নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আকতার আর হোসাইন সস-১

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২১




সেতু চঁড়ে, আকতার আর হোসাইন
এক দৃষ্টে চেয়ে দেখে কত দূরে পাড়
ঢেউয়ে ঢেউয়ে দেখে প্রবল আছাড়
মনটা হারিয়ে যায় নিজ ঠিকানায়।
অমনি লেখার ক্ষেত্রে থেকে বাধাহীন
সাহিত্য নায়েতে চঁড়ে বেয়ে চলে দাঁড়
দেখে চলে সাহিত্যের নানা রঙ ঝাড়
তুলে দিতে নিজ হাতে পাঠক মেলায়।

পোষ্টেতে দেখেছি তাঁর বৈচিত্র অনেক
কিছু কিছু পোষ্ট যেন কত কথা বলে
চেষ্টায় থাকেন তিনি সময়ে প্রত্যেক
নতুনত্ব আনয়নে পোষ্ট চলাচলে।
ঘুঁচিয়ে দিতেই চান আঁধারের রাতি
প্রজ্জ্বলিত করে দিয়ে বিবেকের বাতি।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রাতিষ্ঠানিক পড়া হিসেবে যখনি মাইকেল মধুসূদনদত্তের লেখা "কপোতাক্ষ নদ" সনেট কবিতাটা পড়তাম বরাবরই বিরক্ত হতাম। অনেক ভেবে চিন্তে অর্থোদ্ধারতো দুরের কথা মাঝে মাঝে তো মুখ দিয়ে শব্দ গুলোর উচ্চারণই বের করতে পারতাম না। এখন নিয়মিত আপনার লেখা সনেটগুলো পড়ে ভালো লাগছে, আর মাঝে মাঝে মনে হয় লেখাগুলো হয়তো আমার জন্যই লিখেন না হয় প্রতিটা লেখা আমার কাছে এতো ভালো লাগবে কেন!

সময় পেলে আমার ব্লগটা একটু ঘুরে আসবেন। অগোছালো লেখা দিয়ে হয়তো আপনাকে তেমন খুশি করতে পারবনা। তবে আপনার একটু সমালোচনা আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

সনেট কবি বলেছেন: আপনার একটা পোষ্ট পড়ে এলাম মন্দ লাগেনি।

২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

কাইকর বলেছেন: অনেক ভাল লাগলো

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।

৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ব্লগারদের নিয়ে কবিতা ব্লগারদের নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভাবছি কিছু কম পরিচিত ব্লগার নিয়েও লিখব। কারণ কম পরিচিতদের মাঝেও অনেক প্রতিভা আছে। হয়ত সময় সুযুগের অভাবে প্রতিভার প্রকাশ ঘটছে না।

৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফরিদ ভাই
আপনার এই নতুন ধারাটি
আমার খুব পছন্দ !!
আপনার সনেটের মাধ্যমে
আমরা গুণী ব্লগারদের চিনতে পারছি্
অব্যহত থাকুক আপনার এই গতিপথ

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

সনেট কবি বলেছেন: আপনার দোয়া আমার একান্ত কাম্য। মাঝে মাঝে অবাক হই এত এত গুণির খবর আপনি রাখেন কেমন করে? আপনিতো দেখছি এ ষ্টোর হাউজ অফ নলেজ। জানিনা বিষয়টি কেউ খেয়াল করেছে কি না।

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০৮

কাইকর বলেছেন: সময় পেলে নতুন গল্প পড়ে আসবেন প্রিয় সনেট কবি।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

সনেট কবি বলেছেন: মাঝে মাঝে আপনার গল্পগুলো নেড়ে চেঁড়ে দেখি। রবীন্দ্রনাথ হতে মনে হয় আরো সময় লাগবে!

