নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় মন্ডল

২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৪



নভঃমন্ডল আর ভূ-মন্ডলের পর ব্লগে এসে মোঃ নিজাম উদ্দিন মন্ডলকে পাওয়া গেল।নভঃমন্ডল অনেক বিরাট, ভূ-মন্ডলও যথেষ্ট বিরাট, তৃতীয় মন্ডলও বিরাট বলেই মনে হলো।তবে সেটা মনের দিক থেকে। আর সেটা মন্তব্য করার মন। আসলে পোষ্টের মূল্যায়নে মন্তব্য খুব প্রয়োজন।সে দিক বিবেচনায় আমরা তৃতীয় মন্ডলকে মন্তব্যের খনি বলতে পারি।একটু খোঁড়াখুঁড়ি করলেই তাঁর ভিতর থেকে চমৎকার সব মন্তব্য বেরিয়ে আসে।
ব্লগে পোষ্টই শেষ কথা নয়, বরং মন্তব্যও বেশ কথা। কারণ যাদের পোষ্ট প্রথম পাতায় যায়না তাদের মন্তব্যই ভরসা। কারণ তখন তাদের মন্তব্য প্রথম পাতায় যায়। আমার সে কালে আমি সনেটে মন্তব্য প্রদান করতাম। সেই সুবাদে আমার সনেট কবিতা আলোচিত নির্বাচিত প্রথম তথা সব পাতায় থাকতো। অবশ্য সনেট বিরোধীরা এজন্য আমাকে আবার মন্দ কথাও শুনাতো। সে যাই হোক মন্তব্যের অবাধ সুযোগের কারণে এটাকেও শিল্প সম্মত করা যায়। তৃতীয় মন্ডলের মন্তব্যে সে শিল্পের আভাস রয়েছে।
তৃতীয় মন্ডলকে নিয়ে আমি একটা সনেট কবিতা লিখব ভাবছিলাম। কিন্তু মন্ডল সেটা মানা করে দিল। কারণ সনেট চৌদ্দ লাইনে বাধা পড়ে। মন্ডল ভাবল এরচেয়ে গদ্য লিখলে তার সম্পর্কে চার কথা বেশী লেখা যাবে। মন্ডল লেখকের ফ্রি হ্যান্ড রাখতে চেয়ে এমন বলেছেন।
তৃতীয় মন্ডলের ইচ্ছের উপর গবেষণা করে আমি যে ফলাফল পেয়েছি, তা’ কোন গবেষণা পত্রে প্রকাশ না পাক তথাপি আমি বলব সেটা অতীব মূল্যবান। আর সেটা হলো, মন্ডল আসলে দেশের মঙ্গল চায়। মন্ডল এবং মঙ্গল যেন এক সূত্রে গাঁথা।
ব্লগ রাজা চাঁদগাজীর বিষয়ে বিরূপ মনভাবের কারণে তৃতীয় মন্ডলকে বিদ্রোহী অথবা বিপ্লবী বলা যেতে পারে।এ ক্ষেত্রে তাঁর গুরু মনে হয় জনাব নূরু।তাঁর আরেক প্রিয় ভাজন জনাব শাহ আজিজের জেনারেল পদে উন্নিত হওয়ার তাঁর সাথে সব ব্লগারের মন খারাপ। কারণ আলোচিত পাতার একজন ব্লগার কমে গেল।ব্লগের নিয়ন্ত্রকেরা অনেক সময় ব্লগারদের দাপিয়ে বেড়ানো ঘোড়ার লাগাম টেনে ধরেন যাতে তারা হতাশ হয়ে যান।সেই ভয়ে ব্লগার জকস সেফ না হওয়ার আর্জি পেশ করেছেন।কারণ তিনি মনে করছেন সেফ থেকে জেনারেল পদে পদন্নতিরি সুখ তিনি সইতে পারবেন না।এদিকে ব্লগার কাইকর কাই করিয়া একদিন তিন ঘন্টা সময়ে সেফ হয়ে দেখালেন কত দ্রুততম সময়ে সেফ হওয়া যায়।
তৃতীয় মন্ডলের কথা বলতে গিয়ে কিছু অপ্রাসংগিক কথা বলে ফেললাম।
সার কথায় আমি এটাই বলব যে, আমি আসলে তৃতীয় মন্ডলের মন্তব্যগুলো খুব উপভোগ করি।সে জন্য তাঁর সার্বিক মঙ্গল কামনা করি যেন তিনি সদা শান্তিপূর্ণভাবে মন্তব্য করতে পারেন।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৭

পবন সরকার বলেছেন: কবি আমি কিন্তু মাইন্ড করলাম, সবাইরে দিলেন সনেট কবিতা মন্ডলরে ক্যান গদ্য দিলেন?

