নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার তারেক ফাহিম

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:১১



সাগরের উপকূলে তারেক ফাহিম
দূর্নিবার ছুটে চলা দূরন্ত বাতাসে
শ্বাস নিয়ে উজ্জীবিত।সাগর সুবাসে
তারেকের মনে জমে সাহিত্যের সিন্দু।
দক্ষিণে উত্তাল ঢেউ নিরন্ত অসীম
রোদ্রগুঁড়ো চন্দ্রকণা যাতে সদা ভাসে
সেথাহতে বাতাসেরা উপকূলে আসে
ঝরায় নিমিশে কত মেধা বিন্দু বিন্দু।

এলোমেলো ভাবনার সুখ তাড়নায়
তারেকের মনে জাগে মানব মঙ্গল
তার থেকে লেখালেখি চিত্ত-চেতনায়
মনের সফেদ পত্রে নিতান্ত সরল।
তারেক ফাহিম মনে সমূদ্রের বান
নীতিকথা সঞ্চারনে কঠিন তুফান।

ব্লগার তারেক ফাহিম

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:২১

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় তারেক ফাহিম ভাইকে নিয়ে সনেট লেখার জন্য ধন্যবাদ প্রিয় কবি। শুভ কামনা রইলো গুণী দু'জন ব্লগারের জন্য।

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: অবশ্য তাঁর সাথে আমার মোলাকাত খুব কম হয়। আর ইদানিং পোষ্ট দিচ্ছেন না।

২| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাহিম ভাইকে অনেকদিন পাচ্ছি না!
ব্যাপার কী???

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪০

সনেট কবি বলেছেন: রাজীব নুরের সর্বশেষ পোষ্টে তাকে পাবেন।

৩| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: চমৎকার!!! প্রিয় কবি...

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ বৃষ্টি বিন্দু।

৪| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৫১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ও ব্লগারদের। আমার মত অতি নগন্যকেও নিয়ে সনেট। এটি আমার জন্য অনেক বেশি পাওয়া। আমাকে প্রথম পাতায় আসার জন্য প্রিয় শ্রদ্ধেয়সহ অনেকেরই সহযোগিতা ছিল। প্রিয় সনেট কবি সাথে ছিলেন বলেই সামুতে ধৈর্য্য ধরে থাকতে পারছি। অনেক অনেক প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়।

২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৫৯

সনেট কবি বলেছেন: আপনার প্রতিভা আছে। প্রচেষ্টায় সাফল্য ধরাদিবে আশাকরি।

৫| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: তারেক ফাহিম এবং আপনি দুজনকেই অভিনন্দন ।

২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৫৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগার তারেক ফাহিম এর জন্য শুভ কামনা রইলো।

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ২:৫০

আনাতোলিয়া বলেছেন: ভাগ্যবান ব্লগার সে
যোগ্যতার মূল্যায়ন দেখতে ভালোলাগে।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন: কষ্টের স্বীকৃতি পেলে মনের কষ্ট দূর হয়।

৮| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৪

সিগন্যাস বলেছেন: তারেক ফাহিম ব্লগে নাই :)

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৮

সনেট কবি বলেছেন: তিনি তাঁর মতামত উপস্থাপন করেছেন।

৯| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৪

কাইকর বলেছেন: সুন্দর কবিতা ++

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

১০| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: তারেক ভাই ভালো মানুষ। তাকে নিয়ে লিখেছেন বলে অনেক ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.