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

কাওসার চৌধুরী বলেছেন: সনেক কবিকে ধন্যবাদ, গুণী ব্লগারদের আমাদের মাঝে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আকতার ভাইয়ের জন্য শুভ কামনা।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১৩

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ একটা ঝকঝকে পোষ্ট দেখলাম আপনার।

৭| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগার দের প্রতি আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, যে তাদেরকে আপনি আপনার কবিতা, আপনার লেখায় নিয়ে এসেছেন। শ্রদ্ধা আপনাকে কবি। কবিতা ভালো লেগেছে এটা আর না ই বা বললাম, কারন বরাবর ই ভালো লাগে, বেশী ভালো লেগেছিল সাহিত্য কন্যে

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে আমি ধন্য।

৮| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: জীবন সংগ্রামের মালাখানি ক্ষণিকের জীবনের কতো কাহিনী ।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

সনেট কবি বলেছেন: সামান্য এ জীবনেও কাহিনীর শেষ নেই।

৯| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা নিজের নামে একটি কবিতা পাচ্ছেন; এটা উৎসাহের ব্যাপার!

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

সনেট কবি বলেছেন: এতে যদি একজন ব্লগারের ব্লগীয় মান বাড়ে তবে সেটা সকলের জন্য মঙ্গলময় হবে।

১০| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

তারেক_মাহমুদ বলেছেন: নতুন একজন ব্লগারকে আপনার কবিতায় স্থান দেওয়ার জন্য ধন্যবাদ সনেট কবি। আপনার এই প্রয়াস ব্লগারদের জন্য উৎসাহ ব্যঞ্জক।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

সনেট কবি বলেছেন: আমি চাই ব্লগাররা নিজেদেরকে আরো উচ্চতায় নিয়ে যান।

১১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

অদৃশ্য বালক বলেছেন: আপনার প্রতিভায় মুগ্ধ না হয়ে উপায় নাই!!!

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

সনেট কবি বলেছেন: এ রমজানে আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে আমার জীবনের সব শনি কেটে যায়।

১২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে কবিতা পড়বো না!!!:(

লেখকদ্বয়ের জন্য শুভকামনা।।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: দুজনকেই শুভ কামনা। সনেটে ভালো লাগা।
আপনি যে কিভাবে এত সনেট লেখেন মাথায় ধরে না /:) =p~

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: প্রান্ত দোয়া করবে যেন সব পাঠক প্রিয় কিছু সনেট লিখতে পারি।

১৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৮

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:০৫

সনেট কবি বলেছেন: আপনার ব্লগ দেখে এলাম।

১৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

হবা পাগলা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০১

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৬| ২৯ শে মে, ২০১৮ রাত ১২:০৪

আকতার আর হোসাইন বলেছেন: আগামীকাল আমার টেস্ট পরীক্ষা। রমজান মাস আসাতে ধর্মীয় কিছু বই পড়ছি। তাই সামু থেকে কয়েকদিন দূরে ছিলাম বলে আমি খুবি দুঃখিত চাচাজি। আসলে সামু থেকে দূরে ছিলাম সেইটাও না। সামুর জন্য একটা লিখেছি এই ফাঁকে।

যাইহোক, আমি ফাইজলামি করে বলেছিলাম। আর আপনি সত্যি সত্যিই লিখে ফেললেন। আগে জানলে চামে আপনাকে আমার সম্পর্কে জানিয়ে দিতাম। ভালোবাসা না থাকলে এমন কবিতা লিখা যায় না।

শেষের কথাটা একদম সত্য বলেছেন কবি।
বিবিকের বাতি জ্বালাতে চাই। বিবেকের বাতি জ্বালাতেই আজকে একটা পোস্ট করেছি।


অশেষ কৃতজ্ঞতা চাচাজি...।

ভালবাসা অফুরান

২৯ শে মে, ২০১৮ রাত ৩:৫৬

সনেট কবি বলেছেন: যাক অবশেষে ভাইপুতের নজরে এসেছে এটাই বড় কথা!

১৭| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: লজ্জা আর দিয়েন না.... তো শরীর কেমন আপনার এখন....?

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯

সনেট কবি বলেছেন: আল্লাহর রহমতে এখন মোটামুটি চলে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.