নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

বিবিধ সনেট (চৌদ্দ সনেট পর্ব-৭) (TSN-2০)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১



(এক)

কবি বিদ্রোহী ভৃগুর ‘স্বপ্নাবেশে স্বঃগত সংলাপ’ কবিতায় মন্তব্য-

প্রাণ ছুঁয়ে মন ছুয়ে কবিতা ছড়ালো
হৃদয়ের ফুল বনে। যেথা বসে থাকে
মনহরী, মালা হাতে পরাতে সে মালা
প্রেমমনে প্রেমাস্পদে প্রেমের তৃষ্ণায়।
কবিতার গলিপথ চিনে গেছে কবি,
হেথায় যে গলি সেটি অথই প্রেমের
কূলহারা গতি যাতে, প্রেমের জোয়ার
চন্দ্রিমার স্নিগ্ধতায় পূর্ণ পরিপাটি।

কবিতার প্রেমময় স্বচ্ছ জল তলে
পদ্মদোলে মৃদু বায় বৃক্ষ তরু ছায়
আর তাতে কবিমন অবগাহে প্রেমে।
অতঃপর কবিতার ফ্রেমে ফুটে উঠে
অনন্য সুন্দর সব কবিতারা তাতে,
যা আমরা পাঠ করি বিমোহীত মনে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

চাঁদগাজীর‘ভৌগলিক অবস্থান, পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল
হিসেবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ’ পোষ্টে মন্তব্য-

এদেশ গুরত্বহীন বলছেন তবে
শুনছি নতুন কথা নতুন মোড়কে
তবে বেশ যুক্তিপূর্ণ বাস্তবতা যাতে
লুকানো, তা মেনে নেয়া কষ্টকর বেশ।
আমরা উন্নত জাতি এখনো হইনি,
সমস্যা বিরাজে প্রতি পদে পদে সদা
তথাপি এ আত্মতৃপ্তি, আমাদের আছে
অনেক গুরুত্ব এটা, বেশ ভাললাগে।

জাতির গৌরব চুর্ণ হলেও বাস্তব
কথাবলা আপনার স্বগত স্বভাব
আপনি পারেন সব সহজে বলতে।
মন্দ মনে হলেও যে সত্যজানা ভাল
সেটা বুঝার যোগ্যতা আমাদের থাকা
সর্বদা উচিত বলে, মনে করি আমি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

শায়মার ‘ঈদ-উল-আযহা-২০১৭’ পোষ্টে মন্তব্য-

কাজ করে বুয়া আর নাম কেনে বিবি
এযে বড় অনাচার ধরনীর পরে
তথাপি বিবির দল এমনটা করে
অহরহ সেকথাই বলেছেন কবি।
কবি কবীরের কথা মনেযোগে পড়ে
বুঝেছি এ কথা কিন্তু যুক্তি পূর্ণ বেশ
কবি ‘কি করি’ সেকথা বলেছেন আগে
সব মিলে সন্দেহটা পাকাপোক্ত হলো।

অবশ্য একাজ যদি আপনার হয়
তবেতো আপনি এর ধন্যবাদে ধন্য
হয়ে বেশ ফুরফুরে থাকবেন জানি।
খাবার সকল বেশ লোভনীয় বলে
লোভেপড়ে পাঠকেরা খুশী মন হবে
এটা এক স্বাভাবিক ঘটনা অবশ্য।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

শায়মার ‘ঈদ-উল-আযহা-২০১৭’ পোষ্টে দ্বিতীয় মন্তব্য-

এ সকল পামে আমি গলিনাতো মোটে
বিশেষজ্ঞ কথনেতে মনোযোগ দিয়ে
সত্য উৎঘাটনের অবিরত চেষ্টা
করে যাই কায়মনে নিরপেক্ষ ভাবে।
অনেকেই খাদ্য ছবি দেখে মনভুলে
হয়ত সত্যের চিন্তা আনেনা মাথায়
সে সুযোগে বিবিদল বুয়াদের সব
ধন্যবাদ চুরি করে নিয়ে চলে যায়।

