নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি বি এম বরকত উল্লাহ

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৬





নিজমনে গেঁথে চলে ছন্দের মালায়
কবিতার ফুল দলে নিরন্ত প্রত্যয়ে
হে বি এম বরকত উল্লাহ হে কবি
স্বযতনে গড়ছেন সাহিত্য ভান্ডার।
দৃষ্টিতলে যখন যে চিত্রের উদয়
চলমান ঘটনায় ঘটছে সর্বদা
সে সকল চিত্রতেই কবিতা কবির
প্রাণবন্ত হয়ে উঠে কাব্যের গগনে।

ওহে কবি এ ক্ষণের সময় এখন
কেমন কি কবিতায় আবদ্ধ করেন?
কাব্য ছন্দ দক্ষতায় অনন্য এ কাজ।
অফুরান দেখে প্রাণ আবেগ ও ছন্দ
মুগ্ধতায় ভরামন নির্বাক বচন
কৌতুহলে পড়ে সব দারুণ কথন।


কবি বি এম বরকত উল্লাহ

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১

সিগন্যাস বলেছেন: শুধু কবিদের নিয়ে লিখছেন।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: যারা কবি নন তাঁরাও আছেন তালিকায়।

২| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫

কাইকর বলেছেন: ভালোই।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: ফরিদ ভাই,
এমন ছবির উদ্দেশ্য কী?

বরকত উল্লাহ ভাইয়ের পিতা একজন সুসাহিত্যিক ছিলেন, ছিলেন একজন বড় মাপের কবিও। সেই কোটায় আমাদের বরকত উল্লাহ ভাইও একজন সুসাহিত্যিক। এবারের বই মেলায় উনার অনেক ছড়ার বই বের হয়েছে। তার জীবনের সফলতা কামনা করি।

ইদানীং উনাকে খুব একটা দেখা যাচ্ছে না! কারণটা কি পীসসাহেব জানেন?

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: এরমানে তাঁর প্রকৃতি প্রেম।

৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০০

সৈয়দ ইসলাম বলেছেন: হয়ত!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩

সনেট কবি বলেছেন: তিনি প্রকৃতির কাছাকাছি থাকেন। প্রকৃতিকে প্রকটভাবে উপলব্ধি করে সেটাকে আবার কবিতায় ফুটিয়ে তোলেন। দারুন গুণী একজন কবি।

৫| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন জানাই আমার আরও এক প্রিয় কবির জন্য সনেট রচনায়। উনি এই মুহূর্তে শুধু ব্লগেই নয়, গোটা দেশে একজন জনপ্রিয় ছড়াকার। ইসলাম ভায়ের দেওয়া তথ্য অনুযায়ী উনি পারিবারিক ঐতিহ্য অনুসারে কবি স্বত্বা পেয়েছেন। ওনার সাফল্য কামনা করি।

পাশাপাশি সনেটটি রচনা করার জন্য কবিকেও ধন্যবাদ।

অনেক শুভ কামনা আপনাকে।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৬

সনেট কবি বলেছেন: আপনারা তাঁর সম্পর্কে যে নতুন তথ্য দিচ্ছেন তা একটু খোলাসা করে বলা দরকার। বিশেষ করে তাঁর পারিবারিক ঐতিহ্য সম্পর্কে আমার জানা নেই।

৬| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল জ্ঞানীগুণি একজন মানুষ।
সকলের প্রিয় মানুষ।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সনেট কবি বলেছেন: আপনার প্রদত্ত ছবির জন্য কৃতজ্ঞতা। তাঁর সম্পর্কে আরো কিছু জানতে চাই।

৭| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

অর্ক বলেছেন: একজন পরিচ্ছন্ন মনমানসিকতার শুভ বিবেকবুদ্ধি সম্পন্ন পূর্ণরূপে নিরাপদ ব্লগার- যা বেশ দুর্লভ এখানে। শুভকামনা উভয়ের জন্য।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: তাঁর সম্পর্কে দারুণ বলেছেন প্রিয় কবি। আসলেই তিনি একশ ভাগ নিরাপদ। যদিও সামু আমাকে একবার অনিরাপদ ভেবে জেনারেল করেছে। আমার সে আইডি এখনো জেনারেল রয়েছে। কিন্তু কবি বি এম বরকত উল্লাহকে কোন ভাবেই অনিরাপদ মনে হয় না।

৮| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

অর্ক বলেছেন: ওহো ভুলে গেছি বলতে যে, সনেট ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৯| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুসাহিত্যিক কবি বিএম বরকতউল্লাহ ভাইয়ের
প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদ ভাইয়ের সনেট উৎসর্গ
করায় দারুন খুশি হয়েছি। উভয়কে শুভেচ্ছা!

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে দু’কলম লিখতে পারায় আমারো দারুন ভাল লাগছে।

১০| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দরতম উপস্থাপনা। কাব্য ভাবনা অসাধারণ।
সনেট কবিতা পাঠে মুগ্ধ হলাম।
গগণে < গগনে হবে।
প্রিয়কবিকে ঠিক করে নিতে অনুরোধ করি।
প্রিয়কবিকে অভিনন্দন সহ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভ কামনা রইল নিরন্তর, সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন: আপনিও দারুন কবিতা লিখেন কবি।

১১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


আজকের সনেটটা খুবই হৃদয়গ্রাহী।

ব্লগার বিএম বরকতউল্লাহ সব যায়গায় নিজের স্বাক্ষর রেখে চলেছেন।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সনেট কবি বলেছেন: তাঁর সাহিত্য কর্ম বেশ মান সম্পন্ন।

১২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো হয়েছে এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.