নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জানা পরিবার ও সামু , সস-১

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১



অনেকের নোবেল পাওয়া উচিৎ বলে অনেকে মনে করে। আমি মনে করি আমাদের প্রিয় প্লাটফর্ম সামু ও এর প্রতিষ্ঠাতাও নোবেল প্রাপ্তির আলোচনায় আশা উচিৎ। যা ভাল মনে করেছি সনেটে উপস্থাপন করছি।

জানা ও আরিল্ড রাজ্যে প্রজা সাধারণ
সামু রাজ্যে বাস করে সুখে ও শান্তিতে
কাটাতে সময় কিছু লিখতে পড়তে
তারা মিশে আছে কারো অন্তর আত্মায়।
আরিল্ড-জানায় করি শ্রদ্ধায় স্মরণ
কিন্নরী কিন্নর কন্ঠ সুন্দর শুনতে
তিন জন তিনভাবে সমৃদ্ধ গুণেতে
তাদের মঙ্গল চিন্তা জাগে কামনায়।

সামুকে নোবেল দেয়া কাজটি সঠিক
তারাও শান্তির জন্য কাজ করে নিত্য
স্বীকৃতি সুকাজে গতি বাড়ায় অধিক।
প্রতিষ্ঠান-প্রতিষ্ঠাতা কর্মে যোগ্য সত্য
উভয় নোবেল পেতে দাবীদার বড়
তারা সব প্রতিভাকে করেছে যে জড়।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মাতৃভাষা বাংলা চর্চায় তাদের অবদান অনস্বীকার্য। স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে ও।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

সনেট কবি বলেছেন: একদম সঠিক কথা বলেছেন প্রিয় কবি। আপনার সত্য ভাষণ অনেক ভাল লাগল। এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামু পরিবারে জনক-জননীকে
শ্রদ্ধায় স্মরণ!
সনেট কবিকে অসংখ্য ধন্যবাদ
নোবেল না হোক ক্ষতি নাই,
আমাদের হৃদয়ে অবিনশ্বর দু'জন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

সনেট কবি বলেছেন: প্রতিভা বিকাশে তাদের অবদান অস্বীকারের উপায় নেই। আমি প্রথম দাবী তুল্লাম। একদিন এটা হযত সত্য হলেও হতে পারে। তা’ দেশের হয়ে একটা নোবেল বাড়লে ক্ষতি কি?

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

অর্ক বলেছেন: ওয়াও...

খুব ভালো লাগলো প্রিয় ফরিদ ভাই, আপনার এই একেবারে তেলে জবজবে সনেট! পড়ে মনে হলো যেন বিশুদ্ধ স্প্যানিশ এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল যেন মাখা হচ্ছে গা'য়ে, ছত্রে ছত্রে। ওনাদের নেবেল দেয়া হোক শান্তিতে, আর আপনাকে সনেট কাব্যে অসামান্য অবদানের জন্য সাহিত্যে; পাশাপাশি গিনেস, রিপ্লি'স, লিমকা পৃথিবীর সব বড় বড় রেকর্ড সংগ্রাহক প্রতিষ্ঠান থেকে আপনাকে বিশ্বসাহিত্যের সর্বাধিক সবচেয়ে সার্থক সফল সনেট রচয়িতা হিসেবে স্বীকৃত দেয়া হোক!
হোক না। আমিও মনে প্রাণে তা চাই।

ভাগ্যিস প্রমথ চৌধুরী মরে গেছেন, নইলে আজকে তিনি বেঁচে থাকলে, আর আপনার এইসব কাণ্ডকারখানা দেখলে বেচারার যে কী হতো! বিষপানে হয়তো নিজেই...

হা হা হা...

