নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জোকস সস-১

৩১ শে মে, ২০১৮ রাত ৮:০১



জোকসের নিরাপদ পথচলা হোক
অনবদ্য বিনোদন।প্রথম পাতায়
তাঁর উপস্থিতি চাই মজার কথায়
ভরপুর। আনন্দের থাকুক আবাদ।
সেফ শব্দটি ব্লগের ছড়ায় আলোক
নতুনের আগমনে। সেফের খাতায়
উঠলে ব্লগের নাম, বিস্তারে মাথায়
নির্মল সুখ।এ যেন নিরন্তর স্বাদ।

জোকস সেফ হওয়া দারুণ খবর
যেথায় খুশীর নদী বহে কল কল
প্রবাহে দারুণ স্রোতে।অপেক্ষা প্রহর
শেষ হয়ে। দুশ্চিন্তারা হয়েছে বিকল।
জোকসের প্রয়োজন মনব্যাথা হ্রাসে
যাতে যায় কষ্টসব নিত্য পরবাসে।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:০৫

অচেনা হৃদি বলেছেন: চমৎকার সনেট, কিন্তু ছবির অর্থ তো বুঝলাম না । জোকস বাবুর কি খুন্তির ছ্যাকা খাওয়ার অভিজ্ঞতা আছে ? :P

৩১ শে মে, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: সেইটা তিনিই ভাল বলতে পারবেন। আজ তিনি সেফ হয়েছেন। এ খবর কি আপনার আছে? কাজেই ওসব ছ্যাঁকা-ম্যাকা আজ থোড়াই মালুম।

২| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:১৬

মৌরি হক দোলা বলেছেন: জোকস ভাইয়ার পোস্ট দেখে মনে হল উনি সেফ হয়ে সবচেয়ে বড় ছ্যাকাটা খেয়েছেন। :) :) ব্যাপারটা কি?

৩১ শে মে, ২০১৮ রাত ৮:১৮

সনেট কবি বলেছেন: এখন তাঁর মনে ব্লক খাওয়ার ভয় ঢুকেছে। যেমন জন্মালে মরনের চিন্তা মাথায় ঢুকে।

৩| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: জোকস ভাই আপনি কোথায়???

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: তিনি বিপরীত পক্ষে স্টাইকার পজিসনে আছেন। আপনি প্রস্তুততো?

৪| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:২১

মৌরি হক দোলা বলেছেন: ওহ।

:) :) :)

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: বুঝেছি!

৫| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:২৪

কাওসার চৌধুরী বলেছেন: জোকস ও সনেট কবিকে শুভেচ্ছা। অনেকদিন পর জোকস ভাই সেফ হয়েছেন এজন্য অভিনন্দন।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন: তাঁর সেফ হওয়া সবার জন্য আনন্দের!

৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


জোকসের ধৈয্য আছে; তবে, উৎসাৎ সাহায্য করবে নিশচয়।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪৬

সনেট কবি বলেছেন: সামু তাঁর সেই পরীক্ষাটাই নিল বলে মনে হয়।

৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৩৭

তারেক ফাহিম বলেছেন: জোকস্-এর জন্য শুভকামনা।

সুন্দর সনেট উপহার দেও্য়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪৭

সনেট কবি বলেছেন: আর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৮| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: সনেট কবির কবিতা পড়ে ভাল লেগে গেল।
শুভ কামনা।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: জোকসকে সেফ দেখে বুঝলাম দারুণ উপলক্ষ্য। বেচারা বেশ ভুগেছেন।

৯| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি, খুবই ভাল লাগছে জোকস ভাই সেফ হয়েছেন জেনে।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

সনেট কবি বলেছেন: তাঁর দীর্ঘ প্রতিক্ষার প্রহর শেষ হলো।

১০| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:০৮

জোকস বলেছেন: আমি সত্যিই খুব অবাক হইলাম আমাকে নিয়ে সনেট লিখেছেন বলে।
ব্লগে সেফ হওয়ার এখনো রেশ কাটেনি। এতো দ্রুত আমাকে নিয়ে সনেট লিখবেন তা আমার ছিল কল্পনাতীত । আপনি সহ সকল ব্লগারের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা রইলো।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: আপনি যে সহ ব্লগারদের হৃদয়ে স্থান করে নিয়েছেন সেটাই যেন প্রকাশ পেল তাদের মন্তব্যে। আর আমার কথা বরং এখন থাক!

১১| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: জোকস নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।

১২| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কি জোকস ভাইয়ের মতো ব্রাজিল করেন, কবি?

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

সনেট কবি বলেছেন: আর্জেন্টিনার বিপক্ষ্যে কি সুধু একটা দেশ খেলে প্রান্ত? তবে আমি বরাবর আর্জেন্টিনার ভক্ত।

১৩| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: :) B-) যাক গুনীরা সবাই আর্জেন্টাইন শিবিরে :#)

১৪| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

মীর সাজ্জাদ বলেছেন: জোকস ভাইয়া মিষ্টি কবে খাওয়াবেন? সনেট কবি ভাইয়া এত সুন্দরভাবে স্বাগতম জানালেন কবিতার মাধ্যমে, খুব ভালো লাগলো। আপনাকে দেখলে মনে হয় আপনি খুব উদার মনের মানুষ, একদম মন দিয়ে মানুষকে ভালোবাসতে পারেন।

১৬| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: জোকস ভাই কে অভিনন্দন এবং সনেট কবির প্রতি ভালোবাসা, সনেটের মাধ্যমে অন্য লেখক দের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য।

১৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনার প্রতিভায় আমি মুগ্ধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.