নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার পদ্ম পুকুর এবং ব্লগার ফজল (সস-১)

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:১৬



ব্লগার পদ্ম পুকুর, জ্ঞানের বিস্তারে
পদ্ম পাতার মতন অকুন্ঠ কোমল
দৃষ্টির নন্দন রূপে সৌজন্যে নির্মল
দশটি বছর পার করেছেন ব্লগে।
বৈচিত্রময় জ্ঞানের সে বোধ বিহারে
আছে পরিপাটি সব।পোড়ালে অনল
যদি কোন জ্ঞান ঘর,তবে আছে জল
পদ্ম পুকুরে,নিভাতে পয়লা সুযোগে।

এখনো সতেজ যার সবুজ জমিন
আগের মতন সাজে পত্র ও পল্লবে
কথার মালায় আছে কোমল কঠিন
যা আনন্দ দোলনায় দোলায় সবে।
সকলের মন ভরে তার পোষ্ট পড়ে
ঝরে তাতে জ্ঞান বৃষ্টি বিজ্ঞতার ঝড়ে।


পদ্ম পুকুর




ব্লগার ফজল কবি

ব্লগার ফজল কবি, লিখে আল্লাহর
দয়া দানে,কবিতার কত ছন্দময়
কথাকলি, ফুল হয়ে ফুটার সময়,
যারা ছড়ায় সুঘ্রাণ, প্রশান্তি দায়ক।
ছোট ছোট কথাগুলো, সুখের প্রহর
এনেদেয়, কাব্য পাঠে।করে মন জয়
সে কাব্যের কণাগুলো।হয় বোধদয়,
প্রাণের প্রত্যেক কেন্দ্রে, সুখ নির্ণয়ক।

আহা কি চিক্কণ পদ্য মেদভুঁড়িহীন
যুগ স্রোতে বয়ে চলে। একে একে পড়ি,
পেয়ে যাই পদ্যটানে ঠিকানা অচিন,
অজ্ঞাতে অনেক পথ দিয়েফেলি পাড়ি।
সব কিছু চিমচাম নেই কিছু অতি,
পুরাদস্তুর কবিতা, চলে নিয়ে গতি।

ব্লগার ফজল

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর সনেট। শ্রদ্ধা রইল পদ্ম পুকুর ভায়ের উদ্দেশ্যে। ধন্যবাদ জানাই কবিকে।

অনেক শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: এ কবিতা আমারো মনপুত হয়েছে।

২| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি ম‌হোদয়‌কে ও ব্লগার পদ্মপুকুর মহাশয়‌কে শু‌ভেচ্ছা।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার এবং পদ্মপুকুর ভাইয়ের জন্য ভালবাসা।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৫১

সনেট কবি বলেছেন: মনচায় পদ্ম পুকুরে নেমে এক ডুব দেই।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:২২

মিথী_মারজান বলেছেন: পদ্ম পুকুর ভাইয়া আর আপনি, আপনাদের দুজনের জন্যই শুভেচ্ছা।
পছন্দের ব্লগারদের নিয়ে আপনার সনেট লেখার উদ্যোগটি খুব সুন্দর!

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

সনেট কবি বলেছেন: তঁদের সম্পর্কে পাঠকদের জানানো আর আমার কাব্য চর্চা, এক কাজে দুই কাজ।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিতো ব্লগার সনেট পিডিয়া হয়ে যাচ্ছেন ;)

দারুন উদ্যোগ। :)
প্রিয় ব্লগারদের নিয়ে সনেট!

++++++++

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৪০

সনেট কবি বলেছেন: তবেতো আরো তথ্যবহুল করা দরকার প্রিয় কবি।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



পদ্মপুকুর উৎসাহ বোধ করবেন যে, উনাকে নিয়ে সনেট রচনা হয়েছে, ব্লগে তিনি নিজ-মহিমায় উজ্বল হয়ে আছেন

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: তাঁর মাঝে কিছু বিশেষত্ব দেখেছি।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই (সনেট কবি)
পদ্মপুকুরকে নিয়ে চমৎকার সনেট,
পদ্মপুকুর ও আপনাকে শুভেচ্ছা।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

সনেট কবি বলেছেন: সাঁতার কাটতে জানায় পুকুর আমার খুব পছন্দ!

