নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

একটি সত্য কাহিনী

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩১




অধ্যাপক বলেছেন, একটি ছেলের
একটি সত্য কাহিনী। যে চলায় থেমে
দেখেছে হেরেছে তার প্রেয়সির প্রেমে,
যে গিয়েছে অন্য পথে অন্য ঘরে চলে।
অতঃপর সে এসেছে দেখতে জলের
ধারা কত বয়ে চলে, সে গিয়েছে ঘেমে
দেখে জ্বলে পূর্ব প্রিয়।স্বামী সহ নেমে
পারেনি ফিরাতে তারে কোনই কৌশলে।

এমন গভীর প্রেম অঠাঁই এমন
বুঝেনা অনেক জন। সেখানে শতেক
বিপত্তি ঘটতে থাকে যেখানে চয়ন
অবোধ করে সে ফুল, সময়ে অনেক।
জ্বলন্ত মরন দেখে বুঝেছে অবোধ
অবশেষে হলো তার প্রেম ঋণ শোধ।

বিঃদ্রঃ কাহিনী সত্য, তবে সনেটে বুঝতে একটু কষ্ট হতে পারে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

সনেট কবি বলেছেন: গল্পটা একজন বলে বলেছে আপনিতো লেখক আপনি এ গল্প জগতের সামনে উপস্থাপন করবেন। এখানে মেয়েটি মরেনি, কিন্তু সইতে না পেরে ছেলেটা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মরেছে।

২| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৬

মিথী_মারজান বলেছেন: একটু কঠিন লাগছে।
তবে প্রথম মন্তব্যের রিপ্লাই দেখে একটু ক্লিয়ার হয়েছি।
যে কোন গল্প ছোট্ট সনেটে প্রকাশ করা আসলেই খুব কঠিন।
আপনার প্রচেষ্টা প্রশংসনীয়।

০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৫৪

সনেট কবি বলেছেন: যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরো দেখি ধোঁয়াশা রয়ে গেছে।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: জটিল কাহিনী।

০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৫৬

সনেট কবি বলেছেন: মহাজটিল। এ যেন প্রেমই সব কিছু।

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ১১:০১

আবু আফিয়া বলেছেন: আত্মহত্যার মত জঘন্য পাপ কেউ বেছে নিক এটা কাম্য নয়
লেখককে ধন্যবাদ

০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৫৮

সনেট কবি বলেছেন: আত্মহত্যা মহাপাপ। তথাপি অনেকে সে পথ বেছে নেয়। নিজের প্রতি আরো বেশী নিয়ন্ত্রণ থাকা জরুরী।

৫| ০৬ ই মে, ২০১৮ রাত ১১:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: দুঃখজনক

০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৫৯

সনেট কবি বলেছেন: তথাপি এমন ঘটনা ঘটে মানুষের মনকে নাড়া দিয়ে যায়।

৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:১৬

কাওসার চৌধুরী বলেছেন: বরাবরের মতো খাঁটি একখান কবিতা।

০৭ ই মে, ২০১৮ সকাল ৮:০০

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন আরো গুঁছিয়ে লিখতে পারি।

৭| ০৭ ই মে, ২০১৮ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি এখন কি নতুন নতুন এলাকায় বিচরণ করছেন।

০৭ ই মে, ২০১৮ সকাল ৮:০১

সনেট কবি বলেছেন: নতুন এলাকায় বিচরণ না করলেও দেখা যায় অনেক এলাকার লোক বিভিন্ন কারণে এক এলাকায় চলে আসে।

৮| ০৭ ই মে, ২০১৮ ভোর ৫:৪০

বিদেশে কামলা খাটি বলেছেন: কবিতা সুন্দর।

০৭ ই মে, ২০১৮ সকাল ৮:০২

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন আরো সুন্দর কবিতা উপস্থাপন করতে পারি।

৯| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- সনেট বুঝি না।
আমি কবিতা মনে করে পড়েছি।
আর কবিতাটা আমার কাছে ভালো লেগেছে।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

সনেট কবি বলেছেন: কি করে আপনাকে সনেট বুঝানো যায় এ নিয়ে আলাদা ভাবে গবেষণা করতে হবে।

১০| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা সাইকোলজিক্যাল। যেহেতু বলে দিয়েছেন বুঝতে কষ্ট হবে, এজন্য বোঝার চেষ্টা করি নি। কবিতা না বুঝলেই যে খিদে বেশি লাগবে তাও না। বোদ্ধারা বলে গিয়েছেন, কবিতায় বোঝার ব্যাপারটাই অবান্তর :)

কবিতা ভালো লেগেছে, অর্থাৎ অনুভূতিটা দারুণ।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০০

সনেট কবি বলেছেন: একটা জলজ্যান্ত ঘটনাকে সনেটে পুরতে গিয়ে আমার পাত্রটা ভীষণ রকমের ছোট মনে হয়েছে। সেজন্য পাত্রতে কাহিনী পুরে সেটা অস্পষ্ট মনে হয়েছে। তথাপি বিষয়টা কারো কারো ভার লাগায় পরিশ্রম কিছুটা স্বার্থক বলে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.