নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

হাদিস ও কিয়াছ

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৬



হাদিসের রাবী সহিহতো হাদিস সহিহ। রাবী সহিহ নয়তো হাদিস সহিহ নয়। রাবী সহিহ বুঝলেন কেমন করে? আমল-আখলাক দেখে। তারমানে রাবীর আমল-আখলাকের উপর কিয়াছ করে বলা হলো রাবী সহিহ। আর আর রাবী সহিহ হওয়ার উপর কিয়াছ করে বলা হলো হাদিস সহিহ।এবার কিয়াছ বাদ দিন। তাহলে সমীকরণ দাঁড়াল রাবী সহিহ নয়, সুতরাং হাদিস সহিহ নয়। তারমানে কোন সহিহ হাদিস নেই। তাহলে আহলে হাদিস কিয়াছ বাদ দিয়ে কোন সহিহ হাদিস মানতে বলে? কারণ কিয়াছ বাদ দিলেতো সহিহ হাদিসই থাকে না।
রাবীর আমল আখলাকের বাহিরটা মানুষ দেখতে পারে ভিতরটা নয়। কারণ মানুষ আলেমুল গায়েব নয়। কাজেই রাবীর সহিহ হওয়া সংক্রান্ত কিয়াছ শতভাগ সঠিক হওয়া নিশ্চিত নয়। কাজেই কোন হাদিসের সহিহ হওয়া শতভাগ নিশ্চিত নয়।কাজেই ফিকাহ বাদ দিয়ে হাদিস মানা কোন সংগত বিষয় নয়। কারণ ফিকাহ ও হাদিস উভয়ের ভিত্তি কিয়াছ।কিয়াছ নামক ইসলামের এ অপরিহার্য ভিত্তি বাদ দিলে ইসলামে কোরআন ছাড়া ফিকাহ ও হাদিস অস্তিত্বহীন হয়ে পড়ে।
যিনি হাদিস লিখেছেন তিনি মহানবির (সা.) থেকে হাদিস শুনেননি, তিনি হাদিস শুনেছেন রাবীর নিকট থেকে। তিনি কিয়াছ ছাড়া রাবীকে সহিহ মানবেন কেমন করে?তিনিতো আলেমুল গায়েব নন যে তিনি জানেন রাবী সহিহ। সুতরাং বাস্তব হলো তিনি কিয়াছ বা অনুমান করে বলছেন রাবী সহিহ। যার ভিত্তি তার আমল ও আখলাক।এ কিয়াছ বাদ দিলে কে কার কথাকে হাদিস বলে? সেজন্য আহলে হাদিসদেরকে বলব কিয়াছ বাদ দিয়ে হাদিস থাকে কি? আর হাদিসই যদি না থাকে তবে আপনারা আবার কোন আহলে হাদিস?

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৭

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার বিশ্লেষণ।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৪

সনেট কবি বলেছেন: ফকিহগণ কিয়াছকে ইসলামের মূলনীতি বলেছেন। আহলে হাদিস বলল কিয়াছ ইসলামের মূলনীতি হতেই পারে না। সে জন্য দেখালাম কিয়াছ বাস্তবে কিভাবে ইসলামের মূলনীতি। কারণ এটা বাদ দিলে ফিকাহ ও হাদিস ভিত্তিহীন হয়ে পড়ে।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩২

কাওসার চৌধুরী বলেছেন: হ্যা, ঠিক বলেছেন। সহমত আপনার সাথে।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: আহলে হাদিস ইসলামের চারটি মূলনীতির দু’টোই কেটে দিয়েছে, অথচ এতে করে তাদের হাদিস নামক মূলনীতিও আর থাকে না। তারা কিন্তু সেটা মোটেও বুঝতে পারেনি।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনি কি কবিতা লিখা বন্ধ করে দিয়েছেন। আপনাকে কবি হিসাবেই ভালো লাগে।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৩

সনেট কবি বলেছেন: কবিতাও লিখি আবার ইসলামী বিষয় নিয়েও লিখি।আমি আবার মাযহাব মানি। কাজেই কেউ মাযহাবের বিরোধীতা করলেতো আমি আর দু’কথা না বলে থাকতে পানি না। কথায় বলে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। ওরা কি মনে করেছে? ওরা আমাদেরকে ভুল বললে কি আমারা নিজেদেরকে সঠিক প্রমাণের চেষ্টা করব না?

