নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বক ও ব্লগার আলো (সস-২)

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:২১



ব্লগার বক

‘সাদা বক চক চক গা ভেজা শিশিরে’
তেমন সাদা কথায় আলো ঝলমল,
শিশিরে রোদ যেমন অশান্ত চঞ্চল
মন শান্ত করে দেয়, অনুরূপ তিনি।
সত্যের অমিয় ধারা সে হৃদয় চিরে
বেরিয়ে আসে নির্মল স্রোতে অবিরল,
অবশ্য পোষ্ট হিসেবে একান্ত বিরল
ব্লগার বক প্রতিভা, হীরেধার যিনি।

এগার বছরে মাত্র দশ পোষ্ট দিয়ে
তিনি অহেতুক পোষ্ট দেয়া থেকে
বিরত থেকে অন্যের সাদা মন নিয়ে
না খেলে আদর্শ চিত্র দিয়েছেন এঁকে।
না দেয়া অপরে কষ্ট যে সময় হবে
মনভাব মানুষের, সুখ হবে তবে।



ব্লগার বক



ব্লগার আলো

ব্লগার আলো ব্লগের আলো হয়ে থেকে
এক যুগ ধরে কত আলো ছড়ালেন
বিবিধ ক্ষেত্রে। এখনো তিনি ছড়াবেন
অনুরূপ আলো সেই প্রত্যাশা সবার।
বার বছরের ব্লগ অবিজ্ঞতা ছেঁকে
জ্ঞান গরিমায় তিনি সকলে জড়াবেন,
অন্তর চেতনা হতে তিনি সরাবেন
আঁধার।ভরবে পৃথি আলোয় আবার।

মানুষেরা আলো তাঁর অব্যাহত পাবে
সাহিত্যের সর্বক্ষেত্রে।কবিতা নিবন্ধে
অথবা অন্য লেখায় সে আলোক পাবে
যা কাজে দেবে অন্যায় অনাচার বন্ধে।
দেখেছি কবিতা তাঁর সুখ ছন্দ ময়
হোক তাতে চিরকাল শুদ্ধতার জয়।

ব্লগার আলো

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:২৯

জোকস বলেছেন: এখানে তো অনেক গুলো বক, কাকে শুভেচ্ছা জানাবো? :P





হীরেধার ব্লগার বককে অভিনন্দন।

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩১

সনেট কবি বলেছেন: আপনার যাকে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করবে তাকেই শুভেচ্ছা জানাবেন। তবে যিনি সামুর ব্লগার তাঁকে জানালে ভাল হয়।

২| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৬

জোকস বলেছেন: যাকে নিয়ে সনেট লিখবেন তাঁর ব্লগের লিঙ্ক না দিলে ক্যামতে অয়।

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৪১

সনেট কবি বলেছেন: আপনার প্রদত্ত শিক্ষা। লিংটা দিলাম।

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫১

জোকস বলেছেন: শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :) =p~ =p~ =p~





অফটপিকঃ লিঙ্ক গুলো এমন দিলে কেমন হয়? (অবশ্য এটা আপেক্ষিক ব্যাপার)
'সাদা বক চক চক গা ভেজা শিশিরে'

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৫

সনেট কবি বলেছেন: সেইটা তিনি ভাল বলতে পারবেন। তবে নিকটা একদম মন্দ হয়নি। কবিতার লাইনে লিংক ঢুকাতে বলেছেন। তবে আপাতত বিরত থাকলাম।

৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:১৩

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ সরকার সাহেব। জনতার প্রতি নেক দৃষ্টি পড়ায় কৃতজ্ঞ।

৫| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:১৭

তারেক_মাহমুদ বলেছেন: পুরানো ব্লগার হলে খুব কম মানুষই চেনে ব্লগার বক, ধন্যবাদ সনেট কবি পরিচয় করে দেওয়ার জন্য।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৭

সনেট কবি বলেছেন: কম মানুষে চিনলেও তিনি অনেক পুরনো। আর তাঁর একটা পোষ্ট দেখে মন্তব্য না দিয়ে আস্ত একটা কবিতাই লিখে ফেল্লাম।

৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


বক উৎসাহিত হোক, এটাই কামনা। বক প্রকৃতিতে নীরবে থাকে, টিয়া পাখীর মত কথা বলে না, হাঁসের মত প্যাকপ্যাক করে না, থাকে নীরবে!

