নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধটা তবে কি?

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৫৬



বাবা ও ছেলে গাধার পিঠে চড়ে গন্তব্যে রওয়ানা হলো।একদল লোক দেখে বলল, এরা কত নিষ্ঠুর! দুইটা জোয়ান লোক একটা গাধার পিঠে চঁড়ে বসেছে।এ কথা শুনে ছেলে নেমে গেল। একদল লোক দেখে বলল, বাপটা কত নিষ্ঠুর! ছেলে হেঁটে যায়, আর বাপ গাধার পিঠে চঁড়ে যায়।এ কথা শুনে বাপ নেমে গেল, ছেলে গাধার পিঠে চঁড়ে বসল। একদল লোক দেখে বলল, ছেলে কত বেয়াদব! বাপ হেঁটে যায় আর ছেলে গাধার পিঠে চঁড়ে যায়। একথা শুনে ছেলে নেমে গেল, গাধার পিঠে আর কেউ থাকল না।একদল লোক দেখে বলল, এরা কেমন বেকুব, গাধা থাকতে এরা হেঁটে যায়। তিনটাই দেখছি গাধা।মুসলমানের হয়েছে সে দশা। আপনি যে দলেই যোগ দিবেন, অন্য সব দল বলবে আপনি ভুল পথে আছেন।এরপর অমুসলিমরা বলবে এরা সব গাধা।
এই যে আমরা হানাফী মাযহাব মানি, পীরমানি, মিলাদ পড়ি, শবে বরাত পালন করি, তাবলীগে সময় লাগাই এসব দেখে প্রতিপক্ষ বলে এসব ছরাছর ভুল কাজ। আর আমরাও বলি প্রতিপক্ষের সব কাজ ভুল। শুদ্ধটা তবে কি? শুদ্ধটা হলো যারকাছে তারমত।সমাধানটা তবে কি? সমাধান কিচ্ছু নেই। সমাধান হলো চিরন্তন ঝগড়া।
অনেকে বলে শুদ্ধ হলো সৌদি আরব। অথচ তাদের মাথায় পাগড়ীর বদলে রুমাল দেখতে পাই।বিবাহ করে যতখুশি তত।আর কাজের মেয়েকে দাসী বানিয়ে তারা আবার জঘণ্য দাসপ্রথা ফেরৎ আনতে চায়। আর অপচয় যা করে তাতে তাদেরকে শয়তানের ভাই না বলে উপায় নেই। তবে কি শয়তানের ভাই শুদ্ধ? তাহলে ফলাফল দাঁড়াল পীর যদি হয় ভন্ড, তবে এরা হলো মহা ভন্ড। নবির (সা.) দেশের লোক হয়ে এরা এমন কাজ করে যা দেখলে অভক্তি এসে যায়।
সে যাই হোক নিজের কাছে নিজে শুদ্ধ থাকার জন্য আমি অন্তত নিজেরটার সঠিকতার প্রমাণ দিয়েই যাব ভাবছি। এতে যা হয় হবে, আমি এর পরোয়া করিনা।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:০৩

নাজিম সৌরভ বলেছেন: B-) শুদ্ধ খুঁজতে গেলে চলা দায় হয়ে যাবে !

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:১১

সনেট কবি বলেছেন: নিজেরটা শুদ্ধ এ বিষয়ে আবার চার কথা বলতে না পারলে কয় অন্ধ অনুসারি। যা বাবা এবার তবে যাবি কোন দিকে?

২| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২০

ফেনা বলেছেন: সমাধান খুব সহজ।
(কিন্তু আমরা যে সহজ বিষয় মেনে নিতে পারি না!!!)

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২২

সনেট কবি বলেছেন: সহজকে জটিল না করে যে আমাদের শান্তি নেই!

৩| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ভালো লিখেছেন!

