নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি ফেনা

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪



ব্লগার কবি ফেনার ভাব সাগরের
কবিতায় ঢেউ তোলে আছড়ায় কূলে
উঠে ফুলে ফুলে তারা।চলে দুলে দুলে
ফেনা দলে অবিরত মুগ্ধতা ছড়ায়।
তরঙ্গ সেথায় দেখি অষ্ট প্রহরের
বায়ুর দোলায় দোলে শব্দ কলকলে
তারা পাঠকের সাথে যেন কথা বলে
জেগে থাকে সকলের অন্তর আত্মায়।

কবি হৃদয়ে কবিতা এমন আপন
যারা নিত্য নির্বিকার কবি সাথে থাকে
আর কবি সাথে করে জীবন যাপন।
এ যেন স্বপ্ন রঙ্গীন কবি মনে আঁকে
মমতার আলপনা।অতিথি উত্তম
ছন্দ দল মনে হয় বিভিন্ন রকম।


ব্লগার কবি ফেনা

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি
অব্যাহত থাকুন আপনার
এই প্রচেষ্টা।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ নূরু ভাই।

২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

স্রাঞ্জি সে বলেছেন:

সুন্দর +++

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

সনেট কবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব

৩| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ফেনা নামটাই যেন কেমন শ্যাম্পুর ফেনা, সাবানের ফেনা, কিংবা কফির ফেনা। নামটা দেখলেই কেমন যেন সবকিছু ফেনা ফেনা মনে হয়। উনি ভাল কবিতা লেখেন।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

সনেট কবি বলেছেন: কি কান্ড! আমি শুধু এক ফেনা নিয়ে পড়ে রইলাম!

৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥’

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

সনেট কবি বলেছেন: আপনার অল রাউন্ড নৈপূণ্য ক্রমেই ফুটে উঠছে। তবে দুষ্ট লোকদের খুশী করার মত কিছু করা ঠিক নয়।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগার ফেনাকে নিয়ে লেখা সনেট ভালো লাগল! কবি ও ব্লগার ফেনা দু'জনের জন্যই শুভকামনা!

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

সনেট কবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব

৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ফেনা বলেছেন: আমি অতি সারধারণ একজন মানুষ। আমার লেখা আপনাদের মত জ্ঞানীদের ভাল লেগেছে!!! আমি সার্থক।
আবার সনেট কবির মত একজন বড় মাপের মানুষ এই অতি সধারণ ফেনা কে নিয়ে কবিতা লিখছেন, আমি আসলেই একজন সুভাগ্যবান।

অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় সনেট কবিকে।
ভাল এবং সুস্থ থাকবেন সতত।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সনেট কবি বলেছেন: আশাকরি আপনার প্রতিভা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

তারেক ফাহিম বলেছেন: ব্লগার ফেনাকে নিয়ে সনেট দেখে ভালোলাগলো।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব তারেক ফাহিম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.