পাঠের নামে হাউকাউ করার জন্য সেন্ট্রাল মসজিদ আছে। ঢাবিতে বোমাবাজি ঠেকাতে জঙ্গি গং এর বটতলায় সব কিছুই নিষিদ্ধ। কিন্তু তারা কর্তৃপক্ষের আদেশ অমান্য করে জঙ্গিবাদ কায়েমের লক্ষ্যে জমায়েত হতে চাইলে ছাত্রলীগ ধোলাই দেয়।

আর রঙ উৎসব বটতলায় নয়। অনুষ্ঠিত হয়েছে চারুকলা ক্যাম্পাসে। ছেলে মেয়েরা মজা করছে। বাচ্চা পোলাপান একটু ফান তো করবেই।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



রমযানে গায়ে রং মাখা কি আমাদের সংস্কৃতির সাথে যায়?

২| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: রমজানে তো এখন সব কিছুই হয়।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



কোন ব্যক্তি কি করছে, সেটা নিয়ে মানুষ খুব ১টা ভাবে না; কিন্তু এক গ্রুপ লোকজন যদি সংস্কৃতির বিপক্ষে কিছু করে, সেটা মানুষ স হ্য করে না।

৩| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৯

কামাল১৮ বলেছেন: প্রতি বছর চাকুকলায় হোলিখেলা অনুষ্ঠিত হয়।তাদের কাজই রং নিয়ে।এটা দোষের কিছু না।বরং আনন্দের।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



প্রতি বছর ইহা রোযার সময়ে হয়?

৪| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৪

নাহল তরকারি বলেছেন: বাংলাদেশের গ্রাম বাংলঅল ষংস্কৃতি বাদ দিয়ে, যারা ভারতীয় সংস্কৃতি নিজের মধ্যে ধারন করে, আমি তাদের ঘৃণা করি।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি ঘৃণা করলে কর্ম শেষ।

৫| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৪

বিষাদ সময় বলেছেন: আশা করি এখন ভাল আছেন।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, এখনো সুষ্হ হইনি।

৬| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩২

কামাল১৮ বলেছেন: রং খেলায় রোজার সমস্যা কি।এমন কোন হাদিস আজ পর্যন্ত পাই নাই।রোজায় মুসলিম নারীরা বিউটি পার্লালে গিয়ে সাজে।বাসায় পাউডার দিয়ে সেজেগুজে বের হয়।এটি সাদা ওটি রঙ্গিন।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



আমাদের সংস্কৃতিতে রোজা ও ঈদের সময়ের জন্য কিছু স্বাভাবিক নিয়ম চালু হয়েছে; মানুষ সেগুলোর সাথে জড়িত।

৭| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৩

নিমো বলেছেন: এদেশে এখন ধর্মের আধ্যাত্মিকতার চেয়ে আচার বড় হয়ে উঠেছে। তারচেয়ে বড় সমস্যা ভাইরাল হবার বাসনা। তাই মসজিদের বদলে বটতলায় কুরআন পড়তে মন চায়, রোজা রেখে রং মেখে নাচানাচি করতে মন চায়। এসব বলদগুলোর হাতে বাংলাদেশ কতটা নিরাপদ, এটা ভেবে আতংকিত।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



ইসলাম এখন হামাস, হেজবুল্লাহ, শিয়া মিলিশিয়া ও অন্যান্য চরমপন্হীদের হাতে আটকা পড়ে গেছে,

৮| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




অস্বীকার করার কোন উপায় নেই যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম।
যদিও দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



মাত্র ১০/১২টি দেশে ইসলাম এখন রাষ্ট্রধর্ম, বাংলাদেশের নাম সেখানে নেই।

৯| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার দিনকাল কেমন যাচ্ছে

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমার শরীর ভালো নয়।

১০| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লালমাটিয়ায় একটি পতিতালয় আছে। যেখানে রোজা রমজানের সময়েও এসকর্ট দেওয়ার নাম করে দেহ-ব্যবসা হয়।

গুলশান তো অনেক আগে থেকেই পতিতালয়ে পরিণত হয়েছে। সেখানে স্পা এর নামে দেহ ব্যবসা হয়।

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



দেহ ব্যবসা মুলত: অর্থনৈতিক কারণে হচ্ছে; যাদের সব সুযোগ বন্ধ হয়েছে, তারা এই পথে

১১| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালীরা চাইলেও কি এক্সটিম/কট্ররপন্থী হতে পারবে কোনো কিছুতে?

