নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী ও শরতের চাঁদ

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪



চাঁদগাজী ও শরতের চাঁদ

বিজ্ঞতার চাঁদ তিনি অজ্ঞতায় আলো
অনন্য মন্তব্যে তাঁরে লাগে বড় ভালো।
নেতিতে অনেক প্রীতি বুঝে কয়জন?
সুমাল্যে সুদক্ষ মালি আছে প্রয়োজন।
সামু রাজ্যে তিনি এক নিত্য সহচর
সবার প্রেরনা যেন ধারায় অঝর।
ভুল বুঝে অনেকেই শত্রু তাঁরে ভাবে
শুদ্ধতায় তারে সবে বন্ধুরূপে পাবে।

চাঁদগাজী আহা যেন শরতের চাঁদ
মিলে তাঁর মাঝে কত স্নিগ্ধতার স্বাদ
বিশ্বজুড়ে বোধগম্যে বিশ্বরাজনীতি।
উচিৎ কথায় নেই গাজি মনে ভীতি
তারে কে বানিয়ে শত্রু চায় প্রতিশোধ
সেজন বাস্তব ক্ষেত্রে নিতান্ত অবোধ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

রাকু হাসান বলেছেন: এমন গুণি ব্লগার কে নিয়ে সনেট খুব ভাল লাগলো , স্যার কে আপনার সনেটে ভালভাবে পেলাম । +++

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়েিআমি অনেক সনেট লিখেছি । আরো লিখতে ইচ্ছে করে।

২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

অচেনা হৃদি বলেছেন: নাহ, হল না। ;)

চাঁদগাজী একাত্তরের একটি যুদ্ধক্ষেত্রের নাম। সেই নামে উনি নিক নিয়েছেন- কথাটা সনেটে আসেনি! কে জানে আগের কোন সনেটে হয়ত লিখেছিলেন। আবার চাঁদের সাথে তুলনা করলে তো হবে না, চাঁদের স্নিগ্ধতা উনার মধ্যে নাই। উনার তেজ তো উল্কার মত।
হিহিহি...

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

সনেট কবি বলেছেন: এটা তাঁকে নিয়ে আমার চতুর্থ সনেট।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! সত্যিই যেন শরতের চাঁদ।
সুন্দর সনেট। বোধহয় আজ এট ধরে ওনাকে নিয়ে তৃতীয় সনেট। অভিনন্দন এমন শরতের চাঁদকে।

আর আপনাকে ধন্যবাদ।

শুভকামনা দুজনকে।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

সনেট কবি বলেছেন: এটা তাঁকে নিয়ে আমার চতুর্থ সনেট পোষ্ট। অবশ্য মন্তব্যে আরো সনেট রয়েছে।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এটা তাঁকে নিয়ে আমার চতুর্থ সনেট।

একজনকে নিয়ে ৪টি সনেট !! এটাও গিনিস বুকে রেকর্ড হবে ইনসাআল্লাহ !!

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

সনেট কবি বলেছেন: বেঁচে থাকলে হয়ত এটাই শেষ নয়।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: আপনাদের দু'জনের জন্য শ্রদ্ধা।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৬| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: ব্লগটাকে ত চাটুকারিতা দিয়ে ভরিয়ে ফেললেন

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

সনেট কবি বলেছেন: আপনার যেটা চাটুকারিতা মনে হবে সেটা অন্যকারো নিকট স্বীকৃতি মনে হবে। দুনিয়াটা এমন বিচিত্র, কি আর বলব!!!!!

