নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হাসান মাহবুব সস-১

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২



পুরনো অতীত হতে বর্তমানে এসে
এখনো সতেজ প্রাণ। ক্লান্তিহীন চলে
হাসান মাহবুব কি দৃঢ় মনবলে
অনবদ্য সাবলিল গল্পের ভূবনে।
সামুর দীর্ঘ যাত্রায় ব্লগ ভালবেসে
সূর্য্যসম নিত্য দিন উঠে পূর্বাচলে
আঁধারে যতনে তিনি যান আলোফেলে
কথার বিস্তারে থেকে সদা আনমনে।

ঋদ্ধ প্রকাশে এখন থেকে ব্যস্ততায়
হৃদয়ে আঁকেন নক্সা।যাতে আলো ফুটে
ব্লগার মনন দেখে সবে মুগ্ধতায়
তাদের অন্তর থেকে যাবে ক্লান্তি ছুটে।
ওহে গুণী কলমের আঁচড়েতে মন
উঠুক সতেজ হয়ে, আপ্লুত জীবন।

ব্লগার হাসান মাহবুব

মন্তব্য ৭০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮

চিন্তক মাস্টারদা বলেছেন: ঋদ্ধ প্রকাশ আমাদের জন্য প্রেরণা

কবিতা ভাল হয়েছে পীর সাহেব।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১০

সনেট কবি বলেছেন: অনেক চিন্তা করে একটা মন্তব্য প্রদান করলেন। মন্তব্য চমৎকার হয়েছে। আমি কইলাম!

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

মোস্তফা সোহেল বলেছেন: হাসান মাহবুব ভাইয়ার জন্য অনেক শুভকামনা।অনেক দিন ভাইয়ার নতুন গল্প পড়িনা।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮

সনেট কবি বলেছেন: হয়ত ব্যস্ত আছেন।

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


উনি সামুর ব্লগারদের সবচেয়ে বড় উৎসাহের উৎস, তিনি সবচেয়ে বেশী কমেন্ট করেছেন।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

সনেট কবি বলেছেন: তাঁর ব্লগে গিয়ে তেমনটাই দেখলাম।

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

অর্ক বলেছেন: বেশ। ঋগ্ধ নয় ঋদ্ধ, দীর্ঘ্য নয় দীর্ঘ। শুভেচ্ছা মাননীয়।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:২০

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে একটা সনেট লিখেছিলাম। দেখে ছিলেন কিনা জানা হয়নি।

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই ধারাটি অব্যাহত থাকুক,
যদি কারো চোখ না টাটায় !!
কারো কারো উন্নাসিকতা আছে
নিজ ছাড়া অন্যের প্রশংসা
পছন্দ করেন না !!

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

সনেট কবি বলেছেন: অনেকেই এমন আছেন।

৬| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চিন্তক মাস্টারদা বলেছেন: মজা করার জন্য ধন্যবাদ প্রিয়। ;)

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মাননীয়?

৭| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

জোকস বলেছেন: দেখছেন তো! হাসান মাহবুব ভাইকে প্রায় সব সময়ই দেখি। আপনার লেখা লেখিতে উনি এখন নেই (মানে হয় লজ্জা পাইছে) এখন ওনার ব্লগে যায় কিভাবে? এই জন্যই তো বলি যার নামে সনেট হবে তার ব্লগের লিঙ্ক দিতে।




যাইহোক, আপনাদের জন্য শুভকামনা থাকলো।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সনেট কবি বলেছেন: আমিও পোষ্ট দেওয়ার পর তাঁকে খুঁজে পেলাম না। আচ্ছা আপনি আমাকে লিংক দেওয়ার নিয়মটা একটু লিখে দেন।

৮| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর লেখনী। কবি আপনি কোন লেখা দিবেন সেখানে?

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সনেট কবি বলেছেন: সেখানে কবিতা ছাপা হবে না।

৯| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: জানি, একটা গল্প লিখেন, আপনি চেষ্টা করতে পারেন কিন্তু!