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, অনেক আগেই তা ঘটে গেছে।

১২| ০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বিষয়টি হচ্ছে রোজা বা কোরবানি যাই বলেন না কেন এটা কোন নির্দিষ্ট সময়ে হয় না।

আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরবি মাস কোন ঋতু মেনে চলে না ।
ফলে দেখা যায় প্রতিবছরই আরবি মাসের তারিখ এগিয়ে আসে ।
দেখা যাবে যে পহেলা বৈশাখের উৎসব গুলিও রমজান মাসে পড়ে যায় কোন সময়।
এটা উৎসব বা সংস্কৃতির কোন দোষ নয় ।

এটা হচ্ছে আরবি মাসের একটা সমস্যা।
আরবি মাস যে কোন সিজনে গিয়ে পড়তে পারে।
ঘটনাক্রমে এমনও হয়ে যেতে পারে যে দূর্গা পূজা দশমীর দিনেও মুসলমানদের ঈদ পড়ে যেতে পারে।
তখন কি করবেন ?!
দাঙ্গা বাঁধায়ে দিতে হবে!

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৪

সোনাগাজী বলেছেন:


আরব ও অনেক জাতির ক্যালেন্ডার চন্দ্রমাসে। যদি কোন উৎসব রোজার মাসে পড়ে, উহাকে অগ্রিম পালন করলেই সমস্যা থাকবে না।

১৩| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে কোরান নাজিল হয়েছে। মানে- লাউহে মাহফুজ থেকে ৪র্থ আসমানে। সেখান থেকে জিবরাইল মাঝে মাঝে নবীর কাছে আয়াত নিয়ে আসতো। এই হলো কাহিনি।
কিন্তু কথা হলো মক্কায় যেদিন বেজোড় তারিখ আমেরিকায় সেদিন জোড় তারিখ। এখন আমরা ইবাদত-বন্দেগি কি জোড় তারিখে করবো?
তাছাড়া, মক্কায় যখন দিন এখানে তখন রাত। এমন পরিস্থিতিতে করণীয়
কী?

১৪| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার মৃত্যুর ১০০ বছরের ও কম সময়ের মধ্যেই তিনি যেই নারী সমাজকে অবরোধ বাসিনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছিলেন মুক্ত এক জগতে সেই নারী সমাজ ধীরে ধীরে কোন এক অশুভ শক্তির তৎপরতায় ধীরে ধীরে নিজেদেরকে আবার কালো কাপড়ের ভিতরে আবদ্ধ করে ফেলেছে । একটা সময় আসবে হয়তো তারা অবরোধ বাসিনী রূপে আবারও অবরুদ্ধ হয়ে যাবে!

১৫| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: দেশে একসাথে অনেক কিছু ঘটছে। কোনো দিকেই তাল দিতে পারছি না। শুধু মনে হচ্ছে সামনে খারাপ সময় আসছে।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





আর খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত কর, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
-সুরা নাহল, আয়াত-৬৭

আল্লাহ স্বয়ং মদের প্রশংসা করেছেন। মদ হচ্ছে উত্তম পানীয়।


১৭| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: ধর্ম ও সংস্কৃতি পাশাপাশি পালনে যেখানে সংঘাতের সম্ভাবনা, পরিমিতিবোধ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের নিয়ামক। সেই পরিমিতি বোধটুকু আসে শিক্ষা, সামাজিক আচার ও জ্ঞানের মাধ্যমে। পরিবারের মুরুব্বি এবং সমাজপতিরাও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আপনার সুস্হতা কামনা করছি; দ্রুত আরোগ্য লাভ করুন!

০৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনার পরিবার কয়েক পুরুষ থেকে ভালো থাকায়, আপনার জন্য সবকিছু সহজ হয়েছে; এখনো কোটী পরিবার আছে, যাদের ১ জনও স্কুল শেষ করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.