নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ঐক্যের জন্য

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৯





মুসলীম ঐক্য যারা চায় তাদেরকে এমন একটা স্থান প্রস্তুত করতে হবে যে স্থানে তারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে পারে। একত্রিত হওয়ার স্থান প্রস্তত না করে একত্রিত হতে বললে লোকেরা কোথায় একত্রিত হবে? একত্রিত হওয়ার একাধীক স্থান প্রস্তুত করে একাধীক স্থানে একত্রিত হতে বললেতো আর এক দল হবেনা। একাধীক স্থান অনুযায়ী একাধীক দল হবে। এখন ঐক্যের জন্য একত্রিত হওয়ার আটটি স্থান সঠিক হলেও সাতটি স্থান বাদ দিয়ে একটি স্থান নির্দৃষ্ট করে তাতে সবাইকে একত্রিত হতে বললে দল একটা পাওয়া যাবে। নতুবা দল আটটি থেকে যাবে। এখন সাতটা বাদ দিয়ে একটা স্থান নিদৃষ্ট করতে গেলে সেটা সবচেয়ে সঠিক হতেই হবে। কাজেই মুসলীম ঐক্যের জন্য সবচেয়ে সঠিক মত নির্ণয় করে তাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে ডাক দিতে হবে।
সবচেয়ে সঠিক মত নির্ণয় করতে গিয়ে আমি হানাফী মাযহাবকে সবচেয়ে সঠিক হিসেবে পেয়েছি। এখন যদি হানাফী মতেও ত্রুটি থেকে থাকে তবে সেগুলো সংশোধন করে তাতে সবাইকে একত্রিত হওয়ার ডাক দেওয়া যেতে পারে। এ ছাড়া মুসলীম ঐক্যের আর কোন পদ্ধতি আমার জানা নেই।
আহলে হাদিস মতে সবাইকে ঐক্যের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু এ মতের নাম থেকেই ভুলের শুরু। কিন্তু হানাফী নামে কোন ভুল নেই। কারণ হানাফী মানে একনিষ্ঠ। আর কোরআনে আল্লাহ অনেক স্থানে একনিষ্ঠ হতে বলেছেন।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বর্তমান পৃথিবীতে মুসলমানেরা নানা মত আর দলে বিভক্ত। এতাবস্থায় মুসলমানদের ঐক্য জরুরী।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০

সনেট কবি বলেছেন: কিন্তু সে জরুরী কথাটা মুসলমানদের বুঝে আসেনা।

২| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন;

لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ

‘‘রোযাদারের জন্য দু’টো খুশীর বিষয় রয়েছে যা তাকে আনন্দিত করবে। যখন সে ইফতার করে আনন্দিত হয়। যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আনন্দিত হবে।
[ বুখারী ১৯০৪, মুসলিম ২৭৬২,তিরমিযী ৭৭১]

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০

সনেট কবি বলেছেন: রোজা শেষ হয়ে যাচ্ছে।

৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:১৮

স্োরনাভ বলেছেন: ঐক্যের জন্য ও আই সি আসে।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১

সনেট কবি বলেছেন: কিন্তু কাজ করে না।

৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঐক্য?

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১

সনেট কবি বলেছেন: ঐরকম কিছু একটা ভাবছিলাম।

৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:৫০

আবু আফিয়া বলেছেন: সুন্দর আহ্বান।
আসলে ঐক্যের বিকল্প নেই।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

সনেট কবি বলেছেন: কিন্তু সে দিকে মুসলমানদের মনযোগ নেই।

৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৫

জান্নাতুল ফেরদৌস মিম বলেছেন: সুন্দর পোষ্ট।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০১

মোঃ খুরশীদ আলম বলেছেন: আহলে হাদিস মানেই বিনোদন।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৩

সনেট কবি বলেছেন: অনেকটা সেরকম।

৮| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঐক্যের বিকল্প নেই।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

সনেট কবি বলেছেন: তবে মুসলমানদের ভাবনায় সে বিষয়টা জোরালোভাবে নেই।

৯| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১০

টারজান০০০০৭ বলেছেন: এক বরাহশাবক আমাদের নবী সা. রে নিয়া অবমাননাকর পোস্ট দিয়াছে ! মডু আবার তাহারে প্রথম পাতায় এক্সেস দিয়াছে ! সকলের কাছে রিপোর্ট করার অনুরোধ রইল !!

