নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি মিথি মারজান

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭



কবি মিথি মারজান, পায়ে পায়ে তাঁর
শব্দরা লুটিয়ে পড়ে,স্থান দিতে দোলে
পূর্ণিমার চন্দ্রিমায় আকাশের কোলে
তুষারের শুভ্রতায় ছন্দের মেলায়।
লুপে নিয়ে শব্দদল প্রীতি উপহার
অবাক বিস্ময়ে কবি দেখে কৌতুহলে
ছন্দরা ঘনিষ্ঠ হয়ে তাঁর মনে বলে
তুলে নাও আমাদেরে কাব্যের ভেলায়।

কবির হাতের যাদু ছন্দের চমক
জড়িয়ে জড়িয়ে থাকে প্রতি পদে পদে
কথার রত্নরা সেথা করে চক চক
যেন তারা হতভম্ব রূপের উম্মাদে।
টলমল কাব্য কথা করে ঝলমল
যেন তারা নিত্য কাব্যে হরিণী চঞ্চল।


ব্লগার মিথি মারজান

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: মিথি আপু অনেক সুন্দর লেখেন, ধন্যবাদ সনেট কবি তাকে নিয়ে লেখার জন্য।

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা জনাব তারেক।

২| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অচেনা হৃদি বলেছেন: মিথী আপুর কবিতা ভালো লাগে! সনেট রচয়িতা এবং আপু উভয়ের জন্য হৃদিপূর্ণ ভালোবাসা রইল। :)

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: তাঁর কবিতাগুলো বেশ চমৎকার হয়।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জালি বেতের ভয়ে কেউ পালিয়ে বেড়াচ্ছে। আর এদিকে জারুল ফুলের মালিককে রবণ করা হচ্ছে!!:(

পুনশ্চঃ
এই মন্তব্য লেখকের বোঝার দরকার নাই। যার বোঝার সে ঠিকই বুঝবে!X(

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

সনেট কবি বলেছেন: আমি কিন্তু ঠিকই বুঝিনাই।

৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২

লাবণ্য ২ বলেছেন: মিথি আপু অসাধারন কবিতা লিখে।সনেট সুন্দর হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন: তাঁর কবিতা আসলেই অসাধারণ হয়।

৫| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

কথার ফুলঝুরি! বলেছেন: আমার প্রিয় মিথি আপুকে নিয়ে সনেট দেখে ভালো লাগলো কবি। ভালোবাসা রইল দুইজনের জন্য ।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: খোঁজ নিতে গিয়ে দেখলাম, তিনি আসলেই খুব চমৎকার লিখেন।

৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৯

মলাসইলমুইনা বলেছেন: মিথি মারজান নিয়ে লেখা সনেট অদ্য,
কবি, ব্লগে যেন সুবাস ছড়ালো পদ্ম !

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: কবিতা অনেকেই লেখেন। এর মধ্যে কতিপয় চমৎকার কবিতা লেখেন। তাদের মধ্যে মিথি মারজান অন্যতম।

