নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মু’মিনু

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮



আল-মু’মিনু(শান্তির আশ্রয়ে)পরম
নিরাপত্তা বিধায়ক। অশান্ত সময়ে
যাবতীয় বিপদের কঠিন প্রলয়ে
তাঁর মত নেই আর এমন আপন।
পরিস্থিতি ভিন্নতায় অবস্থা চরম
কষ্টকর হয়ে পড়ে জীবনের ভয়ে;
থাকেনা বাঁচার পথ নিজ বোধদয়ে
সে সময়ে মিলে তাঁর করুণার ধন।

নিরাপত্তা পেতে হলে মু’মিনুর প্রতি
আত্ম নিবেদন করে দয়া চেয়ে তাঁর
বিনয়ের সাথে চল।গর্বের কূ-মতি
বাদ দিয়ে মনে কর নতির সঞ্চার।
অমান্যের প্রতি তাঁর কোন দায় নেই
তার দায় নিতে হয় তাকে নিজেকেই।

মু’মিনু

মু’মিনু বিশ্বাসী নিজ অসীম সত্ত্বায়
আত্মবিশ্বাসের বলে বলিয়ান তিনি
কারণ জানেন তিনি পারেন যা চান
তাঁর কাছে অন্য সব খড় কুটো সম।
নিজের শক্তিতে যার বিশ্বাস থাকেনা
সে পারেনা হতে কোন শ্রেষ্ঠ নিয়ন্ত্রক
মু’মিনুর মাঝে সেই অবিশ্বাস নেই
নিজের বিষয়ে সব অবগত তিনি।

নিজ ও অন্যের প্রতি সঠিক বিশ্বাস
মু’মিনুর আছে ঠিক নিজ যোগ্যতায়
সব কিছু তাঁর কাছে স্বচ্চ পরিস্কার।
ভুল ভাল কোন কিছু মু’মিনুতে নেই
সে কারণে সন্দেহের নেই সম্ভাবনা
সুদৃঢ় বিশ্বাসে তিনি মহাঅবিচল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল প্রিয় কবি।

সকাল সকাল মহান সৃষ্টিকর্তার নামে সনেট দেখে মনে শান্তি অনুভূত হল।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

সনেট কবি বলেছেন: তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.