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫

সনেট কবি বলেছেন: তাকে বুঝানো যায় কিনা সেটা আগে দেখা দরকার।

১০| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি উপরওয়ালার কৃপায় ভালো আছেন। আজকের পোষ্টটি অত্যন্ত সময়োপযোগী। আমাদের একতা খুবই জরুরি ।

অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

সনেট কবি বলেছেন: আমি একটা প্লাটফর্ম দাঁড় করানোর কথা ভাবছি।

১১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর প্রচেষ্টা প্রিয় কবি ভাই । এগিয়ে যান। পাশে আছি।


শুভ কামনা রইল।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা জানবেন প্রিয় চৌধুরী ভাই।

১২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭

সিগন্যাস বলেছেন: মুসলিমরাই মুসলিমদের পতনের কারণ।তাদের মধ্যে একতা নাথাকায় "divide and rule" প্রয়োগ করে সহজেই তাদের দূর্বল করে দেওয়া যায়।আরব বিশ্বের একতা না থাকায় ইসরাইলের মতো একটি ক্ষুদ্র দেশ তাদেরকে নানাভাবে জ্বালাচ্ছে।আপনাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবির "ক্রুসেড" সিরিজ পড়ারর জন্য অনুরোধ করছি।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

সনেট কবি বলেছেন: মুসলমানরা পতনের বৃত্তে প্রবলভাবে ঢুকে পড়েছে। কিছুতেই তাদেরকে পতনের বৃত্ত থেকে বের করা যাচ্ছে না।

১৩| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫০

কাইকর বলেছেন: সবার এক হয়ে থাকা জরুরি।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

সনেট কবি বলেছেন: তার জন্য প্রয়োজনীয় উপায় ও উপকরণের বড় অভাব!

১৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

শামচুল হক বলেছেন: মুসলমানদের ঐক্য হওয়া দরকার।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:২৯

সনেট কবি বলেছেন: ঈদের পরেই একটা উদ্দোগ নেব ভাবছি।

১৫| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রোজা শেষ হয়ে যাচ্ছে
রোজা আবার আসবে।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩১

সনেট কবি বলেছেন: কিন্তু সে রোজা আবার কে পায় কে জানে?

১৬| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৬

শহীদ আম্মার বলেছেন: আপনার ঐক্যের গ্রাইন্ডটাই ভূল। হানাফী-শাফয়ীতে পৃথিবীতে কোন মারামারি নাই। এসব ইসলামী অনুশাসন ও আ্ইনি বিষয়ের মত পার্থক্য মাত্র যা সাহাবী যুগেও ছিল । এটা ইসলামের জন্য মৌলিক কোন সমস্যা নয় । এসব নিয়ে ঐক্যের দরকার নেই। পৃথিবীর সর্বযুগের সর্বকালের প্রায় সব ইসলামিক স্কলাররা চার মাযহাবকে মেনে নিয়েছে। সুতরা্ং সবাইকে হানাফী করার দাবী এটা নতুন এক ভন্ডামী।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩০

সনেট কবি বলেছেন: অতি পন্ডিত হওয়ায় আপনি পোষ্ট বুঝতে পারেননি।

১৭| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:৩২

ত্রিকোণমিতি বলেছেন: মুসলিমদের ঐক্যতা অনেক বেশী প্রয়োজন

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩২

সনেট কবি বলেছেন: কিন্তু গুতাগুতি করা স্বভাব যাদের তাদের ঐক্যবদ্ধ করা মুশকিল! তথাপি এক চেষ্টা দিতে চাই, দেখি কি হয়!

১৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিন্তু সে রোজা আবার কে পায় কে জানে?


আল্লাহর কাছে প্রার্থনা করুন আবার জেনে পাই।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০৮

সনেট কবি বলেছেন: সেটাই তাঁর নিকট কায়মনে প্রার্থনা করি।

১৯| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫

নতুন নকিব বলেছেন:



শব্দটি 'ল' অক্ষরে হ্রস্ব-ই কার (ি) যোগে 'মুসলিম' হওয়াটাই সঠিক মনে হয়। যদি শিরোনামটা একটু দেখে নিতেন।

ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮

সনেট কবি বলেছেন: সরকার বানান রীতি মাঝে মাঝেই বদলায়। আর অনেকেই পুরাতন অবস্থায় থেকে যায়।

২০| ১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:১৪

শহীদ আম্মার বলেছেন: মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে হাদীসে কি বলা আছে একটু ভাল করে ঘেটে দেখুন। একজন উদ্যোক্তার জন্য সংশ্লিষ্ট ব্যবসা বুঝাটা অতি আবশ্যক। আপনি মুসলমানদের ঐক্য চাচ্ছেন। অথচ মুসলমানদের কোন মতপার্থক্যগুলো তাদেরকে পিছিয়ে দিচ্ছে তা আপনার হয়তো ধারণায় নাই অথবা এড়িয়ে যাচ্ছেন। নিজস্ব এজেন্ডা নিয়ে তেনা পাকাচ্ছেন।
আর নিজের পোষ্ট নিজেই ভাল করে পড়ুন কি বুঝাতে চাচ্ছেন আর কি লিখেছেন।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭

সনেট কবি বলেছেন: আমি বলেছি সবচেয়ে সঠিকটা নির্ণয় করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.