২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৮

সনেট কবি বলেছেন: মন্ডল আমাকে গদ্যের অর্ডার করলেন। আমার কি দোষ!

২| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ ব্লগার নিয়ে ব্লগামি ভালই লাগল। তবে চাঁদগাজীকে বেশি ঘাইটেন্না।
শুভেচ্ছা নিন।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩০

সনেট কবি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ প্রিয় কবি।

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩১

কাওসার চৌধুরী বলেছেন: মন্ডল ভাইয়ের জন্য চমৎকার একটি পর্যবেক্ষণ। এজন্য ধন্যবাদ আপনাকে। মন্ডল ভাই ইদানিং কবিতা/ছড়া লেখা শুরু করায় প্রতিবাদস্বরূপ হয়তো সনেট লেখেন নাই। :(

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

সনেট কবি বলেছেন: না তাঁর আবার সনেটে অরুচি। বিচিত্র দুনিয়ার মানুষের রুচিতেও বৈচিত্র রয়েছে।

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: মন্ডলের জন্য গদ্য, বেশ বেশ। শেষে হইচই ফেলে দেওয়া ব্লগার কাইকরের কথাও লিখেছেন। মন্ডল সাহেব আসলে অল্প সময়েই স্থান করে নিয়েছেন।

ধন্যবাদ সনেট কবি।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৯

সনেট কবি বলেছেন: জনাব মন্ডলের মন্তব্য আমার বেশ লাগে।

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: সেই সাথে মন্ডল ভাইয়ের জন্য রইল শুভকামনা।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪১

সনেট কবি বলেছেন: শুভ তাঁর হতেই হবে, নতুবা মন্তব্য করবেন কিভাবে?

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আমি খুবই সাধারণ ব্লগার, এখনো বেশ চাপে থাকতে হয়, সামুর ভয়ে থাকতে হয়।

নিজাম উদ্দিন মন্ডল এখনো "কমেন্টের খনি"; উনি এখনো "কমেন্ট মাইনিং" করছেন, অর্থাৎ কমেন্ট করে পাঠক যোগাড় করছেন। উনি নতুন, ভালো করছেন; তবে, নিজের কোন একটা বৈশিষ্ঠ তুলে ধরতে হবে, পপুলার ব্লগিং করলে উড়ো উড়ো মনে হয়।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন: আপনার এ মন্তব্য দারুন লাগলো শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা।

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: এটা দেখে মন্ডল ভাই খুশি হবে ;)

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৬

সনেট কবি বলেছেন: আল্লায় জানে।

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৬

স্ব বর্ন বলেছেন: যদিও ব্লগে আামি নতুন সবাইকে অতশত চিনিনা তবে হ্যাঁ এর দু- একজনের লেখা পড়ছি এদের মধ্যে খুব ভাল লাগে আর বরাবর তো ভাল লাগে সনেট কবির শব্দ সাজানো।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: মন্ডলের মন্তব্য আশাকরি আপনার ভাল লাগবে।

৯| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

কাইকর বলেছেন: মন্ডল ভাই আমার প্রিয় এক ব্লগার।তার ছন্দ দিয়ে তিনি আমাকে পাগল করেছে

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫০

সনেট কবি বলেছেন: এটা একটু বেশী হলো না? পাগল হলেতো অসুবিধা!

