নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

মনোমুগ্ধকর কিছু লিফ আর্ট এবং তৈরীর পদ্ধতি (ছবিব্লগ)

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২


লিফ কারভিং আর্ট মূলত গাছের পাতাকে বিভিন্নভাবে কেটে ছবি বা ডিজাইন তৈরীর পদ্ধতি।সামহোয়ার এই প্রথম এ সংক্রান্ত একটা পোস্ট দেখে বেশ আগ্রহী হয়েছিলাম।সেখান থেকে কিছু ছবি ডাউনলোড করে নিয়ে গিয়ে আমার ছোট বোন কে দেখিয়েছিলাম।এরপর সে নিজ হাতে কিছু লিফ আর্ট করেছে।সেগুলোর ছবিই মূলত এখানে শেয়ার করব কারন এব্যাপারে তার কাছে আমি প্রতিশ্রুতি বদ্ধ।

সহজে লিফ আর্ট করার পদ্ধতিঃ
লিফ আর্টের জন্য প্রথমেই লাগবে পাতা।গাছের তাজা রসাল এবংবড় সাইজের পাতা হলেই ভাল হয়।যেসন পাতা একটু মুচমুচে ধরনের সেগুলো কাটতে গেলে একটু সমস্যা হয় অনেক সময় সঠিক ডিজাইন আসেনা।যেমন কাঁঠাল পাতা।নমনীয় কিন্ত রসাল পাতা হলে সবচেয়ে সুবিধা।যেমন বট বা পাকুড় গাছের পাতা।

কাজ শুরুর আগে পাতাগুলো ভালমত ধুয়ে পানি ঝরিয়ে তাতে নিজের পছন্দ মত ডিজাইন কলম বা পেন্সিল দিয়ে এঁকে নিন।এরপর ধারালো এন্টি কার্টার বা নতুন ব্লেড দিয়ে পাতা ডিজাইন অনুযায়ী কাটুন।ব্যস হয়ে গেল আপনার লিফ আর্ট।

এবার এটিকে সংরক্ষনের পালা।পাতাগুলো সমানভাবে কোনো ভারী বই,ডিকশনারী বা খাতার মাঝে কিছুদিন রেখে দিন।এতে পাতার রস শুকিয়ে যাবে কিন্ত ভারের কারনে পাতা কুঁচকে যাবে না।পুরোনো খবরের কাগজের ভাঁজে রেখে বিছানার তোশকের নিচেও পাতাগুলো রাখতে পারেন।একসাথে একাধিক পাতা রাখবেন না তাতে এগুলো একে অন্যের সাথে জড়িয়ে যেতে পারে।

এভাবে সংরক্ষিত পাতা অনেকদিন ভাল থাকে।যারা মনের আনন্দের জন্য সৃজনশীল কাজ করতে ভালবাসেন তাদের জন্য লিফ কারভিং আর্ট হতে পারে আনন্দায়ক সময় কাটানোর উপায়।নিজ হাতে করা লিফ আর্ট প্রিয় বন্ধুকে উপহার হিসাবে দিতে পারেন।কার্ডের সাথে লাগিয়ে ব্যতিক্রমধর্মী উপহার হিসাবে প্রিয়জনের অভিমান ভাঙ্গানোর জন্যেও চমতকার কাজে লাগতে পারে জিনিসটি।পছন্দ মত কিছু লিফ আর্ট করে নিজের ঘরের দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দেয়ালে ব্যাতিক্রম সৌন্দর্য ও সৃষ্টি করতে পারেন।প্রিয় অথচ পুরোনো গল্পের বইটির নতুন মলাটের সাথে লাগানো লিফ আর্ট এনে দিতে পারে নতুন ভাললাগার অনুভুতি।


বোনের করা কিছু লিফ আর্টঃ



নেট থেকে পাওয়া আরো কিছু চমতকার ছবিঃ



মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

জুন বলেছেন: অপুর্ব আপনার বোনের পাতায় বোনা ছবি ।
+

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।পিচ্চি বোনটাকে জানিয়ে দেব আপনার বার্তা।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর ।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।সে মানুষটি বেশি বড় নয় তাই কাজগুলো ততটা সূক্ষ্ম হয়নি।তবে পাতা দিয়ে অসম্ভব সূক্ষ্ম কাজ করা যায়।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন:



গ্রেট +

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: থ্যাংকিউ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

কলমের কালি শেষ বলেছেন: আপনার বোনের আর্টগুলো অসাধারন সুন্দর । আপনার বোনের জন্য শুভকামনা ।

ভাল থাকবেন । :)

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
জানিয়ে দেব।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩

আবু শাকিল বলেছেন: দারুন।মুগ্ধ আমি।

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: খুশি হলাম।ধন্যবাদ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসাধারণ!!!
++++

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবা্দ।
ভাল থাকবেন।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬

তুষার কাব্য বলেছেন: দারুন !!!

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ :) :) :)

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: বাইরে যাচ্ছিলাম , লগ ইন করার ইচ্ছা ছিল না ! সাম্প্রতিক মন্তব্যের লিঙ্ক ধরে আসলাম ।

অসাধারণ লাগলো লিফ আর্ট +++++++++++ আপনার বোনের জন্য অনেক শুভকামনা ও দোয়া ।

ভালো থাকবেন আপনিও :)

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পোস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ।বোনের কাছে জানিয়ে দেব আপনার শুভ কামনা।
আপনিও ভালথাকুন সবসময়। :)

১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

হু বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট। এই জন্য অবশ্যই অপনাকে ধন্যবাদ।+++ এই ধরণের আর্ট বিষয়ক আরো কিছু পোস্ট প্রত্যাশা করছি।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।আশা রাখি আমার অন্যতম আগ্রহের বিষয় আর্ট নিয়ে আরো কিছু পোস্ট ভবিষ্যতে দিতে পারব।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: ভাললেগছে ...

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।

১২| ১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৫৩

এম ডি এস হোসেন বলেছেন: ওয়াও! আপনার বোনের ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারছি না। আপনার বোন ও আপনার জন্য ++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.