৭| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

মিথী_মারজান বলেছেন: ইয়া আল্লাহ্!!!
এটা কি করেছেন আপনি!!!
লজ্জায় ফেলে দিলেন তো!
লজ্জা পেয়েছি এজন্য যে, এত বেশি সুন্দর শব্দমালায় মিথী মারজানকে এঁকেছেন আমি আসলেই তার যোগ্য নই।
সবচেয়ে বড়কথা, আপনি যে আমার লেখাগুলো পড়েছেন এতটা কষ্ট করে সেটাই তো আমার মত সামান্য ব্লগারের জন্য বিশাল পাওনা।
অ-নে-ক ধন্যবাদ সেইসাথে অসীম কৃতজ্ঞতা তো অবশ্যই!
আমার সবসময়ের শখ ছিলো কেউ একজন আমাকে নিয়ে কবিতা লিখবে।
সত্যি বলতে সেটা একটু ভিন্ন ধরণের চাওয়া ছিলো, মানে খুব মন থেকে লেখা কারো ভালোবাসার কবিতা হতে চাইতাম সবসময়।
কিন্তু আজ আরেকটু অন্যরকম ভালোবাসায় নিজেকে আবিষ্কার করলাম।
যার বিশালতা হয়ত: আমার মত নগন্য মানুষের ভাবনারও বাইরে ছিলো।
এক হিসাবে এই পৃথিবীতে আজ আমার একটা স্বপ্ন পূরণের দিনও বলতে পারেন।
বিশ্বাস করুন! এমন ছোট ছোট সুন্দর আন্তরিকতা আর ভালোবাসা আছে জন্যই সামু এত বেশি সুন্দর!
আসলে আমি যে কতটা আপ্লুত হয়েছি আর ঠিক কি বলে আপনাকে ধন্যবাদটা প্রকাশ করবো, মানানসই কোন শব্দই খুঁজে পাচ্ছিনা।
শুধু বলবো, এমন করেই আপনার এবং আপনাদের দোয়ায় আর ভালোবাসায় মহান আল্লাহ্ যেন আমাকে ইনফ্যাক্ট আমাদের সবাইকে সবসময় রাখেন।
ব্যক্তিগতভাবে আপনার সুস্হ, সুন্দর জীবন কামনা করছি।
আপনার তিন কন্যার জন্যও রইলো আন্তরিক শুভ কামনা।:)




১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

সনেট কবি বলেছেন: আমাদের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাহিত্যিকদেরকে উৎসাহ প্রদান করার মত কিছু করা দরকার। কিন্তু আমাদের দেশে এ বিষয়টা বেশ হতাশা জনক। সে জন্য আমি অন্তত এভাবে ব্লগারদেরকে উৎসাহ প্রদানের চেষ্টা করি। যেন তারা আরো ভাল কিছু করার প্রেরণা লাভ করেন।

৮| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


মিথী মারজান তরুণ প্রজন্মের কবি; উনার ভাবনা ও প্রকাশভংগিতে স্বকীয়তা বিরাজমান।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২১

সনেট কবি বলেছেন: তাঁর গুণময়ী লেখা সকলের পরিদৃষ্ট মনে হয়।

৯| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

বলেছেন: চমৎকার লেখনশৈলী
পয়েট লরিয়েট

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২২

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা জানবেন প্রিয় কবি রহমান লতিফ।

১০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:০০

মিথী_মারজান বলেছেন: @ পাঠকের প্রতিক্রিয়া, আপনাকে তো প্রথমেই চিনেছি বন্ধু।
জালি বেতের ভয়ে দৌঁড়ে বেড়ানো ছাত্রদেরইতো ভবিষ্যৎ উজ্জ্বল হয়, জানেন না বুঝি!!!:)
@ তারেক_মাহমুদ, অন্নেক ধন্যবাদ ভাইয়া।
@ অচেনা হৃদি, থ্যাংক্স এ্যা লট ডিয়ার।
@ লাবণ্য ২, অনেক ধন্যবাদ আপু।
@ কথার ফুলঝুরি, সো সুইট অফ ইউ ডিয়ার ফুলঝুরি।
@ মলাসইলমুইনা, প্রিয় নদীতো আত্মীয়, মাঝে মাঝে যা বলেন না আপনি!!! এত ভালো কেন আপনারা সবাই!!!

সবাইকে অনেক ভালোবাসা এভাবে ভালোবাসার জন্য।:)
আবারো কৃতজ্ঞতা সনেট কবি সাহেব আপনাকে।
এত ভালোবাসা পাওয়ার সুযোগ আমাকে করে দেবার জন্য।:)

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪

সনেট কবি বলেছেন: আপনার লেখা মান উত্তীর্ণ। এখন স্বীকৃতি দাতাদের নজরে পড়লেই হয়।

১১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সনেট উপহার দিয়েছেন কবিবর, অনেক প্রেরণা একজন লেখকের জন্য।
আপনার উদার দেহ মনের সুস্থতা কামনায়,

