নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তি সনেট (TSN-20)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২



(এক)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মুক্তিযোদ্ধা জনগন মুক্তিযুদ্ধ করে
যাঁর ডাকে সাড়া দিয়ে সর্বস্ব বিলিয়ে,
তিনি শেখ মুজিবুর রহমান নামে
জাতির জনক হয়ে অক্ষয় আছেন।
মুসলিম জাতি নয়, এ জাতি দেশীয়
জাতির জনক কর্মে পরিচয় হলো
সারা বিশ্বে এজাতির, দেশ পতাকার;
মূর্খরা এক্ষেত্রে করে অযথা বিতর্ক।

বঙ্গবন্ধু খেতাবেতে বন্ধু হয়ে তিনি
স্বজাতির জন্য করে এ জীবনপন
এনেছেন স্বধীণতা অনন্য গৌরব।
মুক্তিযোদ্ধা জনতার ত্যাগ স্মরণীয়
তাদের ত্যাগের মন্ত্রে যুদ্ধে জড়ানোর
কান্ডারি ছিলেন জানি জাতির জনক।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বজনে হারিয়ে যিনি দেশের মায়ায়
দেশকে আপন জেনে নিজ শোক বেঁধে
নিজের সাধ্যের সব অকুন্ঠ বিলিয়ে
করেন দেশের চিন্তা তিনি দেশরত্ন।
শেখ হাসিনা এ নাম লেখা উন্নয়নে
ছিট মহল সমস্যা সমাধানে, তাঁর
শান্তিপূর্ণ শান্তিচুক্তি সমূদ্র বিজয়
সাফল্যের কীর্তিগাঁথা অবিস্মরনীয়।

রাষ্ট্রনেতা হতে হয় সমৃদ্ধ গুণেতে
এক্ষেত্রে প্রধানমন্ত্রী যোগ্যতায় ঋদ্ধ
তাঁর থেকে হলো কত প্রত্যাশা পূরণ।
কে পারে কি পারে সেতো দেখেছি অনেক
বুলিনয় বাস্তবের কার্য সম্পাদনে
এমান্য প্রধানমন্ত্রী সমগ্রে সুযোগ্য।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আমির হোসেন আমু শিল্পমন্ত্রী হয়ে
শিল্পক্ষেত্রে রেখেছেন দীপ্ত অবদান
করে অবধান এর, আরো উন্নয়নে
করে সবে আপনার দীর্ঘায়ু কামনা।
আমি যেথা বসে লিখি এস্থান আপনি
প্রতিষ্ঠিত করেছেন প্রচেষ্টায় জানি
আরো কত কাজ আছে ছড়ানো ছিঁটানো
আপনার কীর্তিদেখে নয়ন জুড়ায়।

ওহেগুণী মহোদয় দেশের নক্ষত্র
হিসেবে উদয় হয়ে দেশের আকাশে
কতকাল ছড়ালেন আলোক বর্তিকা।
আপনি থাকায় হেথা অন্তর শীতল
জনতার আছে আজ হে অবিভাবক,
আপনার সাথে চাই দেশের মঙ্গল।


#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (১)

দেশ জাতি জনতার রাস্তা সেতু আর
স্বাধীণতা স্বপক্ষের দল সেনাপতি
মাননীয় মন্ত্রী নেতা দায়িত্বে অপার
ওবায়দুল কাদের অনন্য গুণেতে।
রাস্তা-সেতু ভাল হলে উন্নয়ন ঘোড়া
ছুটে চলে অবিরাম বাধাহীন ভাবে,
সরকারি দল ভাল হলে ভাল হয়
সর্বক্ষেত্রে জনতার স্বপ্ন পূরণেতে।

হে মান্য আপনি করে অবিরাম কাজ
মনে হয় ঠিক ঠাক দায়িত্ব পালনে
ভুলকে পিছনে ফেলে ছুটছেন দ্রুত।
পিছনে পড়া জাতির অগ্রে তুলে আনা
এযে বড় যোগ্যতার দৃষ্টান্ত জগতে
সে ক্ষেত্রে আপনাদের সাফল্য অনেক।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