‘কি করি’ কি বলে সেটি দেখার অপেক্ষা
তারপর বুঝে শুনে ভাবব আসল
ঘটনা আসলে কি তা’ মূল্যায়ন তরে।
একের কৃতিত্ব দেয়া অপরের ভাগে
এটা বড় অবিচার, গরীব বুয়ার
কৃতিত্ব তাকেই দেয়া সুবিচার জানি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

কবি ভ্রমরের ডানার‘ ভাষান্তরিত -১- রোজ একটি কবিতা
(মূল লেখক- জর্জ বার্নার্ড শ্) অনুকরণে লেখা

আমি রোজ চেষ্টাকরি সনেট লিখতে,
মনের ভাবনা গুলো গুলিয়ে শীতল
পানিতে আটার গুঁড়ো নারকেল চিনি
মিশিয়ে মন্ড মতন করে একাকার।
অতঃপর সেই মন্ডে গড়ে কত পিঠা
তেলে ভেজে যদি সব পাঠকে দিতাম
তারা খেয়ে খুশীমনে বলত দারুন,
সে রকম হলে হতো দারুণ ব্যাপর।

আমি যা বলতে চাই, আমার কবিতা
হবে মানুষের জন্য তাদের কল্যাণে
তাদের আনন্দ মনে ছড়াতে নির্ভার।
মানুষের খুনাখুনি বন্ধে আমি চাই
লিখি কোন কবিতার অনিবার ছন্দ,
জানিনা কবে পারব সেটাই ভাবছি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

ডঃ এম এ আলীর ‘মহাসাগর তলে আগুন, আগুন তলে ভুগর্ভে বিশাল
মহাসাগর :বিধাতার অপরূপ সৃস্টি রহস্য’ পোষ্টে মন্তব্য-

চিত্র দেখি মুগ্ধ মনে বর্ণনার ভারে
ডুবে যাই জ্ঞান রাজ্য সাগর অতলে
দেখি সেথা অফুরন্ত জ্ঞান রত্ন রাজি
‘পনি মাটি পানি’ তার জানি কতখানি?
অজানায় জেনে জেনে অবগাহি জ্ঞানে
মনপ্রাণ শুদ্ধ করে যুদ্ধ করি শেষে
অজ্ঞতার আঁধারের বিনাশে স্ববেগে,
উপযুক্ত স্থান যার এ বর্ণনা ক্ষেত্র।

মহোদয় আল্লাহর রহমতে বেশ
বিষয়ের বিবরণ দিয়েছেন খাঁটি
জ্ঞানের জাহাজ হেথা ফেলেছে নোঙ্গর।
তৃষ্ণার্ত পাঠক দল ইচ্ছে মত নেয়
যার যত প্রয়োজন সাধ্যে যা কুলায়
তথাপি জ্ঞানের ভান্ড অফুরান থাকে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

কবি সোনাবীজ; অথবা ধুলোবালি ছাঁই
‘নিজের ভাষায় ছড়া ও কবিতা লেখা’ পোষ্টে মন্তব্য-

বীজ থেকে চারা হয়ে বৃক্ষ- মহীরূহ
বিস্তারে শীতল ছায়া পথিক উপরে
তার উপর পাখির নীড়ের ঠিকানা
কলতানে ভরে রাখে নির্মল প্রকৃতি।
মানুষের দৃষ্টিপড়ে মহীরূহ পরে
পড়ে যায় মহীরূহ ভূতল সজ্জায়,
অতঃপর মানুষেরা কেটে কুটে উহা
গড়ে নেয় মনমতো আসবাব পত্র।

ছায়ারা হারায় আর পাখি উড়ে যায়
নতুন নীড়ের খোঁজে তথাপি গৃহের
সুন্দর দারূণ বাড়ে পরিবর্তনেতে।
তেমনি আপনি করে পূরাণে নতুন
নকলে চিত্তে বিলান বিনোদন রাশি
যাতে হাসি মনে সবে আনন্দ প্রকাশে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ শেষ তিন লাইনের বদলে এ তিন লাই হতে পারে-

