নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

চড়ুই সস-৪

০৫ ই মে, ২০১৮ সকাল ১১:৫০



(এক)

চড়ুই দম্পতি থাকে অন্যের বাসায়
ভেন্টি লেটরের ঘরে, খড় কুটো ঘাস
দিয়ে স্বামী-স্ত্রী সাজায় সুখের নিবাস
কিচি মিচি কিচি মিচি শব্দে ভরে ঘর ।
প্রাসাদে বাচ্চার জন্মে আনন্দে ভাসায়
পাখিদের মন-প্রাণ। সুখে বসবাস
বিনে ভাড়ার ঘরেতে স্বাচ্ছন্দ প্রশ্বাস
ফুরফুরে মেজাজেতে আনন্দের স্বর।

চড়ুই অনেক খাটে খাবারের জন্যে
বাচ্চা-কাচ্চা অপেক্ষায় থাকে সারা বেলা
মুখে মুখে খায় তারা মা-বাবা সৌজন্যে
ছানাদের জন্য নেই কোন অবহেলা।
চড়ুই পাখির দল বৃক্ষ তরু শাখে
কিচি মিচি শব্দে মন মুগ্ধকরে রাখে।


(দুই)

দরজার উপরের ভেন্টি লেটরের
ফোঁকরে তৃণের বাসা। খড় কুটো ফেলে
দরজার সমুক্ষেই।কারো রাগ হলে
কি করে বুঝাই তাকে, এ ছোট্ট চড়ুই।
হতেই হবে মমতা মনে সকলের
ছোট্ট পাখিটির জন্য। কি লাভ রাগলে
সামান্য পাখির প্রতি। কি লাভ রাখলে
জমায়ে কোন ক্ষোভের উত্তপ্ত কড়ই।

সারাবেলা উড়াউড়ি করে কিচিমিচি
ভোরবেলা জেগেউঠি ওদের ডাকেতে
ছাওগুলো ডেকে উঠে ঠোঁটে কচিকচি
ওদেরকে চুরিকরে বালক ডাকাতে।
চড়ুই কেঁদেই মরে বাচ্চাদের জন্য
বালক চোরের নেই সামান্য সৌজন্য।

(তিন)

আমার গৃহ মেম্বার চড়ুই দম্পতি
দু’বাচ্চা সহ থাকেন। ভিন্ন খান তারা
নিজেরা জোগাড় করে। তারা আত্মহারা
বিনে ভাড়ায় এমন থাকতে পারায়।
বালকের দল দেখি মন্দ মতি গতি
আড় চোখে তারা দেখে, কূ-মতি ইশারা
এদের প্রশ্রয় দিলে চড়ুই বেচারা
সর্বহারা হয়ে যাবে, এমন কে চায়?

আমরা বালক দল তাড়িয়ে দিয়েছি
চড়ুই বেঁচে থাকুক নিবাসে আপন
পাখির স্বছন্দ প্রাণ দু’চোখে দেখেছি
দেখেছি ওদের নিত্য জীবন যাপন।
পাখি হলো প্রকৃতির সুন্দরের প্রভা
থাকেনা ওদের ভিন্ন, প্রকৃতির শোভা।

(চার)

চড়ুই দু’জনে বাচা মিলে মিশে থাক
মিলে মিশে থাকা ভাল সর্ব লোকে কয়
অমিল সাকুল্যে বড় মন্দ কর্ম হয়
সহ্যকারী পুরুষেরা দাম্পত্যতে ভাল।
নারী সদা স্বামী থেকে সমাদর পাক
স্বামী থেকে স্ত্রীকে কোন অনাদর নয়
ভাল আচারেতে তার মন কর জয়
তার সাথে কথা নয়, মন করে কাল।

পাখিদের থাকবে না বিবেক মোটেই
এটাতো অচল কথা। মনে রেখে গতি
জেন রাখ খুনসুটি এমন ঘটেই
প্রেমেতে এসব কিছু করে রাখ নতি।
দু’জনে দু’জনে রাখ শান্তিতে আদরে
থাকুক এমন চিত্র অন্দরে সদরে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮

হাসান রাজু বলেছেন:

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৭

সনেট কবি বলেছেন: বুঝলুম!

২| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯

হাসান রাজু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২১

সনেট কবি বলেছেন: তখন টেবিলের গ্লাসে দেখলাম, একটা চড়ুই এর লাইভ কিচি মিচি। তখন জানালাম, হ তোদের জন্য সনেট লিখছি, আর চিৎকার করতে হবে না। দ্বিতীয় সনেট চড়ুই দেখে দেখেই লিখলাম। কবিতায় এক্কেবারে বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

৩| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: কবি ভাই, বরাবরের মত আজও ভাল লাগলো, তবে বিনা ভাড়ায় আর যে কতদিন থাকতে পারবে সন্দেহ । আমরা ভূতের ভবিষৎ দেখেছি।এখন যা দিনকাল যাচ্ছে, তাতে যে কোনো দিন হয়ত চড়ুই এর ভবিষৎ বলে কিছু শুনবো।

অনেক শ্রদ্ধা আপনাকে,সঙ্গে শুভেচ্ছাও।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৪

সনেট কবি বলেছেন: তারা এখনো ভালো ভাবেই টিকে আছে। এ সংক্রান্ত কবিতা আমার স্ত্রীর ডিরেকশন মত লিখেছি। এ পাখির সাথে আমাদের বসবাস দীর্ঘ কালের। গেটে তালামারা থাকে বিধায় ওদের কেউ ডিস্টার্ব করতে পারে না। মানুষ যত্নবান হলে প্রকৃতির সুন্দর পাখিরা টিকে থাকবে আশাকরি।

৪| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে চড়ুই নিয়ে লেখা !!!
চমৎকার !

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৫

সনেট কবি বলেছেন: এ পাখিটা আমার বেশ লাগে।

৫| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৬

রাত জাগা তারা ও আমি বলেছেন: কিছুই বলার বাক্য নেই..........আমাকে আরো শিখতে হবে প্রথম পাতায় যেতে হলে..... :||

