নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শাহাদৎ হোসাইন (সত্যের ছায়া)

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১



দূর্নিবার ছুটে চলা ‘দূরন্ত’ এমন,
বাঁধভাঙ্গা ঢেউ যেন দূর্বার জোয়ারে
ভেঙ্গে চলে অবিরাম বাধার পাহাড়
কলমের তীক্ষ্মধার খোঁচায় প্রত্যহ।
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়ার
মাঝে দেখি সেরকম দূরন্ত চরিত্র,
অভিপ্রায় চির যার অন্যায় বিনাশ
প্রতিকাজে, পরিস্ফুট মানব মঙ্গল।

ওহে প্রিয় গুণীজন ব্লগের পাতায়
আপনার উপস্থিতি আনন্দ নিলয়
গড়ে তোলে, মুগ্ধমনে সকলে তা’জানে।
কবিতার কথা মালা নিবন্ধ কানন
সমাজের মানুষের আচার-বিচারে
পরিপূর্ণ আপনার সৃষ্টির সম্ভার।

ব্লগার শাহাদৎ হোসাইন (সত্যের ছায়া)

বিঃদ্রঃ কবিতাটি আমার ব্লগে প্রতিমন্তব্য হিসেবে বিদ্যমান ছিল।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

অচেনা হৃদি বলেছেন: চমৎকার ! চলুক সনেটের এই প্রস্ফুটন ।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর চিত্র আঁকলেন আমারও প্রিয় ব্লগার সত্যের ছায়াকে নিয়ে। অভিনন্দন প্রিয় শাহাদাৎ ভাইকে, আর কবিকে জানাই ধন্যবাদ।

অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে সনেট লিখতে পেরে আমিও খুশী হয়েছিলাম।

৩| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

লাবণ্য ২ বলেছেন: দারুন!

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো প্রিয় লেখককে নিয়ে লেখা সনেট কথামালা।

শুভকামনা দুজনার তরে সবসময়

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

৫| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগার সত্যের ছায়া নিজের লেখায় ধর্মীয়ভাবনা ( ইসলামিক ভাবনা) ও মানুষের ভাবনার মাঝে সেতু রচনা করে চলেছেন।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

সনেট কবি বলেছেন: আপনার একটা ইসলামী ভাবনার একটা পোষ্টের জন্য মুখিয়ে আছি। জানিনা কবে পাব।

৬| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: সত্যের ছায়া আমার প্রিয় ব্লগারদের একজন, অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

সনেট কবি বলেছেন: তিনি আমারো খুব প্রিয় ব্লগার।

৭| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৫

কাওসার চৌধুরী বলেছেন: শাহাদাৎ ভাই গুণী একজন ব্লগার। উনাকে নিয়ে সনেট লেখার জন্য প্রিয় সনেট কবিকে ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫২

সনেট কবি বলেছেন: আমি চাই গুণীজন ব্লগে থেকে ব্লগকে আরো অর্থবহ করে তুলুক।

৮| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মারছে আমারে......। ভাইরে... আমি একজন অতি সাধারণ মানুষ। আপনার লেখা সনেট পড়ে অভিভূত হলাম।
এই ব্লগে এসে কি পেয়েছে সেটা বড় কথা না, কিছু অসাধারণ মানুষের সাথে পরিচিত হয়েছি এটাই বড় কথা। প্রিয় সনেট কবি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ যারা মন্তব্য করেছেন। এবং এই ব্লগের সকলল কে ধন্যবাদ।।

১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট ও মন্তব্যে আমাদের মন সন্তুষ্ট হয়, সেজন্য আপনাকে আমাদের ভাললাগে।

৯| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ব্লগার সত্যের ছায়া নিজের লেখায় ধর্মীয়ভাবনা ( ইসলামিক ভাবনা) ও মানুষের ভাবনার মাঝে সেতু রচনা করে চলেছেন।


আমার অতি সাধারণ লেখা আপনার দ্বারা এভাবে মূল্যায়নে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী।

১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: জনাব গাজী ইদানিং অনেক মার্জিত হয়েছেন।

১০| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

চাচাজ্বী সনেট লেখার নিয়ম কানুন আর কিভাবে সহজ করে লেখা যায় সেই বিষয় গুলো নিয়ে একটা পোষ্ট দেন।

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫৬

সনেট কবি বলেছেন: সোনাবীজের এ সংক্রান্ত মূল্যবান পোষ্ট রয়েছে। আমিও সেখান থেকে অনেক কিছু শিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.