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৪

সনেট কবি বলেছেন: ইনিও সেরকম কিনা কে জানে? তবে তাঁকে মাতামাতি করতে খুব একটা দেখাযায়না।

৭| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলা সা‌হি‌ত্যে বক ধা‌র্মিক ব‌লে এক‌টি বাগধারা আ‌ছে। ব্লগার বক ম‌হোদয়‌কে ক‌বিতা উপহার দেয়ায় শ্রদ্ধাভাজন স‌নেট ক‌বি ম‌হোদয়‌কে অ‌ভিনন্দন। ভা‌লো থাকুন, ক‌বি।

০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২০

সনেট কবি বলেছেন: তাঁর ব্লগ দেখে তাঁকে সুন্দরের প্রতিক বলেই মনে হলো।

৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৪৩

জাহিদ অনিক বলেছেন: রবী ঠাকুর বলাকা লিখেছিলেন আপনি বক লিখলেন

০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৪৪

সনেট কবি বলেছেন: এটাতো খেয়াল করিনি!

৯| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হায় হায়!!
আমি যে একবার মন্তব্য করলাম?
সেটা কি আসে নি??:(


বক(Heron) :
জলাভূমিতে বিচরণকারী Ardeidae গোত্রের কয়েক প্রজাতির পাখি, যাদের দীর্ঘ পা, গলা ও মাথা সরু ও লম্বা এবং ঠোঁট চোখা।

এদের পালক সাধারণত সাদা। পাগুলি নগ্ন বা পালকহীন, লিপ্তপদী নয়, তবে পা বেশ লম্বা।ঠোঁট লম্বা ও আগা চোখা। গলা অস্বাভাবিক লম্বা এবং দেখতে ইংরেজি S অক্ষরের মতো, বিশ্রামের সময় গলা প্রসারিত আর ওড়ার সময় গুটিয়ে যায়, কর্মরত অবস্থায় গলা খাড়া বা আধা-গুটানো থাকে। পুচ্ছ সাধারণত খাটো, তাতে ১২টি পুচ্ছপালক থাকে। দীর্ঘ ও প্রশস্ত পাখনায় ১০টি প্রাথমিক পালক। হেরনের মাথা, গলা ও বুকে প্রায়শ সুতার মতো সরু ও সুন্দররঙিন প্রজনন-পালক দেখা যায়। হেরনরা পানির কাছাকাছি থাকে, একত্রে গাছে বসে রাত কাটায় ও সেই গাছেই বাসা বানায়।:P

বি. দ্রঃ সামুর লেখকরা যেন আমার মন্তব্যে বিরক্ত না হয়!!:)

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৩৭

সনেট কবি বলেছেন: বকের যথাযথ বর্ণনা।

১০| ০৩ রা জুন, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি?
পোস্ট ও ব্লগারদের লিংক এর জন্য ধন্যবাদ!
আপনার পোস্টের ছবিগুলো ৪:৩ মাপে দিলে ভাল হয়!!:)

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৩৮

সনেট কবি বলেছেন: কি ভাল হয়, যদি খোলাসা করে বলতেন তবে বুঝতে সুবিধা হতো। আমি আবার না বুঝে কোন কাজ করতে পানি না।

১১| ০৩ রা জুন, ২০১৮ রাত ১১:৩২

অর্ক বলেছেন: উভয়ের জন্য শুভকামনা, আপনার জন্যে তো বটেই। সনেট দুটি ভালো লাগলো। আরও আসুক।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৩৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৩৪

কাওসার চৌধুরী বলেছেন: ব্লগার বক ও ব্লগার আলোকে নিয়ে চমৎকার সনেট লেখার জন্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা তিনজনের প্রতি।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৪০

