নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

কাকলি , সস ১

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯



(এক)

কবি দিলয়ারা বেগম মেরী

প্রতিবাদী দিলয়ারা বেগম মেরির
কবিতারা অগ্নি শিখা হয়ে ঝরে পড়ে;
তিনি কবিতা লেখেন স্বপ্ন-সুন্দরের,
স্বাধীণতা ও দেশের, মুক্তিযোদ্ধাদের।
কবি মেরির কবিতা ফুল হয়ে ফুটে
কাব্য কাননে সাজানো তরুর শাখায়
পাখিদের কাকলিতে সে কবিতা ঝরে
বিমোহীত হয়ে শুনি মনমুগ্ধতায়।

প্রয়াত শহীদুল্লাহ কায়সার যাঁর
পত্নী পান্না কায়সার, সে পান্না রত্নের
নামে কবিতা হয়েছে মেরির কলমে।
কবি মেরি বেঁচে থেকে আরো লিখবেন
মুক্তা ঝরা কবিতার রাশি রাশি পদ্য;
পাঠকদের প্রত্যাশা জেনেছি এমন।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

কবি দিলয়ারা বেগম মেরী কবি হোসনেয়ারা সুলতান সাহিত্য পুরস্কার’১২ ও কবি নাসির উদ্দিন সাহিত্য পুরস্কা’১৩ লাভ করেছেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

মো: নিজাম গাজী বলেছেন: নতুন কিছু জানলাম। দারুন হয়েছে লেখা। শুভকামনা প্রিয় কবি।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২

সনেট কবি বলেছেন: বলেছেন যখণ অনুপ্রেরণা হয়ে থাকল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.