(পাঁচ)

মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (২)

রাস্তা ও সেতু মন্ত্রীর নিজ তদারকি
পরিদৃষ্ট রাস্তা-সেতু নির্মাণ বেলায়
যেন কারো কোন কাজে ভুলের মাসুল
জাতি গুণে ক্ষতিগ্রস্থ না হয় কখনো।
আর দলে তার স্থান তিনি মধ্যমনি,
সাধারণ সম্পাদক আওয়ামী লীগ
দল গোঁছানোর গুরু দায়িত্বের ভার
তাঁর উপর বিরাজে কাঠিন্যে সর্বদা।

হে মান্য ওবায়দুল কাদের সর্ব
সাফল্যের সেনাপতি আপনার কার্য
দক্ষতায় হতেপারে সবার উন্নতি।
মাননীয়, আপনার দায়িত্বে আপনি
সর্বদা সজাগ থেকে চলছেন বলে
এখনো ভুলের পথে হাঁটেনি এ জাতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

(ছয়)

মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

সেতু ও সড়কে পণ্য পরিবহনের
সুবিধা থাকলে এতে ব্যবসায়ী ভোক্তা
উৎপাদক ও শিল্প উপকৃত হয়ে
সামগ্রীক অর্থনীতি অগ্রসর হয়।
সে ক্ষেত্রে ওবায়দুল কাদের দায়িত্বে
সেতু-সড়কের ক্ষেত্রে দৃঢ় উন্নয়নে
ক্রমাগত দেশ-জাতি জীবন যাত্রায়
পাচ্ছে অপার সুখ ও বিস্তৃত সমৃদ্ধি।

প্রাণবন্ত থেকে নিজ কাজের নেশায়
সাধারণ সম্পাদক আওয়ামী লীগে,
আপনি অনন্য এক দলের কান্ডারী।
প্রধানমন্ত্রীর হৃদে আস্তাভাজনের
সনদ লাভেতে ধন্য অনবদ্য নেতা
এখন করেন শুধু জাতির মঙ্গল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

(সাত)

মাননীয় জেলা প্রশাসক, ম. হামিদুল হক

ম.হামিদুল হক হে জেলা প্রশাসক
জনশান্তি সুনিশ্চিত করণে আপনি
সরকারি দায়িত্বের গুরুভার বয়ে
যাপন করেন এক অমূল্য জীবন।
আপনার কর্মগুন শুনেছি অনেক
পরিপাটি কাজকর্মে আপনি নিখুঁত
মিষ্টিভাসি সদালাপি সহযোগী মনে
আপনি করেন সব কর্ম সম্পাদন।

জনসেবা প্রতিষ্ঠানে থাকা চাই কোন
জনতার সুবান্ধব মানব দরদী
জনতায় যাতে পায় শান্তি অবিরত।
তেমন গুনের গুণী হয়ে মহোদয়
করে যান নিজ কাজ দায়িত্বের সাথে
আপনার কর্মকথা লোক মুখে শুনি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

-জেলা প্রশাসক, ঝালকাঠি

(আট)

মাননীয় মহাপরিচালক, আনোয়ারুল করিম

আনোয়ারুল করিম মহোদয় গুণী
যুবদের উন্নয়নে সঁপে কায়মন
কতস্বপ্ন দেখে এর বাস্তবায়নেতে
নিযুক্ত আছেন নিত্য মানব কল্যাণে।
স্থিতিশীল এ দপ্তর আপনার কালে
কত শান্তিময় দেখি মুগ্ধ এ নয়নে
সেই সাথে যুবদের চলে উন্নয়ন
এ ধারা নিয়ত হয় আরো বেগবান।

