নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি বিজন রয় (সস-১)

১০ ই জুন, ২০১৮ রাত ৯:২৩



বিজন রয়, অন্তরে মুগ্ধ পাঠকের
কবিতার ফুল বনে, বসন্ত বাতাসে,
শির শিরে প্রবাহে যা সবুজের ঘাসে
অথবা বর্ষায় ঝরা বৃষ্টির ফোটায়।
দেখেছি সে কবি দোলে আনন্দ লোকের
কোন এক দোলনায়।কবির নিবাসে
কবিতা কন্যারা দোলে গভীর উল্লাসে
দেখে ছুটে কবি কোন আবেগ ঘোড়ায়।

বিজন প্রান্তরে বসে বিজন নির্মল
আবেসে অবস হয়ে কবিতার ধ্যানে
লিখে ফেলে একে একে উচ্ছাসে প্রবল
কতকথা কথকতা সুগভীর জ্ঞানে।
বিজন রয়, শুনুন হে ছন্দের মতি
কবিত্বে ছড়িয়ে দিন দূর্নিবার গতি।


বিজন রয়

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দূর্নিবার গতিতে চলছে সনেট কবির,
মধুর ছন্দ মাখা গোলাপী আবির!
উচু নিচু ভেদা ভেদ ভুলি
কণ্টক যায় দু'পায়ে দলি!!

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৭

সনেট কবি বলেছেন: তা’ যদি হতো বরিশালের স্নিগ্ধ প্রকৃতির মত, তবে ভাল হতো।

২| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:০৪

কাইকর বলেছেন: বাহ.....সুন্দর লিখেছেন।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৮

সনেট কবি বলেছেন: মন্তব্য ও লাইকের অবস্থা দেখে খুববেশী আশাবাদী হওয়ার সুযোগ নেই।

৩| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা ব্লগের প্রতি আপনার সীমাহীণ ভালোবাসা রয়েছে।
আপনি লিখে লিখে আপনার ভালোবাসা প্রকাশ করছেন।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন: কিন্তু পাঠকের মন ভরাতে পারছি বলে মনে হয়না।

৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


বিজন রায়ের কবিতায় প্রাণ আছে

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন: এরপর আপনার কবিতার অপেক্ষায়।

৫| ১১ ই জুন, ২০১৮ রাত ২:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! বিজন রয় দাদার জন্য চমৎকার একটি সনেট। খুব ভাল। শুভ কামনা উভয়ের জন্য।

১১ ই জুন, ২০১৮ রাত ৩:৫৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় চৌধুরী।

৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিন্তু পাঠকের মন ভরাতে পারছি বলে মনে হয়না।


কলিজা ছিড়ে দিলেও পাঠকের মন ভরবে না।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৮

সনেট কবি বলেছেন: এদিক থেকে আমি অনেকের থেকে পিছিয়ে আছি বলে মনে হয়। কারণ আমার কোন লেখা নির্বাচিত পাতায় যায়না। মনের ভিতর এক ধরনের হতাশা কাজ করছে।

৭| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: আমি ব্লগে নতুন হওয়ায় দু এক জন ছাড়া অনেক সিনিয়র দের সম্পর্কে জানিনা, কিন্তু আপনি যাকে নিয়ে সনেট লিখেন, আপনার কবিতা টি পড়লে তার সম্পর্কে অনেক ধারনা পাওয়া যায়। আমার কাছে বিষয়টি খুব ই ভালো লাগে।

আমরা পাঠক রা কিন্তু শুধু একটা সনেট পাচ্ছি
কিন্তু আপনার ক্ষেত্রে শুধুমাত্র একটি সনেট ই না, যাকে নিয়ে লিখছেন তার সম্পর্কে ও আপনাকে জানতে হয়। সে দিক দিয়ে একজন ব্লগার কে নিয়ে একটা সনেট লিখতে গেলে আপনাকে অনেক কষ্ট ও সময় দিতে হয়। কতখানি ভালোবাসা থেকে আপনি এ ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন সনেটের মাধ্যমে আসলেই তা অতুলনীয়।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

সনেট কবি বলেছেন: ব্লগার মূল্যায়নে একটুতো কষ্ট করতেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.