১০| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

শিমুল_মাহমুদ বলেছেন: নতুন ব্লগার হিসাবে ব্লগের শ্রদ্ধেয় ব্লগার মন্ডল সাহেবের জন্য অনেক ভালবাসা, বুঝতে পারছি তিনি খুবই জনপ্রিয় ব্লগার। আপনাকেও ধন্যবাদ সনেট কবি গুনি মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: মন্ডলের মন্ডলে প্রবেশ করুন, শান্তি পাবেন।

১১| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫১

ভুয়া মফিজ বলেছেন: নিজাম উদ্দিন মন্ডলকে অনেকেই নতুন বলছেন, গাজীভাইও তাই বললেন। তবে, উনার কথানুযায়ী উনি একজন নতুন নিকে পুরাতন ব্লগার, অর্থাৎ নতুন বোতলে পুরাতন মদ!! ;)
উনার মন্তব্য এবং ব্লগারদের প্রতি টান, দুটাই এপ্রিশিয়েট করার মতো!
মন্ডল বিষয়ক গবেষণা চমৎকার হয়েছে।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: এইটা আপনি অন্তত ভুয়া বলেননি।

১২| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

ভুয়া মফিজ বলেছেন: এইটা আপনি অন্তত ভুয়া বলেননি কেন? আমি কি প্রায়ই ভূয়া কথা বলি নাকি?
নাম দিয়া সবাইরে চিনার চেষ্টা করা ঠিকনা, আর বাঘেরে বেশী চেতায়েন না কইলাম! সুন্দরবনের আশেপাশে দেখলে খবর আছে!!

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন: সর্বনাশ! বুকের ভিতর ধুক ধুক করছে কেন? বাঘতো আমাদের সবার প্রিয় জাতীয় পশু!

১৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: B:-)B:-)
:`>:``>>


ওরে কবি কি ব্যাপার
একি আমি দেখি হায়?:P
লাজে আমি মরে যাই
মোরা সবে ভাই ভাই!;)

দোয়া করি সবে মিলে
থাকি যেন চিরদিন!
অটুট থাকুক বাঁধন
হয় নাকো কভু ক্ষীণ!! :)

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন: দারুণ ছড়া। আমি অবশ্য ছড়াতে সাবলিল নই।

১৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


প্লীজ আমার ব্যাপারে কথা বলার সময় 'মুক্তিযোদ্ধা' যোগ করবেন না, আমি নিজে ঐ শব্দটিকে যতনে রক্ষা করে চলেছি; অনুরোধের কারণে মন খারাপ করবেন না।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে চাই।

১৫| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: মণ্ডল ভাই আমারো পছন্দের একজন। যে ক'জন ব্লগার বর্তমান সামু মাতিয়ে রাখেন, মণ্ডল ভাই তাঁদের অন্যতম একজন। মণ্ডল ভাই যেনো অনেকদিন সামুতে থাকেন।

মণ্ডল ভাই সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: তাঁর সম্পর্কে আপনি যা মনে করেছেন আমিও তাই মনে করি।

১৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সনেট ভাই দারুন হয়েছে.....;)
আজ আপনার এক নতুন প্রতিভার জন্ম হল:P
তাই সনেটের পাশাপাশি এবার কথা সাহিত্যে মনযোগী হন...:P

চলেন কফি হাউজের আড্ডা শুরু করিঃ

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪৫

সনেট কবি বলেছেন: কথা সাহিত্যিক বিভাবে হব? কথা বলাইতো আমার সবচেয়ে অপছন্দ। সেজন্য আজীবন অল্প কথার পোষ্ট দিয়ে বহু সমালোচিত হয়েছি। কথা না বলার কারণে আত্মীয় সজন সব আমার উপর বিরূপ হয়ে আছেন। অতি কষ্টে আপনার জন্য আমাকে স্বল্প সময়ের জন্য কথা সাহিত্যিক হতে হলো। এদিকে অর্ক আমাকে সাধারণ কবিতা লেখার পরামর্শ দিলেন। যেখানে আমি কাজকে ভয় পাই সেখানে আমাকে এত্ত কাজ দিলে কেমন হয়?

১৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"এ ক্ষেত্রে তাঁর গুরু মনে হয় জনাব নূরু।":(
-- উনি আমার শ্রদ্ধেয় মানুষ। শত্রুর শত্রু= বন্ধু :P
আমি তো ব্লগের সব বটগাছের(সিনিয়র) যত্ন করি???:D


@"এদিকে ব্লগার কাইকর কাই করিয়া একদিন তিন ঘন্টা সময়ে সেফ হয়ে দেখালেন কত দ্রুততম সময়ে সেফ হওয়া যায়।"
--কাই করিয়া!!:D
এমন শব্দ আপনার সনেটে পাবেন???;)


সামু পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা!!.....;)
সবার সু-স্বাস্থ্য কামনায়...
টা টা বাই বাই...;)

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪৭

সনেট কবি বলেছেন: গদ্যে প্রাণ খুলে চলা যায়। কিন্তু বেশী কথার বকবকানি চালাতে হয়। সুবিধা যেমন আছে, অসুবিধাও যথেষ্ট আছে। তা’ছাড়া একলা সব যদি আমি করি তবে অন্যরা কি করবে?

১৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি ভাইকে। তবে আপনি যেহেতু সনেটের যাদকর, কাজেই মন্ডলভাই বেশি স্পেস দিতে গিয়ে আমার মনে হল শ্রদ্ধেয় মন্ডল ভাইকে অবিচার করা হয়েছে। কবির সহজাত প্রতিভা সনেট। সেই সনেট না দিয়ে গদ্যাংশ বা গদ্য। হা হা হা মন্ডলভায়পর জন্য পান্তাভাত বরাদ্দ। তবে মন্ডলভাইও কম জাননা দেখছি। উনি আবার এহেন পান্তাভাতকে বিশ্বকর্মার পান্তাবলে তিনবার খেয়েও গেলেন।

ভীষণ ভাল লাগলো। পারস্পারিক মিথোস্ক্রীয়া আমাদের সম্পদ। আমরা এটা নিয়েই চলতে চাই।

অনেক শ্রদ্ধা প্রিয় কবি ভাইকে।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫০

সনেট কবি বলেছেন: যার যা পছন্দ তাঁকে সেটা দিয়ে আপ্যায়ন করাই ভাল। সেজন্য কষ্টকর হলেও বিকল্প ব্যবস্থা করা হলো আর কি!

১৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আরও একটও বিষয়ে প্রচুর হেসেছি। মফিজ ভাই সুন্দর বনে যাবার কথা বলে যে শাসানি দিলেন, সেটি যেন ভুয়া হয়। যদিও উনি আবার নামের উল্টোটা করেন বলে খবর আছে। আমিত সামনের মাসে সুন্দরবনে যাবো। কী যে হবে এখন? আশঙ্কায় আছি।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫১

সনেট কবি বলেছেন: যেহেতু তিনি ভুয়ার উল্টা কথা বলেন সেহেতু সাবধানের মার নেই!

২০| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: নতুন ব্লগারদের মার্কেট খাওয়ার মতো পোস্ট করতে পারার মতো করে গড়ে উঠাটা একটু সময়সাপেক্ষ। কেমন পোস্ট করলে আর কিভাবে মন্তব্য করলে সামুর ব্লগারদের মন পাওয়া যাবে, আর কোন নীতি মেনে চলতে পারলে সামুর মোডারেটরদের সুনজরে পরা যাবে সে ব্যপারে নতুন ব্লগারদের অভ্যস্থ হতে একটু সময় তো লাগতেই পারে। তবে আলোচনা সমালোচনার মাধ্যমেই তো একজন ব্লগারেকে মুল্যায়িত করা হয়, আর সে নিজেও যথাযথভাবে গড়ে উঠতে পারে। সেজন্য একজন নতুন ব্লগারের পোস্ট কারোর সম্মুখে নিতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। আর সেটাতে সাহায্য করতে পারে তার পোস্ট প্রথম পাতায় দেওয়ার মাধ্যমে। (যদি এমনটা হয় যে প্রথম দিকে কমেন্ট করে নিক এর কিছু হিট বাড়াতে হবে, অথবা ব্লগারদের ভাল কিছু মন্তব্য পেতে হবে তাহলে তার পোস্ট প্রথম পাতায় দেওয়া হবে। সে ব্যপারগুলো একটু পরিষ্কার হওয়া দরকার।) এখন সামু কোন নীতির মাধ্যমে কোন ব্লাগারের পোস্ট নতুন পাতায় দেয় সেটা একজন নতুন ব্লগারের জানাটা খুব অত্যাবশ্যকীয়, কিন্তু সেটা জানার কোন মাধ্যম নেই। যার জন্য সামুর নতুন ব্লগারদের বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে দেখা যায়। অনেক সময় এমনটাও হয় নতুন নতুন নিক খুলে পোস্ট করা হয় যেই নিকটার পোস্ট প্রথম পাতায় যায় সেই নিকটাই তখন কন্টিনিউ করা হয়, যার জন্য অনেক অচল নিক সামুতে জমা হয়ে যাচ্ছে। আমি নিজেও এমন কিছু নিক দেখেছি যাদের সামুতে আসার বয়স একদিনও হয়নি কিন্তু তাদের পোস্ট প্রথম পাতায় যাচ্ছে। আর সেসব পোস্ট পরে এমন আহামরী ও কিছু পাচ্ছিনা।