জাতির অগ্রযাত্রায় যুবরা সকল
রাখে বেশী অবদান কর্মের মাধ্যমে
তাদের চালক রূপে আপনি ভাস্বর।
আপনার গুণালোকে আলোকিত হয়ে
দেশের যুবরা পাবে আলোর ভূবন,
হে মহাপরিচালক প্রত্যাশা এ মনে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

-মহাপরিচালক, যুবউন্নয়ন অধিদপ্তর

(নয়)

মাননীয় উপপরিচালক, মিজানুর রহমান

মিজানুর রহমান কার্যক্রমে দক্ষ
দায়িত্ব পালনে তাঁর সকল বিষয়ে
দপ্তর পরিচালনা, অধিনস্তদের
দিয়ে কার্য সম্পাদন, সুচারু সকল।
অনুষ্ঠান আয়োজনে মুগ্ধতা অনেক
দেখেছি প্রত্যেক ক্ষেত্রে ত্রুটিমুক্ত তিনি,
প্রধানমন্ত্রী এলেও আশাকরি তাতে
তাঁকেও সন্তুষ্ট করে পাবেন সম্মান।

অধিনস্ত হয়ে তাঁর নিকটস্ত থেকে
দেখেছি কাজেতে তাঁর নেই কোন ফাঁকি
দায়িত্বের ষোলোয়ানা পালনে উদ্দমী।
যুবদের উন্নয়নে অবদান তাঁর
ঈর্ষনীয় রূপে আছে অন্যদের চেয়ে
হে উপপরিচালক প্রদীপ্ত আপনি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

-উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি।

(দশ)

ঝালকাঠি ও ম.হামিদুল হক

পেয়ারা শীতল পাটি ব্রান্ডেড প্রণ্যের
পরিচয়ে ঝালকাঠি গণ্য করনের
ব্যবস্থায় মাননীয় জেলা প্রশাসক
করেছেন মহোত্তম মনমুগ্ধ কাজ।
ম. হামিদুল হক জেলা প্রশাসক
ঝালকাঠি মহোদয়, চন্দ্রিমা সুন্দর
মনভাবে ক্লান্তিহীন দায়িত্ব পালনে
এ জেলা সকল ক্ষেত্রে বাসযোগ্য আছে।

মাননীয় আন্তরিক কর্ম গুণেনিজ
নিরত থাকেন নিত্য জেলা উন্নয়নে
শৃঙ্খলা কিছুতে যেন বিনষ্ট না হয়।
জনসেবী প্রশাসন, নদীর প্রবাহ
সবুজের সমারোহ বৃক্ষের ছায়ায়
এখানে মানুষ আছে শান্তির নিবাসে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

আলহাজ্জ আব্দুল হান্নান বাবু ও তাঁর কন্যা ইরিন

ইরিন বাবার কোলে উত্তম ঠিকানা
দেখেই ভীষণ ভাল লেগেছে এ চিত্র
তার ফুফু দেখে দৃষ্টি অপলক রেখে
দু’জনকে দেখে তার আকুল অন্তরে।
হে জনাব আলহাজ্জ আব্দুল হান্নান
এ দৃশ্য কতটা মন ছুঁয়েছে আমার
ভাষায় তা’ চিত্রায়নে অপারগ হয়ে
সামান্য মনের ভাব করেছি প্রকাশ।

মনে থেকে করি দোয়া ইরিন জন্যেতে
হোক সে অনেক বড় আল্লাহর দান,
রহমত করুনায় নক্ষত্রের মতো।
ফাহিমার প্রিয় বোন প্রাণের অধীক
হয় যেন সেরকম উন্নত হৃদয়
আল্লাহর দরবারে এ কামনা করি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-আলহাজ্জ এম এ হান্নান - ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা নেভিগেশন কোঃ লিঃ

(বার)