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


কি ধরণের মানুষ কোন বিষয়ের উপর "কিয়াছ" করতে পারেন?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: কিয়াছের জন্য ইসলামী জ্ঞানে বিজ্ঞ হতে হয়। আর প্রতিনিয়ত নতুন বিষয় যোগ হয়। যেমন সমাজতন্ত্র জায়েজ কিনা এটার ফয়সালাও কিয়াছের মাধ্যমে দিতে হবে। এখন যিনি কিয়াছ করলেন তিনি এর একটা ব্যাখ্যা দেন। কিয়াছ ব্যক্তি বিশেষ ভিন্ন হয়। এখন যারা অনুসারী তাদের বিবেচনার বিষয় তারা কোন বিষয়ে কার কিয়াছ মানবেন।

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: লেখাটার নাম যদি দিতেন ইজমা ও কিয়াস তাহলে বেশি ভালো লাগতো।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: হাদিসের সাথে কিয়াছ যে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা অচল এখানে সেটাই তুলে ধরতে চেষ্টা করেছি।

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি উপরওয়ালার কৃপায় কবি ভাই , ভাল আছেন। সুন্দর বিষয় উপস্থাপন করেছেন এবং বিশ্লেষণও করেছেন চমৎকার। তবে অস্বীকার করবো না থিওলজির এই ব্যাখ্যাগুলি পড়লে নিজেকে বড্ড অসহায় ফিল করি। মনে হয় যেন অন্তিম দিনটি সামনে চলে এসেছে । যাক এসব কথা।

অনেক শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৭

সনেট কবি বলেছেন: সে সময়টা অস্বীকারও করা যায় না। কাজেই মাঝে মাঝে স্মরণ করা বরং ভাল।

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫২

আকতার আর হোসাইন বলেছেন: চাচাজি তোহ ইসলামি গবেষক এর মতই লিখেন। একটা বই লিখে ফেলুন না...

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:০৮

সনেট কবি বলেছেন: বই একটা বেরিয়েছে। সেটা ইসলামী। আল্লাহর অকাট্য প্রমাণ।

৮| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:০৬

পবন সরকার বলেছেন: চমৎকার বিশ্লেষণ, খুব ভালো লাগল কবি।

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:১৬

কাওছার আজাদ বলেছেন: ওরা কিয়াছ কি, তা বুঝবে না। ওরা হুদাই নাচতে পারে ভালো। একদম বানেডাকা ছাগীর মতো।

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:১০

সনেট কবি বলেছেন: মুসলমানদের জন্য ওরা একটা বিরাট সমস্যা।

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ১:১৪

শহীদ আম্মার বলেছেন:
আমি কবি সাহেবের ইসলামী বিষয়ে পোস্টের বিরোধী।
তবে আজকের লেখার গ্রাউন্ড টা খুবই চমৎকার! ধন্যবাদ।
শ্রদ্ধেয়,
আমি একটা বিষয়ে খুব জোর দেই; তাহলো রেফারেন্স। যদি পারেন রেফারেন্স সহ লিখবেন। এটা যে কোন একাডেমিক আলোচনার অপরিহার্য দাবী।

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:১৪

সনেট কবি বলেছেন: গ্রামের অজ্ঞ লোকদের ইসলামী আলোচনায় আমি মুগ্ধ। সাধারণ লোক ইসলাম কি বুঝে আমি সেই কাতারে থেকে ইসলাম নিয়ে আলোচনা করতে চাই। একাডেমিক আলোচনার লোকের অভাব নেই। আমি সে কাতার আর ভারি করতে চাই না।

১১| ২৫ শে মে, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



সমাজতন্ত্রের উপর "কিয়াছ" করতে হলে, জানতে হবে: সোস্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, পলিট একোনমি, ইকোনোমি, ফাইন্যান্স, ফিলসফি, লজিক, নেচারেল সায়েন্স, টেকনোলোজী, অংক, ইতিহাস।

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: একত্রে এসব বিষয় জানা বিজ্ঞ আলেম একজনও আছে কিনা আমার জানা নেই।

১২| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: বইটার নাম বলুন, প্রকাশন এর নাম বলুন....

হাদিয়া কত সেটা বলুন অনুগ্রহ করে...

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৪

সনেট কবি বলেছেন: বইটির নাম ‘আল্লাহর অকাট্য প্রমাণ’, প্রকাশক, মুক্তদেশ প্রকাশনি, মূল্য-৮০টাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.