নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

এস হাঁটি ফুল বনে সস-১

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১



সুরমা কোখায় আছ, গোলাপ বাগানে?
একা একা ফুল বনে ফুর ফুরে বায়
দৃষ্টিরা আমায় যেন তোমাতে ফিরায়
দেখে নিতে কত ফুল তোমাতে সঞ্চিত।
সচকিত হয়ে ফিরি ভোমরার গানে
ফুল স্নাত পূর্ণিমার স্নিগ্ধ জোছনায়
ফুলের বাগানে তুমি লুকিয়ে কোথায়?
দেখনা এখানে হয় জোছনা সিঞ্চিত!

দখিনা বাতাসে ফুটে গোলাপের কুঁড়ি,
বিকসিত হয়ে দোলে। নয়ন নির্ভার
ফুল দল রূপ রঙে। প্রজাপতি ঘুড়ি
ফুলে ফুলে উড়ে ফিরে হৃদয়ে সবার।
এস হাঁটি ফুল বনে হাতে ধরে হাত
রোমাঞ্চে জড়িয়ে থাক মধুময় রাত।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


প্রশান্ত স্বর্গীয় উদ্যানে মানব মনের উপস্হিতি

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সনেট কবি বলেছেন: মন্তব্যের শব্দ চয়ন চমৎকার।

২| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি ভাই??
একটা বই বের করেন!!!:(

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সনেট কবি বলেছেন: বইতো একটা চলছে। ১৮ বই মেলায় প্রকাশ পেয়েছে।

৩| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:০২

অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে, সনেটের প্রেমে পড়ে গেলাম

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সনেট কবি বলেছেন: ভাবছি সনেটকে কিভাবে উপভোগ্য করা যায়!

৪| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৪০

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! গোলাপ নিয়ে চমৎকার একটি সনেট। প্রজাপতির উপস্থিতি দারুণ হয়েছে। ভাল লাগলো পড়ে।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সনেট কবি বলেছেন: হঠাৎ গোলাপে মন রাঙিয়ে গেল আর তাতে পাখা মেলে দিল প্রজাপতি।

৫| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৪২

নতুন নকিব বলেছেন:



যথারীতি চিত্তাকর্ষক। ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সনেট কবি বলেছেন: চিত্তকেতো এমনি এমনি ছেড়ে দেয়া যায় না, প্রিয় কবি।

৬| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৭| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

জোকস বলেছেন: সবাইতো ভালো বলে, কিন্তু লাইক কেউ দেয় না কেন?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১১

সনেট কবি বলেছেন: সেইটা আমারো মোক্ষম প্রশ্ন? আচ্ছা আমি আপনার পোষ্টে লাইক দিয়েছিলাম কি? ভুল সবি ভুল!

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আহা চাচাজ্বী কি আবেগ !!!

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: আপনার চাচীও তেড়েফুড়ে এসেছিল। বলল কোন মেয়ে মানুষ নিয়ে কবিতা লেখা হচ্ছে শুনি? তখন কাচুমাচু করে বললাম, তোমার নামটাতো দেওয়া যায়। তবে তাও যেন কেমন লাগছে। তারপর কোনমতে সে শান্ত হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.