ফহিমা জেরিন জেবা

হৃদয় স্পন্দন হয়ে মাতা ও পিতার
বিরাজ মামার গৃহে তাদের মায়ার
বাঁধনে আটকা পড়ে স্নেহের পুতুলি
মামাও মামির প্রাণ ইরিনের সাথে।
বহু দূর স্থানে আছ উচ্চ শিক্ষার
শর্ত পূরণ করে যোগ্যতা বাড়াতে
ফাহিমা জেরিন জেবা কলজে টুকরা
দোয়া করি বড় হও পরিপূর্ণ গুণে।

তোমার দূরেতে থাকা কষ্টের ব্যাপর
হলেও কি করা যাবে, মানতেই হবে
এ কষ্টের এ যন্ত্রণা আত্ম প্রতিষ্ঠায়।
মা মনি আমার বড় কন্যার আসনে
তোমাকে জ্ঞানে ও মানে বড়ত্বে দেখার
প্রত্যাশা আমার মনে বিরাজে সর্বদা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

শান্তির মডেল শেখ হাসিনা

রোহিঙ্গা নিলে বাঙ্গালী কেন নিবেন না?
মুসলীম নিলে হিন্দু নিবেন না কেন?
ভারত যদি বাঙ্গালী পিটিয়ে তাড়ায়
আপনি নিবেন নাকি?সে স্থান কোথায়?
সেজন্য শেখ হাসিনা বিচক্ষণ হয়ে
বিশ্বমত চেয়েছেন। এখন বিশ্বের
দায়ে তারা আছে হেথা হাসিনা দায়িত্বে
কাজেই হাসিনা স্পষ্ট শান্তির মডেল।

জন বিতাড়ন এক দারুণ ফর্মুলা
চীন ভারতের খুশি স্বাভাবিক এতে
ভবিষ্যতে কে কা’দের তাড়ায় কে জানে?
আপনি দরজা খুলে অপেক্ষা করুন
হতভাগাদের জন্য, কখন কে আসে
হাসিনা কতটা ঠিক ভাবুন এবার!

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

এ কে এম সালেহ উদ্দিন

শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত
থেকে মানুষ গড়ার কারিগর রূপে
বিদ্যমান থেকেছেন সুদীর্ঘ সময়;
অবশেষে হয়েছেন শিক্ষা কর্মকর্তা।
হে এ কে এম সালেহ উদ্দিন আপনি
আদর্শ শিক্ষক হয়ে সখের আদর্শে
গড়েছেন ছাদকৃষি ফলের বাগান
যাতে আছে প্রকৃতির শোভাময় রূপ।

মহোদয় সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে
অনুরূপ প্রচেষ্টায় সুজাতি গঠনে
আপনি করেন নিত্য মানব মঙ্গল।
ভোলাদ্বীপ জন্মস্থানে আতিথ্যে উদার
মাটির সন্তান হয়ে আপনি তেমন
সহায়ক মনভাবে অনবদ্য গতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), ঝালকাঠি।

সনেটটি তাঁর সামনে বসে তাৎক্ষনিক ভাবে নিম্নরূপ লেখা হয়েছিল-

(পনের)

হে এ কে এম সালেহ উদ্দিন শিক্ষার
নিমিত্তে নিযুক্ত থেকে মানব সেবার
গুরুভার বয়ে চলে আপনি করেন
সভ্যতার উন্নয়ন জগতের মাঝে।
ফল বাগানের সখে থাকেন সর্বদা
বৃক্ষতরু পরিচর্যা কাজের ভূবনে
যাতে আসে অক্সিজেন জীবন উৎস
স্বাস্থ্যগত দিক থেকে ফলেরা উত্তম।

মহোদয় সখগুণে অনুকরনীয়
আপনার মাঝে আছে অনেক আদর্শ
যার থেকে মানুষের রয়েছে মঙ্গল।
ভোলার সন্তান হয়ে উদার প্রকৃতি
আপনি ধারণ করে মনের ভিতর
প্রকৃতির মতদেখি ভাবে অনবদ্য।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ষোল)

