নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি কথাকথিকেথিকথন (সস-১)

১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৩১



কতকথা কথাকথি কেথিকথন কি
মায়ময় পদ্যছন্দে সাজিয়ে চলেন
যা পড়ে পাঠক মুগ্ধ, তিনি যা বলেন
তারা সে কথার রাজ্যে পথহারা হয়।
কবিতার কোনে কোনে কারুময় সেকি
রত্নের সম্ভার, যাতে তিনি করেছেন
কবিতায় মোহনীয়, সেথা বরেছেন
কথাপুস্পে, যা পাঠক মন করে জয়।

কথাও এমন হয় দক্ষহাতে পড়ে
যা শুনে হৃদয় ভরে।কথা চরনেতে
ঝরে যেন পুস্পদল কথাদের ঝড়ে,
যা বুঝি কথাকথির কেথিকথনেতে।
কথা দেয় শিল্প ছন্দে কত্ত উপহার
আহা কি চমৎকর কথা মনিহার।

ব্লগার কথাকথিকেথিকথন

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭

কাইকর বলেছেন: আহা....কি সুন্দর কবিতা

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২১

সনেট কবি বলেছেন: আপনিতো গল্পকার, কবিতাও পছন্দ করেন, মনে হয় পাঠক হিসেবে। অবাক করে হয়ত কবিতাও উপহার দিবেন!

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথাকথিকেথিকথন
নাম পড়তেই দাঁতের
অবস্থার রফা দফা!!
তবে সনেট দারুন হয়েছে
এত অল্প সময়ে এত সনেট
কি করে লেখেন কবি !!

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২২

সনেট কবি বলেছেন: সনেট লেখাতো ঝামেলা নয়। মনে হয় পোষ্ট বেশী দিয়ে ফেলছি।

৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


এই ব্লগার অনেক পোষ্ট লেখেন, কোথায়ও একটা সমস্যা আছে, আমি সম্ভবত: পুরোটা পড়ি না প্রায়ই

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: বুঝতে পেরেছি। পোষ্ট সংখ্যা কমাতে হবে।

৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১৯

কাওসার চৌধুরী বলেছেন: অনেক চেষ্টা করেও উনার নামটি উচ্চারন করতে পারিনি। তবে, গুণ থাকলে নামে কিবা এসে যায়? তিনি নিঃসন্দেহে একজন ভাল মানের ব্লগার। শুভ কামনা রইলো উভয়ের জন্য।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২৭

সনেট কবি বলেছেন: কবিতাগুলো অবশ্য পড়া যায়।

৫| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন: পীস সাহেব,

আপনার কবিতাগুলো উৎসর্গিত কবিসহ প্রত্যেক ব্লগারকে উৎসাহিত করছে। তাই বলবো, একটু দীর্ঘ সময় তথা ৭-৮ ঘন্টা বিরতি নিয়ে কবিতাগুলো প্রকাশ করুন। এতে পাঠকরা অধিক স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

কথাকথিকেথিকথন আমার একজন পছন্দের ব্লগার। তার ও আপনার জন্য শুভকামনা করি সবসময়।

ধন্যবাদ।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ সৈয়দ সাব।

৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

অর্ক বলেছেন: ভালো লাগলো। শুভকামনা উভয়ের জন্য।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৫৯

অর্ক বলেছেন: সৈয়দ সাহেব ভালো কথা বলেছেন, পাঠককে আরও সময় দিন, ব্লগার সনেট নিয়ে ভাববার। কিছুক্ষণ পরপর পোস্ট করলে ব্যাপারটা কেমন যেন খেলো হয়ে ওঠে!

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩২

সনেট কবি বলেছেন: ভাবলাম যদি ডাক পড়ে তবে পাঠকতো লম্বা সময় পেল, কিন্তু আমিতো সময় পেলাম না! যাক বুঝলাম বিরতি দিয়ে পোষ্ট দিতে হবে।

৮| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আনন্দে কাটুক ঈদ-উল-ফিত্‌র-এর দিনটা
আর শান্তিতে সারা বছর।

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: আমিন

৯| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:




আমাকে নিয়ে সনেট লিখেছেন! যদিও আমি সনেটের নিয়ম কানুন তেমন জানি না। কপোতাক্ষ নদ পড়েছিলাম এইটুকুই!!

অনেক ধন্যবাদ এবং অনেক ভাললাগা।

আপনার জন্য রইলো শুভ কামনা অশেষ।

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সনেট কবি বলেছেন: তবে আপনার কবিতা অনেক ভাল লাগে প্রিয় কবি। আগে আপনার নিক পাঠে বেশ কষ্ট হতো। এখন সহজ হয়েছে।

১০| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা। নিকের খোটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি!!

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০০

সনেট কবি বলেছেন: তবে আপনার নিক আমার নিকট অর্থহীন মনে হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.