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সনেট কবি বলেছেন: কি গল্প লিখব। ভেবেই আকুল হচ্ছি।

১০| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: এক কাজ করেন, ব্লগারদের সাথে দেখা হয়ে গেলো, এমন একটা গল্প লেখেন

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সনেট কবি বলেছেন: কিন্তু গল্প লিখলেইতো আর হবে না। সেইটা আবার পুস্তকে প্রকাশের উপযুগি হতে হবে, সে কথাই ভাবছি।

১১| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

জোকস বলেছেন: (আমার সাথে মস্কারা করছে কিনা কে জানে)




প্রথমে লিঙ্ক বাটনে ক্লিক করুন-


এবার টাইটেলের ঘরে ব্লগারের নাম লেখুন।


ইউআরএল:
সেই ব্লগার ওপেন করুন এবং সেখান থেকে ইউআরএল কপি করে ইউআরএল: ঘরে পেস্ট করুন।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: সময় করে একবার চেষ্টা করব। এরপর না পারলেতো আপনি আছেন।

১২| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহাবুব ভাইয়ের জন্য শুভকামনা, কবিকে ধন্যবাদ!

@জোকস,
সহমত।

কবি ভাই?
যে ব্লগারকে নিয়ে লিখবেন, কষ্ট করে তার লিংকটা দিবেন!

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: চেষ্টা করে দেখব।

১৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়। উত্তমেরা শুধু মান চায়। মানই মহতের ধন।

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৪

সনেট কবি বলেছেন: সেজন্যই তাঁদের মান দিতে চাই।

১৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাসান ভাই এবং ছনেট কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

সনেট কবি বলেছেন: সনেট কেন ছনেট হয়ে গেল?

১৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,




হাসান মাহবুবের জন্যে যথার্থ একটি সনেট ।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

সনেট কবি বলেছেন: মাননীয় আপনি যখন বলেছেন, তখন মনে একটু ভরসা পাওয়া গেল।

১৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

অচেনা হৃদি বলেছেন: সনেট কবিকে ধন্যবাদ, আপনার কবিতা হতে আমরা নতুনেরা অভিজ্ঞ ব্লগারদের চিনে রাখতে পারছি ।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৪

সনেট কবি বলেছেন: আগামীতে তাঁদের ব্লগ লিংকটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব।

১৭| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনিচ্ছুক ভুল হয়েছে।

সনেট হবে। ধন্যবাদ।।।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: আমি মনে করেছি রসিকতা করেছেন!

১৮| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান ব্লগার‌কে নি‌য়ে ক‌বিতার প্রশংসা না কর‌লে কৃপণতা করা হ‌বে। উনার এবং আপনার মঙ্গল কামনা কর‌ছি।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুন।

১৯| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৭

কাইকর বলেছেন: ভাল লাগলো। সনেট কবিকে ধন্যবাদ

২৮ শে মে, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় গল্পকার।

২০| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৮

অচেনা হৃদি বলেছেন: ব্লগের লংক দিলে আরো সুবিধা হবে ।
আমার নতুন ব্লগে সনেট কবিকে নিমন্ত্রণ ! 8-|

২৮ শে মে, ২০১৮ রাত ১০:১৬

সনেট কবি বলেছেন: আপনার ব্লগ দেখে এলাম।

২১| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:০১

কাইকর বলেছেন: নতুন গল্প লিখেছি। প্রিয় সনেট কবির মন্তব্য পাইনি

২৯ শে মে, ২০১৮ রাত ৩:৪৩

সনেট কবি বলেছেন: লিখতে থাকুন। সময় পেলে নিশ্চয়ই মন্তব্য করব।

২২| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:০৪

কাওসার চৌধুরী বলেছেন: হাসান মাহবুব ভাই একমাত্র ব্লগার যার সাথে ব্লগে লেখার আগে থেকে পরিচয়। তিনি একজন গুণী লেখক। শ্রদ্ধেয় কবি মাহবুব ভাইকে নিয়ে সনেট লেখায় অনেক খুশি হলাম।

২৯ শে মে, ২০১৮ রাত ৩:৪৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।

২৩| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:২৩

শিমুল_মাহমুদ বলেছেন: এমন একজন গুনি ব্লগারকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ প্রিয় সনেট কবি, আপনার জন্য শুভেচ্ছা ভালবাসা।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে লিখতে পারায় আমিও দারুণ খুশী।

২৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সেজন্যই তাঁদের মান দিতে চাই।

এই জন্যই আপনি আমার চাচা।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১৩

সনেট কবি বলেছেন: বিনয়ে অন্তর জুড়ায়।

২৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: কী চমৎকার একটা সারপ্রাইজ! আমি সত্যি খুব অবাক হলাম। আপ্লুত হলাম আমাকে নিয়ে সনেট লিখেছেন বলে। ব্লগ থেকে অনেক কিছু পেয়েছি জীবনে, তবে এরকম কিছু পাই নি কখনও। ভালোবাসা নিবেন।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭

সনেট কবি বলেছেন: বিলম্বে হলেও আপনাকে নিয়ে একটা সনেট লিখতে পারলাম সেজন্য আমারো অনেক ভাল লাগছে।

২৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৪

বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত হাসান মাহবুবকে ধরলেন!
যথার্থ।

আর আপনাকেও ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১৮

সনেট কবি বলেছেন: শেষ পর্যন্ত তাঁকে নিয়ে সনেট লিখতে পারলাম, সেজন্য ভাল লাগছে।

২৭| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: আর আপনাকে একটি অনুরোধ,
আপনি যে সম ব্লগারকে নিয়ে সনেট লিখেছেন সেই সব পোস্টগুলো একত্র করে একটি পোসট দিন, তাহলে আমরা একসাথে পেয়ে যাবো।

শুভকামনা।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

সনেট কবি বলেছেন: সেতো অনেক কষ্টের কাজ। আমার মতো অলস লোকের পক্ষে এমন কষ্টসাধ্য কাজ সত্যি কঠিন। তথাপি আপনি যখন বলেছেন তখন দেখি করা যায় কি না।

২৮| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২৯| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২২

সামিয়া বলেছেন: হাসান মাহবুব ভাই এবং সনেট কবির জন্য শুভকামনা।।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

৩০| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার অনবদ্য সনেটগুলো লেখক মনে অনুপ্রেরণা সৃষ্টি করে। কে জানে হয়তো কোন একদিন এই সনেটই পাথরে ফুল ফুটাবে....

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

সনেট কবি বলেছেন: পাথরে ফুল ফুটা চমৎকার বিষয়!

৩১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২

আকতার আর হোসাইন বলেছেন: আর লিংকটা কিভাবে এড করেছেন আমাকে একটু জানাবেন প্লিজ... আমি এর আগে এইচটিএমএল কোড দিয়ে লিংক যুক্ত করতে চেষ্টা করেছিলাম।। কিন্তু কাজ হয়নি।

তারপরে জোকস ভাই যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ করেছি। কিন্তু লিংক কাজ করে না। কারণ, একই লিংক একবারের জায়গায় দুইবার বসানো হয়ে গেছে।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬

সনেট কবি বলেছেন: ১১ নং মন্তব্য দেখুন।

৩২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: আর লিংকটা কিভাবে এড করেছেন আমাকে একটু জানাবেন প্লিজ... আমি এর আগে এইচটিএমএল কোড দিয়ে লিংক যুক্ত করতে চেষ্টা করেছিলাম।। কিন্তু কাজ হয়নি।

তারপরে জোকস ভাই যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ করেছি। কিন্তু লিংক কাজ করে না। কারণ, একই লিংক একবারের জায়গায় দুইবার বসানো হয়ে গেছে।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

সনেট কবি বলেছেন: আমি জোকস এর মন্তব্য অনুসারে সফল হয়েছি।

৩৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: ঋদ্ধ।

ভালবাসার আরেক প্রতীক।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

সনেট কবি বলেছেন: অনেকেই অপেক্ষার প্রহর গুনছেন।

৩৪| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮

আবু ছােলহ বলেছেন:



দু'জনকেই অভিনন্দন।

আজ দু'টি পোস্ট দিয়েছিলাম। পোস্টে আপনার উপস্থিতি কামনা করছি। সময় করে যদি যেতে পারেন সেজন্য লিঙ্ক দিচ্ছি-

আরব আলেম-উলামাগণ কি মাযহাব ও তাকলীদ বিরোধী?

মাযহাব কি এবং কেন? মাযহাব কি রাসূল,সাহাবী এবং তাবেঈ কারো মানার দলীল আছে? কুরআন ও হাদীস দেখে আমল করলে অসুবিধা কোথায়? মুহাদ্দিসগন কি মাযহাব মেনেছেন? আমরা কেন চারটি মাযহাব থেকে বেছে বেছে মাসআলা আমল করতে পারব না? কেন একটি মাযহাবই মানতে হবে?

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

সনেট কবি বলেছেন: আমার মিলাদ পোষ্টে তাদের যথেষ্ট উপদ্রপ পরিলক্ষিত হচ্ছে, আপনি যদি একটু নছিহত করতেন।

৩৫| ৩০ শে মে, ২০১৮ রাত ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। শুভ কামনা হাসান মাহবুব। শুভ কামনা সনেট কবি।

৩০ শে মে, ২০১৮ সকাল ৮:২৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.