আবুল কালাম আজাদ

আচরণে ভদ্র তিনি কাজে একনিষ্ঠ
বদলী কারণে এসে যোগদান হেথা
নামে আবুল কালাম আজাদ বিনয়ী
আচারেতে নেই কোন ছোট বড় ভেদ।
সখেতে উদ্ভিদ প্রেমী ফলজ গাছের
ছায়া বিস্তারেতে রেখে অবদান বেশ
নিজেরে রাখেন ব্যস্ত অনেক সময়
প্রকৃতির প্রতি মন নির্মল সুন্দর।

নদীদেশ বরিশালে নদীর মতন
অনবদ্য গতি তাঁর জীবন সাগরে
ডাটা এন্ট্রি পদে করে দায়িত্ব পালন।
সহকর্মী বৃন্দ সাথে ব্যবহারে ভাল
মনে হয় সকলেই তারে ভাল বাসে
সকলের সাথে তাঁর মিষ্ট মনভাব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

- ডাটা এন্ট্রি অপারেটর, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!!

অনেক সুন্দর হয়েছে সবগুলো সনেট। কৃতজ্ঞতা রাখছি সনেট গুলিতে। অনেক আনন্দিত হয়েছি প্রিয় কবি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১

সনেট কবি বলেছেন:





কবি নাঈম জাহাঙ্গীর নয়নের মন্তব্যে প্রতি মন্তব্য-

মানুষের ভালকাজ অপরে প্রচারে
মানুষের মনে জাগে ভালকাজে টান
সেই সূত্রে ভালকাজে উদ্দোগ বাড়িয়ে
মানুষেরা করে তোলে সভ্যতা সুন্দর।
অনুরূপ মন্দকাজ মানুষে প্রচারে
অনেকেই মন্দকাজে মন ঝুকে পড়ে
রিপুর তাড়নে হয়ে মন্দতে আসক্ত
সভ্যতা বিনষ্ট করে মন্দের জোয়ারে।

সেজন্য মন্দকে চাই আড়ালেতে রেখে
ভালকাজে প্রচারণা বাড়িয়ে প্রচুর
কল্যাণের তরে চাই নিখাদ প্রচেষ্টা।
মন্দের দন্ডের শুধু প্রচারণা হবে
যাতে সব অপরাধী ভয় পেয়ে যায়
এভাবেই প্রয়োজনে কাজ করা ভাল।


০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: বঙ্গবন্ধুকে আমি স্বপ্নে আমি এমন প্রাসাদে দেখেছিলাম যেমন প্রাসাদ আমি দুনিয়ায় দেখিনি। আর মাননীয় প্রধানমন্ত্রীকে দুনিয়ার প্রাসাদে দেখলাম। তাতে মনে হলো তাঁর স্বাভাবিক মৃত্যু হবে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয়তে জায়গা করে নিল প্রিয় সনেটগুলো।
কবির প্রতি কৃতজ্ঞতা, পরম শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় কবির জন্য

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

সনেট কবি বলেছেন:




কবি নাঈম জাহাঙ্গীর নয়নের মন্তব্যে প্রতি মন্তব্য-

ভালকাজ সকলের প্রিয় হলে সেই
ভাল কাজ আলো হয়ে দুনিয়া ভরিয়ে
মন্দের আঁধারে সব বিতাড়িত করে
ভালতে করবে প্রিয় সভ্যতা সুন্দর।
মন্দ কাজ যদি হয় অপ্রিয় সবার
তবেতো মন্দের হাঁটে পড়বে ঘাটতি
শয়তানি বদভ্যাস অবিকৃত থেকে
শয়তান লোকসান গুনবে অনেক।

