নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ স্মৃতি তলে

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯



জীবনানন্দ দাসের প্রিয় ধানসিঁড়ি
নদীটির সন্নিকটে করে বসবাস
মনেপড়ে কবিকথা।প্রকৃতি সুবাস
হেথায় ছড়িয়ে দেয় দখিনার বায়।
শান্তনদী তীরে উড়ে কাগজের ঘুড়ি
ফুরফুরে বাতাসের দোলে, দোলে ঘাস
দেখি সব বালকের অনিন্দ উল্লাস
দলে ঘাস,তারা হাসে নৃত্যের দোলায়।

বনলতাসেন নেই হেথা অনুভবে
তবে আছে পাখিদের কলতান স্বর
নদীও চলছে বয়ে কবির গৌরবে,
তবে ক্লান্ত ক্ষীণ স্রোত।ওপারে শহর
নিশিথে ঘুমিয়ে জাগে প্রভাতের কালে,
পঞ্চনদী বয়ে চলে ঢেউ তালে তালে।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

এ.এস বাশার বলেছেন: সুন্দর...আগের সনেট গুলোর চেয়ে আলাদা.....

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব বাশার

২| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর ভাবনা ও শব্দ চয়ন । ++

শুভকামনা প্রিয় কবিভাইকে।

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু জাঁহাপনা।

সনেটে ভাল লাগা। +++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক অনেক প্রিশু।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন আয়ওজন কবি :)

+++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

কাইকর বলেছেন: অনেক প্রিয় একজন কবি সে

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

সনেট কবি বলেছেন: তিনি অনেকেরই প্রিয়।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৯

বলেছেন: খুব ভালো লাগলো

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী খুব সুন্দর লিখেছেন।
জীবনানন্দ কে নিয়ে আমার ১০০ পর্বের একতা ধারাবাহিক লেখার ইচ্ছা আছে।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০

সনেট কবি বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.