ইয়ে, প্রিয় শ্রদ্ধেয় কবি একটু ফান করলাম আরকি! সদ্য অসুখ থেকে আরোগ্য লাভ করেছেন, তাই মনে করলাম আপনার এখন বিনোদন দরকার। হ্যা অবশ্যই দরকার।

শুভকামনা প্রিয় কবি। আপনার সুস্থ সুন্দর দীর্ঘ জীবিনের প্রত্যাশা।

ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

সনেট কবি বলেছেন: বিষপানে হয়তো নিজেই..আত্ম হত্যা করতেন? বেচারা আগেই মরে গেছে নতুবা যে কি হতো। তবে লেখাটা আমি তেল মাখার জন্য লিখিনি। বাস্তবিক আমি তাদের অবদান স্বীকার করি। আপনার তেমনটা না করা আপনার ব্যাপার। তবে আপনার খোঁচামরা মন্দ লাগেনা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনন্য সুন্দর উপস্থাপনা,
পোবেন না হোক ক্ষতিনেই সামু শান্তির জন্য এটাই আমাদের বড় পাওয়া।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

সনেট কবি বলেছেন: দাবী তুল্লাম। যদি হয় ক্ষতি কি?

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

অর্ক বলেছেন: আচ্ছা ফরিদ ভাই, আমাদের ওই নুরু পণ্ডিত আবার ওভাবে জনক জননীকে শ্রদ্ধায় স্মরণ করছে কেন! ওনারা কি তবে...
ইয়ে পড়বো নাকি!

হা হা হা...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

সনেট কবি বলেছেন: নুরু ভাই সব সুধীজনের কথাই বলেন। আমার নিকট সেটা আলাদা বিষয় মনে হয়। জানেনতো আঁচার বানাতে পাঁচ পূরণ লাগে। আর এদের নিয়ে আমি মাঝে মাঝে লিখি নতুনদের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আমি এটাদরকারী কাজ মনে করি।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

মানিজার বলেছেন: ভালু লাগলু না ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সনেট কবি বলেছেন: আরেকটু খাটাখাটুনির দরকার ছিল মনে হয়।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

তারেক_মাহমুদ বলেছেন: নোবেল না হোক, আমার নিজেদের মনের কথা প্রকাশ করতে পারছি, একে অপরের লেখা পড়ে মতামত দিতে পারছি সেজন্য সামুকে ধন্যবাদ দিতেই হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সনেট কবি বলেছেন: বাংলা ভাষাবাসি জনগন পারস্পরিক আলোচনার মাধ্যমে ভালো মানুষ হয়ে যেন শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করায় সামুকে এবং এর প্রতিষ্ঠাতাকে নোবেল পুরস্কার দেওয়া যেতেই পারে। সামু ও এর প্রতিষ্ঠাতা অন্তত অং সান সুচির চেয়ে উত্তম

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

তারেক ফাহিম বলেছেন: ফরিদ ভাই,
ভালো প্রস্তাব রেখে গেলেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সনেট কবি বলেছেন: সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ফাহিম ভাই।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

محمد فسيح الاسلام বলেছেন: وقال جيم بوتشر ..... عندما يذهب كل شيء إلى الجحيم، والناس الذين يقفون إلى جانبكم دون يلينشينغ - هم عائلتك.

Jim Butcher said....."When everything goes to hell, the people who stand by you without flinching -- they are your family."

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: “যখন সব কিছুই নরকের দিকে ছড়িয়ে পড়বে,যারা আপনার পাশে দাঁড়াবেনা এটা আপনার পরিবার” সে জন্য সবার নিজের পরকাল চিন্তা করা উচিত, কিন্তু ইহকাল তো পরিবার ছাড়া চলে না।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

খায়রুল আহসান বলেছেন: স্বাধীন লেখালেখি এবং মত প্রকাশের চর্চায় ওনাদের অবদান প্রশংসনীয়। তবে, ছবিটা কি ওনাদের অনুমতি নিয়ে দিয়েছেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সনেট কবি বলেছেন: ছবি গুগোল থেকে নেওয়া। এন টিভিতে প্রকাশিত। পূর্বে আমি তাদের ছবি দিয়ে পোস্ট দিয়েছি। কিন্তুু তারা কোন প্রতিবাদ করেনি। সৈয়দা গুলসান ফেরদৌস জানা এমনিতে ও একজন উদার মনের মানুষ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অর্ক বলেছেন: আচ্ছা ফরিদ ভাই, আমাদের ওই নুরু পণ্ডিত আবার ওভাবে জনক জননীকে শ্রদ্ধায় স্মরণ করছে কেন! ওনারা কি তবে...
ইয়ে পড়বো নাকি!