শ্রদ্ধা কৃতজ্ঞতা কাজে উৎসাহ আনে
কাজ ভাল হয় বলে আরো কাজ করে
একাধারে ভাল কাজ চলতেই থাকে।
আর যদি উৎসাহ নাহি ঝোটে কারো
তবে তারা অহেতুক কাজ ছেড়ে দিয়ে
অযথা বেকার বসে আঙ্গুল চোষেণ।

তাহলে ভালোর আলো ভরবে দুনিয়া
যাতে কেটে যাবে সব মন্দের আঁধার

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: আপনার প্রিয়তে আমার পোষ্ট স্থান পাওয়ায় অনেক খুশী হয়েছি। এ জন্য প্রিয় কবিকে অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল দেশের জাতির পিতা হতে শুরু করে জনসেবার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের কাজের জন্য প্রসংসামুলক সনেট কবিতা পাঠে , ভাল কাজের প্রসংসা কাজের উদ্যম বৃদ্ধি করে, পরিনামে দেশ ও জাতি উপকৃত হয় , প্রসংসা প্রাপ্তগনও নীজেদেরকে শুধরে নিতে পারেন প্রাপ্ত প্রসংসাটুকু ধরে রাখার জন্য , এটা নি:সন্দেহে একটি ভাল দিক । যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়াবলী পোষ্টটিতে উঠে আসায় এ অধিদপ্তের কার্যাবলীর উপর একটু চোখ বুলিয়ে দেখে আসলাম । মন্তব্যের এ ঘরে বিস্তারিত আলোচনায় যওয়ার সুযোগ কম । তবে যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারী ওয়েবসাইটের তথ্য বিশ্লেষনে দেখা যায় গত ১৯৮১ সনে যুব উন্নয়ন অধিদপ্তরের জন্ম হতে ২০০৯ পর্যন্ত ২৮ বছরে যেখানে প্রশিক্ষন দেয়া হয়েছে মাত্র ৩০ লক্ষ জন যুব সম্প্রদায়কে সেখানে বিগত ৮ বছরে প্রশিক্ষন দেয়া হয়েছে ১৮.২১ লক্ষ জনকে , এ জন্য অধিদপ্তরের কর্ণধার সহ সকলে সাধুবাদ পাওয়ার যোগ্য ।

তবে যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারী ওয়েবসাইটের তথ্য বিশ্লেষনে একটি বিষয় দেখা দেখা যায় যে প্রশিক্ষিত যুবকদের কর্ম সংস্থান অধিদপ্তরটির জন্মের শুরু থেকে ২০০৯ পর্যন্ত ২৮ বছরে হয়েছে ১৫.৯৭ লক্ষ, পক্ষান্তরে বর্তমান সরকারের ৮ বছরে এ সংখ্যা ৪ .৭১ লক্ষ । এ কথা সত্য যে, প্রশিক্ষনের পরে সকলের জন্য কর্ম সংস্থানের বিষয়টি দেশের অন্যান্য সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উপর বর্তায় , কর্মসংস্থান যুব উন্নয়ন অধিদপ্তরের মুল কাজ নয়, যুবকদেরকে প্রশিক্ষিত করে তোলাই তাদের মুল কাজ । ১৯৮১ সন থেকে ২০০৯ পর্যন্ত সময়ে মোট প্রশিক্ষিতদের মধ্যে দীর্ঘ সময়ে কেন ৫০ ভাগের মত বেকার থাকল তার জবাব কে দিবে , সে সময়কালে কর্সসংস্থানের সংখ্যা আরো বেশী হওয়া কাম্য ছিল । যাহোক প্রশিক্ষিতদের জন্য কর্মসংস্থানের মাত্রা বৃদ্ধি করার লক্ষ্যে সংস্লিষ্ট সকলকে সুসমম্বিত উপায়ে প্রকল্প ও কর্মসুচী প্রনয়ন এবং বাস্তবায়ন অপরিহার্য । এ বিষয়ে সংস্লিষ্ট মন্ত্রনালয় ও অধিদপ্তর, সে সাথে দেশের সকল এন জিও গুলির যৌথ কর্ম যজ্ঞ প্রয়োজন , প্রয়োজন দেশের ঋনদানকারী সকল সরকারী বেসরকারী ব্যাংক ও আর্থিক সেবাদানকারীদের সমন্বিত কর্ম প্রচেষ্টা ।

