নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

কাইকর

২২ শে জুন, ২০১৮ রাত ১২:৫৬



অভিনেতা আব্দুল্লাহ আল মামুনকে
দেখার পর এখন সে নামে নতুন
এক সাহিত্যিক দেখে ভরেগেছে মন;
যে চলে দূর্বার বেগে সবে ভালবেসে।
ব্লগপাড়া তোলপাড়ে সে সর্বদা থাকে
সকলের সাথে মিশে। সবার আপন
স্বগুণে সে হতে চায়। জীবন যাপন
এভাবেই চলে তার, দীপ্তি ছড়ায় সে।

বলেছি যে একদিন ওরে কাইকর
নীতির মশাল জ্বাল। সাহিত্য অনলে
অসভ্যতা অনাচার পুড়ে ছাঁইকর।
পারবে কি সেরকম? কাইকর বলে
তার মাঝে আছে দীপ্ত উজ্জ্বল প্রত্যয়
অফুরান ত্যাজময় নিরন্ত সঞ্চয়।

বিঃদ্রঃ অষ্টম পদ্যে তিনটি শব্দ রাতের আঁধারে পালিয়ে গিয়েছিল, সকাল নটায় আবার ধরে এসে যথাস্থানে বসিয়ে দিলাম। ওগুলো খাতায় ছিল। আর্জেন্টিনার তিন গোল খাওয়া শোকে বেটাদের পালিয়ে যাওয়া ঠেঁকাতে পারলাম না। হায় মাছি! এই ছিল তোমার কপালে, ক্রোয়েশিয়ার পা। যারা তোমাদের জন্য এত এত খরচ করলো। তাদের পুরো ইনভেষ্টম্যান্ড জলে গেল।


কাইকর

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ রাত ১:০৩

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: কাইকর ভাই! আশা করি, এই প্রত্যয় অনেকদূর এগিয়ে নিয়ে যাবে আপনাকে।

২২ শে জুন, ২০১৮ রাত ১:০৯

সনেট কবি বলেছেন: আমরাও চাই তার প্রচেষ্টায় বাংলা সাহিত্যে ভাল মানের একজন সাহিত্যিক যোগ হোক।

২| ২২ শে জুন, ২০১৮ রাত ১:০৪

তারেক_মাহমুদ বলেছেন: ছেলেটা ইঁচড়েপাকা পাকা।

২২ শে জুন, ২০১৮ রাত ১:১০

সনেট কবি বলেছেন: যাক সে ইঁচড়ে হলেও পাকা। কারণ ব্লগাররা তাকে সাপোর্ট করছে।

৩| ২২ শে জুন, ২০১৮ রাত ১:০৫

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: আর কবির কবিতা বরাবরের মতোই সুন্দর হয়েছে।

২২ শে জুন, ২০১৮ রাত ১:১১

সনেট কবি বলেছেন: যাক তবু কেউ একজন বলেছে কবিতা সুন্দর হয়েছে।

৪| ২২ শে জুন, ২০১৮ রাত ২:২০

ওমেরা বলেছেন: উনাার লিখা আমার তেমন পড়া হয়নি । আপনার কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৪

সনেট কবি বলেছেন: তারমদ্যে বড় হওয়ার তীব্র ইচ্ছা রয়েছে। যেহেতু বয়স কম, সেহেতু তার ইচ্ছা পূরণের যথেষ্ট সময় রয়েছে।

৫| ২২ শে জুন, ২০১৮ রাত ২:৩৫

রাকু হাসান বলেছেন: কবিতা ভাল হয়েছে

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৫

সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ

৬| ২২ শে জুন, ২০১৮ রাত ৩:২৭

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল কবিতা।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৫

সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ

৭| ২২ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৮

সিগন্যাস বলেছেন: দেখি আর কয়েকদিন যাক।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৭

সনেট কবি বলেছেন: তাতে হয়ত তাক লাগার মত কিছুও দেখতে পারেন।

৮| ২২ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু, সাধু!। ক‌বিতা সুন্দর হ‌য়ে‌ছে।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৬

সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ

৯| ২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৩১

কাইকর বলেছেন: কি বলবো বুঝে উঠে পারছি না। ধন্যবাদ প্রিয় কবি ও ব্লগার। আমাকে আপনি যে সম্মানটুকু দিয়েছেন তার যোগ্য আমি কিনা জানিনা!! তবে, এই উৎসাহটা আমাকে পথ চলতে সাহায্য করবে, অনুপ্রেরণা যোগাবে। কি বলবো বুঝতে পারছি না। খুব ছোট আমি। হয়তো অনেক সময় ভুলভাল উত্তর দিয়ে ফেলি। হয়তো মনের অজান্তেই আপনাদের সাথে প্রতিউত্তরে খারাপ ব্যবহার করেছি।এই জন্য আমি দুঃখিত লজ্জিত। আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিবেন আমাকে।এই সামু ব্লগে আসার পর অনেক কিছু পেলাম মাত্র দুইদিন দিন চার ঘণ্টা সময়ে প্রথম পাতায় লেখার স্থান অর্জন করে নিয়ে এই সামু ব্লগে ইতিহাস করেছি।আপনাদের অনেক পাশে পেয়েছি নতুন হিসেবে। আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। এজন্যই এখনো গল্প লেখার উৎসাহ পাই। এভাবেই পাশে থাকবেন। আমি অনেক ছোট আমার লেখার সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন।আমার উপর রাগ করবেন না দয়া করে। আমি আপনাদের পাশেই থাকতে চাই। যতদিন আপনারা আছেন, যতদিন সামুব্লগ আছে, যতদিন আমি আছি। শুধু একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ প্রিয় কবি। আপনার কবিতা অনেক ভালো লাগে।কিন্তু আপনি আমাকে যে সম্মানটুকু এখন এই কবিতার মাধ্যমে দিয়েছেন জানিনা এই সময়টুকু পাওয়ার যোগ্যতা আমার হয়েছে কিনা। এই সম্মানটুকু পাওয়ার যোগ্যতা হয়তো আমার হয়নি। কিছু বলতে পারছিনা। অনেক বড় পাওয়া হয়ে গেল। ধন্যবাদ আপনাকে প্রিয় কবি।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৯

সনেট কবি বলেছেন: গ্রীন ডায়মন্ড যেন সব বাধা কেটে কুটে বিশ্ব সেরা হতে পারে এটুকুই সুধু কামনা। কারণ তার সাথে আমার দেশটাও যে বিশ্বসেরা হবে।

১০| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! ভাই কাইকরকে নিয়ে সনেটটি বেশ লাগলো। অভিনন্দন কাইকরকে। মাত্র কয়েকদিনেই ও ব্লগকে মাতিয়ে তুলেছে।

দুজনকেই জানাই আমার শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৩

সনেট কবি বলেছেন: অল্প সময়ে সে মডুর দৃষ্টি আকর্শন করতে পেরেছে। এটা বিশাল ব্যাপার।

১১| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:১৯

মোছাব্বিরুল হক বলেছেন: বরাবরের মতই আপনার কবিতা পাঠে মুগ্ধ হলাম।
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

২২ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৫

সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

১২| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:৩০

শামচুল হক বলেছেন: উভয়কেই ধন্যবাদ

২২ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৪

সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

১৩| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

রসায়ন বলেছেন: ওরে ভাই, আপনি একটা জিনিয়াস বটে !

২২ শে জুন, ২০১৮ রাত ৮:৫৪

সনেট কবি বলেছেন: মাতৃভাষার সম্মান বাড়ানোর প্রবল ইচ্ছা থেকে একটু প্রচেষ্টা। দেখি সফল হই কি না!

১৪| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২২ শে জুন, ২০১৮ রাত ৮:৫৫

সনেট কবি বলেছেন: দেখি, যদি হওয়া যায় তবে মন্দ কি?

১৫| ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২২ শে জুন, ২০১৮ রাত ৮:৫৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.