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৮

সনেট কবি বলেছেন: আশাকরি অচিরেই সফল হবেন।

৬| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:৫৯

জসীম অসীম বলেছেন: আপনার ছড়াটি/ কবিতাটি অসাধারণ। অন্ত্যমিল আরও অধিক অনবদ্য। শব্দচয়নও অপূর্ব। আলোকচিত্রের ব্যঞ্জনা বর্ণনাতীত। পড়া শেষ হয়েও রেশ রয়ে যায়। অনেকদিন পরই একটি মনোমুগ্ধকর এমন লেখা পড়লাম। লেখার জন্য অশেষ ধন্যবাদ। তবে একটি বিষয়ে আপনার পরামর্শও চাই:
অনুরোধ: কিছু মনে করবেন না। এই ব্লগে (সামু) আমি নতুন ব্লগ লিখতে গেলে একটি লেখা আসে। লেখাটি হলো: [একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog]. কিন্তু কেন? এই সমস্যা শুরু হয়েছে ২০১৫ সালের ১০ নভেম্বর বিকাল ৩টায় একটি নর্মাল পোস্ট দেওয়ার পর থেকে। তারপর আর আমি এই ব্লগে নতুন কোনো ব্লগ লিখতে পারি না। এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারলে কৃতজ্ঞ থাকবো। এই ব্লগের মডারেশন স্টেটাসে আমি কর্তৃপক্ষের কোনো প্রকার ওয়াচে নেই। আমার অবস্থান [সেফ]। তবে কারো লেখায় আমি আবার নিজ মতামত লিখতে পারছি। তাতে কোনো সমস্যাই হচ্ছে না। সুতরাং এ বিষয়ে আমার জন্য কিছু করনীয় থাকলে জানাবেন। কোনোভাবেই আমি এ সমস্যার সমাধান করতে পারছি না। অনেকবার এডমিনকে মেইলও করেছিলাম। কাজ হয়নি। ভালো থাকবেন। আমার মোবাইল নম্বর: 01711-027426. এ বিষয়ে ব্লগার নূর মোহাম্মদ নূরু ভাইয়ের সহযোগিতা নিয়েছিলাম। তিনি বলেছেন, ‘‘আপনি আপনার সমস্যার জন্য উপরের টাইটেল বারের "সহযোগিতা" অপসনে ক্লিক
করে আপনার উপরোক্ত বক্তব্যটি পেস্ট করুন, সমস্যার সমাধান হয়ে যাবে। এতেও কাজ না হলে এ ব্যাপার আপনি নিচের লিংকে আমাদের প্রিয় ও গুণী ব্লগার কাল্পনিক_ভালোবাসার শরণাপন্ন হতে পারেন। কাল্পনিক_ভালবাসা।
আশা করি তিনি আপনার সমস্যার সমাধান দিতে পারবেন’’ কিন্তু আমি উপরের টাইটেল বারের "সহযোগিতা" অপসনে ক্লিক
করে আমার উপরোক্ত বক্তব্যটি পেস্ট করলে আমাকে বলা হচ্ছে ‘‘আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।’’ কিন্তু আমি কাল্পনিক_ভালোবাসার শরণাপন্ন হয়েও সমাধান পাইনি। আমি আসলে কারণই জানতে চাচ্ছিলাম যে কেন আমি আমার লেখা পোস্টই করতে পারছি না। কারণ জানলেই হতো।
এ অবস্থায় সমাধান কিভাবে সম্ভব, আমার জানা নেই। আপনার পরামর্শ ও সহযোগিতা চাচ্ছি। অনুরোধ। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১৭

সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট ওরা ব্লক করে রেখেছে। সেজন্য আপনি পোষ্ট দিতে পারছেন না। আমার আগের আইডি ওরা জেনারেল করে রেখেছে। সে আইডি থেকে আমি পোষ্ট দিলেও তা’প্রথম পাতায় আসে না। অনেক চেষ্টা করেও ফল না হওয়ায় আমি সে আইডি থেকে এখন আর পোষ্ট দিচ্ছি না। এরপর নতুন এ আইডি খুলে অনেক দিন পর সেফ হয়েছি। আপনার লক্ষণও ভাল মনে হচ্ছে না। কাজেই নতুন ভাবে শুরু করে দেখতে পারেন। অনেকেই এমন করেছে। সে জন্য অনেকের একাধিক আইডি রয়েছে। তবে একাধিক আইডি থাকলে একই পোষ্টে একাধিক আইডি থেকে মন্তব্য দেওয়া আবার বে-আইনি। যাক যা ভাল মনে করেন করবেন।

৭| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:২২

তারেক ফাহিম বলেছেন: চড়ু্ই পাখির ছবিটি অনেক সুন্দর।

চড়ুই নিয়ে লিখাও দারুন।


০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২০

সনেট কবি বলেছেন: ভাল কিছু করার চেষ্টা সবাই করে। তথাপি কখনও ভাল হয়, আর কখনও ভাল হয় না। আমি কিছু একটা করতে চাচ্ছি, কিন্তু এখনো সেটা মনের মত হচ্ছে না। দোয়া করবেন, যা করতে চাই তা’ যেন করতে পারি।

৮| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):D দারুন ছবি।


মেয়ে চড়ুইটি বড্ড ঝগড়া করে। ওর মুখটা ভালকরে চেপে ধর।:P

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২১

সনেট কবি বলেছেন: একটা মন্ডল ভক্ত সোসাইটি করতে চাচ্ছি। কারণ আপনার মন্তব্যগুলো উপভোগ্য হয়।

৯| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: আমি যখন আপনার এই কবিটাটি পড়ছি। ঠিক তখন দু'টি চড়ুই আমার জানালার সামনে এসেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

সনেট কবি বলেছেন: আর আমি চড়ুই নিয়ে কবিতা লেখার সময়ও ওরা খুব কিচিমিচি করে গেছে। মনে হচ্ছিল ওরা যেন কিছু বলছে।

১০| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:( কবি ভাই, আমি নির্দোষ। আমাকে বাঁচান।।


আর সোসাইটি! :( মন্তব্য করার জন্য তিনজনের সাথে ক্যাচাল বেঁধেছে। আমি করি ঠাট্ট, তারা ভাবে সিরিয়াস। এখন মন্তব্য করতেও ভয় হয়। কি বলতে কি বলি আর কি বোঝে??


