নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সুরভী-রাজীব নুর

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪



সুরভী-রাজীব নুর এক জোড়া ফুল
এক ডালে দোলে তারা বসন্তের বায়
দু’মন আনন্দে থাকে সুখের ছোঁয়ায়
মনবন ছায় তারা প্রশান্ত অন্তর।
সতেজ সবুজ তৃণে মননদী কূল
সেথায় ঘাসে শিশির রোদ্রের ছোঁয়ায়
ঝলমল করে উঠে নয়ন জুড়ায়
অনুরূপ দুইজন মনমুগ্ধকর।

রাজীব নূরের মন সুরভীতে থাকে
বন্ধনে আবদ্ধ হয়ে। সুরভীর পতি
সবচেয়ে বেশী শুধু ভালবাসে তাকে।
দু’জনের মাঝে থাক সুকাজের মতি
তাদের রাখুন সুখে আল্লাহ মহান
জীবনে থাকুক চির সুখ অফুরান।

ব্লগার রাজীব নুর

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫

স্রাঞ্জি সে বলেছেন: শ্রদ্ধেয় দুজনের ভালবাসা অটুট থাকুক আজীবন।

সনেট কবিতায় মুগ্ধতা। ++


সনেট কবির প্রতি প্রীশু।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

সনেট কবি বলেছেন: ভাইপুত ও বউমার জন্য অবশেষে একটা সনেট লিখেই ফেল্লাম। এখন তাদের পছন্দ হলেই হয়।

২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯

স্রাঞ্জি সে বলেছেন: কেন হবে না। রাজীব ভাইয়ের একটা আশায় ছিল আপনি তাঁদের নিয়ে একটা সনেট লিখেন। তাঁর পছন্দ না হয়ে কি অন্য কোন উপায় আছে।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫১

সনেট কবি বলেছেন: রুচি সম্মত হওয়ার একটা বিষয়তো রয়েছে।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

এ.এস বাশার বলেছেন: কবিতায় মুগ্ধতা...........

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


রাজীব ও রাজীবের স্ত্রী আনন্দিত হবে

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

সনেট কবি বলেছেন: আমরা সবাই হয়ত চাই আমাদের প্রিয় রাজীব নুর আনন্দে থাকুক।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব ভাই ও সুরভী ভাবীর জন্য অনেক দোয়া রইলো, আপনার জন্য শুভ কামনা প্রিয় সনেট কবি।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

সনেট কবি বলেছেন: তাদেরকে সবার জন্য আদর্শ জুটি মনে হয়।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ছোটোভাই ও তাঁর স্ত্রীর প্রতি রইল অন্তরের ভালোবাসা ও নিরন্তর শুভকামনা। ++
শ্রদ্ধেয় কবিভাইকে ধন্যবাদ জানাই ।

শুভেচ্ছা নিয়েন।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

সনেট কবি বলেছেন: আমি অনেক দিন থেকে খেয়াল করেছি, তারা অন্যদের জন্য অনুকরনীয় হতে পারে। আমার উনি এদের দু’জনকে বেশ পছন্দ করেন।

৭| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সোনায় সোহাগা
সুরভী, রাজীব আর
সনেট ভাই! যেন
এক সূত্রে গাথাঁ!!

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

সনেট কবি বলেছেন: রাজীব-সুরভী এমন থাকুক চিরকাল, এমন কামনা করি।

৮| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
দুজনের জন্য শুভকামনা । তাদের দাম্পত্য জীবন সুখের হোক ।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

সনেট কবি বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি তারা চিরকাল সুখে থাকুক।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজিব দা ও সুরভী ভাবীর জন্য শুভ কামনা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: তাদের প্রত্যাশা পুরনের কামনা করি।

১০| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

চাচা সুরভি আপনার কবিতা পড়ে খুব খুশি।
সে আপনাকে বাসায় দাওয়াত দিয়েছে। নিজের হাতে রান্না করে খাওয়াবে।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: আপনার চাচী এ বিষয়ে খুব উৎসাহী ছিলেন।

১১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার চাচী এ বিষয়ে খুব উৎসাহী ছিলেন।

চাচা চাচীকে নিয়ে আমার বাসায় আসবেন।
অবশ্যই আসবেন।
এটা শুধু আমার কথা না, সুরভি'র ও কথা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

সনেট কবি বলেছেন: আপনার চাচী আপনার কথায় খুব খুশী হয়েছেন।

১২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ। প্রীশু নিয়েন।

১৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাজীব নুর ভাই, "জীবনে থাকুক চির সুখ অফুরান"
এতো সুন্দর সনেট লিখার ভাগ্য থাকলে সুরভী ভাবীর নিজের হাতের রান্না খাওয়ার সুযোগ হতো হয়তো। তবে সনেট কবি ভাই আমাকে রেখে যাবেন কিনা জানি না। ;)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

সনেট কবি বলেছেন: আপনার মত ভদ্রলোককে সাথে নিলে মন্দ হয়না।

১৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: একদম ঠিক বলেছেন, নিঃসন্দেহে আমি একজন ভদ্রলোক। রাজীব নুর ভাইও তা জানেন। তাঁর মাধ্যমে সুরভী ভাবীও জানবেন। সেজন্যই তরকারীতে ঝাল কম রাখবেন।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: বেশতো আগেভাগে জানিয়ে রাখলে তেমনটাই করবেন।

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৭

চঞ্চল হরিণী বলেছেন: রাজীব ভাই ও সুরভী ভাবির এই বন্ধন অটুট থাকুক। দুজনের ছবিটা দেখে খুব ভালো লাগছে। কবিতাও ভালো লেগেছে। চাচা, ভাতিজা ও বৌমা সবার জন্য শুভকামনা।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৫

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

১৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



সুরভী ভাবীর জন্য একরাশ শুভেচ্ছা রইলো; সাথে রাজীব ভাইকেও শুভেচ্ছা।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।

১৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

ভ্রমরের ডানা বলেছেন:






বাহ! কবিতার সাথে ছবি মিলিয়ে গেছে!

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: আবার আসলাম।
এই পোষ্টে আরও বেশ কয়েকবার আসতে হবে।

শুভ সকাল চাচাজ্বী।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১০

সনেট কবি বলেছেন: প্রিয় ভাইপুতের আগমন, শুভেচ্ছা স্বাগতম।

১৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: আমি ব্লগার ভ্রমরের ডানার সাথে একমত । কবিতা ভালো লাগলো ।

শুভকামনা

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.