নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

প্রাণ আমার (সনেট কবি ও ব্লগার ফাহিমা জেরিন জেবা , সনেট কবির বড় কন্যা) সস-১

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১



প্রথম আব্বু ডাকেতে ভরে গেছে মন
যার কচি মুখ থেকে, সে প্রাণ আমার
ফহিমা জেরিন জেবা ভিতরে আত্মার
গড়েছে স্থায়ী আসন নিজ যোগ্যতায়।
ছেলে হোক মেয়ে হোক সকল সন্তান
অন্তর জুড়েই থাকে পিতা ও মাতার
প্রথম সন্তান সেথা অনন্য মাত্রার
তারা একটু আলাদা থাকে সর্বদায়।

সমস্যা সামাল দিতে শিখেছে ফাহিমা
চাই সে এমন করে পরিপূর্ণ হোক
সে চাই জগতে হোক শান্তির উপমা।
মন তার গুনে জ্ঞানে ভরেই উঠুক
ইহকাল পরকালে হোক সে সফল
থাকুক সে সত্য পথে চির অবিচল।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার কন্যারা সবাই শিক্ষা দীক্ষায়, আপন মহিমায় বড় হোক, সুখী হোক!

আপনার অফিসের লোকেরা আপনার বেতন সংক্রান্ত সমস্যার সমাধান করেছে?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সনেট কবি বলেছেন: বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

ওমেরা বলেছেন: আপনার কন্যারা সবাই শিক্ষা দীক্ষায়, আপন মহিমায় বড় হোক, সুখী হোক! আমীন

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন আমিন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ সনেট কবি
আপনার জেষ্ঠা কন্যাকে আমাদের সাথে
পরিচয় করিয়ে দিবার জন্য।

তিন কন্যার তো একই ছবি,
চেহারা ভিন্ন হলেও সবাই কবি।
লিখেন তারা সনেট অনপ্রেরণা পিতা,
তাদের এ চেষ্টা কভু যাবেনা বৃথা।
দোয়া সবার তরে তিরত্ন কবি,
পিতার অন্তরে থাক তোমাদেরই ছবি।


৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সনেট কবি বলেছেন: আপনি গুণিদের নিয়েই থাকেন। বিষয়টি আমার বেশ ভাল লাগে। আপনার কাজ গুণীর সংখ্যা বৃদ্ধিতে কাজে লাগতে পারে। বিশ্বে গুণী সংখ্যা যত বাড়বে আবর্জনা তত দূর হবে। প্রথিবী তত সুন্দর হবে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দোয়া রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন আমিন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

ভ্রমরের ডানা বলেছেন:



ঘুমিয়ে আছেন শিশুর পিতা সকল শিশুর অন্তরে....



কবিতা ভাল লেগেছে কবি!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

তারেক_মাহমুদ বলেছেন: সন্তান সবগুলোই সমান, তবে প্রথম সন্তান সত্যি স্পেশাল , আমি নিজে এক মেয়ে একছেলের বাবা আমি বিষয়টি বুঝি।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

সনেট কবি বলেছেন: বাস্তব অভিজ্ঞতা আসলেই আলাদা বিষয়।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

অর্ধ চন্দ্র বলেছেন: সবার জন্য শুভ কামনা রইল

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

সনেট কবি বলেছেন: ন্তব্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

ব্লগার পরিবার :)

অভিনন্দন সনেট কবি:)

সবার জন্য শুভকামনা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সনেট কবি বলেছেন: দোয় করবেন মেয়ে গুলো যেন আমার প্রত্যাশা পূরণে সক্ষম হয়, আল্রঅহ যেন তাদের সেই তাওফিক দান করেন।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

সনেট কবি বলেছেন: ন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজিব ভাই।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আব্বু আমাকে নিয়ে এত সুন্দর একটি সনেট কবিতা লেখার জন্য। আমি আপনার মত এক জন ভালো বাবা ও একজন ভালো কবির মেয়ে হতে পেরে আল্লাহর কাছে অশেষ সুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ্ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। আমি স্নেহের দিক থেকে সেই প্রথম বাবা ডাকা মেয়েটির মতই থাকতে চাই। তবে ইনশা-আল্লাহ্ আমি আপনার ইচ্ছা পূরণের শত ভাগ চেষ্টা করবো।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

সনেট কবি বলেছেন: তোমানে গুণে জগৎ ধন্য হোক আমার এ ছোট্ট প্রত্যাশা থাকল।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

জাহিদ অনিক বলেছেন:

কবি!
আপনার ঘর তো কবিতা ও কাব্যে বেশ কাব্যিক।
আমার বাবা-মা কেউ সহ্য করতে পারে না যে আমি কবিতা লিখি।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

সনেট কবি বলেছেন: অথচ আপনি খুব ভাল কবিতা লিখে থাকেন। আমাদের দেশে সাহিত্যিকদের কোন মূল্যায়ন নেই বলে। অবিভাকেরা এটাকে অর্থহীন কাজ মনে করে। কারণ এতে ঘরে অর্থ আসে না। সাহিত্যিকের সাহিত্যে যদি ঘরে অর্থ আসতো তবে তবে উন্নত সাহিত্য তৈরীতে তা’বেশ কাজে লাগতো। যা বিশ্বের যাবতীয় অকক্ষয় রোধে কাজে লাগতো। অস্ত্রের ঝনঝনানি হয়ত কমে যেত।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার প্রেরনার ডালি দেখে আমি আজ অনুপ্রানিত।শুভ কামনা রইলো।ভালো থাকবেন।।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য অনেক শুভেচ্ছা ও অভি নন্দন।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: আশীর্বাদ রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার দোয়া কবুল করুন আল্লাহ জাল্লেশানেহু। তারি সাথে আমারও দোয়া রইলো আল্লাহ যেনো একজন প্রকৃত মোমেনা বানায়ে দেশও জাতির হেদমতে প্রেশ করান।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১২

জাহিদ হাসান রানা বলেছেন: ৩ দিন কোনক্রমে সামুতে আমার বয়স।কোনটি আমাকে সবচেয়ে পুলকিত করেছে এমন প্রশ্ন যদি আমায় কেউ করে আমি বলব আপনাদের এই সনেট পরিবার।
শুনেছি আপনি অসুস্থ।আল্লাহ তাআলার কাছে আপনার পূণ্য আয়ু কামনা করি।।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: দোয়া থাকলো। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন ।সুস্থ থাকুন সনেট কবি। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

ধ্রুবক আলো বলেছেন: থাকুক সে সত্যের পথে চির অবিচল। পিতা ও কন্যার জন্য অশেষ শুভ কামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,




সনেটের মতো কাব্যময় হোক আপনার সন্তানেরা । ফুলের মতো সুগন্ধ ছড়িয়ে ফুটে থাকুক আপনার প্রাণের বাগানে ।

আপনার পরিবারের সবার জন্যে রইলো নতুন বছরের ফুলেল শুভেচ্ছা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

সনেট কবি বলেছেন: অনেক দিন পর আপনার একটা মন্তব্য পেয়ে অনেক ভাল লাগল।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার বেতনের ব্যাপারটা মনে করিয়ে দেয় যে, বেশীরভাগ বাংগালী সরকারী চাকুরী পেলে কমনসেন্স হারিয়ে অমানুষ হয়ে যায়।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

সনেট কবি বলেছেন: আপনি বেঁচে থাকুন এসব অনাচারের প্রতিবাদ করার মতো। তবে আপনার আরো বেশী বেশী কপি প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.