নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ধর্মহীন ও ইসলাম (পর্ব-১)

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০০



ধর্মহীনরা মনে করে ধর্ম মানুষের বানানো এজন্য তারা ধর্মের উচ্ছেদ কামনা করে।ধর্মহীনদের কথায় অন্যধর্মের লোকেরা তেমন উত্তেজীত না হলেও মুসলমানরা প্রচন্ডভাবে উত্তেজীত হয়। কারণ মুসলমানরা মনেপ্রাণে বিশ্বাসকরে ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলামে আবার মনেপ্রাণে বিশ্বাস না করে উপরে উপরে বিশ্বাস করাকে কপটতা বা মোনাফেকী বলে।সংগত কারণে মুসলমানকে নিশ্চিত হতেই হবে ইসলাম আল্লাহ প্রদত্ত কি না।যে ইসলাম আল্লাহ প্রদত্ত কি না এ বিষয়ে নিশ্চিত নয় সে মুসলমান দাবীদার হতে পারে তবে মুসলমান নয়।
ইসলাম যদি মানুষের বানানো হয় তবে কোরআন কার বাণী? কোরআন যদি মানুষের বানানো হয় তবে যেই মানুষ কোরআন প্রচার করেছেন সেই মানুষের বাণী হাদিসের সাথে কোরআনের কোন মিল নেই কেন? অথবা অন্যকোন মানুষের বাণীর সাথে কোরআনের কোন মিল নেই কেন? এর একমাত্র কারণ কোরআন কোন মানুষের বাণী নয়।কোরআন কোন মানুষের বাণী হলে এটা কোন না কোন মানুষের বাণীর সাথে মিলে যেত।
যিনি কোরআন প্রচার করেছেন তিনি বিশ্ব নেতা। একশত আশি কোটি মানুষ তাঁকে তাদের নেতা ও নবি (সা.) মানে।এরকম কোন কিতাব বানিয়ে অন্য কেউ কেন মানুষের নেতা হতে চায়নি? কারণ এমন কিতাব কেউ বানাতে পারেনি।কারণ এমন কিতাব বানানো যায়না। সংগত কারণে মানুষের বানানো সাধ্যের বাইরে থাকা কোরআন মানুষের বাণী নয় বরং আল্লাহর বাণী।
মুসলমান মনে-প্রাণে কোরআনকে আল্লাহর বাণী বিশ্বাস করায় কোরআনকে মানুষের বাণী বললে মুসলমান ফোঁস করবেই। কাজেই অন্য ধর্মের লোককে ধর্মহীন বানানো যত সহজ মুসলমানকে ধর্মহীন বানানো তত সহজ নয়। কাজেই ধর্মহীনদেরকে বলব আপনাদের মিশন ইসলাম নয় বরং অন্যকোন ক্ষেত্রে চলতে পারে। আপনারা অধীক লাভবান হতে পারেন যদি আপনারা ইসলামকে আপনাদের পরিকল্পনার বাইরে রাখেন।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার প্রতিটি পোস্টে অভিজিৎ রয় এর ছবি দেওয়ার উদ্দেশ্য কি? বেচারাকে মেরে ফেলে বাংলাদেশ অনেক নেকী হাসিল করেছে। এবার নতুন কারো ছবি দিন।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯

সনেট কবি বলেছেন: অভিজিৎ রয় ধর্মহীনতার প্রতিক হিসেবে পোষ্টের উপযুক্ত।

২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ধর্ম আছে বলেই পৃথিবী টা এখনও টিকে আছে।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সনেট কবি বলেছেন: কিন্তু মাঝে মাঝে আপনার কিছু মন্তব্য দেখে মনে হয় ধর্মের ব্যাপারে আপনার মাঝে আস্তার সংকট রয়েছে।

৩| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ধর্ম মানুষকে সবসময় ভালো জিনিষটাই শিখায়।কিন্তু ধর্মের নামে উগ্রবাদ ও সহিংসতা করে যারা তারা কখনো প্রকৃত ধর্মের লোক হতে পারে না।।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সনেট কবি বলেছেন: আর ধর্মহীনেরা যে উগ্রবাদকে উসকে দেয় সেটাও ঠিক নয়। মহানবির (সাঃ) কুৎসা রটনা করে যদি বলে মুসলমান কেন উগ্র হয় তবে এটাকে কি বলে?

৪| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


মন খারাপ করবেন না, সভ্যতার সাথে তাল মিলিয়ে, সব ধর্মের বিবর্তন হচ্ছে! সভ্যতার বিবর্তনে বদলে মদলে, কোন ধর্মটা বেশীদিন টিকবে বলে আপনার ধারণা?

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সনেট কবি বলেছেন: আপনার নিকের সাথে গাজী শব্দ কেন যে রয়ে গেল সেটাও ভাবনার বিষয়!

৫| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেট কবি- এমনিতেই মুসলিমরা নিজেদের অন্ত:কোন্দলে তিয়াত্তরটি ফেরকায় বিভক্ত, তার উপর মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র তো লেগেই আছে । এখন শুরু হয়েছে ধর্মহীনদের মুসলিমদের বিরুদ্ধে ধর্মহীন বানানোর মিশন ! মোমিন মুসলিমরা যাবে কই ?

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: সে জন্য আমার ভাতিজা রাজীব নুর যখন যে তার হাত ধরে, শিশুর মত তখন সে তার সাথেই হাঁটতে শুরু করে!

৬| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

হায় চিল বলেছেন: সঠিক বলেছেন, স্যার।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন: সঠিকটা আসলে কি সেটাই উপলব্ধি করার চেষ্টা করছি।

৭| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সিগন্যাস বলেছেন: মনযোগ দিয়ে পড়লাম । আমি নিজে এমন সব জিনিস দেখেছি যার ফলে আস্তিক হওয়া ছাড়া উপায় নাই

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সনেট কবি বলেছেন: তবে আমরা যা হব জেনে বুঝে হব। কারণ শিক্ষিতদের দায়িত্ব অন্যদের পথ দেখানো।

৮| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সিগন্যাস বলেছেন: আধুনিক শিক্ষিত লোকেরা তো জিনে নিশ্বাস করেনা । অথচ কুরআনে স্পষ্ট লেখা আছে জিন আছে

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সনেট কবি বলেছেন: কোরআন সত্য বলে। কারো বিশ্বাসের প্রত্যয়নের দায়িত্ব পালন করেনা। যারা জ্বীন বিশ্বাস করেনা তারা জ্বীন দেখেনি বলে বিশ্বাস করেনা। কিন্তু কেউ কোন কিছু না দেখলেই সেটা নেই, ঘটনা এমন নয়।

৯| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

বলেছেন: অনুপম লিখনী

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১০| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: ধর্ম এমন একটা বিষয়, আমি মনে করি এটা ব্যক্তির ব্যাপার।
কিন্তু কোন ব্যক্তি যদি কোন ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলে, তাহলে তা পাগলা কুকুরের মত ঘেউঘেউ করা ছাড়া আর কিছু না।

সব ব্যক্তির মস্তিষ্ক সুস্থ ধারা হউক, এই কামনা।

১১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বলেছেন। তোমরা বাপু ধর্মহীন হও ভালো কথা, কিন্তু দোষ খালি ইসলামের কেন ধর, ঘৃণা খালি ইসলামকে নিয়ে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.