আমি বিতর্ক পছন্দ করি। কিন্তু ঝগড়া, ঝামেলা নয়। আমি ভালোর দলে।।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০৯

সনেট কবি বলেছেন: সে যাই হোক জনগণ আপনার মন্তব্য বেশ উপভোগ করে বলেই তারা বলাবলি করছে। সে জন্য মন্ডল ভক্ত একটা সোসাইটি অবশেষে হতেই হবে!

১১| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১২

সনেট কবি বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

১২| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


চড়ুই মানুষের কাছাকাছি থাকতে চায়, মানুষ পছন্দ করে।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৯

সনেট কবি বলেছেন: চড়ই হলো গৃহপালিত বন্য পাখি।

১৩| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: চড়ুই পাখি নিয়ে চমৎকার একটি কবিতা। অনেক দিন আগে চড়ুই পাখি নিয়ে ছড়া পড়েছিলাম। আর আজ আপনারটা পড়লাম, বেশ ভাল লেগেছে।

০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সনেট কবি বলেছেন: আপনি মাত্র একটি কবিতা দেখলেন? বাকী তিনটি কোথায় গেল?

১৪| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

কাওসার চৌধুরী বলেছেন: আসলে আপনার চারটি কবিতাকে একটা হিসাবে দেখেছি!! তাই কথাটি বলেছি।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: বুঝলুম! তবে আমি চারটাই গণনা করব। কারণ আমাকে হাজারটা সনেট হিসেব করতে হবে। দরকার হয় পরে সবগুলোর আলাদা নাম দিয়ে দেব।

১৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: চড়ুই পাখি নিয়ে চমৎকার সনেট। খুব ভালো লাগল।

০৬ ই মে, ২০১৮ সকাল ৮:২১

সনেট কবি বলেছেন: চড়ুই পাখি আমার খুব ভাল লাগে। সেজন্য এ সনেট প্রচেষ্টা।

১৬| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৩৮

এভো বলেছেন: ভাই কাইন্ডলিং নীচের লিংকে ক্লিক করে এই লেখাটি পড়ুন এবং আপনার মূল্যবান মতামত দিন । আমি ৭ মাসের উপর এই ব্লগে। আমার লেখা প্রথম পাতায় স্থান পাচ্ছে না , তাই দয়া করে আপনারা যদি একটু সাহায্য করেন তাহোলে বাধিত হব । ধন্যবাদ

লিখন মাধ্যমে পশ্চিম বাংলার নাম বিকৃতির অপসংস্কৃতি যার মধ্য লুকিয়ে আছে এক চরম প্রাদেশিকতা ও সাম্প্রদায়িকতার ছাপ
Link

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সনেট কবি বলেছেন: আপনার লেখা পড়েছি। সিগ্র সেফ হতে পারেন সেই কামনা করি।

১৭| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: “পাখিদের থাকবে না বিবেক মোটেই-এটাতো অচল কথা” - হয়তো সত্যি।
কিন্তু বউরা অনেক সময়ই বিবেবহীন হয়ে পড়ে।
যন্ত্রণার কতা আর কইয়্যেন না।
যা হোক, অনেক ভাল লেগেছে আপনার চড়ুই উপাখ্যান।
আরো সুন্দর লিখুন, সুস্থ থাকুন।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সনেট কবি বলেছেন: অনেক দিন পর আপনার সাক্ষাৎ মিলল।ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.