নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

মাযহাব লা মাযহাব দ্বন্দ্ব (পর্ব-২)

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯



নিজে নিজে কোরআন ও হাদিস বুঝে মালেক উশতারের দল হজরত ওসমানকে (রা.) হত্যাযোগ্য মনে করে হত্যা করে ফেলেছে। নিজে নিজে কোরআন ও হাদিস বুঝে খারেজি বা ইবাদীরা হজরত আলীকে (রাঃ) কাফির ফতোয়া দিয়ে হত্যা করে ফেলেছে। এতে যে ফিতনা তৈরী হয়েছে তা’ এখনো চলছে এবং ইসলামের অপূরনীয় ক্ষতি হয়েছে।সংখ্যা গরিষ্ঠ মুসলমানের মাঝে শান্তি বজায় রাখতে এরপর ওলামারা ফতোয়া দিলেন ফকিহ বা বিজ্ঞগণ কোরআন ও হাদিস যা বুঝবে সাধারণ সেটা মেনে নিবে। সেই মতে চার মাযহাব গঠিত হয়। মুসলমানদের মাঝে শান্তি ফিরে আসে।ওলামাদের এ ফতোয়া কল্যাণকর প্রমাণীত হয়েছে। এখন লা মাযহাবিরা আবার নিজে নিজে কোরআন হাদিস বুঝার তরিকা চালু করে মুসলমানদের বৃহৎ ক্ষতির ব্যবস্থা করেছে।সেইমতে আজকাল বাচ্চা ছেলেরাও ফতোয়া দিচ্ছে।এতে করে ফিতনা ফাছাদে ইসলাম শেষ হতে বসেছে।কাজেই লা মাযহাবি ফিতনা ইসলামে সবচেয়ে বড় ফিতনা।
লা মাযহাবিরা হাদিস মানার কথা বলছে। এক্ষেত্রে সে হাদিস মানসুখ কিনা এটা তারা বুঝার দরকার মনে করছে না। কতিপয় লোক কিছু হাদিসকে সহিহ বলছে, এগুলো আসলেই সহিহ কিনা বা মাহানবির (সা.) হাদিস কিনা সেটা তারা ক্ষতিয়ে দেখার প্রয়োজন মনে করছে না।তারা বিজ্ঞ ফকিহ গণের প্রতি অশোভন কথা বলছে।যা সাধারণ মুসলমান মানতে পারছে না। ফিতনার সবচেয়ে বড় কারণ এটা।মালিক উশতারের দল, ইবাদী বা খারেজী ও শীয়া সম্প্রদায় সাহাবায়ে কেরামের (রা.)সাথে বেয়াদবী করেছে।লা মাযহাবি সম্প্রদায় মাযহাবের বিজ্ঞ ইমামদের সাথে ও সাহাবায়ে কেরামের (রা.) সাথে বেয়াদবী আচরণ করছে।যা সাধারণ মুসলমান মানতে পারছে না।
বিজ্ঞ বা ফকিহদের চেয়ে সাধারণ মুসলমান কোরআন ও হাদিস বেশী বুঝতে গেলে উশতারী, শীয়া ও খারেজী কান্ডের ন্যায় ক্ষতিকর কান্ডে ইসলাম শেষ হয়ে যাবে। লা মাযহাবিরা সেই চেষ্টাই করে যাচ্ছে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আজকের লেখাটি সুন্দর ও চমৎকার হয়েছে। আপনার সনেটের কি হলো?

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

সনেট কবি বলেছেন: সনেট লিখি আবার এগুলোও লিখি। এগুলো লিখি সবার সাথে আলোচনায় যেন সঠিকটা জেনে নিতে পারি।

২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

অদৃশ্য বালক বলেছেন: বহুত ঝামেলায় আছি এই আহলে হাদিস ভাইদের নিয়া। ছোট একটা বাস্তব ঘটনা শেয়ার করি, আমরা তারাবি পড়ি ২০রাকাত, তারা পড়ে ৮রাকাত। সমস্যা হলো ১জন ও যদি ৮ রাকাত পড়ে চলে যায় তখন খালি যায়গা পূরণের জন্য অনেকগুলো মানুষকে সামনে এগিয়ে আসতে হয়। তাই প্রায়ই ইমাম সাহেবকে বলতে হয়, যারা ৮রাকাত পড়বেন পিছনে দাঁড়াবেন ( যদিও কথাটা ঠিক)।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: এরা বাংলাদেশে বড় রকমের অশান্তি তৈরী করছে। আহলে হাদিস বাংলাভাই ও শায়েখ রহমান কি করেছে সেটা সবার জানা।

৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দর করে লিকেহছেন। শাব্দ চাচাজ্বী।

একটা প্রশ্ন করি-

'৭৫ হাজারের নীচে ভালোমানের অ্যানড্রয়েড ফোন পাওয়া যায় না।’
মন্ত্রীপরিষদ সচিবের এই বক্তব্যে আমি একমত

আপনি?

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

সনেট কবি বলেছেন: আমিও একমত!

৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ ভালো জানেন।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

সনেট কবি বলেছেন: একদম সঠিক কথা।

৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে খুবই আগ্রহী। কিন্তু আমি কখনো ইসলাম, কোরআন কিংবা হাদিস সম্পর্কিত আলোচনায় অংশ নেইনা, কারন এখনকার মানুষ এ সম্পর্কে বুঝে এবং জানে কম, বলে বেশী। তাই কার টা বিশ্বাস করবো আর কারটা করবোনা এই দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। তবে পড়ি আমি, পড়ে জানার চেষ্টা করি।
আপনার লেখাও পড়লাম। কথা সত্য, সাধারন মানুষ বেশী বুঝতে গেলে সমস্যা এবং বিভিন্ন হাদিসের সত্যতা যাচাই না করেই মানা শুরু করি আমরা এবং উপদেশ দেই।
তবে আমি জানার তৃষ্ণা মেটাতে কোরআন শরীফ এর অর্থ পড়ার উদ্যোগ নিয়েছি, বেশী বুঝে অন্যকে বিপথ দেখানোর জন্য না শুধুমাত্র নিজের জানার তৃষ্ণা মেটানোর জন্য।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

সনেট কবি বলেছেন: কোরআন ও হাদিস বুঝা ভাল। তবে খারেজিদের মত বুঝা ভাল নয়।

৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

কাইকর বলেছেন: খুব সুন্দর পোস্ট। সনেট কবিতা আশা করছি। অপেক্ষায়

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

সনেট কবি বলেছেন: সনেট লিখতে ভাবের প্রয়োজন। নতুবা পাবলিক লাইক করেনা। কিন্তু আমি যা লাইক পাই তাতে আমি পুরাপুরি হতাশ।

৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

এমজেডএফ বলেছেন: ইসলাম ধর্মের মতো এত মাযহাব, ফিতনা আর কোনো ধর্মে মনে হয় নেই! ইসলামের মূল স্তম্ভ নামাজ, রোজা, যাকাত ইত্যাদি ঠিকমত মানে না আবার ছোটখাটো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক মারামারি। যেমন: চিংড়ি মাছে রক্ত নেই, সুতরাং এটা মুসলমানদের জন্য হালাল নয় - এটা নিয়ে পক্ষে-বিপক্ষে দুই দলে লেগে গেলো।
"বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে-
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে। "
- কাজী নজরুল ইসলাম

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩

সনেট কবি বলেছেন: জাতীয় কবি ঠিক বলেছেন। শৈশবে যখন আমি আহলে হাদীস সম্পর্কে হুজুরদেরকে জিজ্ঞাস করলাম তখন তাঁরা বললেন, এটাও একটা মাযহাব। ওমা এখন দেখি এরা ঘোরতর মাযহাব বিরোধী লা মাযহাব। এদের প্রধান গুরু আবার মেডিকেল থেকে এলেম পাওয়া লোক। সেই হুজুর যখন একদিন মাইয়াগো জামাতে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি ওয়াজ করা শুরু করলেন তখন তাঁর উপর থেকে আমার ভক্তি উঠে গেল। মাইরা এমনেই থাকে নানান জালায়। এর মধ্যে গেদা বাচ্চা রেখে তারা কিভাবে মসজিদে যাবে? বুঝুন ডাক্তার হুজুরের ফতোয়ার কেরামতি!

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪

শামচুল হক বলেছেন: মাযহাব নিয়ে চমৎকার পোষ্ট।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

সনেট কবি বলেছেন: দোয়া করবেন কথা যেন আরো গুঁছিয়ে লিখতে পারি।

১০| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কানিজ রিনা বলেছেন: হযরত ওসমান রাঃ হযরত আলি রাঃ যারা
সহীদ করেছিল তারাই খারেজী মুসলিম।
পরবর্তীতে ক্রমে ক্রমে নবীর বংশ হযরত
হাসান রাঃ ওয়াল হুসাইন রাঃ সহীদ করেছিল
বংশ সহ। মুয়াবিয়ার ছেলে ইয়াযীদ অত্যান্ত
সুকৌশলে হযরত মোহাঃ সাঃ বংশধর নিপাত
করে দেয়। যদিও ইয়াযীদ বাহিনীকে নিঃশংস
ভাবে নিপাতীত করা হয়। তবু আজও সেই
ইয়াযীদের অনুসারীরা সুকৌশলে মোহাঃ সঃ
নাম মুছে দিতে দৃঢ় পত্যয়ী। তারা হযরত
মোহাঃ সঃ জীবন আদর্শের হাদীস মেনে নিতে
নারাজ।
তাদের কথা হোল কোরআনে যাহার প্রমান
নাই তাহা মানা যায়না। আহলে হাদীসের
অনুসারীরা ওয়াহাআবী মৌদুদী বাদী
গোটা পৃথিবীতে ফেতনা সৃষ্টির মাধ্যমে মুসলিম
দের মাঝে ভাঙন হানাহানী কোন্দলে লিপ্ত।