সনেট কবি বলেছেন: ভাবলাম পুরনো ব্লগারদের একটু সম্মান জানানো দরকার। কিন্তু ভাবছি বিষয়টা তাঁদের নজরে আসলো কিনা।

১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৫১

মীর সাজ্জাদ বলেছেন: ব্লগারদের প্রতি আপনার ভালোবাসা যেন ছড়িয়ে পরছে চারিদিক, ভালো লাগা রইল আপনার প্রতি।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৪২

সনেট কবি বলেছেন: সব লেখকই লেখালেখির পিছনে কষ্ট করেন। কারটা ভাল হয় কারোটা ভাল হয়না। তথাপি যদি কাজের মুল্যায়ন হয় তবে সবাই উৎসাহ পান বলেই মনে হলো। সে জন্যই তাঁদের জন্য আমার খানিক কষ্ট করা। এটা কষ্টের বিনিময়ে কষ্ট।

১৪| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:২১

শিখা রহমান বলেছেন: ব্লগার দুজনকে চিনতাম না। আপনার কবিতার ছন্দে তাদের পরিচয় পেলাম। আপনাকে ও ব্লগার দুজনকে শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৪৪

সনেট কবি বলেছেন: গতকাল তাঁরা দু’জন পোষ্ট দিয়ে ছিলেন। দেখলাম তাঁরা যথেষ্ট অভিজ্ঞ দু’জন ব্লগার। বলতে গেলে কালের সাক্ষি। সে জন্য তাঁদের একটু খোঁজ নিয়ে তাদের নিয়ে খানিকটা লেখার চেষ্টা।

১৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০৪

লাবণ্য ২ বলেছেন: চমৎকার সনেট কবিতা।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১৬| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি আপনার ব্লগারদের নিয়ে লেখার উদ্যোগ কে স্বাগত জানাই। যারা লেখালেখি করেন তাদের মধ্যে ব্লগাররা মুক্ত মনা। তারা দেশ আর অমূল্য সম্পদ। যারা বিক্রিত তারা রাজাকার। তার মানে যারা মেধা ও মননে স্বতন্ত্র তারা মুক্তিযুদ্ধাদের মতো। কারণ তাদের হাতে অস্ত্র না কলম আছে।কি বোর্ড আরকি। দেশে পরিবর্তন আনতে বেশি লোক লাগে না। শুধু সত‍্যের প্রকাশ দরকার। ব্লগ একটা দেশকে জাতীকে নেতৃত্ব দিতে পারে।
সনেট কবি অভিনন্দন।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১৫

সনেট কবি বলেছেন: চমৎকার বলেছেন প্রিয় কবি।

১৭| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী একের পর এক প্রতিটা ব্লগারকে নিয়ে কি সুন্দর করে লিখে যাচ্ছেন।
আমি প্রকাশক দারুন একটা প্রচ্ছদ করে বই আকারে বের করতাম।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১৬

সনেট কবি বলেছেন: কিন্তু যারা প্রকাশক তারা আপনার মত নয়।

১৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১১

অর্ক বলেছেন: ব্যাপারটা সম্ভবত তারা পছন্দ করেনি। উভয়ের পোস্টই তো গতকাল দেখলাম।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:১২

সনেট কবি বলেছেন: পছন্দ না করলে তারা সেটা বলতে পারতো! হয়ত ভাবছে কি বলবে! অথবা দেখছে কে কি বলছে। এরপর হয়ত একসময় বলবে। অথবা নজরে পড়েনি। এর জন্য আমাদের মনে হয় আরো অপেক্ষা করা দরকার।

১৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আমার একন মনটা খারাপ হয়ে গেল। আজ ভোর বেলা যে মন্তব্য করলাম, এখন দেখছি সেটা যায়নি। আমি কত শ্রদ্ধা জানালাম গেলো না । যাক আপনারা সবাই ভালো থাকুন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: আসলেই মন খারাপের বিষয়। আশাকরি এখন সবাই খুশী হবেন।

২০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৩

তারেক ফাহিম বলেছেন: নতুন নিকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কবি।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৭

সনেট কবি বলেছেন: কিন্তু তাঁরা অনেক পুরনো ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.