নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার পর, আমলারাই আওয়ামী লীগকে হটাবে!

০৩ রা এপ্রিল, ২০২৪ ভোর ৫:৪২



***** পোষ্ট সামনের পাতায় যাচ্ছে না। ******

শেখ সাহেবের পর, আও্য়ামী লীগে কমপক্ষে ১ জন উপযুক্ত নেতা ছিলেন, তাঝউদ্দিন সাহেব; কিন্তু শেখ সাহেব নিজেই তাজউদ্দিন সাহেবকে ইন-একটিভ করে রেখেছিলেন; ফলে, জিয়া দেশ দখল করার পর, মিলিটারীকে বাধা দেয়ার জন্য কেহ ছিলো না। তাজউদ্দিন সাহেবকে ব্যতিত, মিলিটারী আওয়ামী লীগের অন্য নেতাদের নিয়ে চিন্তিত ছিলো না।

শেখের পর, মিলিটারীর লিষ্টে কার নাম ছিলো? অবশ্যই তাজউদ্দিন সাহেবের নাম ছিলো; কিন্তু দু:খের বিষয়, তাজউদ্দিন সাহেব উহা অনুধাবন করতে ব্যর্থ হন; ফলাফল, তিনি প্রাণ হারান। যদি তাজউদ্দিন সাহেব বুঝতে পারতেন যে, যারা শেখকে হত্যা করেছে, তারা অবশ্যই উনাকেও হত্যা করবে, উনি পালিয়ে গেলে বেঁচে যেতেন। তিনি বেঁচে গেলে পরিস্হিতি বদলে যেতো।

শেখ হত্যার পরেরদিন ততকালীন সব আমলা নতুন স্যুট পরে অফিসে গিয়ে মিলিটারীর জন্য অপেক্ষা করছিলো।

আজকের আমলারা শেখ হাসির দৈন্যতার সুযোগ নিচ্ছে; এরা দেশের সবাইকে চেনে; এরা জানে যে, শেখ হাসিনা পর, আওয়ামী লীগে চিল-কাউয়াও নেই; শেখ হাসিনার পর, ক্ষমতা তাদের হাতে থাকবে।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




নিদারুণ সত্য কথা এভাবে বলতে নেই।

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:




জাতি ইয়েমেনীদের মতো হয়ে যাবে।

২| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু আমলারা না। রাতারাতি অনেক আওয়ামী লীগার দল ত্যাগ করবে...

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



অবস্হা হবে ভয়ংকর, মানুষ বাস করতে পারবে না।

৩| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মওলানাকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে ১৯৭২-১৯৮২ সাল অবধি জাতীয় বিপ্লবী সরকার করা দরকার ছিল।
তাদের কাজ শেষ হবার পর ১৯৮৩ সালে ৭ই মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন দিলে দেশটা একটা পথে উঠে যেতে পারতো।

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



এরশাদ ও বেগম জিয়ার জাতীয় সরকার চালায়েছে মিলিটারী

৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমলা গুলো অত্যন্ত সুবিধাবাদী।

০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২৪

সোনাগাজী বলেছেন:


আমলারা শেখের উৎখানে ২য় শক্তি ছিলো।

৫| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: কি হবে ???? এই কথা ঘুরছে মাথার ভিতরে কদিন হল ।

০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:



অবস্হা পাকিস্তান থেকেও অনেক খারাপ হয়ে যাবে।

৬| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: জেনারেল করার পেছনে কি কারণ দর্শানো হয়েছে?

০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



জেনারেল করার নোটীশ দেননি; জেনারেল করে দিয়েছেন। উনি কিজন্য কি করেন বুঝা মুশকিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.