(অনেক সময় মন্তব্যের উত্তর পেলে সেটার নোটিফিকেশন আসে। নোটিফিকেশন ১টা বা ২টা। কিন্তু ক্লিক করলে কোন নোটিফিকেশন দেখায়না, এই ব্যপারে সামুর ফেবুর পেইজে যোগাযোগ করলেও কোন উত্তর পাইনি।) কেমন যেন নিরুৎসাহিত হয়ে যাচ্ছি!

কি করার হয়ত ঘরের ছেলেকে ঘরেই ফিরে যেতে হবে, ব্লগিং আমার জন্য নয়!

২৪ শে মে, ২০১৮ রাত ১২:১৮

সনেট কবি বলেছেন: যেখানে যে নিয়ম সেখানে সে ভাবেই আগাতে হয়। এ ছাড়াতো কোন উপায় নেই। কথায় বলে কর্তার ইচ্ছায় কীর্তন।

২১| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ব্লগে একেক জন একেক রকম মানসিকতার লোক। কিন্তু দেখুন আমরা সবাই কেমন মিলে মিশে আছি।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সনেট কবি বলেছেন: মিলমিশ না হলে ব্লগ ঠিক জমেনা।

২২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১০

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! আমার আরও একজন প্রিয় ভাই কে নিয়ে লেখা কথাগুলো খুব ই চমৎকার।
ইনি নিজাম ভাই, যিনি আমাকে ছড়া লিখতে উৎসাহিত করেছেন :D আমার সবচেয়ে ভালো লাগে তার দেওয়া এই Angry emo (X(( X(( X(() ! তিনি সবসময় তার এমন দারুন দারুন মন্তব্বে ব্লগ মাতিয়ে রাখুন এবং আপনি ও আমাদের কে আরও চমৎকার চমৎকার সনেট সহ অন্যান্য লেখা উপহার দেন । অনেক ভালোবাসা নিজাম ভাই এবং আপনার জন্য।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সনেট কবি বলেছেন: তাঁর পোষ্ট ও মন্তব্যে রয়েছে আলাদা স্বাদ।

২৩| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

নতুন নকিব বলেছেন:



নিজাম ভাই অনেক ভাল একজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে লেখাটাও সুন্দর হয়েছে। অভিনন্দন আপনাকে এবং মন্ডল ভাই- দু'জনকেই।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনার অনুপ্রেরণার পরশ অনন্য।

২৪| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯

শামচুল হক বলেছেন: নিজাম উদ্দিন মন্ডলের নামে পোষ্ট দেয়ায় খুশি হলাম। ধন্যবাদ

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

সনেট কবি বলেছেন: তাঁর প্রতি আন্তরিকতার থেকেই একটা পোষ্ট দিয়ে দিলাম।

২৫| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি ভাই?
কোথায় গেলেন??

@রাজীব নুর
@কথার ফুলঝুরি!
@নতুন নকিব
@শামচুল হক
আপনার সহ সামু পরিবারের সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।:)

ভাল থাকবেন।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সনেট কবি বলেছেন: আমি একটু পোলাপ বনে ছিলাম, এ মাত্র ফিরেছি! অতঃপর আপনার মন্তব্যে মন আরো ভাল হয়ে গেল।

২৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

রসায়ন বলেছেন: আমার সেইড হতে ছয় মাস বা এরও বেশি সময় লেগেছিলো ।

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: বুঝেছি রসায়নের রসা বের করে তারপর সেইফ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.