নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সনেট কাব্যে - আল আসমাউল হুসনা (পর্ব-৯১) সস-১

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৬



৯১। নূরু – জ্যোতি

নূরু নভঃমন্ডল ও ভূ-মন্ডল জ্যোতি,
তাঁর জ্যোতির উপমা যেন দীপাধারে
প্রদীপ, আর প্রদীপ উপরে কাঁচের
নক্ষত্র তুল্য চিমনি বিদ্যমান আছে।
যে জ্যোতির প্রজ্জলন পবিত্র বৃক্ষের
(যয়তুন বৃক্ষ)তৈলে, যার অগ্নি আলো
ছড়ায় তৈলের স্পর্শ ব্যতিরেকে যাতে
আলোর উপর আলো অনন্য সুন্দর।

নূরু হবেন বিস্ময় যুক্ত সুন্দরের
প্রতিচ্ছবি, দৃষ্টিতলে তুলনা বিহীন;
প্রদত্ত উপমা এর যথাযথ সাক্ষ্য।
সঞ্চারিত সর্বশক্তি দীগন্ত বিস্তৃত
আলোক-অগ্নি বলয়ে আলোক ঠিকরে
পড়ে অবর্ণনীয় যে দেখাবে সে জ্যোতি।

প্রসঙ্গিক কথাঃ বান্দার আল্লাহ দর্শন হবে জান্নাতে। তিনি পাপীদের সাথে দেখা দিবেন না বলে ব্যবস্থা এমন।দীগন্ত বিস্তৃত আলোক-অগ্নি বলয়ে সর্ব শক্তি সঞ্চারিত যাতে আলোর উপর আলো আছড়ে পড়তে থাকবে। যা হবে অনন্য সুন্দর ও বিস্ময় কর যাতে বান্দা ডুবে নিমগ্ন থাকবে।আরো বুঝার জন্য সূরা নূরের ৩৫ নং আয়াতের মর্ম
উপলব্ধি করার চেষ্টা করুন।

বিঃদ্রঃ লিখনক্রম অনুযায়ী কবিতাটি কাব্যের ৯১ নং সনেট। তবে কাব্যে এটি শুরুতেই উপস্থাপিত হবে আশাকরি।আর আমার ব্লগে এখনো কাব্যের সব সনেটের খসড়া উপস্থাপিত হয়নি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৮

বিলিয়ার রহমান বলেছেন: এই সনেটটি বেশ লেগেছে!:)


+

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০

সনেট কবি বলেছেন: আপনার ভাললাগাও বিস্ময়কর। কারণ যেমন তেমন হলে আপনার ভাললাগেনা। যাকগে যে কাব্যের এ কবিতা সে কাব্য আশাকরি সরকারিভাবে প্রকাশ করা যাবে। খাশদিলে দোয়া করবেন।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

জীবন সাগর বলেছেন: খুব সুন্দর সনেট উপহার দিয়েছেন শ্রদ্ধেয় কবিবর।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

সনেট কবি বলেছেন: উপরের শিরনামে কাব্য গ্রন্থ প্রস্তত। এখন এডিটিং করছি। দোয়া করবেন যেন আল্লাহর ইচ্ছায় দ্রুততম সময়ে বই আকারে পাঠকের হাতে তুলে দিতে পারি।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

নতুন নকিব বলেছেন:



বিষয় নির্বাচন অসম্ভব রকমের প্রিয়। আসমাউল হুসনার প্রত্যেকটি নাম দিয়ে কি সনেট বানাচ্ছেন? হাইয়াকুমুল্লাহ।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আল্লাহর ইচ্ছায় আসমাউল হুসনার সব নাম নিয়ে সনেট লেখা শেষ হয়েছে। এ পেষ্টেই সবগুলো উপস্থাপন করব ভাবছি। তবে সেজন্য একটু সময় লাগবে। এখন সবগুলো চেক করছি। আকিদা সংক্রান্ত হওয়ায় বিষয়টা স্পর্শ কাতর। আপনি যদি একটু দেখে দেওয়ার আশ্বাস দের তবে খুব খুশী হব। আপনি অর্থ ও বানান দেখে দিলে ভাল হবে। সরকারী ভাবে বই করার ইচ্ছা আছে। না হয় বেসরকারী ভাবে হলেও করার ইচ্ছা আছে দোয়া করবেন।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অতীব সুন্দর বিষয় তুলে ধরেছেন এই সনেটের মাধ্যমে।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন আল্লাহর ইচ্ছায় দ্রুততম সময়ে বই আকারে পাঠকের হাতে তুলে দিতে পারি।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

নতুন নকিব বলেছেন:



আচ্ছা, দেখে দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে?

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

সনেট কবি বলেছেন: এ পোষ্টেই সম্পূর্ণ কাব্য উপস্থাপন করব আমার নিজস্ব চেকের পর। তখনেআমার ব্লগে ব্লগে গিয়ে দেখে দেবেন। কারণ এ কাব্যের অর্থগত ভুল অগ্রহণ যোগ্য।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

নতুন নকিব বলেছেন:



আচ্ছা, ইনশাআল্লাহ।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

সনেট কবি বলেছেন: আপনার সম্মতি জেনে খুশী হলাম প্রিয় কবি।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: সূরা নূর নিয়ে দারুণ কবিতা। খুব ভালো লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

সনেট কবি বলেছেন: বিষয়টা হলো আল্লাহর গুণ বাচক নাম ‘নূরু’। উৎস হিসেবে নিয়েছিলাম সুরা নূরের ৩৫ নং আয়াত। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.