পূরানে নতুন আসে হারায়ে পূরান
আনন্দ-বেদনা মিলে মিশ্র মনভাবে
মানুষ নতুনে নিত্য স্বাগত জানায়।

(নয়)

কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় মন্তব্য-

ফাঁসির দড়িতে পেয়ে নিদারুন ভয়
কবিতা দেখার সাধ উবে গেছে কবি
ঐ দড়িতে কি এমন লাভ? যাতে বলে
‘আই লাভ ইউ’ কবি সম্মান দিলেন?
গিট্টুটা খুলে ফেলুন আর দড়িটারে
লম্বায় শুইয়ে দিয়ে বুঝান এ সাপ
মরেগেছে, ফিরবেনা জনমের তরে
তবে যদি ডর কমে মন হাল্কা হয়।

তারপর না হয় এ দেখব কবিতা
কার হাত ধরে কার সাথে পালিয়েছে
ওর যা স্বভাব মন্দ, প্রেমিকে অজ্ঞান।
কবীর-কবিতা প্রেম ঢলাঢলি আর
গলাগলি চলে কত নিশি দিন দেখি
মরি মরি এ লজ্জায় কি করে কি বলি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় দ্বিতীয় মন্তব্য-

তিনি ‘কবিতা কেমন হয়েছে’ জিজ্ঞাসে
কবিতার সাথে নিত্য ঢলাঢলি করে
বলি ও কবীর তবে গলাগলি শেষে
যায় নাকি কিছু বুঝা, শেয়ানা পাগল?
কবিতা এখন বড় হয়েছে অনেক
শেয়ানা পোলার সাথে কাটায় সময়,
বিবাহ ছাড়াই তার এমন উম্মাদ
অবস্থা সমাজে বড় অসহ্য যন্ত্রণা।

তথাপি সমাজ তারে কয়না কিছুই
সবার আদর পেয়ে বেড়েছে কন্যার
এমন বাড় সে সাথে দূরন্ত পনার।
তাতেই কবি কবীর-কবিতার প্রেম
ডালপালা মেলে শেষে মহীরূহ হয়ে
এখন এ ছায়া তরু, সাহিত্য সম্পদ!

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় তৃতীয় মন্তব্য-

হৃদয়টা লুটপাট অসীম যন্ত্রণা
অবধারীত মৃত্যুর আলামত এটা
কারণ হৃদয় ছাড়া বাঁচেনা মানুষ,
রূহের মাগফেরাত কামনা করছি।
কেউ হৃদয় টানতে আসলেই তার
হাতে একটা সাগর কলা দিয়ে দিন
আর নিজে একদম পালিয়ে যাবেন
এভাবে রক্ষা করুন নিজের হৃদয়।

নতুবা বিপদ দেখে খবর জানিয়ে
আমাদের সহায়তা নিয়ে হৃদটা
রক্ষায় চেষ্টা করুন; এটাই উত্তম।
এত্ত সহজে কবীর হৃদয় কে নিবে?
আমরা থাকতে হবে এমন ঘটনা?
এ সম্ভব নয় কবি, নিশ্চিত থাকুন।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

বিলম্ব বিবেচনা

কবিতার তরুছায় বসে দিন গুনি
কখন কি শুনি কানে সে আশায় জেগে
রাত দিন এক করে ভাবি মনে মনে
কারো কাছে আমার কি আছে কোন দাবী?
দাবী আর কিছু নয় বলি বাচা দাও
যদি কিছু দিতে চাও, খেয়ে দেয়ে মরি
মরনের পরে দিলে তাও খাবে কেউ
তবে যার কষ্টে দিলে সে হলো বঞ্চিত।

মরিয়া অমর হবে খেতে নাহি পেয়ে
এমন সৌভাগ্য কারো কোন কাজে লাগে?
পরের অমরে দাও এখন খাবার।
খাবারের যোগ্যতার বিবেচনাতেই
খাদক মরিয়া থাকে হা করা নিথর
নিস্প্রাণ দেহতে, এটা কেমন বিচার?