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪০

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনার ব্যস্ততায় দীর্ঘদিনপর আপনার মন্তব্য পেলাম।

১২| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৮

সিগন্যাস বলেছেন: মিথী মারজান আপুটা বেশ ভাল । অতিপ্রাকৃত গল্প লেখার জন্য শুরু থেকেই উনার উৎসাহ দিয়ে এসেছেন । উনার জন্য অনেক আগেই সনেট লেখা দরকার ছিল ।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

সনেট কবি বলেছেন: আসলে কবিতার জন্য ভাব আসা পূর্বশর্ত।

১৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
সহজ সরল ভাষা।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১৪| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার প্রিয় মানুষ মিথী_মারজান , জানলে তাকে নিয়ে আমিও কবিতা লিখতাম।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২

সনেট কবি বলেছেন: ছড়াকাব্যে আপনি যথেষ্ট পরিপক্ক। তো একটা ছড়া লিখলেই পারেন।

১৫| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,



যথাযথ বিশেষণে সনেটের পাত্রীকে কে তুলে ধরেছেন । যোগ্য পাত্রেই পড়েছে তা ।
সন্দেহ নেই, " মিথী_মারজান " এর লেখাগুলোর অধিকাংশই বেশ পরিনত । সম্ভবত তিনি একজন গৃহিনী আর এই গুরতর দায়িত্বে থেকেও তার লেখনির যে বলিষ্ঠতা, তা স্বীকার করতেই হয় নিরঙ্কুশ প্রশংসার সাথে ।
সনেটে এই যোগ্যতার সনদপত্র তাকে এই যোগ্যতাতেই আটকে রাখবেনা বলে বিশ্বাস করি । তিনি উত্তরোত্তর আরো ঋদ্ধ , আরো শক্তিমান হয়ে নিজেকে প্রকাশিত করবেন বলেই আশাবাদী ।

আর আপনাকে অভিবাদন এ জন্যে যে , ব্লগের নবীন-প্রবীন সবাইকেই আপনি সনেটের মধ্যে দিয়ে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন । এটাকে একটি আন্তরিক প্রচেষ্টাই বলতে হয় ।
শুভেচ্ছান্তে ।

১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: মহোদয় আপনার মন্তব্যগুলো পোষ্টের সোন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৬| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪২

মিথী_মারজান বলেছেন: কমেন্টগুলো দেখার লোভে আবার এলাম।:p
@ চাঁদগাজী সাহেব, ওয়াও!অনেক ধন্যবাদ। আপনার যে কোন পজিটিভ মন্তব্য সবসময় একটু বেশি অনুপ্রেরণাদায়ক হয় সবার জন্য।:)
@ ল, আমার পক্ষ থেকেও ধন্যবাদ।:)
@ নাঈম জাহাঙ্গীর নয়ন, ধন্যবাদ ভাইয়া।:)
@ সিগন্যাস, আন্তরিক ধন্যবাদ সিগন্যাস। আপনারা সবাই অনেক ভাল ভাইয়া।:)
@ রাজীব নূর, ধন্যবাদ রাজীব ভাইয়া।:)
@ গিয়াস উদ্দিন লিটন, ওয়াও!!! কবিতা লিখতে হবেনা ভাইয়া, এত সুন্দর করে বলেছেন এতেই মনটা ভরে গেলো। আন্তরিক ধন্যবাদ ভাইয়া।:)
@ আহমেদ জী এস, ওহ্! ভাইয়া!আপনিও এখানে!!!আমি সত্যিই আপ্লুত। সব সময় উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। দোয়া করবেন।:)

আবারও কৃতজ্ঞতা জনাব সনেট কবি।
ভালো থাকুন।
আর এভাবেই উৎসাহ যুগিয়ে চলুন সবাইকে।
ধন্যবাদ।:)

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২

সনেট কবি বলেছেন: পাঠকবৃন্দ তাদের সঠিক উপলব্ধি তুলে ধরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.