নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

শেষ বিদায় ও আরাম নগর সস-২

১০ ই মে, ২০১৮ ভোর ৬:৫০



মাটির ভিতরে থেকে দেহ আমাদের
প্রাণহীন পড়ে একা, পঁচে যাবে সেই
দেহখানি দিনে দিনে, রইবেনা এই
তরতাজা প্রাণময় পরিপাটি রূপ।
ঘরের কর্তায় তারা নিবে প্রসাদের
বাইরে অশ্রুতে ভিজে।থাকবে না ঠাঁই
নিজের ঘরতে কারো। কোন স্থান নাই
এক কোনে বসে থেকে রইবে যে চুপ।

স্বজনেরা নিয়ে যাবে মাটি চাপা দিতে
অথবা করতে দাহ জলন্ত আগুনে,
কেউ কি পারবে তারে আর বুকে নিতে?
শেষ বিদায়ে রাখবে সকলে নির্জনে।
সঞ্চিত সকল ধন পরের দখলে
ছেড়ে যেতে হবে একা, কিছুই না বলে।

আরাম নগর

হাসি আর খুশি দুই জমজ বোনের
আনন্দ একটি ভাই, বাবা সুখ মিয়া
তাদের মায়ের নাম বিথি শান্তি পিয়া
বিরাজে তাদের মাঝে আয়েশি জীবন।
বোনের জন্যেতে ভাই আনন্দ, মনের
গভীরে জমিয়ে রাখে স্নেহের দরিয়া
বোনেরাও ভাবে খুব ভাইটিকে নিয়া
মিলে মিশে তারা সবে সবার আপন।

ঝগড়া করেনা তারা রাগ ক্ষোভ নেই
ভাসেনা কেহই তারা দু’চোখের জলে
সবকিছু মানে তারা অতি সহজেই
অমিল পালায় দুরে তাদের কৌশলে।
আরাম নগর গ্রামে করে বসবাস
গড়েছে সকলে তারা শান্তির নিবাস।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ ভোর ৬:৫৭

শহীদ আম্মার বলেছেন: চমৎকার! মৃত্যুর স্মরণ মানুষকে সংযমী করে।

১০ ই মে, ২০১৮ সকাল ৭:০১

সনেট কবি বলেছেন: মৃত্যু আমাদের অতি সন্নিকটে। যদিও অনেকের মৃত্যুর কোন প্রস্তুতি নেই।

২| ১০ ই মে, ২০১৮ সকাল ৭:০৩

শহীদ আম্মার বলেছেন: আসলেই তাই। তবে এমনটি হওয়া উচিত নয়।

১০ ই মে, ২০১৮ সকাল ৭:০৬

সনেট কবি বলেছেন: প্রস্তুত অবস্থায় মরলে কি হতে পারে সে বিষয়ে মানুষের যথেষ্ট ভাবনা থাকা দরকার।

৩| ১০ ই মে, ২০১৮ সকাল ৭:৩০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আসলেই এই বিষয়টাই আমরা সবসময় ভুলে যায়।

১০ ই মে, ২০১৮ সকাল ৭:৫৪

সনেট কবি বলেছেন: যদিও এটাই মনে রাখা অধিক দরকার।

৪| ১০ ই মে, ২০১৮ সকাল ৮:০০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবির কাব্যিক ছন্দে চিরন্তন সত্য প্রতিফলিত হয়েছে।

১০ ই মে, ২০১৮ সকাল ৮:০৩

সনেট কবি বলেছেন: অথচ এ সত্যটাই আমরা অনেকে ঠাওর করতে পারিনা। আর ও ভাবেই একদিন আমরা মৃত্যুকে আলিঙ্গন করি।

৫| ১০ ই মে, ২০১৮ সকাল ৮:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই। আপনার সনেট ভাল হয়েছে। কিন্তু শেষ পরিনতির কথা সামনে চলে এল।

অনেক ভাল লাগা আপনাকে।

১০ ই মে, ২০১৮ সকাল ৯:১২

সনেট কবি বলেছেন: শেষ বিদায়ের কথাটাও ভুলে গেলে কিভাবে চলে চৌধুরী সাহেব।

৬| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া।

১০ ই মে, ২০১৮ সকাল ৯:১২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা পড়ে গাঁ ছম ছম করছে।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১২

সনেট কবি বলেছেন: মৃত্যু থেকে কারো রেহাই নেই।

৮| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে

যত জ্ঞানী,গুনী আছে এমন কী যে স্বর্গে যেতে চায় সেও মরতে চায় না
কিন্তু চিরন্তন সত্য এই যে সবাইকে একদিন মরতে হবেই ।।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩

সনেট কবি বলেছেন: কেউ না চাইলেও মরতে তো হবেই।

৯| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৮

অর্থনীতিবিদ বলেছেন: বরাবরের মতোই অসাধারণ একটা কবিতা।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার মত কিছু লিখতে পারি। আপনাদের উৎসাহে আমার প্রত্যাশার পারদ উপরে উঠছে।

১০| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: একটি বিরহের কবিতা আরেকটি আনন্দের। ভালো লিখেছেন সনেট কবি ।

১১ ই মে, ২০১৮ রাত ৯:০১

সনেট কবি বলেছেন: আপনার প্রেরণা আমাকে আরো সাহসি করে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.