৭| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: চাটুকারইতাকে আর্ট বানিয়ে ফায়দা লুটছে কিছু লোক ,এটা তো জানা কথা । টোপ না থাকলে মাছ তো আর বর্ষি গিলবে না

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

সনেট কবি বলেছেন: কি হলে স্বীকৃতি হবে আর কি হলে চাটুকারিতা হবে, এটা কিভাবে চাটুকারিতা, তা যদি বুঝিয়ে বলতেন! আর হ্যাঁ, প্রশংসা বলতেও একটা কথা আছে। কেউ হয়ত স্নেহ করলো আর কেউ ভাবল তৈল। কেউ ভালবাসল কেউ ভাবল তৈল। কেউ ভক্তি করল কেউ ভাবল তৈল। আরে মশায় কারো যা প্রাপ্য নয় তাকে তার বেশী দিলে তাকে তৈল বা চাটুকারিতা বলে। তো এখানে বাড়িয়ে কি বলা হলো তা’ একটু খোলাসা করে বলেন! তা’হলে তাঁকে নিয়ে আমি যে ডজন খানিক সনেট লিখব তা’থেকে তা’ না হয় বাদ দেব। আমি তাঁকে নিয়ে আস্ত একটা সনেট কাব্য লিখলেও বাস্তবে তাতে কারো কিছু যায় আসে না।। মানুষ ভালবাসা থেকে অনেক কিছু করে।

৮| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার সনেট পড়ে নিজকে ব্লগার মনে হচ্ছে! আমি নিতান্ত সাধারণ ব্লগার, অন্য সব ব্লগারদের আলোকে আমি দৃশ্যমান মাত্র; আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

সনেট কবি বলেছেন: আমি চাই আপনার মত আরো কিছু ব্লগার তৈরী হোক যাদেরকে সবার সাথে পাওয়া যাবে। পোষ্টে যখন কেউ কোন মন্তব্য করেনা তখন মন চায় কেউ এসে দু’টা মন্দ কথা বলে যাক। যারা আপনাকে পছন্দ করে তারা অনেক কারনে আপনাকে পছন্দ করে। তবে ভালো লোকদের দু’ চার জন বিরোধী থাকতেই পারে।

৯| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

লায়নহার্ট বলেছেন: {বর্ষাকালে শরতের চাঁদ?}

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সনেট কবি বলেছেন: কি আর করব বর্ষাতেই শরতের কথা মনে পড়ে গেল।

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি সনেট লেখেন ভাল ,তবে সেটা দেশ ও দশের স্বার্থে লেখেন ,ব্যক্তি স্বার্থে লিখতে ইচ্ছে হলে ব্লগ লেখার দরকার কি

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৮

সনেট কবি বলেছেন: ব্যক্তি অনেক সময় দেশ ও দশের মঙ্গল হয়। তার সেরকম প্রতিভা জাগিয়ে তুলতে চেষ্টা করা দোষনীয় নয়।

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২০

এ আর ১৫ বলেছেন: আমার কবিতার দৌড় --
রেল লাইন চলে পাশাপাশি
আমি তোমায় বড় ভালোবাসি -
--- পর্যন্ত
চাঁদগাজীকে নিয়ে একটা জি বা যি ছন্দের কবিতা লিখার সাধ জাগলো ।জি বা যি ছন্দ কাহাকে বলে , একটু পরে বুঝতে পারবেন .

ওহে বাবা সমুর ব্লগার চাঁদগাজি,
তোমার পিছনে লেগেছে কিছু পাজি,
তুমি কিন্তু হাল ছাড়তে নারাজি,
কিছুতেই থামেনি তোমার ব্লগবাজি,
ব্লগারগিরীর সকল কাজের তুমি কাজী,
তোমার কাছে চলেনা ফেরেব বাজি ,
ব্লগের উত্তাল তরঙ্গে তুমি নির্ভিক মাঝি,
কিছুনা কিছু তুমি লিখ রোজি,
সহজ কথার তোমার লিখা আমরা বুঝি,
তোমার বিরুদ্ধে যত কারসাজি,
তাদের করতে চাও তুমি ভর্তাভাজি ,
থেমে যায় তাদের চাপাবাজি ,
-----

আজ এতো টুকু থাক জি ছন্দবাজি :) :):)

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: বেশ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.