শুভেচ্ছা রইল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১

সনেট কবি বলেছেন:




আপনার এ মন্তব্য কাগজে ছাপিয়ে
অতঃপর আঞ্চলিক দপ্তরে দিলাম
দপ্তর প্রধান এতে মহাখুশী হয়ে
জানালেন এ মন্তব্য কেন্দ্রে পাঠাবেন।
আমি নিজে আপনার মন্তব্য পাঠেতে
হয়েছি অনেক বেশী উজ্জীবিত মনে
অনুপ্রেরণার জন্য এমন মন্তব্য
বাস্তবে অনেক বেশী কার্যকর বটে।

ধন্যবাদ মহোদয় লিখেছেন খেটে
আশাকরি পাঠকের এতে মন ভরে
তারাও সুকাজে মন করবে নিয়োগ।
সুমনের বিস্তারেতে সুমনে জগৎ
যখন উঠবে ভরে তখন কূমন
কাতর দূর্বল হয়ে বিদূরিত হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য আমাদের উপপরিচালক মহোদয়ের অনেক ভাল লাগায় তিনি বলেছেন এটি ডি সি মহোদয়কে দেখাবেন এবং আমাদের প্রধান কার্যালয়ে পাঠাবেন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

প্রশংসনীয়....

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

সনেট কবি বলেছেন:






কবি ভ্রমরে ডানার‘অনুকাব্য -৩ - আরেক পাঞ্জা রম্য লিমেরিকস্’ এ মন্তব্য-

ছোট ছোট কবিতায় মহামজা বাণী
কাছে টানি পাঠকেরে মজা দিয়ে মনে
কয় কথা কানে কানে পাঠকের সনে
গুনে গুনে মনে তার দিয়ে বিনোদন।
অনুকাব্য কণাকাব্য জম্পেশ আনন্দে
মুগ্ধতায় পড়ে ফেলি এক এক করে
এরপর মন্তব্যের জলে অবগাহে
নিজ মত প্রকাশেতে ঠিক করি মত।

দারুণ হয়েছে কবি ঈর্ষনীয় পদ্য
সকলের সাথে বলি একমত হয়ে
আপনার এ প্রচেষ্ট যথেষ্ট সার্থক।
কলমের ধার বেড়ে লেখায় লেখায়
পাঠকের মনে গাঁথে ছন্দের অমৃত
সেইসাথে কথাকলি অনিন্দ সুন্দর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: আপনার প্রশংসায় ধন্য হলাম প্রিয় কবি।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

তারেক ফাহিম বলেছেন: অনেক সুন্দর হয়েছে সনেটগুলো, অবশ্যই প্রশংসারযোগ্য।
প্রীয় কবিকে আল্লাহ্ নেকহায়াত দান করুক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সনেট কবি বলেছেন: জনাব আমিতো সংখ্যাগত দিক থেকে বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা। এখন আমার স্বীকৃতি প্রয়োজন। আপনি বলেছেলেন আমাকে এব্যাপারে সহায়তা করবেন। বিষয়টি সরকারের গুররিভুত করা দরকার। যেন আমার নাম গিনিস বুক অফ ওয়াল্ডে ও উইকি পিডিয়ায় স্থান পায়। আপনিতো জানেন এ কাজে সরকার সহায়ক হলে কাজটা আমার জন্য খুব সহজ হবে। আর এটা আমার সাথে দেশের গৌরবও বয়ে আনবে। এখন আমি আপনার অপেক্ষায় আছি।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