৮| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফজল কবিকেও শুভেচছা,
তিনিও অত্যন্ত গুণী ব্লগার।
সবাই উৎসাহীত হবে।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১১

সনেট কবি বলেছেন: তিনি ছোট ছোট পদ্যে খুব চমৎকার কবিতা লিখেন।

৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার আন্তরিক উৎসাহদান।
লিখেছেন চমৎকার।

শুভকামনা সবার জন্য সবসময়

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১০

সনেট কবি বলেছেন: আজকাল কালেভদ্রে আপনার দেখা মিলে।

১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার বর্তমান কর্মস্থল অনেকটা ব্যস্ত রাখে শ্রদ্ধেয় কবিবর। কর্মজীবনের ব্যস্ততা বেশিসময় ব্লগে থাকার সুযোগ দিচ্ছে না।
দোআ রাখবেন সুপ্রিয় কবি।

শুভকামনা আপনার জন্য

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫০

সনেট কবি বলেছেন: আপনাকে সবাই খুব মিস করে।

১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবি আর কবিতায় মাখামাখি দারুন উপভোগ্য হয়ে উঠেছে।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: দুজনের জন্য শুভ কামনা রইলো।।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনার তুলনা হয় না।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৩

সনেট কবি বলেছেন: ভাতিজারা এমন বলে।

১৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২

পদ্মপুকুর বলেছেন: কবিকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালোবেসে সনেটে আমার নাম দিয়েছেন দেখে গর্বিত বোধ করছি কোন সন্দেহ নেই। কিন্তু প্রকৃতপক্ষে আমি কবিতায় উল্লিখিত হওয়ার মত কেউ নই। খুবই সাধারণ একজন মানুষ, দুর্বল লেখক। আপনাদের সাথে থেকে পড়ি, লিখি, অনেকে আমার লেখা পড়েন, মন্তব্য করেন, এটাই অনেক বড় পাওয়া আমার জন্য।

পদাতিক চৌধুরি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তারেক মাহমুদ, মিথী মারজান, চাঁদগাজী, নূর মোহাম্মদ নূরু, নাঈম জাহাঙ্গীর নয়ন, বিএম বরকতউল্লাহ (এখন একটু কম দেখি উনাকে), শাহরিয়ার কবীর, রাজীব নুর সবাইকে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা।

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিতো ব্লগার সনেট পিডিয়া হয়ে যাচ্ছেন ;) দারুন উদ্যোগ। প্রিয় ব্লগারদের নিয়ে সনেট!
ভাল্লাগলো কথাটা।

কবিতা কম বুঝি দেখে একটু কম ঢুকি কবিতায়। তাছাড়া গতকালকে একটা ইফতার প্রোগ্রামে ব্যস্ত হওয়ায় আর সামুতে আসিনি। এজন্যই গতকালকের পোস্ট চোখে পড়লো আজকে। খুবই দুঃখিত।

ভালো থাকবেন, শুভ ব্লগিং।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩১

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে একটু স্টাডি করে ছিলাম। কবিতাটাও কেমন যেন গড়গড়ে চলে এল। আমার নিজেরো বেশ পছন্দ হলো।আপনি গ্রাফিক্স ডিজাইনার, ফ্রিলায়ান্সার। আপনার অনেক গুণ। চাঁদগাজিকে নিয়ে লেখা আপনার একটা পোষ্ট দেখলাম দারুণ জমেছিল। পরাতন হয়ে আপনি ঝরে যাননি বরং আরো সতেজ হয়েছেন বলে মনে হলো। এদিকটাও আমার বেশ ভাল লাগল। বাস্তবেই আমারা সবাই সবার কাছ থেকে কিছু না কিছু শিখছি। এতে আমাদের মানবিক মান উন্নয়ন ঘটছে। কবি সেলিম আনোয়ার বল্লেন, এক সময় ব্লগাররা সমাজ নিয়ন্ত্রন করবে। হয়ত রাজনীতির নিয়ন্ত্রণও তাদের হাতে আসতে পারে। তখন হয়ত আপনাদের মানুষ ,মনে করবে। কারণ আপনাদের পিছনেই চলছে অন্যরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.