নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আস-সালাম

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫১



আস-সালাম পরম শান্তি বিধায়ক
জগৎ সমূহ জুড়ে।কামনা সবার
সুখে দিন যাপনের উপায় বিস্তার;
যা দানে সক্ষম শুধু এ আস-সালাম।
মানুষ তখন হয় শান্তির প্রাপক
যখন থাকেনা তার ঘাটতি চেষ্টার;
নিজের সকল কাজে।সুখের তেষ্টার
লাঘব হয় থাকলে সাধনার দাম।

শান্তি অবশ্য পায় যে উপযুক্ত হয়
কাজ ও কৃতজ্ঞতায়।সুযোগ্য না হলে
শান্তি দান সালামের কোন দায় নয়।
কতজন নিজমতে কতকথা বলে
কিন্তু আত্মার শান্তিতে আছে সবশান্তি
অশান্তি হবেই মনে থাকলে বিভ্রান্তি।


সালামু

সালামু মিলান শান্তি সবার জীবনে
শান্তির নিমিত্তে তাঁর বিবিধ ব্যবস্থা
রয়েছে জগৎজুড়ে প্রয়োজন মতো
মানুষদের সে শান্তি খুঁজে নিতে হয়।
জান্নাতে অপার শান্তি রয়েছে সঞ্চিত
সে জন্য করতে হয় নিত্য ইবাদত
সালামের নির্দেশের অনুসারে সদা
নতুবা থেকেও সেটা ঝুটেনা কপালে।

শান্তিময় জীবনের প্রত্যাশা সবার
তারজন্য সালামের প্রত্যাশা পূরণ
করা চাই জীবনের সকল বিষয়ে।
শান্তির মালিক যিনি তাঁকে বাদ দিয়ে
শান্তি আশা অমূলক অহেতুক চিন্তা
তাঁর সন্তুষ্টির মাঝে শান্তি বিদ্যমান।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।


সুন্দর সনেট।++
সালামের প্রচার হউক সর্বত্র।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

সনেট কবি বলেছেন: আস-সালামকে সালাম, কারণ তিনি আমাদের শান্তির জন্য প্রকৃতিতে অনেক কিছু দিয়ে রেখেছেন।

২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: শান্তির জন্য শান্তির উৎসের প্রতি মনোযোগ থাকা দরকার।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

হাবিব বলেছেন:





"আস-সালাম" নামের ফজিলত

আস-সালামু শান্তির সকল আধার
বালা-মুসিবত যত সমান পাহাড়
জালিমের আগ্রাসন অসীম পাথার
দূর করে দিতে পারে সালামের গুণে।
অত্যাধিক পরিমানে তাকে যদি স্মরো
ফরজ নামায শেষে জিকিরটা ধরো
মুসিবত কেটে যাবে বড় হবে মানে।

শান্তি দাতা দয়াময় তাঁর বিধানেই
মানুষের ভালো হবে তাঁর অধীনেই
জ্ঞানপাপী কিছু লোক এসব না বুঝে।
শান্তি নাহি পাবে কোথা সালামকে ছাড়া
আত্মাহুতি যদি করো কান্না প্রাণ কাড়া
সালাম নামেই পাবে শান্তিধারা খোঁজে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

হাবিব বলেছেন:



ঈমানে সালাম রেখে যদি ভয় করো
অত্যাধিক পরিমানে তাকে যদি স্মরো
ফরজ নামায শেষে জিকিরটা ধরো
মুসিবত কেটে যাবে বড় হবে মানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.