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

কবি নাঈম জাহাঙ্গীর নয়নের‘বলি শুনরে আমার মন (গান)’ পোষ্টে মন্তব্য-

একপক্ষ পক্ককেশ সময় পেরিয়ে
অন্যপক্ষ্যে ভেবে একা, অন্যপক্ষে নেই
সে ভাবনার চেতনা হৃদয় গহিণে
সে হয়ত ব্যস্ত আছে অন্য কিছু নিয়ে।
এখানে মিলন ক্রিয়া বিপরীত মুখি
বলে মন যাতনায় একপক্ষ ভোগে,
অন্যপক্ষ এ ব্যাপারে নির্বিকার থেকে
সুখেতে কাটায় তার নিজের জীবন।

বিপরীত সূত্রে পড়ে কবির হৃদয়
একাই করছে পার কঠিন সময়
এখানে অন্যের দায় কিছুমাত্র নেই।
প্রেমাস্পদে পেতে হলে হৃদয়েতে তার
নিজের দখল আগে প্রতিষ্টিত করে
তারপর তারে পেয়ে হতে হয় সুখী।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

প্রেমের প্রদীপ।

প্রেম দরিয়ায় নাও ভাসিয়ে প্রেমিক
যদি একা যেতে চায় কুলের কিনারে
সে আশা হতাশা হয়ে ডুবিয়ে প্রেমিকে
চিরতরে দিবে তার সে প্রেম ঘুচিয়ে।
তারচেয়ে প্রেমিকার হাত ধরে তারে
নায়েতে উঠিয়ে দাও অজানায় পাড়ি
যেথায় বাধারা এর পাবেনা সন্ধান
সেথায় প্রেমিকা সনে সুখে কর বাস।

একপক্ষ প্রেমসেতো মরিচিকা প্রেম
দূরথেকে দেখা যায় চকচক করে
কাছে গিয়ে হতাশায় দেখে কিছু নেই।
প্রেমকর আগে নিয়ে অপর সম্মতি
তাও সেটা দেখে নিবে খাঁটি না ভেজাল
তারপর জ্বাল শেষে প্রেমের প্রদীপ।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট







মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে করেছেন কি?

কবিতা নিয়ে কবিতা!!! বাহ বেশতো

অনেক অনেক ধন্যবাদ সনেট কবি :)

একরাশ ভাললাগা +++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

সনেট কবি বলেছেন:





কবি বিদ্রোহী ভৃগুর মন্তব্যে প্রতি মন্তব্য-

মনের সকল কথা সনেট আকারে
যায় কি সাজানো সেটি দেখার নিমিত্তে
প্রচেষ্টায় নেমে দেখি হয়ে যায় শেষে,
আল্লাহ সহায় হলে হতেপারে সব।
সকল কবিতা কারো হয়নাতো প্রিয়
লিখতে লিখতে কবি কখনো লিখেন
জনতার প্রিয় কোন কবিতা বিশেষ
আমিও তেমন চাই অপেক্ষায় থেকে।

জানিনা হবেকি কভু প্রত্যাশা পূরণ
তথাপি সে লক্ষে চলি সকলের মতো
আশায়, হয়ত সেটি হতেওতো পারে।
আপনার মন্তব্যতো আশা জাগানিয়া
অনুপ্রেরনায় হয়ে নিদারুন খুশী
ধন্যবাদ দেই কবি প্রফুল্ল অন্তরে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

সনেট কবি বলেছেন: আপনার কবিতাও বেশ হয়।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি জাতির বড় একটি অধ্যায়কে কাব্য প্রকাশের চেস্টা করেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন:




জনাব চাঁদগাজীর মন্তব্যে প্রতি মন্তব্য-

মহোদয় চেষ্টাকরি কিছু লেখে যেতে
গৃহিণী হঠাৎ যান এতে ক্ষেপে বড়
তারমতে তার সাথে গল্প করা ভাল
কারণ লেখায় নেই অর্থ আয় কোন।
তবেকি আমরা সব বোকাদের দল?
অপচয় করে যাই মূল্যবান সব
সময়ের অহেতুক বৃথা কোন কাজে
অনেক ভেবেও এর পাইনাতো কূল।

জগতে অর্থই হলো অর্থপূর্ণ বেশী
বিনামূল্য লেখালেখি বিরক্তি কারণ
পরিবার সদস্যের সকলের কাছে।
আপনি ভাবেন সব তাই বলে বলা
লেখালেখি না হলে কি জ্ঞান কথা হবে?
তথাপি এ লেখালেখি থাকে মূল্যহীন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: এটাকে এলোমেলো চেষ্টা বলতে পারেন। এখনো কাজের কাজ কিছুই হয়নি।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: বাহ ভালোই তো!!!!!!

