নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ওমেরা

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:২৪



ওমেরা সতেজ মন ভাবনা দীগন্তে
ফিরিয়ে জানতে চায় কেন যে এমন
সভ্যতা বদলে যায় কূরুচি আবর্তে?
কেন যে আক্রান্ত তারা রিপুর তাড়নে?
কে দিবে উত্তর তারে? এখানে অচল
মনেরা পিছনে চলে, সম্মুখে আঁধার
কোথাও যায়না দেখা আলোর প্রদীপ
নিজেই নিজের ক্ষতি করছে মানুষ।

ওমেরা প্রদীপ জালে আলোক ছড়াতে
নিজের গল্পের ছলে নিয়ত এ দেখি
নিপূণ লেখায় তার নিজের দায়িত্বে।
পড়ন্ত সভ্যতা ধরে কতেকে টানায়
এখনো সভ্যতা আছে খাদের কিনারে
নতুবা পৃথিবী হত জলন্ত নরক।

ওমেরা

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৩৪

কাইকর বলেছেন: বাহ....

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৪০

সনেট কবি বলেছেন: অতঃপর কি?

২| ১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল তবে শেষ লাইনের ৩ নং শব্দটির বানান কি ঠিক হয়েছে ? মনে হয় আমি বুঝতে পারছি না ।

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫২

সনেট কবি বলেছেন: ঠিক করে দিলাম।

৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

জুন বলেছেন: খুব সুন্দর লিখেছেন সনেট কবি। ওমেরা নিজেও খুবই ভালোলিখে। আমি আপনার অনেক কবিতাই পড়েছি । বিশেষ করে সহ ব্লগারদের নিয়ে এমন আন্তরিক লেখাগুলো সত্যি খুবই অসাধারন এক ধারনা আপনার। সুস্থ থাকুন আর এভাবেই সনেট লিখে চলুন । ভালোলাগা দিয়ে গেলাম ।

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: আপনার পোষ্টগুলোও আমি খুব উপভোগ করি।

৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো।ওমেরা আমার বড় শুভাকাঙ্ক্ষী। +

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

সনেট কবি বলেছেন: কিন্তু আমাকে এড়িয়ে চলে। তবে ব্লগে সে জনপ্রিয়।

৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

কাইকর বলেছেন: অনেক সুন্দর। কিন্তু আপনি হয়তো আমার গল্প আর আগের মতো পড়েন না।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

সনেট কবি বলেছেন: আসলে সময় করে উঠাটাও মুশকিল। আর গল্পগুলো বড় হয় বলে পড়তে সময় লাগে।

৬| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ওমেরাকে নিয়ে সনেট লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওমেরাকেও ধন্যবাদ। শুভেচ্ছা রইল কবি।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২১

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২২

সৈয়দ ইসলাম বলেছেন: ব্লগার ওমেরা একজন সচেতন ব্লগার, খুব গোপনেই উনি চিমটি কাটেন সকলের ব্লগপোস্টে।
এই মানুষটার জন্য অকৃত্রিম ভালবাসা ও নিরন্তর শুভকামনা।
আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিক।

আপনাকে অর্ধেক ধন্যবাদ প্রিয় পিসসাহেব!

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য অর্ধেক শুভেচ্ছা।

৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,



ওমেরার জন্যে এটি একটি আন্তরিক নৈবেদ্য ।
ব্লগারদের জন্যে আপনার এধরনের সনেট লেখা ব্লগারদের প্রতি আপনার ভালোবাসা আর বন্ধুত্বেরই প্রতিফলন । সামু যে আসলেই একটি পরিবার ( যে কথা আমি প্রায়শঃই বলে থাকি ) আপনার সনেটগুলো তারই একেকটা ছবি ।

১৩ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮

সনেট কবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন মহোদয়।

৯| ১৩ ই জুন, ২০১৮ রাত ১১:০৬

তার ছিড়া আমি বলেছেন: যাকে নিয়ে কবিতা লিখা, সেইই অনুপস্থিত। অপেক্ষায় রইলাম ওমেরার মন্তব্যের।

১৩ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

সনেট কবি বলেছেন: তাকে ব্লগে দেখিনি।

১০| ১৩ ই জুন, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, ওমেরা উৎসাহিত হবেন।উনি প্রবাসে আছেন(?), কিংবা ওটাই উনার স্বদেশ এখন; সেদিক থেকে উনার ব্লগিং কিছুটা বিচিত্র।

১৩ ই জুন, ২০১৮ রাত ১১:৪১

সনেট কবি বলেছেন: বাংলাদেশীরা বিভিন্ন দেশে থাকে আর সেসব দেশ সম্পর্কে আমাদেরকে জানিয়ে আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে।

১১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:২৩

রসায়ন বলেছেন: দেখি কবে আমার পালা আসে(যদি অবশ্য ভাগ্যে থাকে :P )

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:৩০

সনেট কবি বলেছেন: রসায়ন কঠিন বিষয়!

১২| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৭:১৩

সিগন্যাস বলেছেন: ওমেরা শব্দের অর্থ কি?

