নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নতুন (সস-১)

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪৩



ব্লগার নতুন তবে বার বছরের
বাস্তব অভিজ্ঞতায় ঋদ্ধ অনেকটা
পোষ্টে অনেক সময় দেয় জম ঘাঁটা
বের করে চিপা গলি, ব্লগারের বাঁশ।
মন্তব্যে বেরিয়ে আশে খবর নাড়ির
পোষ্টদাতা বুঝে তার বেরুল বাজেটা
এখন সামলানোয় বাজবে বারটা
গড়বড় বুঝানোয় নেই অবকাশ।

পড়লে এমন প্যাঁচে কে কেমনে বাঁচে?
বাঁনর নাচন হয় শুরু সে সময়
পাঠকেরা দেখে যায় কে কেমন নাচে!
আলোচনা এসময় উপভোগ্য হয়।
বার বছর নতুন সবাই অবাক!
তবে তাঁর চিরকাল এমনটা থাক!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের লতুন ভাই, ব্যাচেলর থেকে বিয়ে সাদী করে পোলাপানের বাপ হইয়া গেল, তবুও সে লতুনই থাকিয়া গেল!!!:(


সুন্দর সনেটের জন্য ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

সনেট কবি বলেছেন: তাও সেটা এক যুগ!

২| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সামুর শুরু থেকেই তিনি ব্লগিং করছেন, অনেক অভিজ্ঞতা সন্চয় করেছেন; তবে, আজীবন নতুন

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

সনেট কবি বলেছেন: বিষয়টা আনন্দ দায়ক! তার পুরাতন হওয়ার কোনো সম্ভাবনা নেই!

৩| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

অর্ক বলেছেন: একজন মুক্ত মনের অধিকারী, বিনয়ী, সজ্জন, সহজ মানুষ ব্লগার নতুন। ভালো লাগলো সনেটটি। তবে একটু ভাষার দিকটা মাথায় রাখা উচিৎ, 'জম ঘাটা, চিপা গলি, ব্লগারের বাঁশ, বেরুলো বাজেটা' আরও শালীনতাভাবে প্রকাশ করতে পারতেন।

ধন্যবাদ। আপনারা প্রবীণ জনপ্রিয় ব্লগার। আপনাদের দেখে অন্যেরা শেখে।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:০৪

সনেট কবি বলেছেন: পোষ্টের তলানিটাও তিনি তুলে আনেন। ব্লগার বেকায়দায় পড়ে মোড়ামুড়ি করেন। বিষয়টা চিত্রয়িত করতে এ শব্দ গুলো পছন্দ হওয়ায় সনেটে সেঁটিয়ে দিয়েছি। এরপরতো বলবেন ‘সেঁটিয়ে’ শব্দটা ভাল হয়নি!

৪| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:০৮

উদাস মাঝি বলেছেন: কবিসাব কোন ব্লগারের কথা বলছেন, নতুন নকিব ?

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫০

সনেট কবি বলেছেন: না মাঝি ভাই এ নতুনের সাথে নকিব নেই। শুধুই নতুন। যে আবার এক যুগ ধরে নতুন।

৫| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫১

কাওসার চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ উনাকে নিয়ে সনেট লেখার জন্য। নতুন একজন ভাল ব্লগার। উনার সম্বন্ধে সনেট লেখায় ভাল লাগছে। আপনাদের দু'জনের জন্য শুভ কামনা রইল।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: তিনি বার বছরের নতু ব্লগার।

৬| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী খুব সুন্দর লিখেছেন।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

৭| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আগের মত একটিভ হবেন তেমন প্রত‍্যাশা থাকলো।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৬

সনেট কবি বলেছেন: সিনিয়রদের থেকে নতুনদের অনেক প্রত্যাশা থাকে। তবে তিনিতো আবার নামে নতুন।

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩

নতুন বলেছেন: :``>> :`>

আমার নাম নিয়া ২টা সনেট বিরাট কাজ, অসংখ্য ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সনেট কবি বলেছেন: অবশেষে এ সনেটে আপনার মন্তব্য পাওয়া গেল; ভাল লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.