মন্তব্যে সনেটিয় চর্চা! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

সনেট কবি বলেছেন:




শায়মার মন্তব্যে প্রতি মন্তব্য-

ভাল নাহয়ে উপায় আছে নাকি কোন
ভালোতো হতেই হবে নতুবা কাজের
মজাটা কেমন করে মিলবে তা’হলে?
অখচ মানুষ এটা বলতে নারাজ।
ভালকে ভাল বল্লেই কেউ বলে তেল,
ভেঙ্গেতার বেল তবে, ইচ্ছে করে হাসি
তাহলে হবেনা তাকে তেল মাখা কোন
তখন সে হবে কোন বেল ভাঙ্গা কাজ।

শায়মার কাজে একটু গাইবে সুনাম
তাও যদি মানুষেরা কৃপনতা করে
তবেতা কেমন হয় একটু ভাবুন।
অবশ্য যে যাই বলে ভালবেসে বলে
শায়মাও সেকথাটি বুঝে অকপটে
সেজন্য না ক্ষেপে করে আনন্দ প্রকাশ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: অবশেষে আপনাকে আমার ব্লগে আনাগেল।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল সবগুলি সনেট বদ্ধ কাব্যগাথা
সকলের প্রতি শুভেচ্ছা রইল ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

সনেট কবি বলেছেন:





ডঃ এম এ আলীর মন্তব্যে প্রতি মন্তব্য-

অবিরত উড়ে চলে কথার বলাকা
মেঘের দলেতে মিশে ঠিকানা বিহিন
সে উড়ায় খুঁজে চলে শান্তি জলাধার
যেথা মিলবে বিশ্রাম ক্লান্তির শরীরে।
কথার আকাশ তলে সাহিত্যিক দল
ধ্যানমগ্ন বসে থাকে শান্তিময় শান্ত
বাতাসের দোলা চলে দূলে দূলে তারা
গড়ে তোলে কথাদের শান্তির আশ্রম।

কথা দল বলাকারা বড় জলাধারে
ঠাঁই নেয় অবিশ্রান্ত পথ চলা শেষে
সামান্যের ভাগ পায় ছোট সরোবর।
যে চায় সে কথা দল বলাকার ঠাঁই
হবে তার সুশীতল মন জলাদার
সে তার সে লক্ষ্যে যাবে অবিরাম খেটে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

সনেট কবি বলেছেন: আপনাদের ভাল লাগাতেই আমার ভাললাগা।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন: আমার লাইকটি গ্রহণ করা হয়েছে ;)

ভাল লাগলো সবগুলো সনেট।


চাদ্গাজী সাহেবের মন্তব্যের সাথে কিছুটা একমত।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সনেট কবি বলেছেন:




কবি জাহিদ অনিকের মন্তব্যে প্রতি মন্তব্য-

আমিতো চাঁদের মতো পারিনি ছড়াতে
শীতল স্নিগ্ধ আলোক, ভূবন ভরিয়ে
সে আলোয় মানুষেরে দেখাতে পথের
দিশা, যেন তারা পায় সুখের ঠিকানা।
বিছানা আমার আজ কন্টক সজ্জায়
পাতা আছে যেথা আছে দূর্বিসহ জ্বালা
যন্ত্রণার উপলক্ষ্য, যেথায় নির্ঘূম রাত্রির
পর আসে হতাশার রাশি রাশি কাঁটা।