ইহ ধাম ত্যাগ করার পূর্বে কাউকে শ্রদ্ধা জানানো যাবেনা, তােদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণা করা যাবেনা,
এমন নির্দেশনা জারী হয়েছে কি?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: আমি মনে করি মৃত্যুর পূর্বেই কারো স্বীকৃতি পাওয়া উচিত। তাহলে নিজের স্বীকৃতি নিজেই উপভোগ করা যায়।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: জানা পরিবার বাংলা ভাষার জন্য যা করছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে অবশ্যই। এই সামু ব্লগে লিখে আজকে অনেকেই ভালো লিখার চর্চাটা করতে পারছে। আর আমার মতো নিতান্তই যারা সাধারণ তারা মিনিমাম একজন পাঠক হিসাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার চেষ্টাটা তো করতে পারছি। জানা পরিবারের জন্য শ্রদ্ধা আর সনেট কবি ফরিদ ভাইয়ের জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সনেট কবি বলেছেন: ইবনে বতুতা খ্যাত কামাল ভাই এর জন্য অনেক শুভ কামনা।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


সামুর অবদান বিরাট, বাংগালী তরুণরা লিখতে ও উহাকে প্রকাশ করতে চাইতেন; আধুনিক টেকনোলোজীতে লেখক-বাংগালীদের প্রবেশ সহজ করে সামু, এজন্য সব ব্লগারেরা মিলে উনাদের সন্মানিত করা সঠিক হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সনেট কবি বলেছেন: আপনি একশ ভাগ সঠিক কথা বলেছেন।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শাহিন-৯৯ বলেছেন: কিছু মনে করবেন না, আপনি সম্মানীত ব্যাক্তি, ব্লগে সবাই আপনাকে সম্মান করে তবুও বলছি, কিছু লিখেই তাকে সনেট বলা ঠিক নয়।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন: সনেটকে সনেট বলা ঠিক নয় কেন?

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: জানা পরিবার বাংলাভাষার জন্য যে অবদান রেখেছেন তার জন্য অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা উচিৎ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

সনেট কবি বলেছেন: একদম সঠিক বলেছেন প্রিয় কবি।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

সোহানী বলেছেন: হাঁ, উনাদের অবদান অবশ্যই মূল্যায়ন করা উচিত।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

সনেট কবি বলেছেন: আমিও তাই মনে করি।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেশ জাতি মাতৃভাষা'র প্রতি কতটা শ্রদ্ধা থাকলে এরকম একটা ব্যয়বহুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায় তা ভাবলে আপনার আবদার বেশি বলে মনে হবে না।

শুভকামনা মামু প্রতিষ্ঠাতা ও আপনার জন্য।

শুভ সকাল

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক আপনি সুস্থ হয়ে আবার সনেট নিয়ে ব্লগে ফিরে এসেছেন এটাই সবচেয়ে আনন্দের।

হ্যা ঠিক বলেছেন। এই জানা পরিবার না থাকলে আমরাও আজ ব্লগে থাকতাম না।

তাদের জন্য শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

সনেট কবি বলেছেন: সামু আরো সুন্দর হোক এই কামনা থাকল।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

নতুন নকিব বলেছেন:



নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেশ, জাতি আর মাতৃভাষা'র প্রতি কতটা শ্রদ্ধা থাকলে এরকম একটা ব্যয়বহুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায় তা ভাবলে আপনার আবদার বেশি বলে মনে হবে না।

-নয়ন দারুন বলেছেন! সহমত। ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.