তারেক ফাহিম বলেছেন: প্রীয় কবির অনুমতি পেলে কাদের ভাই’র সনেটটি, কাদের ভাইকে সাপোর্টকারী ব্যক্তিদের শেয়ার করার জন্য।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: অনুমতিতো আগেই দেয়া আছে। তবে চেলাকে বলবেন আবার যেন ভুলেও নিজের নামে সেটা চালিয়ে না দেয় । কারণ এটি আমার নামে প্রকাশ পেয়ে গেছে। আপনি চেলা যে বা যারা আমার উপরে উঠার সিঁড়ি হবে আমি অবশ্যই ইনশাআল্লাহ সব সময় তাদের উপরে উঠার সিঁড়ি হতে চেষ্টা করব এবং সব সময় তাদের উপকার করার চেষ্টা করব। আর আমি এমন একটা সম্মান জনক বিশ্ব রেকর্ডের মালিক যদি হই তবে সেটার সাথে নোয়াখালী অঞ্চলের সবাই সে রেকর্ডের ভাগিদার হবে। আমি আমাদের অঞ্চলের সবার যোগ্যতার ব্যাপারে যথেষ্ট আত্ম বিশ্বাসী।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

তারেক ফাহিম বলেছেন: প্রীয় কবি, আমি আপনাকে পূর্বেও বলেছি ওনার সাথে আমার সরাসরি লিংক নাই, ওনার স্থানীয় কিছু চেলাবেলার সাথে সম্পর্ক আছে, আমি ওদেরকে আপনার কথা শেয়ার করলাম ওরা আসলে বুঝেই না, কিভাবে কী করবে। আপনার প্রশংসার কমতি রাখি নাই জনাব। মুলত ওরা স্থানীয় চেলাবেলা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: তাঁকে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও তার সংক্রান্ত সনেট গুলো পৌঁছিয়ে আমার বিশ্বরেকর্ডের বিষয় অবগত করে এরপর আমার পরবর্তী করনীয় সম্পর্কে জানতে চাইতে হবে। তিনি যদি আমাকে সংস্কৃতি মন্ত্রণালয় বা বাংলা একডেমিতে যোগাযোগ করতে বলেন তবে তাঁর রেফারেন্সে আমি সেখানে গেলে অবশ্য তারা আমাকে গুরুত্ব দিবে।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

তারেক ফাহিম বলেছেন: ওরা, সাহিত্য চর্চা করে না, সাহিত্য কী তারা তাও বুঝেও না, নোবেল কি? কিসের জন্য প্রাপ্তি, এর সম্পর্কে তেমন একটি ধারণাও নেই মনে হচ্ছে। স্যার আপনি হয়ত ভাবছেন আমি কথা রাখতে জানিনা, মুলত আমার সাথে যাদের সম্পর্ক তারা এখনো যুবক, নেই কোন ভালো চাকুরী, না আছে উচ্চ শিক্ষা, আছে শুধু স্থানীয় ক্ষমতার দাফট।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সনেট কবি বলেছেন: আমার একটা আবেদন পত্র যদি তারা তাঁর কাছে পৌছাতে পারে বা তাঁর পি এস এর নিকট পৌঁছাতে পারে তার চলবে। সেটা যদি তারা করতে পারে তবে আমি সে মতো কাজ করব।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

তারেক ফাহিম বলেছেন:
যথাসাধ্য চেষ্টা করবো জনাব। উক্ত ব্যাপারে যোগাযোগ করতে হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

সনেট কবি বলেছেন: আস্বস্ত হলাম দেশী। তবে আমার আরো অনেক গুলো চ্যানেল রয়েছে। কিন্তু আমি চাই আমার এলাকার মাধ্যমটা আমার আগে কাজে লাগুক। আমি নিজে মাননীয় শিল্প মন্ত্রীর পি এস পর্যন্ত পৌঁছেছি। তিনি আমার নিকট কবিতাগুলোর কপি চেয়েছেন। আমি একটু অপেক্ষা করছি শুধু আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.