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৮

সনেট কবি বলেছেন: কত আর মন্দ লিখব! জীবনে বদনামতো কম হলো না।

৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। জানা বিসয় উপস্থাপনের গুনে ভালো লাগলো।

শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪২

সনেট কবি বলেছেন: রোজার দিন যত বেশী দোয়া করবেন ততই মঙ্গল।

৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: কত আর মন্দ লিখব! জীবনে বদনামতো কম হলো না।

রসিকতাটা খারাপ লাগল না! :)

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

সনেট কবি বলেছেন: একটু আধটু রসিকতাও না করলে লোকে বলে লোকটা এক্কেবারে নিরস। সেজন্য ভিতরে রস না থাকলেও উপরে নএকটু রস ঢেলেও রস দেখাতে হয়। সামাজিকতা বলে কথা!

৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"অনেকে বলে শুদ্ধ হলো সৌদি আরব। অথচ তাদের মাথায় পাগড়ীর বদলে রুমাল দেখতে পাই।বিবাহ করে যতখুশি তত।আর কাজের মেয়েকে দাসী বানিয়ে তারা আবার জঘণ্য দাসপ্রথা ফেরৎ আনতে চায়। আর অপচয় যা করে তাতে তাদেরকে শয়তানের ভাই না বলে উপায় নেই।"

--আপনি তো খারাপটাকেই প্রাধান্য দিলেন?
আমাদের মেনে চলতে হবে কুরআন ও হাদিস। আর সেটা বোঝার জন্য আরবি ভাষার(মাতৃভাষা) আলেমরা অগ্রগণ্য!! ;)
নট, বাংলা, ইংরেজি জানা মুফতি!!



পুনশ্চঃ যারা সবার কথা শুনে চলে তারাও একটা গাধা!!

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

সনেট কবি বলেছেন: তারা যদি কোরআন হাদিস পরিপন্থি কাজে জড়িয়ে পড়ে তবে তাদেরকে অগ্রেগণ্য করে কেউ ধন্য হতে পারবে কি? মানব কল্যাণে সে অগ্রগণ্যদের অবদান কি, তাওতো একটু জানা দরকার!

৭| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: গাধার ধাঁধাটি চমৎকার সময়োপযোগী হয়েছে। সাধারন ধর্মপ্রাণ মানুষ কোথায় যাবে। কার কথা শুনবে!!!

আমি মন্ডল ভাইয়ের সাথে একমত।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: মন্ডলতো সেই আরবী জাহেলদেরকেই প্রাধান্য দিল । যাদের মধ্যে মূলত কোন আদর্শই নেই। আপনার গল্পেইতো লাভ জিহাদের কথা বললেন।

৮| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখক বলেছেন: মন্ডলতো সেই আরবী জাহেলদেরকেই প্রাধান্য দিল । যাদের মধ্যে মূলত কোন আদর্শই নেই।"

-"যাদের মধ্যে মূলত কোন আদর্শই নেই???B:-)
সে কি??
আপনি তো পীরকে মানতে গিয়ে, দু-চারটা শেখের জন্য পুরো আবর বিশ্বকেই আউট করে দিলেন??(২২টি দেশ)

আরবে এখনো অনেক হক আলেম আছে! চার ইমামও আরব ছিলেন! আরবরা সাহাবাদের সময় থেকে আমাদের পথ প্রদর্শক! (যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, তাদের নিয়ে প্যাচাল পাড়েন কেন? ওরা সৈয়দ বংশের হলেও আউট)

আপনি কি আমার মুল পয়েন্ট ধরতে পেরেছেন?
সারমর্মঃ
আমাদের মেনে চলতে হবে কুরআন ও হাদিস(নট সৌদি শেখ)। তবে কোরআন ও সুন্নাহর সঠিক অর্থ বোঝার জন্য আরবি ভাষা জানা(মাতৃভাষা) হক আলেমরা অগ্রগণ্য!!

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সনেট কবি বলেছেন: সেই হক আলেমরা নিজেদের জনগণকে বুঝাতে পারেননি। তাঁরা তাঁদের কাজে অসফল।

৯| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: এই গল্পের রেফারেন্স কি?

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: মায়ের কাছ থেকে শুনা। তিনি এ গল্প দিয়ে বুঝালেন, মানুষকে কোন ভাবেই সন্তুষ্ট করা যায় না। এক জনের সমালোচনা থেকে বাঁচতে গেলে অন্য জনের সমালোচনায় পড়তে হয়। অতএব নিজে যা ভাল মনে করে তাই করতে হয়। তবু বলা যায় পরের কথায় ঠকিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.