নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়ের নায়ে (রূপ কথার সনেট) সস-১

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৮



পিঁপড়ের নায়ে পাল উড়ে আকাশেতে
পত্র প্রকৌশলী গড়া সবুজ জাহাজ্ব
চড়বেন উৎসবে পিঁপড়ের রাজ
প্রজাদের মনে তাই আনন্দ ধরেনা।
প্রজারা সকল আসে জল কিনারেতে
রাজা-রাণী পরে আছে মহামূল্য সাজ
শোভাময় সে সাজেতে আছে কারুকাজ
আহা কি সুন্দর লাগে চোখ যে সরেনা!

ওদিকে তুফান এক ছুটে সর্বনাশা
নৌকা বাতাসেতে দোলায় প্রবল
রাজা-রাণী ছেড়ে দেয় জীবনের আশা।
প্রজাদের মন শোকে কাতর দূর্বল
হঠাৎ তুফান থামে ফিরে নিরাপদে
রাজার আদেশে প্রজা নাচে পদে পদে।

#ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: বাহ দারুণ লিখেছেন প্রিয় কবি

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

সনেট কবি বলেছেন: আপনি নিজেও কিন্তু ভাল লিখেন।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: বেশ ভালো।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা রইল।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

হাসান রাজু বলেছেন: " রাজা-রাণী ছেড়ে দেয় জীবনের আশা। প্রজাদের মন শোকে কাতর দূর্বল ...."

রাজা-রাণীর সুখ দুঃখে প্রজারা সবসময় কাতরই থাকে । তাদের হবু পুত্রবধু কি খেল, কি পড়ল, কেমন হাসল, ক্যামনে মরলো??? সব খবরেই আনন্দিত বা বিসাদ্গ্রস্ত । প্রজার খাবারের দাম ঊর্ধ্বমুখি, পদদলিত মানবতা তাতে কি আসে যায় রাজা রাণীর???

যাক, সেই পুরানো ক্যাচাল ।
আপনার 'হ্যাপি এন্ডিং' সনেট গল্প ভালো লেগেছে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

সনেট কবি বলেছেন: এটা যে গল্প হলো তা’ বুঝলাম আপনার মন্তব্যের পর।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল সনেটে,

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
।। সুরা কাওসার।।

বাংলা অনুবাদঃ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১.বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
২.আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
৩.তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
৪.আর তাঁর কোন সমকক্ষও নেই।


সনেট
পরম করুণাধারী দয়ার সাগর ক
অনুকম্পায় ক্ষমার্হ পাপী যতসব খ
তোমা নাম যপে শুরু হে অবিনশ্বর ক
হৃদে তুমি বিনা সত্ত্বা নাহি অনুভব। খ
বলি হে অনন্ত অসীম আল্লাহ তুমি গ
কেহ তুল্য নাহি যেথা একক সহিত ঘ
ভরসা,মুখাপেক্ষী নও তব,না নমি গ
জীব অবলম্বন মিথ,বিভু ব্যতীত । ঘ

অাদি হতে অদ্যবধি বাধি বিনে মায়া ঙ
তাঁর দ্বারা হয় নাই জীবৎ ভূমিষ্ট চ
নাইতো জন্মে দাবি,হিতৈষী কোন জায়া ঙ
দরদে মাধুরী ঢালিছে যেথা সুমিষ্ট । চ
ন আছে সৃজন পরাক্রম সমকক্ষ ছ
জগত দৃষ্টে ফিরে শ্রান্ত লোচন অক্ষ। ছ


চরন অর্থঃ
পরম দয়াশীল দয়ার সাগর
তোমার দয়ায় পাপীরা ক্ষমার যোগ্য
তোমার নামে শুরু করছি হে অমর
তুমি ছাড়া হৃদয়ে একাধিক স্রষ্টাকে অনুভব করি না।
বলছি তুমি অনন্ত অসীম তুমি আল্লাহ
তোমার তুলনা এক তুমি ব্যতীত কেউ নেই
তুমি কারও উপর ভরসা ও মুখাপেক্ষী নও,তুমি কারও উপর নত হও না
(বিভু)আল্লাহ ছাড়া জীবের অন্য কারও উপর অবলম্বন মিথ্যা।

আদিকাল থেকে আজ পর্যন্ত মায়ায় পরে
তার দ্বারা কোন জীব ভুমিষ্ট হয় নি
সুভাকাঙ্খী জায়া(স্ত্রী)র তাকে সৃষ্টিতে কোন দাবি নেই
যেখানে সুস্বাদু দরদ(মায়া) ঢেলে দিয়েছেন কেউ

এমন কোন সৃষ্টি নেই যে তার সমান
বারবার এমন উদাহরন পৃথিবীতে খুঁজে চক্ষু অক্ষি বিশ্রাম চাইবে।
।।।।।।।।।।।।।।।।।।

আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।
সনেটটি আপনার সনেটে অনুপ্রাণিত হয়ে লেখা।
ভুলভ্রান্তি খুঁজে পেলে সম্পাদনায় হেল্প করবেন আশা করি।
সবকিছু ঠিক থাকলে ব্লগে দেয়ার চেষ্টা করবো।
অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত ও অমিত্রাক্ষর বুঝিয়ে দিলে
কৃতজ্ঞ থাকব।
আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শুভ কামনা।

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৯

সনেট কবি বলেছেন: সনেটে প্রতি পদের হিসেব ৮+৬ হতে হয়। যেমন, সতত হে নদ তুমি - পড় মোর মনে/ হে বঙ্গ ভান্ডারে তব - বিবিধ রতন।
অক্ষর বৃত্তে শুধু অক্ষর হিসেব করা হয় যেমন, চৌদ্দ অক্ষর। মাত্রা বৃত্তে মাত্রা হিসেব করা হয় যেমন, আমা দের ছোট নদী চলে বাঁকে বাঁকে এখানে সাড়ে তিন মাত্রা। বৈ শাখ মাসে তার হাটু জল থাকে এখানেও সাড়ে তিন মাত্রা। মাত্রা বৃত্তে জোড়ের সাথে জোড় ও বিজোড়ের সাথে বিজোড় মিল করতে হয়। এখানে সাত অর্ধ মাত্রার মিলে বিজোড়ের সাথে বিজোড়ের মিল হয়েছে।অমিত্রাক্ষর হলো অন্তমিল সংক্রান্ত। যাতে এক পদের সাথে অন্য পদের অন্তমিল থাকে না। পক্ষান্তরে অক্ষর বৃত্তে বিভিন্ন রকমের অন্তমিল দেখতে পাওয়া যায়। যেমন কখখগ কখখগ ঘঙঘঙ চচ, কখখক কখখক গঘগঘ ঙঙ, ইত্যাদি। পয়ার ছন্দে পরের পদের সাথে অন্ত মিল থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.