তাহলে সবেবরাতের রাতে ফেতনা শুনুন,
পবিত্র লাইলাতুল বারাআহ্ লাইতুল নিশফুমিন
লাইলাতুল সাবান। আমরা বাংলায় বলি
সবেইবরাত। উর্দূ আরবি ফারসী বাংলায় যাই
বলুন। তিনারা বলবেন নিশ্ফুৃমিন সাবান।
অর্থাৎ গুনাহ মাফের রাত আমরা এই চাঁদে
তিনটা রোজাও রাখি। সাবান রাত্রি সারারাত
ইবাদত করি এরাতকে নানান রকম অজুহাত
দেখিয়ে ওয়াহাআবীরা বলে এই রাত বাঙালী
মুসলিমরা যেভাবে পালন করে এটা বেদাত।
হায় বেদাত বেদাতে চিল্লামিল্লি করতে করতে
নুতন করে বেদাতী করে। আসলে এই রাত
গুনাহ মাফের রাত সারারাত ইবাদতের মাধ্যমে
আল্লাহর দরবারে আরজি করেন মানুষ।
আসলে গুনাহ্ মাফ হওয়া মানেইত ভাগ্য।
আল্লাহ্ গুনামাফের মাধ্যমে মানুষকে মুমিন
করে দেন আর মুমিনদের ত্বগদীর আল্লাহ্
বন্টন করেন এখন ত্বগদীর কে আমরা ভাগ্য
বলি। এটা বুঝাইতে অজ্ঞ ইমামরা ভাগ্যরজনী
হবেনা এটা বেদাত।
তাহলে ওয়াহআবী লামাজহাবী যাই বলুন
তারা বলবে ঢেঁকি ছাটা চাল খাওয়া বেদাত
কলে ছাটা চাল খেতে হবে। সবেইবরাত
ভ্যগ্য রজনী, নিশফুমিন সাবান গুনাহ্ মাফের
রজনী। আর গুনাহ্ মাফের রজনীই ভাগ্য রজনী। আল্লাহ্ আমাদের গুনাহ্ মাফ করে
ভাগ্য বা ত্বগদীর বন্টন করেন নিজ দায়ীত্বে।
অজ্ঞ আলেম হাহলে হাদীস গন বুদ্ধি করে
বুঝাতেও অক্ষম। সাধারন মানুষ বুঝে নেয়
এইটা ভাগ্য রজনী। আসলে আলেমগন
বুঝাতে পারেনা কারন তারা জানে কম।
আন্তরিক ধন্যবাদ।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: আপনি অনেক কথা বলে বুঝাতে চেষ্টা করেছেন, এখন যাদের বুঝার দরকার তারা বুঝলেই হলো।

১১| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। লা মাজহাবীদের বিপক্ষে মাজহাবীরা শক্ত যুক্তি দেখাতে না পেরে ইজমা, কিয়াসকে টেনে আনে। মনকে আরো উদার করতে হবে। সত্য জানার চেষ্টা করলে ফ্যাতনা হওয়ার কথা নয়...
view this link

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: লা মাযহাবিরা মাযহাব ত্যাগ করে যে সব হাদিস মানতে বলছে সে সব হাদিস সহিহ প্রমাণীত নয়। সেগুলো সহিহ আখ্যা দিয়েছে কতিপয় মানুষ যাদের উপর ঈমান আনতে কেউ বাধ্য নয়। হাদিস যারা সংকলন করেছেন তারা তাঁদের বিবেচনায় বহু হাদিস সংকলন করা থেকে বিরত থেকেছেন। মাযহাবের ইমামগণ হাদিস গ্রহণ করেছেন ২য় রাবী থেকে আর হাদিসের ইমামগণ হাদিস গ্রহণ করেছেন ৫ম রাবী থেকে। আমি একদিন মসজিদে একটা কথা বলার পরদিন শুনি আমার শ্রোতারা আমার কথাই দু’রকম বলছে। এক প্রকার শ্রোতা এমন কথা বলছে যা মূলত আমি বলিনি।

১২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: @এমজেডএফ ভাই ঠিকই বলেছেন,

"ইসলাম ধর্মের মতো এত মাযহাব, ফিতনা আর কোনো ধর্মে মনে হয় নেই! ইসলামের মূল স্তম্ভ নামাজ, রোজা, যাকাত ইত্যাদি ঠিকমত মানে না আবার ছোটখাটো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক মারামারি।"...............

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

১৩| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি দুই পক্ষকেই 'বেনেফিট অফ ডাউট' দিতে চাচ্ছেন। ভালো। কিন্তু একদমই নতুন যে বিষয়গুলো ইসলামে ঢুকে গিয়েছে (যেমন - আরবী নিয়ত, মিলাদ, ৪ দিন/৪০ দিন/ বিশ্ব এজতেমা) এগুলো নিয়ে কংক্রীট অবস্থানে থাকতে হবে। এগুলো যে নতুন তা নিয়ে কোন পক্ষেরই সন্দেহ নেই। কিন্তু ভালো কাজ, কল্যাণকর বিদআ'ত বলে মাজহাবীরা এগুলোকে প্রতিষ্ঠিত করতে চাইছে...

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন: ভাল কাজকে মাযহাবিরাতো ভাল বলবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.