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:৩০

সনেট কবি বলেছেন: এটাতো আমিও জানিনা।

১৩| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুক অমেরা।
তার জন্য এবং চাচা আপনার জন্য অনেক শুভ কামনা।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:০৯

সনেট কবি বলেছেন: ইদানিং অবশ্য আমার ভাইপুত লেখালেখিতে অপ্রতিদন্দ্বি হয়ে উঠেছেন।

১৪| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: ওমেরা আপু একজন প্রবাসী ব্লাগার, উনি প্রবাস জীবনের অভিজ্ঞতা লেখার পাশাপাশি সবার পোষ্টে কমেন্ট করেন। ওমেরা আপুর জন্য শুভকামনা, আপনাকে ধন্যবাদ

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

সনেট কবি বলেছেন: ভাল কিছু করে দেখানোর প্রচেষ্টা সবার মাঝেই থাকে। তবে ওমেরার প্রচেষ্টা উদ্ভাসিত হচ্ছে।

১৫| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪

মিথী_মারজান বলেছেন: ওমেরা একজন সাহসী ও ধৈর্যশীল ব্লগার।
ওমেরাকে নিয়ে আপনার সনেটটিও খুব চমৎকার হয়েছে।
আপনাদের দুজনের জন্যই শুভ কামনা রইলো।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:১৩

সনেট কবি বলেছেন: আমারো মনে হয়েছে হয়ত ওমেরাকে যথাযথ চিত্রায়িত করা গেছে। বাকীটা তার নিন্দুকেরা বলতে পারবে।

১৬| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ কবিকে, ওমেরা আপুকে নিয়ে সনেট লেখায়। উনি একজন গুনি ব্লগার। আর ওনাকে নিয়ে সনেটটিও বেশ ভালো লাগলো। অভিনন্দন মাননীয় আপুকে। কিন্তু দুঃখিত যে যার উদ্দেশ্যে এই নৈবেদ্য তিনি এখনোও সাড়া দিলেননা দেখে। আশাকরি উনি দ্রুত এসে ওনার পুরষ্কারটি গ্রহণ করবেন।

পাশাপাশি আবারোও ধন্যবাদ কবি ভাইকে। যেভাবে হাজারো কাজের মধ্যে ব্লগারদের খোঁজখবর নিয়ে তাদের নিয়ে তাদের উপযোগী করে সনেট লিখছেন, তা একজন মহান মনের মানুষ ছাড়া কার্যত সম্ভব নয়। আপনি এগিয়ে চলুন, সামুকে একসুতোয় বাঁধুন, কামনা করি।

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিকে।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫

সনেট কবি বলেছেন: বইয়ের মোড়কে বাঁধতে পারলে মনে হয় ব্লগারদের আরেকটু গুঁছিয়ে রাখা যায়।

১৭| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
প্রিয় ওমেরা কে নিয়ে লেখা!!!
অনেক অনেক ভালোলাগা!

আপনাদের দু'জনের জন্যই শুভকামনা।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে সনেটের বন্যা
ওমেরা আজ সনেট কন্যা।
সনেটভাই অবিরাম
ব্লগ করছে গরম।।

সাধুবাদ জানই দু'জনায়
শুভেচ্ছায় ভর্তি কানায় কানায়।
ঈদের শুভেচ্ছা জানবেন সবাই,
আমিও কিন্তু দোয়া চাই!


১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৫

সনেট কবি বলেছেন: বুঝলাম পরিমানটা একটু বেশী হয়ে গেল।

১৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৪২

ওমেরা বলেছেন: সবার শেষেই আসলাম ভাইয়া কারন আমি যেমন লজ্জা পেয়েছি আনন্দিত ও খুশী হয়েছি অনেক ।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮

সনেট কবি বলেছেন: মনের অবস্থা সব সময় একরকম থাকেনা। মনের অবস্থা ভাল থাকলে কবিতাও ভাল হয়। সর্বপরি আপনাকে নিয়ে লেখা কবিতা মনে হয় ভাল হয়েছে। তবে যতটা সম্ভব আপনাকে যথাযথভাবে চিত্রায়ীত করার চেষ্টা করেছি।

২০| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:১০

তার ছিড়া আমি বলেছেন: দেরিতে হলেও ওমেরাকে পাওয়া গিয়েছে। ধন্যবাদ ওমেরা আপু প্রশংসা পত্রে মন্তব্য করার জন্যে। এগিয়ে যান, সুস্থ থাকুন, সুখে থাকুন যেখানেই থাকুন।

২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৫১

সনেট কবি বলেছেন: ওমেরা ভাল ব্লগার।

২১| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:৫১

জগতারন বলেছেন:
ওমেরা এর আগেও একাধিকবার চুরি করে ধরা খেয়েছচিল।
ব্লগার স্বপ্নের ফেরিওয়ালাঝান্ডু বাম ওর লিখা চুরির কাম-কাজ এর আগে একাধিকবার ধরে ছিল।
বিদেশি পত্রিকা থেকে লিখা তুলে এনে তা বাংলায় অনুবাদ করে সামুতে প্রকাশ করে।
ওর কোন লজ্জা- শরম থাকলে এ কাজ আর করতো।
ও (ওমেরা) একটা পাক্কা অভিনেত্রী ও চুন্নি।

২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৪

সনেট কবি বলেছেন: সে বলেছে যে সব নিক থেকে তার চুরির কথা বলা হয়েছে সে গুলো তার নিজের নিক ছিল। তা’ছাড়া কারো পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রমাণীত না হওয়া পর্যন্ত কোন লোককে অপরাধী সাব্যস্ত করা যায় না।

২২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:১৭

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর হয়েছে ওমেরাকে নিয়ে আপনার সনেট I

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সনেট কবি বলেছেন: গত বই মেলায় আমার যে বইটা প্রকাশ পেয়েছে তাতে আপনার একটা মন্তব্য স্থান পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.