নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মোহাম্মদ আলী আকন্দ

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪



যুক্ত রাষ্ট্রকে বাংলায় জানতে উত্তম
বাঙ্গালী আমেরিকান লেখকের লেখা।
ব্লগে মোহাম্মদ আলী আকন্দের দেখা
আমেরিকা ফুটে উঠে তেমন লেখায়।
এদেশে এখনো আছে অনেক অধম
যাদের রয়েছে বাকী আচরণ শেখা
যারা লঙ্ঘন করছে সব সীমারেখা
অন্যত্র সু-আচারের,আকন্দ জানায়।

দেশের সন্তান থাকে অন্যের মাটিতে
তথাপি তাদের মনে থাকে নিজ দেশ।
পারেনা দেশের ক্ষতি তারা মেনেনিতে
অন্যত্র পেলেও খুব সুখের আবেশ।
উন্নত জীবন জন্যে যারা দেশ ছাড়ে
তাদের মনেও দেশ ভাবনারা বাড়ে।

ব্লগার মোহাম্মদ আলী আকন্দ

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

অচেনা হৃদি বলেছেন: ব্লগের অনলাইনের লিস্টে উনার নাম সবার উপরে দেখতে পাই। আমার ধারণা উনি ব্লগ চালু হবার প্রথম সময় হতে ব্লগিং করেন।
শুভকামনা উভয়ের জন্য। +

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

সনেট কবি বলেছেন: আমারো সেরকমটা মনে হয়।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



দেশপ্রেমিক মানুষদের স্যালুট জানাই!

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

সনেট কবি বলেছেন: দেশপ্রেমিক মানুষেরা দেশের সম্পদ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

রাকু হাসান বলেছেন: এমন একজন শ্রদ্ধাভাজন ব্লগার কে নিয়ে সনেট লেখার জন্য সনেট কবি কে জানাই আন্তরিক ধন্যবাদ ,গুণি ব্লগারকে শুভেচ্ছা । উনার কমেন্ট লেখা পড়ে ,যা বুঝতে পেরেছি, যত টা না তিনি একজন প্রতিষ্ঠিত ব্লগার,তার চেয়ে বেশি তিনি একজন ভাল মানুষ ও পাঠক । স্যার ভাল থাকুক সেই সাথে আপনি ও(গুণি কবি ) ।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

সনেট কবি বলেছেন: তাঁকে আমারো বেশ ভদ্র মনে হয়েছে।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:



দুজনই আমার প্রিয় মানুষ। শুভ কামনা রইলো।

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


কবিকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, আমাকে নিয়ে সুন্দর একটা কবিতা লেখার জন্য।
আমাকে নিয়ে একটা কবিতা হতে পারে? তাও আবার এত সুন্দর? বাহ্!

আমি আগের একটা পোস্টে বা মন্তব্যে, ব্লগের পরিবেশ পরিস্থিতি বলতে যেয়ে উল্লেখ করেছিলাম, কিছু ব্লগার, যারা আমার পোস্ট পছন্দ করতো না, তারা আমাকে ব্যঙ্গ করে একটা অশ্লীল গান বানিয়ে ইন্টারনেটে প্রচার করেছিল। গানের কথাগুলি যদিও ছিল অশ্লীল এবং ব্যঙ্গাত্মক, কিন্তু গানটির গায়কী, মেলোডি এবং রিদম ছিল খুবই সুন্দর। আমার স্ত্রী এবং বাচ্চারা যাতে জেনে না যায়, তাই আমি গানটা লুকিয়ে লুকিয়ে প্রায়ই শুনতাম। আর ভাবতাম, তারা আমার থেকে ভিন্ন মতাদর্শের মানুষ, কিন্তু তারা আমার চেয়ে কত প্রতিভাবান। আমি তো এই রকম একটা গান বানাতে পারবো না। গানটা যিনি গেয়েছিলেন, তার গলাও ছিল চমৎকার। তবে এও ভাবতাম, তাদের এই প্রতিভা যদি ভাল ভাবে ব্যবহার করতো, তা হলে তারা দেশকে অনেক ভাল ভাল গান উপহার দিতে পারতো।

আপনি কবিতায় আমার সম্পর্কে যে ভাল ভাল কথাগুলি বলেছেন, আমি তার সবগুলির উপযুক্ত না হলেও, এই কথাগুলিকে আমার জন্য দোয়া হিসাবে মনে করছি। কেউ যদি মন থেকে কোন ব্যক্তি সম্পর্কে ভাল কথা বলে, এটাই ওই ব্যক্তির জন্য দোয়া। আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২২

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লেখা সনেটে আমার মন ভরেনি। মনে হয় যেন কিসের ঘাটতি রয়ে গেছে। আসলে সব সময় মনের অবস্থা এক রকম থাকেনা এটাও একটা কারণ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


@অচেনা হৃদি, আমি ২০০৭ সালের মার্চ মাস থেকে এই ব্লগে আছি। অর্থাৎ ১১ বছর ৪ মাস। তার আগে আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের দুটা ব্লগে ইংরেজিতে লিখতাম। ওই ব্লগগুলির লেখার বিষয়বস্তু মূলত ইন্ডিয়া-পাকিস্তান সম্পর্ক নিয়ে। ওই ব্লগগুলিতে পোস্টে অনেক ভাল ভাল বিষয় থাকতো কিন্তু মন্তব্য ছিল খুবই খারাপ। ইন্ডিয়ানরা পাকিস্তানিদের গালি দিত আবার পাকিস্তানিরাও ইন্ডিয়ানদের গালি দিত। এবং খুবই বাজে ভাষায়। সময়ের অভাবে এবং ওই ব্লগগুলিতে অনেক সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা হতো বলে পরে আর কন্টিনিউ করিনি।

@ভ্রমরের ডানা, আপনার প্রতিও রইলো আমরা শ্রদ্ধা এবং ভালবাসা।

@রাকু হাসান, অনেক ধন্যবাদ। লিংক দেয়ার জন্য এবং দোয়া করার জন্য।

@কাওসার চৌধুরী, আপনিও আমাদের প্রিয় মানুষ। আপনারা জন্যও আমাদের শুভ কামনা।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

সনেট কবি বলেছেন: আপনার অভিজ্ঞতার কথা জেনে একটা ভাল অবিজ্ঞতা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.