নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কলাবাগান১

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭



রাজাকার মুক্ত দেশ কামনা করেন
ব্লগার কলাবাগান, সামুও তা’চায়;
সেজন্য সামুর সাথে পথের যাত্রায়
কলাবাগান একই পথের পথিক।
কলাবাগান বিজ্ঞান আঁকড়ে থাকেন
দেশ জাতি সভ্যতার উন্নতি আশায়
ধর্মের বিড়ম্বনায় অন্তর পোড়ায়,
সেজন্যে ধর্মতে তাঁর বিরক্তি অনেক।

আজকাল অনেকেই বিজ্ঞানের পথে
ধর্মকে অবজ্ঞা করে, ধার্মীকেরা তাতে
ঢেরকরে ছুটাছুটি চলে ধর্ম সাথে।
ধর্মকে সরাতে চায় বিজ্ঞান ছড়াতে
কেউ কেউ। হয়তবা কলাবাগান সে
মতবাদী লোকদের খুব ভালবাসে।

ব্লগার কলাবাগান১

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

সিগন্যাস বলেছেন: ব্লগার কলাবাগানের কোন লেখা তো কখনো দেখিনাই ।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যেরপর তার ব্লগের লিং যুক্ত করে দিলাম। তার ব্লগ ঘুরে আসতে পারেন।

২| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫০

তারেক_মাহমুদ বলেছেন: কলাবাগান ভাইয়ের মুখ মিষ্টি করার জন্য ফরমালিন ছাড়া মিষ্টি কলা, অনেকদিন স্যাটেলাইটের কোন খবর পাচ্ছি না

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

সনেট কবি বলেছেন: সে আর যাই হোক কলা কিন্তু দারুণ হয়েছে।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: চমৎকার।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

৪| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: সোশ্যাল নর্মস, কালচার আর কন্ডিশনিং সবচেয়ে গভীর মদ।হ্যাংওভার কাটানো খুব কষ্টসাধ্য ।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

সনেট কবি বলেছেন: বুঝলামনা।

৫| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর হয়েছে।

বাইদাওয়ে আপনার ভাতিজার হ্যাংওভার কাটানোর জন্য কিছু .... পাঠান।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

সনেট কবি বলেছেন: ভাতিজার মতিগতি বুঝা দায়।

৬| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

রাকু হাসান বলেছেন: পড়লাম,মোটামুটি লাগলো ,সনেট কবি

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৭| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: বেশ! চমৎকার।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৮| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

কলাবাগান ভাইকে ব্লগে সোজাসাপ্টা কথা বলার জন্য বেশিকরে জানি। তবে উনার কমেন্ট আমরা আরও বেশিকরে পাওয়ার প্রার্থনা করি। অভিনন্দন কলাবাগান ভাইকে। আর কবিকে জানাই ধন্যবাদ।

দুজনকে আমার অন্তরের শুভেচ্ছা।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

সনেট কবি বলেছেন: তার মন্তব্যগুলো আমিও পড়ি।

৯| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব নুর ভাইয়ের মাথাটা পুরাই গেছে, ওনার জন্য পাবনায় একটা সিট বুক করুণ।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬

সনেট কবি বলেছেন: ভতিজা আমার হিট খাইতে খাইতে গরম হইয়া গেছে।

১০| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকাল কলার যা দাম!
কলাবাগানে কলার ফলন বৃদ্ধি পাক।।

পুনশ্চঃ
কলা ভাই আর বৈশাখ ভাই না থাকলে ব্লগটাই পানসে হয়ে যেত!
একটু ঝড়বৃষ্টি না হলে কি জমে?;)

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

সনেট কবি বলেছেন: যাক অবশেষে দু’জনকে নিয়েই আমার সনেট লেখা হয়েগেল।

১১| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @তারেক_মাহমুদ,
দারুন, ঐ রকম ফলনই চাই!;)

@রাজীব নুর
পাবনাতে কে আছে রে....



@ব্লগার কলাবাগান১
Yo Boys. I am Sing Song.
Soup Song, Flop Song
Why This Kolaveri Kolaveri Kolaveridi (Music)
Why This Kolaveri Kolaveri Kolaveridi.:P

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

সনেট কবি বলেছেন: তারেক মাহমুদ ভাইয়ের কলা সেই রকম।

১২| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবি ভাই?
মন্ডল বাড়ীর ছেলেকে আপনারা চিনতে পারলেন না?:(
মডুরা আমার আসল আইডিটা কমেন্ট ব্যান করে রেখেছে।:( আপার পোস্ট লেখার দরকার নাই, কিন্তু মন্তব্য না করলে আমি যে দম আটকায়া মইরা যামু!:(

আমাকে সেফ করার জন্য একটা প্রতিবাদী সনেট লিখুন।
সেফ না হলে আমি ব্লগ ছাইড়া চইলা যামু....:(


মিস্টি খান...