তথাপি খুঁড়িয়ে চলি কাঁটার আঘাতে
ক্ষত-বিক্ষত দু’পদে একাকী নির্জনে
যদি মিলে যায় কোন প্রত্যাশা চাদর।
যা জড়িয়ে কোন তৃণ সজ্জায় সুখের
নিদ্রার একটু চেষ্টা হয়ত চালানো
যাবে কোন নিশি ভরা রাতের শিশিরে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

সনেট কবি বলেছেন: পড়েছেন বলে শুভেচ্ছা অবিরত।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবি বিদ্রোহী ভৃগুর ভাইয়েরটা খুব সুন্দর ! বাকি গুলো ভাল লাগলো !!
এতো অল্প সময় খুব সুন্দর করে সনেট লিখতে পারেন ।


(আর বিশেষ করে আপনি যদি আমার কবিতা না পড়ে ! তাহলে মনে হয়, কবিতা লেখার স্বাথকতা খুঁজে পাই না। আপনি খুব সুন্দর করে কবিতা বিশ্লেষণ করে দেন ।)


শুভ কামানা রইলো ভাই ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবিরের মন্তব্যে প্রতি মন্তব্য-

কবিতায় মাধকতা ছড়াতে চেয়েছি
পাঠকে আকুল করে প্রেমেতে জড়াতে
কবিতার, অথচ সে মানুষের পেটে
গড়াগড়ি খেয়ে শেষে নিমিশে হারায়।
কবিতার জন্য খুঁজে পাইনা কোথাও
কোন মাধকতা কোন কোণে প্রাপ্যতার
প্রয়োজনে এ দূর্লভ মহামূল্যবানে,
হাপিত্যেশ মনে জমে স্তুপিকৃত হয়।

তথাপি ছাড়িনা হাল প্রত্যাশার নায়ে
বসে নির্বিকার মনে ভাটিয়ালি গেয়ে
চলে নিরবধি একা বনবাসী মতো।
কি পেলাম শেষে চেয়ে দেখি নিজ হাতে
বিরাজে সেথায়ে এক কাঁচকলা যাতে
আছে উপহাস দলা বানাতে পুরিয়া।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: আমিও আপনার কবিতার ভক্ত।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কি যে বলেন না, ভাই ! লজ্জা দিলেন ! আপনি আমার কবিতার ভক্ত !! আমি সবসময় আশায় থাকি, আপনি আমার কবিতার বিশ্লেষণ করবেন বলে। আপনি খুব সুন্দর করে কবিতার বিচার-বিশ্লেষণ করেন। যা অনেকে পারে না আর সেই ক্ষমার আপনার মধ্যে আছে !!


ধন্যবাদ ভাই ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবীরের মন্তব্যে প্রতি মন্তব্য-

প্রিয় কবি আপনার কবিতা অনেক
ভাললাগা এনে দেয় বিষয় বক্তব্যে
সে কারণে অবলিলে ভক্ত হয়ে যাই
আপনার কবিতার এখানেই দোষ।
মন থেকে লিখে কবি মনের কথন
অপরের, অভিনয়ে নিজের মনের
পাঠকেরা ভুল করে বুঝে বুঝি কবি
লিখেছেন নিজ মনে নিজর ঘটনা।

কবিতা ও মন্তব্যের ফুল দলে ঘুরি
বিমোহীত হয়ে যাই মনের গভীরে
সেথায় বিরাজ করে কত কি সুন্দর।
হয়ত বয়স খানি এখনো অনেক
কম আছে বলে কবি আশা করি আরো
বেশী বেশী পাঠকেরা পাবেন কবিতা।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার যে জিনিসটি সবচেয়ে অবাক লাগে সেটা হলো আপনার স্বচ্ছন্দে সনেট লেখার সক্ষমতা এবং কবিতার সাবলীলতা; পড়ে মনে হয়, এটা তো আমিও লিখতে পারতাম, কিন্তু লিখতে গেলে কলম আটকে যায়, সামনে এগোয় না।

সনেট লেখায় সাতশ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করায় অভিনন্দন ফরিদ ভাই। আপনার কলম অব্যাহত থাকুক, এই কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.