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

সনেট কবি বলেছেন: কিন্তু মডুরা আবার ওটা করতে গেল কেন?

১৩| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনারে ধইরা আমি ছ্যাঁচা দিমু..X(



আর মন্তব্য করতে পারমু না।।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫

সনেট কবি বলেছেন: এই সেরেছে!

১৪| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


কলাবাগান এমন দেশে থাকেন যেখানে কলা হয় না; বাংলাদেশ পার্লামেন্টকে শেখ হাসিনার কলাবাগান বলা চলে, উনি সেখান থেকে উৎসাহিত হয়ে নিক নিয়েছেন, হয়তো।

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সনেট কবি বলেছেন: তাঁকে প্রধানমন্ত্রীর একনিষ্ঠ ভক্ত মনে হয়।

১৫| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

কলাবাগান১ বলেছেন: Banana Republic হবেনা বাংলাদেশ কখনও। ধন্যবাদ আমার প্রোপিকের ছবিটা লাগানোর জন্। এই এক ছবিই পুরা আমাকে ডিফাইন করে..।

চাদগাজী ভাই ..ল্যাবে বুয়া কে অর্গানিক চা বানানো শিখানো প্রায় শেষ পর্যায়ে...।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৮

সনেট কবি বলেছেন: লোকে বলে আপনার মন্তব্য নাকি অনেক সুন্দর!

১৬| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:৪২

কলাবাগান১ বলেছেন: রাজীব নুর বলেছেন "সোশ্যাল নর্মস, কালচার আর কন্ডিশনিং সবচেয়ে গভীর মদ"

উনি ঠিকই বলেছেন..আমেরিকা তে না আসলে বাংলাদেশে বসবাস করলে অনেকের মত হয়ত বা আমিও ধর্মান্ধ হতাম (আশে পাশের কালচার এর ছোয়ায়)

এখানে দেখছি মানুষ হিসাবে মানুষ কে গন্য করা হয়.. কে হিন্দু না কে মুসলিম না কে খ্রিস্ঠান তা কেউ ই কেয়ার ই করে না অন্তত একাডেমিক সার্কেলে..সবাই জ্ঞানের পিছনে দৌড়াচ্ছে

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩০

সনেট কবি বলেছেন: মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ।

১৭| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: কলাবাগান বেশ উচু মাপের জ্ঞানী মানুষ , তাঁর লেখায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী , তথ্য ও বিশ্লেষন থাকে যা পরীক্ষা করে যথাযথই দেখতে পাওয়া যয় । তাঁর পোষ্ট পাঠের পর সে বিষয়ে আরো জানার জন্য কৌতুহল বেড়ে যায়, তাতে করে বেশ কিছু প্রাসঙ্গিক লিটারেচার ঘাটাঘাটি করার ক্ষেত্র তৈরী হয়, ফলে জানার পরিধিটাও কিছুটা বেড়ে যায় । এর কৃতিত্ব তাকে দিতেই হয় । ধন্যবাদ গুণী সব কবি, সাহিত্যিক, বিজ্ঞানী ও ব্লগারদের কৃতিত্বকে সনেট আকারে ব্লগে তুলে ধরার জন্য । আপনার কল্যানে আমাদের সনেট কাব্যের ভুবনো বেশ সমৃদ্ধ হচ্ছে । তবে কনক্রিট বিষয়ের চেয়ে এবস্‌ট্রাক্ট বিয়য়ের উপরে সনেট লিখলে তা বেশী স্থায়ীত্বতা পাবে বলে মনে করি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৩

সনেট কবি বলেছেন: মাননীয় আপনাদের দোয়ায় সব বিষয়ে লেখার চেষ্টা করি। তথাপি আপনার পরামর্শ বিষয়ে মনযোগী হতে চেষ্টা করব।

১৮| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৯

ব্লগ মাস্টার বলেছেন: দারুন হয়েছে প্রিয় কবি।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৩

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা মাননীয়।

১৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

তারেক ফাহিম বলেছেন: কলা বাগান ব্লগকে নিয়ে লিখলেন দেখে ভালো লাগছে।

@ ডঃ এম এ আলী : অনেক দিন আলী ভাই’র বিশ্লেষন পোষ্ট দেখি না।

নাকি আমারিিই চোখে পড়ে না।
তাকে ব্লগেও কম দেখি।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

সনেট কবি বলেছেন: ডঃ এম এ আলী এখন ব্যস্ত সময় পার করছেন। সেজন্য ব্লগে কম আসছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.